ইভ্যালির সব নথি তলব করেছেন হাইকোর্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথি তলব করেছেন হাইকোর্ট। আগামী ১১ অক্টোবর জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রারকে আদালতে সব নথি দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া, ইভ্যালির সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রিয় ও হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট।

একইসঙ্গে ইভ্যালিকে অবসায়ন করার জন্য কেন অবসায়ক নিয়োগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

ইভ্যালি লিমিটেড, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট, কনজুমার রাইটস প্রটেকশন ব্যুরো, নগদ, বিকাশ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ই-ক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বেসিস, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য সচিবকে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন ও রুলের জবাব দিতে বলা হয়েছে।

ইভ্যালির গ্রাহক ফরহাদ হোসেনের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শুনানির দিন ধার্য করেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ এম মাসুম ও ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।

আদেশের পর ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন সাংবাদিকদের জানান, ইভ্যালি অনলাইন শপ থেকে দশ মাস আগে একটি ওয়াশিং মেশিন অর্ডার করেন এবং অর্থ পরিশোধ করেন গ্রাহক ফরহাদ হোসেন। এরপর কোম্পানিটি অনলাইনে তাকে পণ্যটি কেনার একটি রশিদও দেয়। কিন্তু এতদিনেও পণ্য বুঝিয়ে না দেওয়ায় যোগাযোগ করা হলে তাকে বারবার আশ্বাস দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত পণ্যটি না পেয়ে এবং টাকা ফেরত না পেয়ে ইভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

অবসায়ন করার পর ইভ্যালির মালিকানায় থাকা সম্পত্তি বিক্রয় করে টাকা ফেরত চেয়েছেন গ্রাহক ফরহাদ হোসেন।

ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি অথবা ট্রান্সফার না করতে নির্দেশ দেন এবং নোটিশ ইস্যু করেন যে, কেন ইভ্যালিকে অবসায়ন করার জন্য অবসায়ক নিয়োগ দেওয়া হবে না। আর এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করে এই সময়ের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

২০২৩ সালের মধ্যে থ্রি-জি থেকে সরে যাবে রবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা (থ্রি-জি) থেকে সরে যাওয়ার সময়সীমা নির্ধারণ করল মোবাইল অপারেটর রবি। অপারেটরটি জানিয়েছে, ২০২৩ সালের মধ্যে এই সেবা পর্যায়ক্রমে বন্ধ করবে তারা। প্রক্রিয়াটি শুরু হবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর থেকে।

রবি আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায়। তারা বলছে, বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে থ্রি-জি সেবা থেকে সরে যাওয়ার সময়সীমা নির্ধারণ করেছে তারা। এখন থেকে অপারেটরটি ফোর-জিতে বেশি জোর দেবে। তারা মনে করে, ফোর-জি সেবা আগামী কয়েক দশক ধরে আদর্শ মানদণ্ড হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থ্রি-জি প্রযুক্তি থেকে সরে যাওয়ার প্রক্রিয়ায় রবির নিয়মিত ভয়েস সেবাগুলো প্রভাবিত হবে না। যে অঞ্চলগুলোতে এই প্রক্রিয়াটি শুরু হবে সে অঞ্চলের যেসব গ্রাহকের মোবাইল ডেটা এখনো থ্রি-জি নেটওয়ার্কে সীমাবদ্ধ রয়েছে তাঁদের ফোর-জিতে উন্নীত হওয়ার জন্য বলা হবে। পাশাপাশি বিভিন্ন অফার দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবি ইতিমধ্যে ১৪ হাজারের বেশি ফোর-জি সাইট চালুর মাধ্যমে জনসংখ্যার ৯৮ শতাংশকে নেটওয়ার্কের আওতায় এনেছে।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রাইস কমিশন গঠন করা হবে : খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ব্যবসায়ীদের মুনাফার প্রতি অতিলোভের কারণে মাঝে মাঝেই মূল্যবৃদ্ধি ঘটে থাকে। এ কারণে কৃষক ও ভোক্তাদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রাইস কমিশন (মূল্য কমিশন) গঠন করা হবে।
মূল্য কমিশন গঠন করা হলে ব্যবসায়ীদের এ প্রবণতা কমে যাবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নিজের সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে খাদ্য অধিকার বাংলাদেশ আয়োজিত ‘খাদ্য উৎপাদন, আমদানি এবং বাজার পরিস্থিতি: প্রেক্ষিত খাদ্য অধিকার’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, চালের মূল্য নিয়ন্ত্রণে সরকার ধান মজুত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। বাজার মনিটরিংয়ের প্রধান ভূমিকা পালন করে বাণিজ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ও মনিটরিং করে থাকে। তবে খাদ্য মন্ত্রণালয়ের মূল ভূমিকা সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা এবং খাদ্য সরবরাহ সচল রাখা, বিশেষত সামাজিক নিরাপত্তা বেষ্টনির ক্ষেত্রে।

সারা দেশে ২০০ সাইলো নির্মাণ ছাড়াও খাদ্যগুদামগুলো মেরামত করে এ সক্ষমতা বাড়ানো হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কেনে, মধ্যস্বত্বভোগীদের খাদ্য গুদামে প্রবেশাধিকার নেই। তাদের দৌরাত্মরোধে ফুড গ্রেড লাইসেন্স দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। কেউ অবৈধ মজুদ করলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে। অবৈধ মজুতদারদের কারসাজিরোধ কল্পে বিদেশ থেকে চাল আমদানি করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

গত দুই বছর কৃষক ধানের নায্যমূল্য পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব, এ সরকারের সময়ে কৃষি গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ন্যায্যমূল্য পাওয়া কৃষকের অধিকার। কৃষিখাতকে ডিজিটালাইজ করার প্রক্রিয়া শুরু হয়েছে। কৃষকরা অ্যাপ ব্যবহার করছে। সবাইকে অ্যাপের আওতায় আনা গেলে উৎপাদনের সঠিক তথ্য পাওয়া যাবে এবং বাজার নিয়ন্ত্রণেও তা সহায়ক হবে।

খাদ্য অধিকার বাংলাদেশ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর এবং ইউএনডিপির দেশীয় অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।

ভার্চ্যুয়াল এই ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন। খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী-ওয়েবিনার সঞ্চালনা করেন।

এছাড়া ওয়েবিনারে খাদ্য ও কৃষি বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়নকর্মী ছাড়াও খাদ্য অধিকার বাংলাদেশের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতারা ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

শুক্রবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে অনিবন্ধিত সব হ্যান্ডসেট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামীকাল শুক্রবার থেকে দেশের অনিবন্ধিত সব মোবাইল ফোনের সংযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিটিআরসির উপ-পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, গত ১ জুলাই থেকে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) শুরু করা হয়েছে। তিনমাসের মধ্যে কাজটি শেষ করার পরিকল্পনা করা হয়। আজ ৩০ সেপ্টেম্বর তিন মাসের শেষদিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিক্রেতা অবৈধ কোনো হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের মূল্য ফেরত দিতে হবে। কোনো বিক্রেতাও যেন অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করেন। অবৈধ হ্যান্ডসেট উৎপাদন, আমদানি, কেনা-বেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া বলেও সতর্ক করে দিয়েছে বিটিআরসি।

১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সকল অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এমতাবস্থায়, মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ- KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে ক্রয় করার অনুরোধ করেছে বিটিআরসি।

এ ছাড়া বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা অথবা ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত অনুমোদিত সংখ্যক মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের পূর্বে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

একইসঙ্গে, কোনো আমদানিকারক বা স্থানীয়ভাবে মোবাইল ফোন হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক অবৈধ হ্যান্ডসেট উৎপাদন/আমদানি না করার জন্য এবং কোনো বিক্রেতা কর্তৃক অবৈধ হ্যান্ডসেট বিক্রয় না করার জন্য অনুরোধ করেছে বিটিআরসি।

স্টকমার্কেটবিডি.কম/

সাউথ বাংলা ব্যাংকের ১২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালনা বোর্ডের ১২৭তম সভা বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময়ে ব্যাংকের পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান, এজেডএম শফিউদ্দিন (শামীম), ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ আইয়ুব, আনোয়ার হোসেন, শেখ সাইদুজ্জামান, সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান ও মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

২০২১-২২ অর্থ-বছরে ৭৮৬ মিলিয়ন ডলার বিক্রি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১-২২ অর্থবছরে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ৭৮৬ মিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকের কাছে বিক্রি করেছে। মূলত, অর্থনীতি সচল হতে শুরু করায় দেশের বাজারে ডলারের দাম ও ডলার বিক্রি বাড়ছে।

গত মঙ্গলবারই বাংলাদেশ ব্যাংক ১০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের কাছে ৫৫ মিলিয়ন এবং বাকি ৪৫ মিলিয়ন ডলার অন্যান্য কয়েকটি ব্যাংক ক্রয় করেছে।

এর আগে সোমবার রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক আমদানিকৃত কোভিড টিকার মূল্য পরিশোধ ও তাদের গ্রাহকদের এলসির মূল্য পরিশোধের জন্য ৮৫ মিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের থেকে কিনেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে দেখা যায়, ব্যাংকগুলোর ঘোষিত মুদ্রা বিনিময় হার নগদ ডলারের দাম সবচেয়ে বেশি উঠেছে ব্র্যাক ও এনআরবিসি ব্যাংকে। ব্যাংকগুলোর নগদ ডলারের দর ছিল ৮৮ টাকা ৫০ পয়সা। এছাড়া বেশিরভাগ ব্যাংকই ৮৭ টাকা থেকে ৮৮ টাকায় ডলার বিক্রি করছে।

এদিকে চাহিদা বাড়ায় দেশে মার্কিন ডলারের দাম বেড়েই চলছে। এতে করে টাকার মান কমছে। কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রয় বাড়ালেও দামের ঊর্ধ্বগতি ঠেকাতে পারছে না।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

রিংআইডি ও টিকটকের ব্যাংক হিসাব তলব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্প্রতি এ সংক্রান্ত চিঠি সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

অনলাইন ব্যবহারকারী তরুণ প্রজন্মকে আয়ের নানা প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করার জন্য অভিযুক্ত রিংআইডির ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি এ সংক্রান্ত চিঠি সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে বিএফআইইউ।

এছাড়াও টিকটক, স্ট্রিমকারসহ চারটি অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে, তাও জানাতে বলা হয়েছে। এগুলো হলো- তিনপাত্তি, ট্রেজার হান্ট, লাকি পয়সা ও ক্রিকেট স্টারস।

বিএফআইইউর চিঠিতে রিংআইডি ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং রিংআইডি বিডি লিমিটেডের নামে ব্যাংক হিসাব থাকলে, তা জানাতে বলা হয়েছে। রিংআইডি ডিস্ট্রিবিউশনের ঠিকানা উল্লেখ রয়েছে গুলশানের নিকেতনের ৫৭ নম্বর বাড়ি। আর রিংআইডি বিডির ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার।

টিকটক, স্ট্রিমকার ছাড়াও তিনপাত্তি, ট্রেজার হান্ট, লাকি পয়সা ও ক্রিকেট স্টারস নামের অ্যাপভিত্তিক এসব প্রতিষ্ঠানের নামে কোনো ধরনের ব্যাংক হিসাব থাকলে, সেসব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঠাতে বলা হয়েছে।

তবে অ্যাপভিত্তিক এসব প্রতিষ্ঠানের অফিসের ঠিকানা পায়নি কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ইনডেক্স এগ্রোর বোর্ড সভা ৭ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৯ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪ টায় রাজধানীর বাডাডায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। শেয়ারবাজারে তালিকাভুক্তির পরে প্রথম লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

শীর্ষে লাফার্জ হোলসিম; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২০০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১০৬ কোটি ৫৬ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেডের ৯৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রিড কোম্পানির ৮৭ কোটি ২৩ লাখ, বেক্স ফার্মার ৮৬ কোটি ৫২ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ৭৬ কোটি ১৬ লাখ, সাইফ পাওয়ারটেকের ৪৭ কোটি ৭৬ লাখ, বিবিএস ক্যাবলসের ৪৪ কোটি ৬৮ লাখ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৩৮ কোটি ৪৯ লাখ ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের লেনদেন হয়েছে ৩৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

মেঘনা লাইফের দুই উদ্দ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দুই উদ্দ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিসেস জোবাইদ আলম ও মো: জামাল উদ্দিন নামে এই দুই উদ্দ্যোক্তা বিমাটির যথাক্রমে ৫৯,৮১৪টি ও ৭১,৫১২টি শেয়ার বিক্রি করবেন। উনারা হাতে থাকা সব শেয়ার বিক্রি করবেন।

এই পরিচালক আগামী ৩১ অক্টোবরের মধ্যে চলমান বাজার দরে পাবলিক/ব্লক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/