মিশ্র জ্বালানির সুবিধা পেতে অপেক্ষা আরও দুই বছরের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ উৎপাদনে মিশ্র জ্বালানির সুবিধা পেতে অন্তত আরও দুই বছর অপেক্ষা করতে হবে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের চিত্র বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। তবে একবছরের মধ্যে মিশ্র জ্বালানি ব্যবহারের আংশিক সুবিধা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ‘বিদ্যুৎ উৎপাদনে সরকার ২০১২ সাল থেকে মিশ্র জ্বালানি ব্যবহারের ঘোষণা দিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করে। কিন্তু এক্ষেত্রে গত আট বছরেও খুব বড় সুবিধা আদায় করা সম্ভব হয়নি।’

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, শুরুতে কয়লাচালিত যেসব কেন্দ্রের কাজ দেওয়া হয়েছিল সেগুলোর একটিও সফল হয়নি। তখন দেশের একটি প্রতিষ্ঠান দুটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পায়। কিন্তু প্রতিষ্ঠানটি জমি ও অর্থসহ কোনও কিছুরই সংস্থান করতে পারেনি।

এরপর সরকার অন্য দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু করে। সেই উদ্যোগে পায়রা বিদ্যুৎকেন্দ্র সফল হলেও পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি’র লাইন নির্মাণে ব্যর্থতার কারণে এখনও পুরো সুফল ঘরে তোলা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সময়ে স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়ে যাওয়ায় জ্বালানি সংমিশ্রণের বিষয়টি বেশি আলোচনায় এসেছে। একইসঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেল ও কয়লার দাম আশঙ্কাজনকভাবে বাড়ছে। ফলে কার্যকর জ্বালানি সংমিশ্রণ সম্ভব না হলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়ে যাবে।

অতিরিক্ত উৎপাদন খরচ সামাল দিতে সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করলে দেশে মূল্যস্ফীতি বাড়তে পারে। অন্যদিকে সরকার দাম না বাড়িয়ে বিপুল পরিমাণ ভর্তুকি দিলে অর্থনীতি চাপে পড়বে। এতে স্বাভাবিকভাবে সরকারের অন্য উন্নয়ন প্রকল্পগুলো বাধাগ্রস্ত হবে।

চলতি বছরের শুরুর দিকে পায়রা বিদ্যুৎকেন্দ্রের পুরোটা উৎপাদনে এলেও এখন ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট চালানো সম্ভব হচ্ছে। অন্য ইউনিটটি বন্ধ রাখতে হচ্ছে। পায়রা থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ থেকে রাজধানীর আমিনপুরে লাইন নির্মাণের কাজ এখনও শেষ করতে পারেনি পিজিসিবি। এর মধ্যে পদ্মার রিভার ক্রসিংয়ের কাজ করছে সেতু বিভাগ।

সেখানে চায়না মেজর ব্রিজ করপোরেশন পদ্মা সেতুর পাশ দিয়ে পাইলিং করে বেজ নির্মাণ করেছে। এরপর এর ওপর টাওয়ার নির্মাণ করবে পিজিসিবি। সেই কাজ এখনও শুরু হয়নি।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পায়রা কেন্দ্রে ১ হাজার ৩২০ মেগাওয়াটের পুরোটা চালানো সম্ভব হলে সেখানে ইউনিট প্রতি সাড়ে পাঁচ থেকে ছয় টাকায় প্রতি ইউনিট বিদ্যুৎ পাওয়া যেত। কিন্তু এর বিপরীতে তরল জ্বালানি নির্ভর কেন্দ্র থেকে সমপরিমাণ বিদ্যুৎ ১০ টাকার চেয়ে বেশি দরে কিনতে হচ্ছে। তাই বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে সরকার।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, ‘পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল, মাতারবাড়ি এবং রূপপুর চালু হলে আমরা একটি কার্যকর জ্বালানি সংমিশ্রণ পাবো। এতে করে আমরা জ্বালানির দাম বিবেচনা করে বিদ্যুৎকেন্দ্র চালাতে পারবো। কখনও এলএনজির দাম বেড়ে গেলে আমরা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবো।

অন্যদিকে রূপপুর থেকে আমরা কমদামে পারমাণবিক বিদ্যুৎ পাবো। এর আগে আমাদের বাড়তি দরে এলএনজি কিনেই বিদ্যুৎ উৎপাদন করতে হবে।’

সূত্রগুলো বলছে, আগামী ডিসেম্বরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন শুরুর কথা থাকলেও তা হচ্ছে না। আর রামপাল চালু হলেও সেই বিদ্যুৎ গ্রিডে তা সরবরাহ করার মতো অবকাঠামো নেই।

এছাড়া দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরও ৬৬০ মেগাওয়াটের চাহিদা নেই। সমান ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি উৎপাদনে আসার কথা রয়েছে প্রথম ইউনিট উৎপাদনে আসার ছয় মাস পর।

এছাড়া মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে ২০২৪ সালের জুনে। একই সময়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনে আসার কথা রয়েছে। এজন্য রূপপুরে জোরেশোরে কাজ করছে রুশ ঠিকাদার প্রতিষ্ঠান।

সব মিলিয়ে রামপাল এবং পায়রা বিদ্যুৎকেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু হলে জ্বালানি সংমিশ্রণের আংশিক সুবিধা পাওয়া যাবে। আর মাতারবাড়ি ও রূপপুর চালু হলে পূর্ণাঙ্গ সুবিধা পাওয়া যাবে।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেন উল্লেখ করেন, ‘মিশ্র জ্বালানির এই বিদ্যুৎকেন্দ্রগুলো আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এগুলো অনেক বড় হওয়ার কারণে বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন হবেই। আমরা এখন পায়রা থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ পাচ্ছি।

যদিও সঞ্চালন লাইনের কারণে পুরোপুরি পাচ্ছি না। কিন্তু দ্রুত এসব সমস্যার সমাধান হয়ে যাবে। রামপালও এ বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুর দিকেই চলে আসবে।’

মহাপরিচালকের আশা, ‘তেল, গ্যাস ও কয়লা থেকে এখনই আমরা বিদ্যুৎ পাবো। এদিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজও দ্রুত চলছে। নির্ধারিত সময়ে উৎপাদনে আসবে বলে আশা করছি।’

স্টকমার্কেটবিডি.কম/

বুধবার থেকে ফের টিসিবির পণ্য বিক্রি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাঁচ দিন বিরতি দিয়ে আগামীকাল বুধবার থেকে ফের পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কররপোরেশন অব বাংলাদেশ। দুর্গাপূজা এবং করোনাকালীন বাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ- এই চার পণ্য বিক্রি করবে টিসিবি।

আজ মঙ্গলবার সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর গত মাসের পণ্য বিক্রি শেষ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা এবং করোনাকালীন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখতে টিসিবি ভর্তুকি মূল্যে সারা দেশব্যাপী ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রয় করবে। এ বিক্রয় কার্যক্রম ৬ অক্টোবর শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। তবে সাপ্তাহিক ছুটির দিন ট্রাকসেল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ট্রাকসেল সাশ্রয়ী মূল্যে চারটি পণ্য পাওয়া যাবে। সয়াবিন তেল প্রতিলিটার ১০০ টাকা এবং মসুর ডাল ও চিনি প্রতিকেজি ৫৫ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হবে ৩০ টাকা দরে। বর্তমানে খুচরা বাজারে তেল বিক্রি হয় প্রতি লিটার ১৫৩ টাকা, চিনি ৭৮ থেকে ৮০ টাকা, ডাল ৯০ থেকে ৯৫ টাকা ও পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি।

প্রতিজন ক্রেতা একটি ট্রাক থেকে সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ থেকে ৫ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ ও ২ কেজি ডাল কিনতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

ই-কমার্স নিরাপদ ডটকমের পরিচালক গ্রেপ্তার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানিয়েছেন।

আজাদ রহমান জানান, ই-কমার্স প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা ফতুল্লা থানার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ফাহিম হোসেন নামের এক গ্রাহক ২ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে ফারহানা আফরোজসহ কয়েকজনের বিরুদ্ধে এ মামলা করেন।

মামলার বাদী ফাহিম হোসেন মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ২ মাস আগে একটি স্মার্টফোনের জন্য ১৪ হাজার টাকা পরিশোধ করেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে ওই ফোন তাঁকে দেওয়া হয়নি। পরে বিভিন্ন সময় ওই প্রতিষ্ঠানে ফোন করেও তিনি সাড়া পাননি। এদিকে কিছুদিন ধরে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় কারও সঙ্গে যোগাযোগও করতে পারছেন না তিনি। এ কারণে মামলা করেছেন।

এর আগে গত ১১ জুলাই প্রতারণার আরেকটি মামলায় নিরাপদ ডটকমের প্রধান নির্বাহী শাহরিয়ার খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

সিআইডির তথ্যমতে, নতুন মামলায়ও শাহরিয়ার খানকে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

স্টকমার্কেটবিডি./

৬ ঘণ্টায় ৬০০ কোটি ডলার হারালেন জাকারবার্গ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মাত্র কয়েক ঘণ্টা বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ এক ধাক্কায় ৬০০ কোটি ডলারেরও বেশি কমে গেছে।

এ কারণে তিনি পিছিয়ে পড়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার রাতে হঠাৎ বন্ধ হয়ে যায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ ফেসবুকের মালিকানাধীন সব সেবা।

প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ক্রমে ক্রমে সেগুলো অনলাইনে আসতে থাকে। টেক জায়ান্টটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার এমন বিড়ম্বনার জন্য ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছেন।

জাকারবার্গ নিজেও এক ফেসবুক পোস্টে ক্ষমা চেয়ে লিখেছেন— ‘ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অনলাইনে ফিরে আসছে। এই সমস্যার জন্য দুঃখিত। আমি জানি পছন্দের মানুষের সঙ্গে যুক্ত থাকতে আমাদের সেবার ওপর আপনারা কতটা নির্ভর করেন।’

এদিকে সম্পদের পরিমাণ কমায় ব্লমবার্গ বিলিয়নিয়ার সূচকে জাকারবার্গ এখন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পেছনে।

মঙ্গলবার সকালের তালিকায় জাকারবার্গ আছেন পাঁচ নম্বরে, এক ধাপ এগিয়ে বিল গেটস রয়েছেন চারে। সূচকটির তথ্য অনুযায়ী, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে জাকারবার্গের সম্পদ ১৪ হাজার কোটি ডলার থেকে এতটা কমে গেল।

স্টকমার্কেটবিডি.কম/

২০২২ সালের হজ ব্যবস্থাপনা হবে প্রযুক্তি নির্ভর: ধর্ম প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২২ সালের হজ ব্যবস্থাপনা অনেকাংশেই প্রযুক্তি নির্ভর হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ সোমবার মন্ত্রণালয়ে ২০২২ সালের হজ পরিচালনার অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি ব্যবহার সংক্রান্ত বিষয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘প্রযুক্তি নির্ভর হজ ব্যবস্থাপনায় অংশগ্রহণের জন্য হজযাত্রী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে হজ যাত্রীদের হজ পালন করতে হতে পারে।’

‘বর্তমানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় অ্যাপস ব্যবহার করে ওমরাহ কার্যক্রম পরিচালনা করছে’ উল্লেখ করে ফরিদুল হক বলেন, ‘করোনা পরিস্থিতির সার্বিক উন্নতিতে আগামী ২০২২ সালে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।’

‘হজ ব্যবস্থাপনায় সম্ভাব্য নতুন প্রযুক্তি প্রয়োগের বিষয়ে হজ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, হজ গাইড, হজ এজেন্সির প্রতিনিধি ও হজ যাত্রীদের আগে থেকেই সচেতন করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।

তিনি জানান, এজন্য প্রয়োজনীয় প্রযুক্তি অবকাঠামো এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে, আগামী হজের সার্বিক দিক নির্দেশনার জন্য পরবর্তী বাংলাদেশ-সৌদি হজচুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল আওয়াল হাওলাদারের সভাপতিত্বে এ সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের সুপারিশ সংসদীয় কমিটির

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বন্ধ থাকা সব পাটকলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও ভাতার বিষয়ে তথ্যগত ভুল থাকলে, তা উপেক্ষা করে মানবিক বিবেচনায় যথাসম্ভব দ্রুত পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

মঙ্গলবার (৫ অক্টেবার) সংসদ ভবনে অনুষ্ঠিত ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়’ সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মির্জা আজম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে বন্ধ থাকা অনেক শ্রমিক-কর্মচারী তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। করপোরেশন জানিয়েছে, তাদের অনেকের তথ্যগত ভুল আছে। সংসদীয় কমিটি এসব ভুল উপেক্ষা করে মানবিক বিবেচনায় দ্রুত পাওনা বুঝিয়ে দেওয়ার সুপারিশ করেছে।’

জানা যায়, বৈঠকে শেখ হাসিনা স্পেশালাইজড জুট মিল ও শেখ হাসিনা নকশি পল্লী অনুমোদিত প্রকল্প দুটির কাজ দ্রুততম সময়ে শুরু করে বর্তমান সংসদের মেয়াদেই শেষ করার সুপারিশ করা হয়।

এদিকে, দারিদ্র্য দূরীকরণ, বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের সর্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান করায় বৈঠকের শুরুতে একটি অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়।

বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, মো. নজরুল ইসলাম চৌধুরী, শাহীন আক্তার, আব্দুল মমিন মণ্ডল, তামান্না নুসরাত বুবলী ও মোহাম্মদ হাবিব হাসান।

স্টকমার্কেটবিডি.কম/

পদত্যাগ করলেন ডিএসইর সিএফও মতিন পাটোয়ারী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) পদ থেকে পদত্যাগ করেছেন আবদুল মতিন পাটোয়ারী।

মঙ্গলবার (০৫ অক্টোবর) ডিএসইর ডিজিএম মো. শফিকুর রহমান সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত রবিবার (৩ অক্টোবর) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। আর পদত্যাগের তারিখ নির্ধারণ করেছেন আগামী বছরের ১ জানুয়ারি।

আব্দুল মতিন পাটোয়ারী ডিএসইতে সিএফও হিসেবে যোগ দেন ২০১৫ সালের ৬ আগস্ট। আগে ডিএসইর সিএফও পদ চুক্তিভিত্তিক থাকায় উচ্চ বেতনে ডিএসইতে যোগ দেন মতিন পাটোয়ারী। তবে, ২০১৬ সালে ডিএসইর ‘সি’ লেভেল অর্থাৎ সিএফও, সিওও ও সিটিও পদ তিনটি স্থায়ী করা হয়

স্টকমার্কেটবিডি.কম/

একনেকে ৬৫৫১ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ছয় হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প চারটি আর সংশোধিত প্রকল্প পাঁচটি।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী বৈঠকে যুক্ত হন।

৯ প্রকল্পে সরকারি অর্থায়নে তিন হাজার ৭৪২ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব ঋণ ২৬ কোটি ২২ লাখ টাকা ও বৈদেশিক ঋণ দুই হাজার ৭৮২ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় করা হবে।

একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো সায়েদাবাদ পানি শোধনাগার (ফেজ-৩) (প্রথম সংশোধিত); কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ (প্রথম সংশোধিত); কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, কুষ্টিয়া (দ্বিতীয় সংশোধিত); জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন; টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাসস্ট্যান্ড সড়ক আঞ্চলিক মহাসড়কের যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ; রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নদীতীর সংরক্ষণ, ছোট নদী, খাল-বিল পুনঃখনন ও জলাবদ্ধতা নিরসন; শরীয়তপুর জেলার কীর্তিনাশা নদীর ডান ও বাম তীর রক্ষা; বড়পুকুরিয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন (প্রথম সংশোধিত) এবং খুলনা হতে মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)।

স্টকমার্কেটবিডি.কম/

হ্যানয়-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ ভিয়েতনামের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাত করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চেইন। ছবি: সংগৃহীত

পর্যটক ও দুই দেশের জনগণের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে হ্যানয়-ঢাকা-হ্যানয় রুটে সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে ভিয়েতনাম।

আজ সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চেইন এ আগ্রহের কথা জানান।

ভিয়েতনামের মুক্তির সংগ্রামে সে দেশের জনগণের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ফাম ভিয়েত চেইন।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনাম দুটি দেশই মুক্তির জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছে। আকাশপথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হলে এই দুই বন্ধুপ্রতীম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধুসুলভ জনগণ বাংলাদেশের পর্যটন শিল্পের বড় সম্পদ। বাংলাদেশের বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হওয়ার সব সম্ভাবনা আছে। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র উন্নয়নে পর্যটন ও সিভিল এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘পর্যটন শিল্প ও এভিয়েশন খাতের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজের অনেক সুযোগ আছে। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে তা দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানোর পাশাপাশি জনগণের মধ্যে সংযোগ হিসেবে কাজ করবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পর্যটন শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কক্সবাজারে ঘুমদুম পর্যন্ত রেললাইন স্থাপন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান আছে যা পর্যটন শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।’

‘দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে অবস্থিত বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ চলছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এতে বিশ্বের যে কোনো দেশ থেকে পর্যটকেরা সরাসরি কক্সবাজার আসতে পারবেন। উপভোগ করতে পারবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্য।’ সূত্র : ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে নতুন পিআইও এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিএসইতে পাবলিক ইনফরমেশন অফিসার (পিআইও) হিসেবে দায়িত্ব পেলেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ৷

অবাধ তথ্য স্বাধীনতায় বিশ্বাসী ঢাকা স্টক এক্সচেঞ্জ তার শেয়ারহোল্ডার, ট্রেকহোল্ডার, বিনিয়োগকারী, সাংবাদিকসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিএসই ও শেয়ারবাজার সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তির সুবিধার্থে ডিএইর পরিচালনা পর্ষদ তাকে এ দায়িত্ব দেন৷

এম. সাইফুর রহমান মজুমদার, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে ০৯ জানুয়ারি যোগদান করেন৷

ডিএসইতে যোগদানের পূর্বে তিনি কর্পোরেট ও আর্থিক পরামর্শক সংস্থা কর্পোরেট সাপোর্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন৷ এছাড়াও তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন৷

স্টকমার্কেটবিডি.কম/