১৫ থেকে ২২ জুলাই বন্ধ থাকবে পার্শ্বেল ট্রেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৫ থেকে ২২ জুলাই বন্ধ থাকবে সব ধরনের পার্শ্বেল ট্রেন। তবে চালু থাকবে যাত্রীবাহী ট্রেন।

মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) এ এম সালাহ উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত পার্শ্বেল ট্রেন বন্ধ থাকবে। যাত্রীবাহী ট্রেন পরিচালনা বন্ধ থাকা সাপেক্ষে ২৩ জুলাই থেকে পার্শ্বেল ট্রেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ভ্যাট রিটার্ন ১৫ জুলাইয়ের মধ্যেই দিতে হবে, বিপাকে ব্যবসায়ীরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৫ জুলাই শেষে হচ্ছে গত মাসের ভ্যাট রিটার্নের প্রতি মাসের নির্ধারিত সময়সীমা। কিন্তু সরকারঘোষিত বিধিনিষেধ থাকায় বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ। বিপণিবিতানগুলো বন্ধ। জরুরি সেবার আওতায় পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সীমিত পরিসরে খোলা রয়েছে। এমন অবস্থায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দিতে পারছে না।

অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, রাজস্ব খাতকে জরুরি সেবার আওতায় আনার পর সীমিত পরিসরে হলেও মাঠপর্যায়ে ভ্যাট অফিসগুলো খোলা রাখা হয়েছে। আইনি বাধ্যবাধকতা থাকায় সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।
বিজ্ঞাপন

এর মানে করোনার তীব্র সংক্রমণের মধ্যেও আগামী বৃহস্পতিবারের মধ্যে জুন মাসের বেচাকেনার হিসাব জানিয়ে দেশের সব ব্যবসায়ীকে নিজ নিজ কমিশনারেটে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। অন্যথায় আইন অনুযায়ী জরিমানা ও সুদ আরোপ হবে।

নতুন ভ্যাট আইনে প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার বিধান আছে। তা না হলে ১০ হাজার টাকা জরিমানা এবং নির্ধারিত ভ্যাটের টাকার ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ হয়। প্রশাসনিক আদেশ দিয়ে সময় বৃদ্ধি করার সুযোগ নেই।

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘এ দুর্যোগের মধ্যে অনেক মালিক প্রতিষ্ঠান খুলতে পারেননি। রিটার্ন প্রস্তুত করা যাচ্ছে না।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

দুই সপ্তাহ বন্ধ থাকবে পোশাকসহ সব শিল্পকারখানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বা ‘লকডাউনে’ রপ্তানিমুখী তৈরি পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা চালু থাকলেও পবিত্র ঈদুল আজহার পর সেটি হচ্ছে না। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিন পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা বন্ধ রাখতে হবে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নতুন প্রজ্ঞাপনে এমন নির্দেশনাই দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ–পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই, অর্থাৎ কাল বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ছয়টা পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল করা হলো। এরপর থেকেই, অর্থাৎ ২৩ জুলাই সকাল ছয়টায় আবার কঠোর বিধিনিষেধ শুরু হবে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ঈদের পর শুরু হওয়া এই কঠোর বিধিনিষেধে সব ধরনের শিল্পকারখানা বন্ধ থাকবে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই মাসের শেষ দিকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। তখন অনেক কারখানা বন্ধ করলেও কিছু খোলা ছিল। পরে হঠাৎ এপ্রিলের প্রথম সপ্তাহে সাধারণ ছুটির মধ্যে কারখানা খোলার ঘোষণা দিলে শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েন। দেশের বিভিন্ন এলাকা থেকে পায়ে হেঁটে, রিকশা–ভ্যানে চড়ে কারখানায় পৌঁছান শ্রমিকেরা। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে আবার কারখানা বন্ধ করতে বাধ্য হন মালিকেরা। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে কারখানা আবার খুলে দেওয়া হয়।

চলতি বছরের এপ্রিলে সরকার আবার বিধিনিষেধ দিলেও রপ্তানিমুখী পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা উৎপাদন চালানোর সুযোগ পায়। সর্বশেষ গত ২৮ জুন শুরু হওয়া সীমিত ও পরে ১ জুলাই থেকে চলমান কঠোর বিধিনিষেধেও পোশাকসহ অন্যান্য শিল্পকারখানা চালু রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বাংলাদেশে যাত্রীবাহী বিমানে নিষেধাজ্ঞা বাড়ল এমিরেটস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনা (কোভিড-১৯) সংক্রমণ রোধে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটসের ওয়েবসাইটের বরাতে এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

এমিরেটস ওয়েবসাইটে দেওয়া তথ্য বলা হয়, ‌‘সংযুক্ত আরব আমিরাত সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা হতে দুবাইগামী সব যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২১ জুলাই পর্যন্ত। সেইসঙ্গে, যেসব যাত্রী এসব দেশে গত ১৪ দিনের মধ্যে অবস্থান করেছেন তারা আমিরাতে প্রবেশ করতে পারবেন না। তবে, যারা আমিরাতের গোল্ডেন ভিসাধারী তারা শর্তস্বাপেক্ষে আমিরাতে প্রবেশ করতে পারবেন।’

গত ২৪ এপ্রিল থেকে ভারত থেকে ছেড়ে আসা ফ্লাইট নিষিদ্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এরপর ১৩ মে সেই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ওপর।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন ফরদুল আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন এম. ফরদুল আহমেদ। এর আগে তিনি উপ-মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার তাকে এ পদোন্নতি দেয়া হয়েছে বলে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

ফরদুল আহমেদ ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে যোগদান করেন। চাকরিকালীন সময়ে মতিঝিল অফিস, প্রশাসন বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ব্যাংক পরিদর্শন বিভাগে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি।

ফরদুল আহমেদ ১৯৬৪ সালে গোপালগঞ্জ সদর উপজেলার পশ্চিম নিজড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

স্টকমার্কেটবিডি.কম/এস

পপুলার লাইফের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২১ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

দুটি ফান্ডের ট্রাষ্ট্রি সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ড ট্রাস্টি সভার দিন নির্ধারণ করেছে। ফান্ডগুলোর চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে-ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড।

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ১৫ জুলাই ২টা ৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটির সভা ১৫ জুলাই ২টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

বেক্সিমকোর সুকুক বন্ডের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো লিমিটেড) সুকুক বা ইসলামী শরীয়াহসম্মত বন্ড (Secured Convertible Asset Backed Beximco Green Sukuk Al Istisna) কেনায় অগ্রাধিকার সুবিধা পাবেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। আগামী ১৯ জুলাই যাদের কাছে শেয়ার থাকবে, তারা এই সুবিধা পাবেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সুকুক কেনার অগ্রাধিকার সুবিধা এর জন্য আগামী ১৯ জুলাইকে রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি।

আজ সোমবার (১২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় রেকর্ড তারিখ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ, গত ২৩ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭৯তম কমিশন বেক্সিমকোর সুকুক ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।

সুকুকের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০০ টাকা। আর ৫০ টি ইউনিট নিয়ে এর ন্যুনতম লট। এ হিসেবে এ লটের দাম ৫ হাজার টাকা। বন্ডের মেয়াদী পরিশোধের ন্যুনতম হার হবে ৯ শতাংশ।

বেক্সিমকোর এই সুকুকের ইস্যু ম্যানেজার, অ্যারেঞ্জার ও অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড এবং অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে আছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. পাওয়ার গ্রিড
  3. লাফার্জ হোলসিম বিডি
  4. সাউথইষ্ট ব্যাংক
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. প্যারামাউন্ট টেক্সটাইল
  7. ফরচুন সুজ
  8. এ্যাডভেন্ট ফার্মা
  9. কেয়া কসমেটিকস
  10. আমান ফিড লিমিটেড।

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় পাওয়ার গ্রিড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৮১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাওয়ার গ্রিড লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৩ লাখ টাকার।

৪৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাউথইষ্ট ব্যাংকের ৩২ কোটি ১৬ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ৩০ কোটি ৩০ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৭ কোটি ৭৮ লাখ, ফরচুন সুজের ২৬ কোটি ৬৯ লাখ, এ্যাডভেন্ট ফার্মার ২৫ কোটি ৩৭ লাখ, কেয়া কসমেটিকসের ২৩ কোটি ২৫ লাখ , আমান ফিড লিমিটেডের ২২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস