কোনো গোষ্ঠী আর শেয়ারবাজারের ক্ষতি করতে পারবে না : বিএসইসির চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বাংলাদেশের কোনো গোষ্ঠী এককভাবে শেয়ারবাজারের কোনো ক্ষতি করতে পারবে না। শেয়ারবাজারের আজকের যে উন্নয়ন তা দেশের সকল গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সহযোগিতায় হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় শেয়ারবাজার এগিয়ে যাচ্ছে। এজন্য কোনো গোষ্ঠী চেষ্টা করলেও বা চাইলেও এককভাবে শেয়ারবাজারের ক্ষতি করতে পারবে না।

অনুষ্ঠানে আমেরিকার রোড শোর সম্পর্কে তিনি বলেন, আমরা সেখানে ঋণের জন্য যায়নি, ভিক্ষার জন্য হাত পাতেনি। আমরা তাদেরকে ব্যবসায়িক পার্টনার বানানোর প্রস্তাব দিয়েছি। উনারা বাংলাদেশে বিনিয়োগ করলে আমরা সব ধরণের সহযোগিতা যেন করতে পারি সে প্রস্তুতি নিয়েই আমরা এটা করেছি।

তিনি জানান, আমরা দুবাই রোড শো করেছি, আমেরিকায় রোড শো করলাম। এভাবে সারা বিশ্বে এই রোড শো করব।

তিনি আরো বলেন, বাংলাদেশের ভুখন্ড একটি লোভনীয় জায়গা। এখানে অতীতে বিভিন্ন জাতি শোষণ করে গেছে কারণ এখান থেকে তারা লাভবান হবে বলে। এটা মাথায় রেখেই আমরা এগিয়ে যাব। আমাদের রয়েছে মূল্যবান একটি জনশক্তি। এদের কাজে লাগাতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করেন এবং বাংলাদেশের আজকের উন্নয়নের পেছনে বঙ্গবন্ধুর স্বপ্ন ও রাজনৈতিক দর্শন এবং তা বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও বিএসইসির সাবেক চেয়ারম্যান এম খায়রুল হোসেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ই-কমার্সে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে ওয়ালকার্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের ই-কমার্স খাতে যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন নিয়ে খুব শিগগিরই আসছে ওয়ালকার্ট। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালকার্ট একটি পূর্ণাঙ্গ অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম।

ওয়ালকার্টে থাকবে দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় সব ধরণের পণ্য-সম্ভারসহ ১৫০ ধরনেরও বেশি পণ্য ও সেবা। যার মধ্যে রয়েছে ফ্যাশন, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, খাদ্য ও পানীয়, খেলাধুলা ও ব্যায়াম, পণ্যের সার্ভিস ইত্যাদি। ওয়ালকার্ট নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশ-বিদেশের অগণিত বিজনেস পার্টনার।

অনলাইনে অযৌক্তিক ও লোভনীয় অফারের ফাঁদ নয়, বরং ওয়ালকার্টের লক্ষ্য যৌক্তিক মূল্যছাড়সহ সর্বোচ্চ গ্রাহকসুবিধা দেয়া। ওয়ালকার্টে থাকছে উচ্চ দক্ষতাসম্পন্ন নিজস্ব কোয়ালিটি কন্ট্রোল টিম এবং দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দ্রুততম সময়ে পণ্য ডেলিভারির নিশ্চয়তা। গ্রাহকের পছন্দমতো শতভাগ অথেনটিক ও জেনুইন পণ্য প্রদানে অঙ্গীকারবদ্ধ ওয়ালকার্ট।

ওয়ালকার্টে থাকবে ডেবিট-ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং ও ক্যাশ অন ডেলিভারি নেয়ার সুযোগ। সাশ্রয়ী মূল্য ও সর্বোচ্চ ওয়ারেন্টির পাশাপাশি ওয়ালকার্টে থাকছে ইন্টারেস্ট ছাড়াই ১২ মাস পর্যন্ত ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইস্টলমেন্ট) সুবিধা।

খাত সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল বাংলাদেশের ই-কমার্স খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে ওয়ালকার্ট। অনলাইন কেনাকাটায় এক অনন্য ও নতুন অভিজ্ঞতা পাবেন গ্রাহক। আরো জানতে ভিজিট করুন ওয়ালকার্টের ওয়েবসাইট ‘ওয়ালকার্ট ডটকম’ (https://walcart.com)। আর সেলার হিসেবে রেজিস্ট্রেশন করুন এই লিংকে (https://walcart.com/seller-registration/)।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

মার্জিন ঋণের উপর সূচক সীমা নির্ধারণ করে দিল বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্জিন ঋণের উপর সূচক সীমা নির্ধারণ ও মার্জিনের রেশিও বাড়িয়ে নতুন নির্দেশনা জারি করেছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনায় সই করেছেন। গত শুক্রবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বিএসইসি।

নতুন নির্দেশনা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ হাজার পয়েন্টের নিচে থাকলে বিনিয়োগকারীরা নিজস্ব বিনিয়োগের বিপরীতে মার্জিন ঋণ পাবেন রেশিও ১:০.৮০ হারে। এ হিসাবে বিনিয়োগকারীরা এক টাকা বিনিয়োগের বিপরীতে ৮০ পয়সা মার্জিন ঋণ নিতে পারবেন।

আর ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ হাজার পয়েন্টের ওপরে থাকলে মার্জিন ঋণ রেশিও হবে ১:০.৫০।

এর আগে গত ৪ এপ্রিল মার্জিন ঋণের হার নির্ধারণ করে বিএসইসি। ওই নির্দেশনা অনুযায়ী, ডিএসইর প্রধান মূল্য সূচক ৭ হাজার পয়েন্ট পর্যন্ত মার্জিন ঋণের রেশিও ছিল ১:০.৮০। আর সূচক ৭ হাজার পয়েন্টের ওপরে থাকলে মার্জিন ঋণ রেশিও ১:০.৫০ নির্ধারণ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

শেয়ারবাজার ক্রমান্বয়ে আরও উন্নত হবে : বিএসইসি কমিশনার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার ক্রমান্বয়ে আরও উন্নতির দিকে ধাবিত হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক শামসুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দেশের শেয়ারবাজারের যে উন্নয়ন হয়েছে, তা প্রাথমিক। এই শেয়ারবাজার ক্রমান্বয়ে আরও উন্নততর হবে। এখনও বাজার মূলধন মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২০ শতাংশের সমান হয়নি।’

গতকাল শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে ইঙ্গিত করে বিএসইসির কমিশনার আরও বলেন, ‘আমরা সবাই মিলে যদি কাজ করতে পারি, আমরা আরও অনেক ওপরে উঠতে পারবো।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের মাঝেও শেয়ারবাজারের একটা ভূমিকা আছে। আমরা শেয়ারবাজার হিসেবে উৎপাদন, কর্মসংস্থান, অর্থায়নÑএ কাজগুলোকে গভীরভাবে সহায়তা করি এবং সেই কাজটি করছি।’

বঙ্গবন্ধুর কর্ম স্মরণ করে শামসুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু প্রশাসনিক পুনর্গঠন করেছিলেন। স্বাস্থ্য, কৃষি, শিল্প সব ক্ষেত্র কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেজন্য তিনি পথনির্দেশনা দিয়েছিলেন। সেই পথনির্দেশনা থেকে পথ চলার পরে আমরা আজ অনেক কিছু পেয়েছি। আরও অনেক কিছু পাওয়া বাকি আছে।’ তিনি বলেন, ‘যে বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, যে বাঙালি জাতির জনককে অস্বীকার করবে, সে তো বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করবে।’

বিএসইসির কমিশনার বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, শাস্তি হয়েছে। সেই শাস্তিতে আমাদের সন্তুষ্ট থাকলে হবে না। আমাদেরকে তার স্বপ্নের যে অংশগুলো বাকি রয়ে গেছে, সে অংশগুলোকে পূরণ করতে হবে।’

ডিএসই’র চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন ডিএসইর পরিচালক মো. রকিবুর রহমান, শাকিল রিজভী, সালমা নাসরিন, হাবিবুল্লাহ বাহার, মো. সিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ডিবিএ’র সভাপতি শরীফ আনোয়ার হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুস সালাম সিকদার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

স্টকমার্কেটবিডি.কম/এস

পিই রেশিও বেড়েছে ০.০৬ পয়েন্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে (০৯-১২ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৯.৫৯ পয়েন্টে। যা সপ্তাহ শেষেও ১৯.৬৫ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৬ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৬১ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২৯.৪১ পয়েন্টে, বস্ত্র খাতের ৪০.৮০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২০.০২ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৫.৫৯ পয়েন্টে, বীমা খাতের ২০.৬৪ পয়েন্টে, বিবিধ খাতের ৩১.৮১ পয়েন্টে, খাদ্য খাতের ৩২.৯৫ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১২.২৯ শতাংশ, চামড়া খাতের ২৯৩.৫১ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৫.৬৬ পয়েন্টে, আর্থিক খাতের ১৬৯.২৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ১১৩.০৮ পয়েন্টে, পেপার খাতের ৪৭.৩৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.৯৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৫.৩৩ পয়েন্টে, সিরামিক খাতের ৩৪.৮২ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৩৮.২০ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

চাল আমদানিতে শুল্ক কমালো রাজস্ব বোর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার। দেশে চালের বাজার স্থিতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে চাল আমদানিতে ১৫ শতাংশ শুল্ক দিতে হবে। আগে আমদানিতে ২৫ শতাংশ শুল্ক দিতে হতো। তবে এই সুবিধা তিন মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে এনবিআর।

করোনার মধ্যে চালের দাম ঊর্ধ্বগতিতে বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড শুল্ক কমানোর পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়, চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ হতে ১০ শতাংশ এবং শর্ত সাপেক্ষে সমুদয় রেগুলেটরি ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হলো।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) সৈয়দ গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, দেশের বাজারে প্রধান খাদ্যপণ্য চালের দাম বেড়ে যাওয়ায় সম্প্রতি শুল্ক কমানোর জন্য খাদ্য মন্ত্রণালয় আমাদের অনুরোধ করেছে। ওই অনুরোধের প্রেক্ষিতে আমরা এই পরিপত্র জারি করেছি।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইএফআইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৭৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৬ লাখ টাকার।

লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ২১৯ কোটি ২২ লাখ টাকার।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মার ২১৩ কোটি ৫২ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১৯২ কোটি ৪৪ লাখ, মালেক স্পিনিং মিলসের ১৯১ কোটি ৫১ লাখ, জিপিএইচ ইস্পাতের ১৪৩ কোটি ১৬ লাখ, এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সেের ১৪১ কোটি ৩৪ লাখ, বেক্সিমকো ফার্মার ১৩৪ কোটি ৭৭ লাখ, ইসলামিক ফাইন্যান্সের ১২৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৪ দিনে ডিএসইতে সাড়ে ৩ হাজার কোটি টাকা মূলধন বৃদ্ধি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৩৫৪২ কোটি টাকা বেড়েছে। এসময় সেখানে সবগুলো সূচকই বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৩ দিনে হয়েছিল ৭ হাজার ১৩৯ কোটি ৯৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫১.৯০ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ২ হাজার ৬৬৩ কোটি ৫৪ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৭৭ কোটি ৯৯ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ১৩.৯২ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪১.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪২৭ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৯.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৫৯ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৩৫৪২ কোটি টাকা বা ০.৬৫ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস