বিসিকের ‘ওয়ান স্টপ সার্ভিস’ যেন সফল হয় : শিল্পমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিসিকের অন্যান্য সব ক্ষেত্রের মত ‘ওয়ান স্টপ সার্ভিস’ যেন সফল হয় উল্লেখ করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিসিকের ‘ওয়ান স্টপ সার্ভিস’ কে ‘নন স্টপ সার্ভিস’ দিতে হবে।

আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ‘ওয়ান স্টপ সার্ভিস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ওয়ান স্টপ সার্ভিস হওয়াতে যেমন আনন্দ, তেমনি দায়িত্ব অনেক বেশি। বিসিকের ‘ওয়ান স্টপ সার্ভিস’ সেন্টার উদ্বোধনের মাধ্যমে বিসিক নতুন যুগে প্রবেশ করলো। এর ফলে নতুন নতুন বিনিয়োগ ও শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ‘ওয়ান স্টপ সার্ভিস’ যেন কার্যকর ‘ওয়ান স্টপ সার্ভিস’ই হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, শিল্পসচিব জাকিয়া সুলতানা এবং এসবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ দেয়া শুরু বেপজা’র

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জমি বরাদ্দ দেয়া শুরু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

রবিবার (১৩ জুন) রাজধানীর ধানমন্ডিতে বেপজা কমপ্লেক্সে দেশি-বিদেশি এমন ১০টি প্রতিষ্ঠানের কাছে সাময়িক বরাদ্দপত্র প্রদান করা হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এ বরাদ্দপত্র হস্তান্তর করেন এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি ও জি বিনিয়োগকারীদের মধ্যে।

বেপজা জানায়, ইতোমধ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ৭০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান। এ বিষয়ে তারা বেপজার নিকট আবেদন করে। এদের মধ্য থেকেই ১০টি প্রতিষ্ঠানকে সাময়িক বরাদ্দপত্র প্রদান করা হয়।

বরাদ্দপত্র পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাজ্যের দুইটি, দক্ষিণ কোরিয়ার দুইটি, চীনের দুইটি, যুক্তরাষ্ট্রের একটি, হংকংয়ের একটি, কানাডার একটি ও বাংলাদেশের একটি রয়েছে।

প্রতিষ্ঠানসমূহের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৩৩৪ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ৫১ হাজার ৩০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনাদের বিনিয়োগ সুরক্ষায় বেপজা তার চেষ্টার কোনো কমতি রাখেনি।’

তিনি জানান, অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে বেপজা তার ৪০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে।

বেপজার সফলতার কথা উল্লেখ করে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ২০২১ সালে জানুয়ারি-এপ্রিল বেপজার বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৭৯ শতাংশ। যা গত বছরের একই সময়ের থেকে বেশি।

তিনি বলেন, জাতীয় রফতানিতে বেপজা প্রায় ২০ ভাগ অবদান রাখছে। আশা করা হচ্ছে ৮টি ইপিজেডের সঙ্গে বেপজা অর্থনৈতিক অঞ্চল যুক্ত হলে এ অবদান উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান ছানাউল হক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন কাজী ছানাউল হক।

রবিবার (১৩) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় যোগদান করেন তিনি।

এর আগে ৩০ মে তিন বছরের জন্য রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।

রূপালী ব্যাংকের আগে কাজী সানাউলহক ঢাকা স্টক একচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থান ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি ছিলেন এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের (অতিঃদায়িত্ব) ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এস

ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৪৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৯ কোটি ৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

মার্কেন্টাইল ব্যাংক ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এনআরবিসি ব্যাংক ১১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, বীকন ফার্মা, বেক্সিমেকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স,কনফিডেন্স সিমেন্ট, ড্রাগন সোয়েটার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, ফরচুন সুজ, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, জিবিএইচ ইস্পাত, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, এইচ.আর টেক্সটাইল, ইনডেক্স অ্যাগ্রো, ইসলামিক ফিন্যান্স, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মোজাফফর হোসাইন স্পিনিং, মীর আখতার হোসেন, ন্যাশনাল ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল হাউজিং, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রগতি ইন্স্যুরেন্স, আরএকে সিরাসিকস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, সাফকো স্পিনিং, সায়হাম কটন, সাউথইস্ট ব্যাংক, ইউনিক হোটেল, উত্তরা ব্যাংক, ভিএফএস থ্রেড ডাইং ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২১৮ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৫৮ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকার।

৪৩ কোটি ৯৫ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, রিংশাইন টেক্সটাইল, সোনার বাংলা ইন্স্যুরেন্স, লুবরেফ ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

প্রণোদনা বেশির ভাগই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানভিত্তিক: ক্যাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, যখন পণ্যের মূল্য বৃদ্ধি পায় আর আয় কমে যায়, তখন মানুষের মধ্যে ত্রাহি অবস্থার সৃষ্টি হয়। করোনা পরিস্থিতিতে এখন সিংহভাগ মানুষের সেই অবস্থা।

রবিবার ক্যাব ও ক্যাবের অনলাইন পোর্টাল ভোক্তাকণ্ঠের যৌথ উদ্যোগে আয়োজিত ‘পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির অভিঘাতে ভোক্তা অধিকার’ শীর্ষক এক অনলাইন সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

ক্যাব সভাপতি বলেন, ত্রাহি অবস্থা উত্তরণের জন্য সরকার নানা ব্যবস্থা নিয়েছে। প্রণোদনা দিয়েছে। কিন্তু আয়ের প্রধান উৎস কর্মসংস্থান বাড়ছে না। অনেক লোকের চাকরি ছিল। এখন চাকরি নেই বা পাচ্ছেন না। অনেকে ব্যবসা করে সংসার নির্বাহ করতেন। তাদের ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে। এমনকি সামান্য যে পুঁজি ছিল, তাও চলে গেছে। সরকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য যে প্রণোদনা দিয়েছে, তা কিন্তু ব্যবহার করা হচ্ছে না। প্রণোদনা বেশির ভাগই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানভিত্তিক। আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী বা যারা আত্মকর্মসংস্থানে নিয়োজিত, তাদের সহায়তা দিতে আগ্রহী না। এটা একটা বড় সমস্যা। আয় ও মূল্যের সমস্যা খুবই জটিল।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিজ ও ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, স্থপতি মোবাশ্বের হোসেন, ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা শামসুল আলম, সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. ফরচুন সুজ
  4. গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. রিন সাইন টেক্সটাইল
  7. সোনার বাংলা ইন্স্যুরেন্স
  8. লূব রেফ বিডি
  9. পাওনিয়ার ইন্স্যুরেন্স
  10. প্রগ্রতি ইন্স্যুরেন্স লিমিটেড।

সেই ৪ কোম্পানির কোনো বিক্রেতা নেই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে ওটিসি (ওভার দ্য কাউন্টার) থেকে মূল বাজারে ফিরে আসা চার কোম্পানির শেয়ারের বিক্রেতা নেই। ফলে মূল বাজারে লেনদেন শুরুর প্রথম দিনে আজ রবিবার কোম্পানি চারটির হাতে গোনা কয়েকটি শেয়ারের হাতবদল হয়েছে। বিক্রেতা না থাকলেও এসব শেয়ার কিনতে বেশ আগ্রহ দেখা গেছে বিনিয়োগকারীদের মধ্যে। এ কারণে চারটি কোম্পানিরই শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে আজ।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর আজ থেকে মূল বাজারে লেনদেন শুরু হয় মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, মুন্নু ফেব্রিকস ও তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের। বিনিয়োগকারীদের নিয়মিত লভ্যাংশ না দেওয়ায় এবং খারাপ কার্যক্রমের কারণে ২০০৯ সালে বিএসইসি কোম্পানি চারটিকে ওটিসি বাজারে স্থানান্তর করে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মূল বাজারে ফিরে আসার প্রথম দিনে আজ পেপার প্রসেসিং ও তমিজউদ্দিন টেক্সটাইলের একটি করে শেয়ারের হাতবদল হয়। শেয়ারের দাম দিনের সর্বোচ্চ বা ১০ শতাংশ করে বেড়ে পেপার প্রসেসিং ১৭ টাকা ৬০ পয়সায় ও তমিজউদ্দিন টেক্সটাইল ১৩ টাকা ২০ পয়সায় উঠেছে। কোম্পানি দুটির মধ্যে আজ প্রথম দিনে পেপার প্রসেসিংয়ের শেয়ারের সাত লাখের বেশি শেয়ারের ক্রয়াদেশ ছিল। আর তমিজউদ্দিন টেক্সটাইলের প্রায় সাড়ে আট লাখ শেয়ারের ক্রয়াদেশ থাকলেও বিক্রেতা ছিল না।

আর মনোস্পুল পেপারের শেয়ারের দামও দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়। সাড়ে চার ঘণ্টার লেনদেনে কোম্পানিটির প্রায় দুই লাখ শেয়ারের জন্য ক্রয়াদেশ বা ক্রেতা থাকলেও বিক্রেতার অভাবে মাত্র দুটি শেয়ারের হাতবদল হয়েছে।

মুন্নু ফেবিক্সের দাম ১০ শতাংশ বেড়ে ১১ টাকায় হাতবদল হয়। কোম্পানিটির ১৯ লাখের বেশি শেয়ারের ক্রয়াদেশ থাকলেও হাতবদল হয়েছে মাত্র ১ হাজার ৫০১টি শেয়ার। সকালেই এসব শেয়ারের হাতবদল হয়। এরপর দিনভর ছিল বিক্রেতাশূন্য।

স্টকমার্কেটবিডি.কম/বি

‘স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসাতে হবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্ধারিত স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর বাইরে পশুর হাট বসতে দেওয়া হবে না।’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ রবিবার (১৩ জুন) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনলাইনে আয়োজিত কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু জবাইকরণ এবং কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি পর্যালোচনাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট ভারতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দেশটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ হওয়ায় আমাদের দেশেরও কিছু কিছু এলাকায় বিশেষ করে সীমান্ত এলাকায় এ ভেরিয়েন্ট দেখা দিয়েছে। তাই এ বছর সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই পশুর হাট বসানো হবে।’ তিনি বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষ পশুর হাট বসানোর জন্য এবং পশু জবাইয়ের যে স্থান নির্ধারণ করবে, শুধু সেখানেই হাট বসবে। এর বাইরে কোরবানির পশুর হাট ও পশু জবাই করতে দেওয়া হবে না।’

শহর-নগর, উপজেলা ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ নিজ নিজ এলাকায় সবার জন্য সুবিধা মতো জায়গায় গরুর হাট বসানোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান মন্ত্রী।

‘দেশের ভারতীয় সীমান্ত এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে’ উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে ভারত থেকে দেশে বৈধ-অবৈধ পথে অনেক পশু আসে এবং মানুষ যাতায়াত করে থাকে। ভারতীয় ভেরিয়েন্ট আমাদের দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।’

কোনো অবস্থাতেই যেন ভারত থেকে বৈধ-অবৈধভাবে মানুষ এবং পশু না আসে সেজন্য স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের শক্ত অবস্থানে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘অনেক জায়গায় সড়ক-মহাসড়ক এবং রেল লাইনের উপর কোরবানির পশুর হাট বসানো হয়। কর্তৃপক্ষ এসব জায়গায় হাট বসানোর ইজারা দেয় না। কিন্তু অবৈধভাবে এসব জায়গায় পশুর হাট বসানো হয়। রাস্তার উপর পশুর হাট বসানো অবশ্যই বন্ধ করতে হবে। রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এলাকার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাসহ সকলের সমন্বিত উদ্যোগ এটি বন্ধ করতে হবে। যেখানে সেখানে হাট বসতে দেওয়া যাবে না।’

কোরবানি দেওয়ার পর পরই দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করার জন্য ব্যবস্থা নিতে হবে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনের মেয়র, পৌর মেয়রসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা স্ব স্ব উদ্যোগে দ্রুত সময়ে বর্জ্য অপসারণ করবেন।’

তাজুল ইসলাম আরো বলেন, স্বাস্থ্য বিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় পশুর হাট বসানোর জন্য গত বছর গণমাধ্যমে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হয়েছিল, এ বছরও এটি করা হবে। সিটি করপোরেশন ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে সচেতনামূলক প্রচার-প্রচারনা চালাবে বলেও জানান তিনি।

এ সময় সব সিটি করপোরেশন মেয়রদের মন্ত্রী জলাবদ্ধতা নিরসনের জন্য স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগ কমাতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনেরসহ সব সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিব এবং বিভিন্ন অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আমান ফিডের দর বাড়ার কোনো তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আমান ফিড মিলস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৮ জুন এ শেয়ারের দর ছিল ২৮.৮০ টাকা এবং আজ ১৩ জুন এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৩১.৭০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে আমান ফিড লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি