সাউথ বাংলা ব্যাংকের ব্যবসায়িক সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্যবস্থাপকদের সঙ্গে ব্যবসায়িক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মোঃ কামাল উদ্দিন এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

এছাড়া ভার্চ্যুয়াল কনফারেন্সে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশিদ মোল্লা ও মোঃ আলতাফ হোসেন ভুঁইয়াসহ ব্যাংকের সকল শাখার প্রধানগণ যুক্ত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

কৃষিপণ্য রপ্তানি-প্রক্রিয়াজাতে সহযোগিতা চায় বাংলাদেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিপণ্য রপ্তানি ও প্রক্রিয়াজাতে নেদারল্যান্ডের সহযোগিতা চায় বাংলাদেশ। এছাড়া কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই করতে চায় বাংলাদেশ।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান জিরার্ড ভ্যান লিউভেনের সঙ্গে সাক্ষাৎকালে কৃষিমন্ত্রী এ আগ্রহ ব্যক্ত করেন।

বাংলাদেশের কৃষি উৎপাদনের অভাবনীয় সাফল্য তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, রপ্তানি ও প্রক্রিয়াজাতে বাংলাদেশ পিছিয়ে আছে। দেশের আম, আনারস, কলা, টমেটো, আলু ও শাক-সবজি প্রভৃতি রপ্তানি এবং প্রক্রিয়াজাতের সম্ভাবনা অনেক। এক্ষেত্রে নেদারল্যান্ডের প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন। উত্তম কৃষিচর্চা (জিএপি) মেনে উৎপাদনেও নেদারল্যান্ডের সহযোগিতা দরকার।

এছাড়া পূর্বাচলের দুই একর জমিতে আধুনিক প্যাকিং হাউস নির্মাণ ও আধুনিক টেস্টিং ল্যাব স্থাপনে সহযোগিতা এবং কৃষিখাতে নেদারল্যান্ডের বিনিয়োগ কামনা করেন মন্ত্রী।

নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান জিরার্ড ভ্যান লিউভেন কৃষিখাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, কৃষিতে সহযোগিতা বাড়ানোর জন্য শিগগিরই বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হবে। নেদারল্যান্ডের প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করার বিষয়েও উদ্যোগ গ্রহণ করা হবে।

প্ল্যান্ট ভ্যারাইটি প্রটেকশন, অ্যাগ্রিকালচারাল ট্রান্সফমেরশন প্রোগ্রাম (এটিপি), ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, টেস্টিং ল্যাব ও বেসরকারি খাতের মধ্যে সংযোগ স্থাপন প্রভৃতি বিষয়ে দু-দেশ এক সঙ্গে কাজ করবে। এছাড়া কৃষিখাতে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে নেদারল্যান্ড থেকে ট্রেড মিশন আসা ও বাংলাদেশ থেকে একটি এক্সপার্ট মিশন যাওয়ার ব্যাপারে দু-দেশ সম্মত হয়।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, উপ সচিব ফারহানা আইরিছ, নেদারল্যান্ডের ঢাকা দূতাবাসের প্রথম সচিব ফোলকার্ট ডি জেগার, পানি ও কৃষি বিষয়ে নিযুক্ত প্রতিনিধি মার্টজিন ভ্যান ডি গ্রুয়েপ, সিনিয়র পলিসি অ্যাডভাইজর ওসমান হারুনি।

স্টকমার্কেটবিডি.কম/

হাইটেক পার্কে প্লট নিবে ড্যাফোডিল কম্পিউটার্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে একটি প্লট বরাদ্দ নেবে। একারণে কোম্পানিটি একটি সমঝোতা চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি চুক্তি অনুযায়ী ৪০ বছরের জন্য ৯৬ একর জমি পাবে। কোম্পানিটি ৩০ মিলিয়ন মার্কিন ডলার ধাপে ধাপে বিনিয়োগ করবে।

ড্যাফোডিল কম্পিউটার্স বরাদ্দপ্রাপ্ত জায়গায় ল্যাপটপ, আইটি এবং ইলেক্ট্রিক অনুসঙ্গ উৎপাদন করবে।

স্টকমার্কেটবিডি.কম/

সেপ্টেম্বরে রপ্তানি আয়ে রেকর্ড : ইপিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছরের তৃতীয় মাস, সেপ্টেম্বরে ৪১৬ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। দেশের ইতিহাসে এর আগে কখনো এক মাসে পণ্য রপ্তানি করে এত বেশি বিদেশি মুদ্রা আসেনি।

তৈরি পোশাকের ওপর ভর করে রপ্তানি আয়ের এ রেকর্ড হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।

ইপিবি জানায়, চলতি অর্থবছরের তৃতীয় মাস, সেপ্টেম্বরে যে রপ্তানি আয় হয়েছে তা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি। গত অর্থবছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় ছিল ২৯৯ কোটি ৩০ লাখ ডলার।

ইপিবি আরও জানায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য রপ্তানি করে মোট ১ হাজার ১০২ কোটি ২০ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৩৭ শতাংশ বেশি।

২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে পণ্য রপ্তানি থেকে ৯৮৯ কোটি ৭০ লাখ ডলার আয় করেছিল বাংলাদেশ।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, রপ্তানি আয়ে বড় ভূমিকা রাখছে পোশাক খাত। জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে মোট রপ্তানি আয়ের ৮২ দশমিক ২০ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে। তিন মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬৬ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের বিপক্ষে এফবিসিসিআই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অক্টোবর মাসের শুরুর দিন থেকে বিদেশি চ্যানেলগুলোর বিজ্ঞাপনমুক্ত ক্লিনফিড অনুষ্ঠান সম্প্রচার নিশ্চিত করার সরকারি ঘোষণাকে অভিনন্দন জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনমুক্ত শুধু ক্লিনফিড সম্প্রচারের আইন আগে থেকে থাকলেও এতদিন তা কার্যকর হয়নি।
এর ফলে একদিকে দেশীয় টিভি চ্যানেলগুলোর বিজ্ঞাপনের বাজার সংকুচিত হয়েছে, অন্যদিকে বিদেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার হলেও এর মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে কোনো রাজস্ব জমা হয়নি।

এফবিসিসিআই’র সভাপতি বলেন, বিভিন্ন গণমাধ্যমের সংবাদের তথ্য অনুযায়ী, বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সরকার বছরে অন্তত দুই হাজার কোটি টাকা করে রাজস্ব বঞ্চিত হচ্ছে। দেশের শিল্প ও সেবাখাত যেখানে বিপুল টাকা খরচ করে বিজ্ঞাপন সম্প্রচারের মাধ্যমে নিজেদের পণ্য ও সেবার প্রচার চালাতে হচ্ছে, সেখানে, বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপন দেখিয়ে, বাড়তি কোনো টাকা খরচ না করেই দেশের বাজারে ভিনদেশি পণ্যের বিশাল চাহিদা তৈরি হয়েছে, যা দেশীয় শিল্প ও সেবাখাতকে অসম প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

করোনা ভ্যাক্সিন নিবন্ধন‌‌ সহায়তা‌‌ দিবে এডিএন টেলিকম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
‌‌
করোনা‌ ‌মহামারী‌ ‌মোকাবেলায়‌ ‌গণপ্রজাতন্ত্রী‌ ‌বাংলাদেশ‌ ‌সরকারের ‌চলমান‌ ‌কোভিড-১৯‌ ‌ভ্যাক্সিন‌‌ প্রদান‌ ‌কর্মসূচী‌কে‌ ‌আরও‌ ‌ত্বরান্বিত‌ ‌করার‌ ‌প্রত্যয়ে‌ ‌আগামী‌ ‌৪ই‌ ‌অক্টোবর‌ ‌থেকে‌ ‌‘সুরক্ষিত‌ ‌হোক‌‌ আগামীর‌‌ যাত্রা’‌‌ স্লোগানে‌‌ কোভিড-১৯‌‌ ভ্যাক্সিন‌‌ কার্ড‌‌ নিবন্ধন‌‌ সহায়তা‌‌ কার্যক্রম‌‌ শুরু‌‌ করতে‌‌ যাচ্ছে দেশের‌ ‌শীর্ষস্থানীয়‌ ‌ইন্টারনেট‌ ‌ও‌ ‌টেলিযোগাযোগ‌ ‌সেবাদানকারী‌ ‌প্রতিষ্ঠান‌ ‌এডিএন‌ ‌টেলিকম‌ ‌লিমিটেড।‌ ‌

সুবিধাবঞ্চিত‌ ‌ও‌‌ প্রযুক্তিগত‌‌ দিক‌‌ থেকে‌‌ পিছিয়ে‌‌ থাকা‌‌ জন গোষ্টিকে‌‌ কোভিড-১৯‌‌ ভ্যাক্সিন‌‌ প্রদান‌ ‌কর্মসূচির‌ ‌আওতায়‌ ‌আনার‌ ‌লক্ষ্যেই‌ ‌প্রাথমিকভাবে‌ ‌ঢাকা,‌ ‌চট্রগ্রাম‌ ‌ও‌ ‌রাজশাহী‌ ‌বিভাগের‌‌ বিভিন্ন‌ ‌স্থানে‌ ‌এই‌ ‌ক্যাম্পেইনটি‌ ‌পরিচালিত‌ ‌হবে,‌ ‌যা‌ ‌পরবর্তিতে‌ ‌দেশের‌ ‌অন্যান্য‌ ‌বিভাগেও‌ ‌ছড়িয়ে‌‌ দেওয়ার‌ ‌পরিকল্পনা‌ ‌রয়েছে।‌ ‌এই‌ ‌ক্যাম্পেইন‌ ‌চলাকালীন‌ ‌সময়ে‌‌ প্রতিদিন‌‌ সকাল‌‌ ৯টা‌‌ থেকে‌‌ বিকাল‌‌ ৫টা‌ ‌পর্যন্ত ।

ঢাকা,‌ ‌চট্রগ্রাম‌ ‌ও‌ ‌রাজশাহী‌ ‌বিভাগের‌ ‌বিভিন্ন‌ ‌স্থানে‌ ‌এডিএন‌ ‌টেলিকম‌‌ লিমিটেড‌‌ চিহ্নিত‌‌ বুথে‌‌ সকল‌‌ পেশা-শ্রেণীর‌‌ মানুষ‌‌ কোভিড-১৯‌‌ ভ্যাক্সিন‌‌ কার্ড‌‌ নিবন্ধন‌‌ ও‌‌ বিনা মূল্যে‌‌ ভ্যাক্সিন‌‌ কার্ড‌‌ প্রিন্ট‌‌ করে দেওয়া হবে।

উল্লেখ্য‌ ‌যে,‌ ‌করোনা‌ ‌মহামারীর‌ ‌শুরু‌ ‌থেকেই‌ ‌শেয়ারবাজারে‌ ‌তালিকাভুক্ত‌ ‌এই‌ ‌প্রতিষ্ঠানটি‌ ‌সামাজিক‌‌ দায়বদ্ধতা‌ ‌থেকেই‌ ‌দেশের‌ ‌ইন্টারনেট ‌ও‌ ‌টেলিযোগাযোগ‌ ‌খাতের‌ ‌সাথে‌ ‌সংশ্লিষ্ট‌ ‌জরুরি‌ ‌সেবায়‌‌ নিয়োজিত‌ ‌বিভিন্ন‌ ‌পর্যায়ের‌ ‌সম্মুখ‌ ‌সারির‌ ‌যোদ্ধাদের‌ ‌স্বাস্থ্য‌ ‌নিরাপত্তা‌ ‌নিশ্চিত‌ ‌করতে‌ ‌নানামুখী‌‌ পদক্ষেপ‌ ‌গ্রহণ‌ ‌করে‌ ‌আসছে‌ ‌এবং‌ ‌তারই‌ ‌ধারবাহিকতায়,‌ ‌সরকারগৃহীত‌ ‌সকল‌ ‌স্বাস্থ্য‌ ‌সুরক্ষা‌‌ কার্যক্রমকে‌ ‌দেশের‌ ‌তৃণমূল‌ ‌পর্যায়ে‌ ‌আরও‌ ‌কার্যকরভাবে‌ ‌পৌঁছে‌ ‌দিতে‌ ‌এই‌ ‌সহায়তা‌ ‌কর্মসূচি‌‌ পরিচালনার‌‌ উদ্যোগ‌ গ্রহন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

কিউকম গ্রাহকদের ২৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে: ডিবি

কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া গ্রেপ্তার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বলেছেন, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সময় ২৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকা বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হাফিজ আক্তার বলেন, কিউকমের একজন ভুক্তভোগী পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার পরই রোববার (৩ অক্টোবর) রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর সে গ্রাহকের ২৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। পাশাপাশি বিভিন্ন সময় টাকা নিয়ে পণ্য না দেওয়ার ব্যাপারেও বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেন, কিউকম প্রায় লক্ষাধিক পণ্য অনলাইনে বিক্রি করে। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য তারা বিজয় আওয়ার, স্বাধীনতা আওয়ার, বিগ বিলিয়ন নামে দুই থেকে ১৫ দিন সময় দিয়ে অনেক কম দামে মোটরসাইকেল অফার করতো। ১ লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল ১ লাখ ২০ হাজার টাকা পাওয়ার অফার পেয়ে ক্রেতারা নগদ টাকা পরিশোধের মাধ্যমে মোটরসাইকেল অর্ডার করতো। কিন্তু সময়মতো পণ্য সরবরাহ না করায় সব ক্রেতা হতাশ হয়ে কিউকমে যোগাযোগ করে। কিউকম লাভের টাকা ফেরত নেওয়ার অফার করলে তারা লোভে পড়ে। লাভের অংশ থেকে ১০%কিংবা ২০%কমে কি থেকে টাকার চেক গ্রহণ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক জুন মাস থেকে এস্ক্রো সিস্টেম চালু করে। এর অধীনে তৃতীয় পক্ষের মাধ্যমে পেমেন্ট গেটওয়ে সিস্টেম চালু করে। তৃতীয় পক্ষ হিসেবে ফোস্টার নামে একটি কোম্পানিকে এ দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নিয়ম অনুযায়ী গ্রাহকের পেমেন্টটি ফোস্টারের কাছে থাকবে, পণ্য ডেলিভারি পর পেমেন্ট প্রতিষ্ঠানের কাছে পাঠাবে ফোস্টার। কিউকমের পণ্য ডেলিভারি না দিয়ে চেক দেওয়ার বিষয়টি ফোস্টারের নজরে আসে। পরে ফোস্টার কিউকমের সব পেমেন্ট আটকিয়ে দেয়। ফোস্টার এখন পর্যন্ত কিউকমের ৩৯৭ কোটি টাকা মোটরসাইকেলের পেমেন্ট আটকে দিয়েছে বলে রিপন মিয়া আমাদের কাছে দাবি করে। এছাড়া তার কাছে গ্রাহকদের পণ্য ডেলিভারির ২৫০ কোটি টাকা আটকে আছে।

হাফিজ আক্তার বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বড় ধরনের মূল্যছাড় দিয়ে এ কাজগুলো করছে। অর্থাৎ এগ্রেসিভ মার্কেটিং পলিসি নিয়ে তারা প্রতারণার কাজগুলো করছে। জনগণের স্বার্থে আমরা ই-কমার্স সাইটগুলোকে ধরছি। হাতেগোনা ৪-৫টি প্রতিষ্ঠান অনিয়ম করছে, আমরা তাদের ধরছি। আমরা আশা করছি যথাযথ পদক্ষেপ নিলে ই-কমার্সের সুফল পাবে নাগরিকরা। তবে মামলা হলেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, এছাড়া নয়।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. লাফার্জ হোলসিম বিডি
  3. ওরিয়ন ফার্মা
  4. বেক্স ফার্মা
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. বিএটিবিসি
  7. ইফাদ অটোস
  8. জিপিএইচ ইস্পাত
  9. শাইনপুকুর সিরামিকস
  10. পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড।

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্রা প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৩২৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৭৬৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৫৫ কোটি ২০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৪৩৯ কোটি ২৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৯৭টির, আর দর অপরিবর্তিত আছে ৩১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বিডি, ওরিয়ন ফার্মা, বেক্স ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, বিএটিবিসি, ইফাদ অটোস, জিপিএইচ ইস্পাত, শাইনপুকুর সিরামিকস ও পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৬.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৪৭৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ২৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৬ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জ হোলসিম বিডি ও লিন্ডে বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডেল্টা লাইফের কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালকিাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সম্প্রতি শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম