ই-অরেঞ্জের আমান উল্যাহকে কারাগারে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতারণা করে গ্রাহকের ১১শ’ কোটি টাকা আত্মসাতের মামলায় ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার (সিওও) আমান উল্যাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আসামি আমান উল্যাহর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত না থাকায় তার উপস্থিতিতে আগামী ২৩ আগস্ট রিমান্ড শুনানির দিন ঠিক করেন।

এদিকে এ মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানেরও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ওই দিন এ দুই আসামির রিমান্ড শুনানিও হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় আমান উল্যাহকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৪টি ক্রেডিট কার্ড, ১৬ লাখ টাকা এবং গাড়ি জব্দ করা হয়।

আর মামলা দায়েরের পরই গত ১৭ আগস্ট সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমানে আদালতে এসে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ আগস্ট তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ই-অরেঞ্জের প্রতারণার শিকার মো. তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক। এ সময় প্রতারণার শিকার আরও ৩৭ জন উপস্থিত থেকে তার সঙ্গে সাক্ষ্য দেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট বাড়াচ্ছে নভোএয়ার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কক্সবাজার রুটে টিকিটে চাহিদা বেড়ে যাওয়ায় ডেইলি ফ্লাইটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি সংস্থা নভোএয়ার। আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে দুটির পরিবর্তে প্রতিদিন ছয়টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

ঢাকা থেকে সকাল সাড়ে ৮টা, সাড়ে ৯টা, দুপুর ১২টা, দুপুর দেড়টা, দুপুর ৩টা এবং বিকেল ৪টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। একইভাবে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজার থেকে সকাল ১০টা ৫ মিনিট, সকাল ১১টা ৫ মিনিট, দুপুর ১টা ৩৫ মিনিট, দুপুর ৩টা ৫ মিনিট, ৪টা ৩৫ মিনিট ও বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে আসবে।

গত ১২ আগস্ট সরকার সিদ্ধান্ত জানিয়েছিল, ১৯ আগস্ট থেকে শর্তসাপেক্ষ পর্যটনকেন্দ্র, রিসোর্ট এবং বিনোদন কেন্দ্র পরিচালনা করা যাবে।

ফ্লাইট বাড়ানোর পাশাপাশি নভোএয়ার আজ আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে। যাত্রীরা প্রত্যেকে প্রতি মাসে সর্বনিম্ন এক হাজার ৯০০ টাকা কিস্তিতে হলিডে প্যাকেজ উপভোগ করতে পারবেন। এর মধ্যে উড়োজাহাজ ভাড়া, হোটেল ভাড়া, নাস্তসহ নানা সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।

যাত্রীদের সুবিধার্থে নভোএয়ার ২০টি প্রথম সারির ব্যাংক ও কক্সবাজারের চারটি বিলাসবহুল হোটেল মালিককে অংশীদার করেছে। চুক্তি অনুযায়ী, এই ২০টি ব্যাংকের কার্ডধারীরা শূন্য শতাংশ সুদ হারে হলিডে প্যাকেজ উপভোগ করতে পারবেন এবং সম্পূর্ণ অর্থ ছয় মাসের সমান কিস্তিতে পরিশোধ করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

প্রাণচাঞ্চল্য ফিরেছে কক্সবাজার সমুদ্রসৈকতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধি-নিষেধ প্রত্যাহার হওয়ায় প্রায় সাড়ে চার মাস পর আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে শর্ত সাপেক্ষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত ও অন্যান্য পর্যটনকেন্দ্র। দীর্ঘ নীরবতা ভেঙে বালিয়াড়ি রাঙাতে পর্যটকদের বরণে প্রস্তুত হয়েছে কক্সবাজার।

ইতিমধ্যে হোটেল-মোটেল ও রেস্তোরাঁগুলো পরিচ্ছন্নতা শেষে পর্যটনসেবার উপযোগী করা হয়েছে। ১৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে খোলার খবরে বুধবার (১৮ আগস্ট) বিকেল থেকেই পর্যটকরা আসতে শুরু করেছেন। এতে দীর্ঘদিন জনশূন্য থাকা কক্সবাজারের পর্যটন জোনে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

কক্সবাজার সৈকতের পাশাপাশি হিমছড়ি, ইনানী, সাবরাং এক্সক্লুসিভ জোন, ন্যাচার পার্ক, বার্মিজ মার্কেট, ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কসহ অন্য স্পটগুলো প্রস্তুত হলেও বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনস যাওয়ার কোনো তোড়জোড় নেই।

খোলার আগেই যেন খুলে গেল কক্সবাজার সমুদ্রসৈকত। অনেকে বিষয়টি এভাবেই বলছেন। কারণ, বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে দেশের সব বিনোদন ও পর্যটনকেন্দ্র উন্মুক্ত করে দেওয়ার সরকারি ঘোষণা থাকলেও মূলত এর কদিন আগে থেকেই অনানুষ্ঠানিকভাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের নীরবতা ভেঙে ফেলেছে পর্যটক ও স্থানীয়রা। এ কারণে বুধবারও কক্সবাজার সমুদ্রসৈকতে ছিল পর্যটকদের ভিড়।

পর্যটকরা বলছেন, করোনা মহামারির কারণে ঘরবন্দি থাকতে থাকতে মন-প্রাণ বিষণ্ণ হয়ে উঠেছে। সে কারণেই লকডাউন তুলে নেওয়ার পর প্রাণভরে নিঃশ্বাস নিতে কক্সবাজার ছুটে আসা।

বুধবার সন্ধ্যায় দেখা যায়, বিধি-নিষেধ শিথিল হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে কক্সবাজারে ছুটে এসেছেন অনেকেই। সৈকতে দায়িত্বে থাকা আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে তারা সৈকতের বিভিন্ন পয়েন্টে নামছেন।

দীর্ঘদিন বন্ধ থাকায় হোটেল ব্যবসায়ীরা পর্যটক টানতে হোটেলগুলো কক্ষভাড়ায় বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, হোটেল সি-গাল, সায়মান বিচ রিসোর্ট, কক্স-টুডে, লং বিচসহ প্রায় সব বড় হোটেলে কক্ষভাড়ায় ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

অধিকাংশ হোটেল ও গেস্ট হাউসের কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শেষ করে পর্যটকদের বরণে প্রস্তুতি নেওয়া হয়েছে। কাজে ফিরেছেন কর্মকর্তা-কর্মচারীরাও। সৈকতের ছোট ছোট দোকান, হকার, শামুক-ঝিনুকের দোকানগুলোও খোলা হয়েছে।

কক্সবাজার হোটেল-মোটেল ও গেস্ট হাউস কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, সরকার পর্যটনশিল্পের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিধি-নিষেধ শিথিল করেছে। এ অবস্থায় শতভাগ স্বাস্থ্যবিধি মেনে হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনায় সবাই সতর্কভাবে কাজ করছে। আমরা আশা করছি, করোনার কারণে পর্যটনের যে ক্ষতি হয়েছে তা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারব।

কক্সবাজারের হোটেল-মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, হোটেল-মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের দৈনিক গড়ে ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে। বিধি-নিষেধের কারণে দিনের পর দিন হোটেল-মোটেল বন্ধ ছিল। এতে অনেক দক্ষ পর্যটনকর্মী চাকরি হারিয়েছেন। এ ক্ষতি পুষিয়ে এখন নতুন করে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তবে ক্ষতি কতটা পুষিয়ে আনতে পারব জানি না।

কক্সবাজার জেলা প্রশাসক ড. মো. মামুনুর রশীদ বলেন, দেশে করোনার সংক্রমণ এখনো চলছে। করোনা থেকে বাঁচতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। তাই হোটেল-মোটেলগুলোকে অবশ্যই সরকারি বিধি-নিষেধ মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং অর্ধেক কক্ষ বা আসন ফাঁকা রেখে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদনকেন্দ্র চালু রাখা যাবে। এ ক্ষেত্রে কোনো সমস্যা হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছর করোনা সংক্রমণের গোড়ার দিকে ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা হলে বন্ধ হয়েছিল পর্যটন। এরপর সংক্রমণ কিছুটা কমে এলে গত বছরের ১৭ আগস্ট চালু হলেও চলতি বছরের ১ এপ্রিল আবার বন্ধ হয়ে যায় পর্যটনকেন্দ্র। দীর্ঘ সাড়ে চার মাস পর আজ ফের এসব স্থান পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

দেশের অর্থনীতি ভালো থাকলে শেয়ারবাজারও চাঙা থাকবে : অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের অর্থনীতি যখন ভালো হবে, শেয়ারবাজারের অবস্থাও চাঙা থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আপনারা জানেন প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো আগে কী অবস্থা ছিল? এ বছর তাদের ব্যালেন্স শিট দেখলে খুব হেলদি ব্যালেন্সশিট দেখতে পাবেন। মোস্ট লার্জলি, বেশির ভাগ ব্যাংকেরই ব্যালেন্সশিট ভালো। প্রফিট না থাকলে তো ডিভিডেন্ট দিতে পারবে না। আগে আপনারা সবসময় বলতেন যে ব্যাংকগুলো ডিভিডেন্ট দেয় না। নানাভাবে তারা ডিভিডেন্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারি ব্যাংকগুলোকে সুস্পষ্টভাবে আমরা বলে দিয়েছি আপনাদের অর্থ অর্জন করতে হবে। আয় করতে হবে, আয় করে ব্যয় করতে হবে। সেটিও তারা করে যাচ্ছে। সুতরাং সরকারি ব্যাংক ও বেসরকারি ব্যাংক সবাই একটু ভালো অবস্থানে আছে।

তিনি আরো বলেন, ‘আগে আশংকা ছিল যদি ইন্টারেস্ট রেট কমানো হয় ৬ শতাংশ বা ৯ শতাংশ সেটা আমরা দিয়েছিলাম আমাদের বিবেচনায় নয় সারা বিশ্বের বিবেচনায়। কারণ আমরাও তো কোনো না কোনো ভাবে কোনো দেশের সাথে সম্পৃক্ত। এখন সেসব দেশে যারা ব্যবসা করে সেখানে ইন্টারেস্ট রেট অনেক কম, বিদেশে ইন্টারেস্ট রেট অনেক কম। ’

তিনি আরও বলেন, সার্বিক বিষয়ে বিবেচনায় রেখে আমাদের ইন্টারেস্ট রেটটা সারা বিশ্বের সবার চাইতে বেশি। প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে এটি বলেছেন। আমি মনে করি এটা বাস্তবধর্মী হওয়া উচিত সেটি হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশের মতো ইনফ্লেশন রেট খুব কম দেশে পাওয়া যাবে। বিশ্বের কোথাও কোনো ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পাওয়া যায় না বরং টাকা রাখলে ইন্টারেস্ট দিতে হয়। এজন্য এটা আমাদের দেশের লোকজন যারা বিদেশে আছেন তারা অফিসিয়াল ব্যবসা করলে বিদেশে টাকা রেখে কিছু পান না। তাদের টাকাও এখন দেশে নিয়ে আসেন। দেশে টাকা এনে বিনিয়োগ করে তারা লাভবান হতে পারেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হলেন সলীম উল্লাহ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থবিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তিনি বর্তমান সচিব মো. আসাদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে সংযুক্ত করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

চলতি মাসেই (আগস্ট’ ২০২১) অবসর উত্তর ছুটিতে যাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের বর্তমান সচিব মো. আসাদুল ইসলাম। নতুন পদোন্নতি প্রাপ্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ তার স্থলাভিষিক্ত হবেন ।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বঙ্গজ-তাল্লুর চেয়ারম্যান রাবেয়া খাতুন আর নেই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গজ-তাল্লু গ্রুপের চেয়ারম্যান রাবেয়া খাতুন মারা গেছেন। আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

রাবেয়া খাতুন চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোজাম্মেল হকের স্ত্রী। তার মৃত্যুতে বঙ্গজ তাল্লু গ্রুপের সর্বস্তরের কর্মীদের পক্ষ হতে শোক জানানো হয়েছে। একইসঙ্গে মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রতিষ্ঠানের কর্মীরা।

১৯৭৯ সালে চুয়াডাঙ্গায় বঙ্গজ বিস্কুটের কারখানা গড়ে তোলেন মোজাম্মেল হক। পরবর্তীতে বঙ্গজ হয়ে ওঠে দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। ব্যবসা সম্প্রসারিত হয় পোশাক ও বস্ত্রসহ গণমাধ্যম খাতেও।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার বিক্রি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এম এফ কামাল নামে এই উদ্দ্যোক্তা বিমাটির ৩ লাখ ১৪ হাজার ১৭৫টি শেয়ার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ১২ লাখ শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্দ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় লাফার্জ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৫৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা লাফার্জ হোলসিম বিডি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭৯ কোটি ৯ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড ৭৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংকের ৬৮ কোটি ৪০ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪১ কোটি ৩৪ লাখ, ওরিয়ন ফার্মার ৩৭ কোটি ১৫ লাখ, জেবিবি পাওয়ারের ৩৩ কোটি ৪০লাখ, আল আরাফাহ ব্যাংকের ৩০ কোটি ৮৯ লাখ, ম্যাকসন স্পিনিং মিলসের ৩০ কোটি ৬৪ লাখ ও জেনেক্স ইনফোসিস লিমিটেডের লেনদেন হয়েছে ২৮ কোটি ৭ লাখ টাকা শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লাফার্জ হোলসিম বিডি
  3. লংকা বাংলা ফাইন্যান্স
  4. আইএফআইসি ব্যাংক
  5. সিটি জেনারেল ইন্স্যুরেন্স
  6. ওরিয়ন ফার্মা
  7. জেবিবি পাওয়ার
  8. আল আরাফাহ ব্যাংক
  9. ম্যাকসন স্পিনিং মিলস
  10. জেনেক্স ইনফোসিস লিমিটেড।

শেষদিন লেনদেন ও সূচকের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটাই কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিন বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৭৬০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪২৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২২১৮ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৬৬৫ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯১টির, আর দর অপরিবর্তিত আছে ২৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বিডি, লংকা বাংলা ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, জেবিবি পাওয়ার, আল আরাফাহ ব্যাংক, ম্যাকসন স্পিনিং মিলস ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭০৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৭১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৯৯ লাখ টাকা। । গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ৯২ কোটি ৪২ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেবিবি পাওয়ার ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস