১৫ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধের আহ্বান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন। সোমবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত এ আহ্বান জানান।

যৌথ বিবৃতিতে তারা বলেন, করোনা মহামারিতে চলমান লকডাউনে যখন প্রায় সব শিল্প সেক্টর বন্ধ, তখন গার্মেন্টস-শ্রমিকদের প্রচণ্ড ঝুঁকির মধ্যে মালিকরা কাজ করাতে বাধ্য করছেন। কারখানা থেকে শ্রমিকদের পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করার কথা থাকলেও মালিকরা তা করেননি। ফলে বাধ্য হয়ে অনেক দূর থেকে পায়ে হেঁটে বা কয়েকগুণ বেশি ভাড়ায় ব্যক্তিগত পরিবহনের ব্যবস্থা করে শ্রমিকদের কারখানায় যাতায়াত করতে হচ্ছে। তার বিনিময়ে শ্রমিকদের কোনো ঝুঁকি ভাতা বা অতিরিক্ত পরিবহন খরচ পরিশোধের কোনো প্রতিশ্রুতি মালিকরা প্রদান করেনি।

নেতৃদ্বয় আরও বলেন, প্রত্যেক ঈদ উৎসবেই দেখা যায়, বেতন-বোনাস নিয়ে মালিকরা সমস্যা সৃষ্টি করে। ঈদের দিনেও শ্রমিকদের বেতন-বোনাসের জন্য কারখানায় অবস্থান করতে হয়। অনেক কারখানায় ১৮/১৯ তারিখে বেতন বোনাস পরিশোধের কথা বলছে মালিকরা। এ প্রেক্ষিতে আশঙ্কা প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, এর ফলে দেখা যাবে ব্যাংকের ঝামেলার কথা বলে শ্রমিকদের বেতন-বোনাস অনিশ্চিত করে তুলবে মালিকরা। তাই ১৫ জুলাইয়ের মধ্যেই সকল কারখানায় সম্পূর্ণ বেতন-বোনাস পরিশোধ করার আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানার অর্ধশতাধিক শ্রমিক হত্যার দায় কোম্পানির মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শুধু নয়। কারখানার পরিদর্শন ও লাইসেন্স প্রদানের সঙ্গে যুক্ত যেসব দফতর রয়েছে সেসব প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে।

একই সঙ্গে নিহত শ্রমিকদের আইএলও কনভেনশন-১২১ অনুযায়ী একজীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসন করার আহ্বান জানান তারা।

এছাড়াও নেতৃদ্বয় নিখোঁজ শ্রমিকদের অবিলম্বে উদ্ধার এবং তার সংখ্যা প্রকাশ করে অগ্নিকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ী সকল পক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথা বলেন। অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ সকল কারখানা বন্ধ করে দেয়া এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহবান জানান তারা।

স্টকমার্কেটবিডি.কম/এস/আহমেদ

ব্লক মার্কেটে লেনদেন ৩৪ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমাবর (১২ জুলাই) ৪৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫০ লাখ ৮০ হাজার ৪৯৩টি শেয়ার ১০৯ বার হাত বদল হয়ে মোট ৩৪ কেটি টাকার লেদেন হয়েছে।

সোমবার (১২ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৪ কোটি ৪৪ লাখ ৮২ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮৮ লাখ ২৩ হাজার টাকার আমান ফিডের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে কাট্টালি টেক্সটাইলের।

এ ছাড়া আর ডি ফুডের ১ কোটি ৯৮ লাখ ১২ হাজার টাকার, বিএনআইসিএলের ৯০ লাখ টাকার, এনআরবিসি ব্যাংকের ৭০ লাখ ২৬ হাজার টাকার, পপুলার লাইফের ৬৭ লাখ ১২ হাজার টাকার, গ্লোবাল ইন্সুরেন্সের ৬৫ লাখ ৫০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৬৪ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

স্মার্ট ও বিদ্যুৎ সাশ্রয়ী – স্যামসাং রেফ্রিজারেটর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আধুনিক বিশ্বে প্রতিনিয়ত যেমন আধুনিক সমস্যার সৃষ্টি হচ্ছে, তেমনি প্রযুক্তির সহায়তায় এসেছে তার স্মার্ট সমাধান। এমনই এক স্মার্ট সমাধানের নাম রেফ্রিজারেটর। এটি আমাদের কর্মব্যস্ত জীবনে প্রতিদিন বাজারে যাওয়ার ধকল থেকে মুক্তি দিয়েছে। গরমে তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানি বা শরবত খেতে, হঠাৎ বাসায় মেহমান এলে ঝটপট খাবার বের করে পরিবেশন করতে কিংবা অনেকদিনের বাজার একসাথে এনে বহুদিন মজুত রাখতে রেফ্রিজারেটরের জুড়ি নেই। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এসব আধুনিক রেফ্রিজারেটরগুলোতে দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে টাটকা এবং এতে স্বাদেরও পরিবর্তন হয় না।

ক’দিন পরেই আসছে পবিত্র ঈদুল আযহা। মুসলমান ধর্মালম্বীরা এ সময় সৃষ্টিকর্তার উদ্দেশ্যে পশু কোরবানি দেন। এসব পশুর গোস্ত দীর্ঘদিন টাটকা ও সতেজ রাখতে এ ঈদে বেড়ে যায় রেফ্রিজারেটরের চাহিদা। ক্রেতাদের এসব চাহিদা মেটাতে হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠানগুলো বাজারে এনেছে বিভিন্ন ধরণের রেফ্রিজারেটর। শীর্ষস্থানীয় হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা প্রতিষ্ঠান- স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিকস বাংলাদেশ’ও ক্রেতাদের জন্য বিভিন্ন মডেলের রেফ্রিজারেটর এনেছে বাজারে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ফিচার ও ডিজাইনের আধুনিক প্রযুক্তি সম্পন্ন স্যামসাং এর রেফ্রিজারেটরগুলো ইতোমধ্যে মানুষের নজর কেড়ে নিয়েছে।

অনেক সময় দেখা যায় ফ্রিজে কোনো খাবার রাখলে তা বরফে জমে যায়, ফলে ফ্রিজ থেকে সে খাবার বের করতে অনেক কষ্ট করতে হয়। স্যামসাং এর নন-ফ্রস্ট প্রযুক্তির ফ্রিজগুলো আপনাকে এ সমস্যায় পড়তে দিবেনা। এই প্রযুক্তি খুব দ্রুত ফ্রিজের ভিতরকে শীতল করে সব জায়গায় তাপমাত্রা সমান রাখে এবং খাবার টাটকা রেখে ভিতরে বরফ জমতে দেয় না।

ফ্রিজগুলোর ডিজিটাল ইনিভার্টার প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজন অনুযায়ী ভিতরে তাপমাত্রা বাড়ায় এবং কমায়। ফলে এতে বিদ্যুৎ খরচ কমে যায়। এছাড়াও এটি ফ্রিজের অপ্রত্যাশিত শব্দ হ্রাস করে এবং দীর্ঘস্থায়ী পারফরমেন্স নিশ্চিত করে।

স্যামসাং রেফ্রিজারেটরের অল-রাউন্ড কুলিং প্রযুক্তি এর ভিতরের সব জায়গা সমানভাবে শীতল রেখে খাবারকে দীর্ঘদিন টাটকা রাখে। এটি সার্বক্ষণিক ফ্রিজের তাপমাত্রা পর্যবেক্ষণ করে এবং বিভিন্ন ভেন্টের মধ্য দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত করে।

রেফ্রিজারেটরের ভিতরে তাৎক্ষণিক ঠান্ডা করতে বা বরফ করতে আছে পাওয়ার কুল/পাওয়ার ফ্রিজ ফিচার। বাটনে চাপ দেয়ার সাথে সাথেই পাওয়ার কুল দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন পানীয় বা খাবারকে ঠান্ডা করে দেয় এবং পাওয়ার ফ্রিজ মুহুর্তেই ঠান্ডা বাতাস ছড়িয়ে মাছ, মাংসের মত খাবারকে সতেজ রাখবে।

আধুনিক যুগে মানুষ এখন শুধু সুবিধা দেখেই রেফ্রিজারেটর কিনেই না, পণ্যের ডিজাইনও এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। রুচিশীল মানুষের নজর কাড়তে স্যামসাং’র রেফ্রিজারেটরগুলোকে ডিজাইন করা হয়েছে স্লিম, দৃষ্টিনন্দন ও অসাধারণ নকশায়। ফ্রিজের ভিতরে যেমন শাক-সবজি, মাছ-মাংস, ডিমসহ খাবার রাখার আলাদা ক্যাবিনেট আছে, এর বাইরেও ঘরের শোভা বৃদ্ধির জন্য আছে চমৎকার ডিজাইন। অসাধারণ ফিচার ও চমৎকার ডিজাইনের ফ্রিজগুলো নো-ফ্রস্ট, সাইড-বাই-সাইড, আপরাইট ফ্রিজার, টুইন কুলিংসহ বিভিন্ন মডেলে পাওয়া যায়।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্যামসাং নিয়ে এসেছে দুর্দান্ত ঈদ ক্যাম্পেইন ‘বিগ অফার ঈদ জমবে এবার’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ক্রেতারা নির্দিষ্ট রেফ্রিজারেটর কিনলেই পাবেন ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এছাড়াও, ক্রেতারা রেফ্রিজারেটরের এক্সচেঞ্জ অফারে ২৩ হাজার টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

স্যামসাং এর রেফ্রিজারেটরে আছে ১০ বছরের কম্প্রেসর ওয়্যারেন্টি। অনলাইনে অর্ডার করলে ক্রেতারা পাবেন ফ্রি হোম ডেলিভারি ও সহ মাসিক কিস্তির সুবিধা। এছাড়াও, বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকি’এর মাধ্যমে অনলাইনেও পেমেন্ট করার সুবিধা রয়েছে।

বর্তমানের বৈশ্বিক করোনা মহামারিতে স্বাস্থ্য সুরক্ষায় মানুষ এখন মাসের বাজার একসাথেই নিয়ে আসে। ফলে, রেফ্রিজারেটরের প্রয়োজনীয়তাও আরও বেড়েছে; পাশাপাশি যোগ হয়েছে ঈদের আমেজ। তাই, ক্রেতাদের জন্য এখন রেফ্রিজারেটর কেনার উপযুক্ত সময়। এমন উপযুক্ত সময়ে, ঈদ আনন্দ দ্বিগুণ করতে স্যামসাং’র ঈদ ক্যাম্পেইনের অফার গ্রহণ করে আপনিও ঘরে নিয়ে আসতে পারেন আপনার পছন্দের রেফ্রিজারেটর।

স্টকমার্কেটবিডি.কম/

রাজধানীতে ১৭-২১ জুলাই বসবে কোরবানির হাট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ১৭ জুলাই থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির হাট শুরু হবে। আর এই হাট চলবে ২১ জুলাই পর্যন্ত। ঈদুল-আজহার দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু কেনা-বেচা করা যাবে। স্বাস্থ্যবিধিসহ অন্যান্য শর্তাবলী মানার সাপেক্ষে অস্থায়ী দশ পশুরহাট ইজারাপ্রাপ্তদের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হচ্ছে।

এর আগে, শুক্রবার (৯ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে চলমান করোনা মহামারি বিবেচনায় তিনটি পশুর হাট বাতিল করেছে।

এই তিনটি পশুর হাট হলো- ১. লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা। ২. আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা। ৩ শ্যামপুর কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বৃহস্পতিবার থেকে শপিংমল-দোকানপাট খোলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি খোলা থাকতে পারে শপিংমল ও দোকানপাট। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদ উপলক্ষে শিথিল শাটডাউনের আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। এ সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনালী লাইফের শেয়ার ৯৩ টাকায় লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর বেড়ে ৯৩ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির দাম একদিনেই বেড়েছে ৪৪১ শতাংশ। লভ্যাংশ ঘোষণার কারণে সোমবার (১২ জুলাই) কোম্পানিটির শেয়ার দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার না থাকায় এই দাম বেড়েছে।

এদিন শেয়ারটির দর সর্বোচ্চ ৯৩.৫০ টাকায় উঠে। আর সর্বনিম্ন ৬০ টাকা দরেও এই শেয়ার হাতবদল হয়েছে। এদিন মোট ৮৫,১০৭ বার এই শেয়ারের হাতবদল হয়।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নেয়া সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের লেনদেন গত ১ জুলাই থেকে শুরু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বার্জার পেইন্টসের বাৎসরিক বোর্ড সভা পূণ: আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বিডি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৯ জুলাই পূণ: আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৫টায় রাজধানীর উত্তরায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে ২৮ মে এই বোর্ড সভাটি আহবান করে তা স্থগিত করা হয়।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ মার্চ শেষ হওয়া ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে প্রতিষ্ঠানটি। গত বছর কোম্পানিটি ১০০ শতাংশ বোনাস ও ২০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় পাওয়ার গ্রিড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রিড লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭০ কোটি ৯৪ লাখ টাকার।

৬৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি ফাইন্যান্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৫১ কোটি ৫২ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৩৭ কোটি ৫৬ লাখ, কাট্টালী টেক্সটাইলের ৩৭ কোটি ৯০ লাখ, বেক্স ফার্মার ২৭ কোটি ৭০ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২৭ কোটি ১১ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ২৪ কোটি ৭২ লাখ ও কেয়া কসমেটিকস লিমিটেডের ২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. পাওয়ার গ্রিড
  3. বিডি ফাইন্যান্স
  4. সোনালী লাইফ ইন্স্যুরেন্স
  5. লাফার্জ হোলসিম বিডি
  6. কাট্টালী টেক্সটাইল
  7. বেক্স ফার্মা
  8. আলিফ ইন্ডাস্ট্রিজ
  9. লংকা বাংলা ফাইন্যান্স
  10. কেয়া কসমেটিকস লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২০৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৫৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫৯৯ কোটি ২১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪৯১ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৬টির, আর দর অপরিবর্তিত আছে ২৭টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, পাওয়ার গ্রিড, বিডি ফাইন্যান্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম বিডি, কাট্টালী টেক্সটাইল, বেক্স ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, লংকা বাংলা ফাইন্যান্স ও কেয়া কসমেটিকস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৮.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৪৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৮২ লাখ টাকা। । গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৫ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস