জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ১৪.৫৫ শতাংশ প্রবৃদ্ধি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১-২২ অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ে রেকর্ড পরিমাণ অর্থাৎ ১৪ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের সাময়িক হিসাব অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরের দুই মাসে (জুলাই-আগস্ট) আয়কর থেকে ১০ হাজার ২ কোটি ৯৩ লাখ টাকা আদায় করা সম্ভব হয়েছে। ভ্যাট থেকে এসেছে ১২ হাজার ৯৬৪ কোটি ৩ লাখ টাকা এবং শুল্ক খাত থেকে প্রতিষ্ঠানটি আদায় করেছে ১১ হাজার ৫৮১ কোটি ৭৫ লাখ টাকা।

সবমিলিয়ে তিন খাতে মোট আদায় ৩৪ হাজার ৫৪৮ কোটি ৯৮ লাখ টাকা। প্রবৃদ্ধি ১৪.৫৫ শতাংশ। যেখানে গত অর্থবছরে জুলাই-আগস্ট মাসে ৩০ হাজার ১৬০ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিল।

অবশ্য রাজস্ব আদায়ে এই রেকর্ডের পরও লক্ষ্যমাত্রার তুলনায় ৫ হাজার ২১০ কোটি টাকা পিছিয়ে আছে প্রতিষ্ঠানটি। এ সময় লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ৭৫৯ কোটি টাকা।

এনবিআরের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় মাসে (আগস্ট) আশান্বিত সাফল্য পেয়েছে রাজস্ব আদায়ের তিনটি খাতে। আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে প্রতিষ্ঠানটির আদায় হয়েছে যথাক্রমে ৫ হাজার ২৭০ কোটি ৮৪ লাখ, ৭ হাজার ২৬৭ কোটি ৩১ লাখ এবং ৬ হাজার ৬৫৬ কোটি ৫০ লাখ টাকা। তিন খাতে আগস্ট মাসে মোট আদায় ১৯ হাজার ১৯৪ কোটি ৬৫ লাখ টাকা। প্রবৃদ্ধি ২৪.৫৯ শতাংশ।

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বিভাগ মিলিয়ে মোট ঘাটতি ছিল ৭ হাজার ২২৭ কোটি ৭৫ লাখ টাকা। তবে দ্বিতীয় মাসে এসে রাজস্ব আদায়ে ২৪ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১০ কোটি টাকা।

চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে এক লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা, আয়কর ও ভ্রমণ কর থেকে পাওয়ার আশা এক লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা এবং আমদানি শুল্ক থেকে পাওয়ার আশা ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে। আমদানি-রফতানি থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ছে। এর ফলে রাজস্ব আদায় বেড়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে এনবিআরের বেশকিছু ইতিবাচক উদ্যোগ রাজস্ব আদায়ের গতিকে আরও বৃদ্ধি করেছে।

উল্লেখ্য, ৪১ হাজার ১১৮ কোটি ২০ লাখ টাকার রাজস্ব ঘাটতি নিয়ে ২০২০-২১ অর্থবছর শেষ করেছিল এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ কনটেস্টের সিজন-২’র ঘোষণা

ওয়ালটন রেফ্রিজারেটরের ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক ভিডিও তৈরি প্রতিযোগিতার সিজন-টু’র উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আবার শুরু হলো ওয়ালটন রেফ্রিজারেটরের স্মার্ট ভিডিও কনটেস্ট। ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’ শীর্ষক ওই প্রতিযোগিতার সিজন টু শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিয়ে ক্রিয়েটিভ ভিডিও তৈরির এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন যে কেউ। দুই রাউন্ডের ওই প্রতিযোগিতার প্রথম পর্বের সেরা দশ নির্মাতা পাবেন ৫০ হাজার টাকা করে অনুদান। তাদের নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় পর্বে বিজয়ী তিনজনের জন্য থাকছে যথাক্রমে ৩, ২ এবং ১ লাখ টাকা পুরস্কার।

বুধবার (৬ অক্টোবর, ২০২১) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামে এ ঘোষণা দেয়া হয়। এতে জানানো হয়, ভিডিও নির্মাতা, দর্শকসহ সব মহলে প্রতিযোগিতার প্রথম সিজন ব্যাপক সাড়া ফেলে। এরই প্রেক্ষিতে দ্বিতীয় সিজন শুরু করলো ওয়ালটন। সিজন-২ এ বিচারক প্যানেলে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব ব্র্যান্ড ম্যানেজমেন্ট আমিন খান।

ডিক্লারেশন প্রোগ্রামে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ৬ অক্টোবর শুরু হওয়া প্রথম রাউন্ড চলবে ৫ নভেম্বর, ২০২১ পর্যন্ত। ওই রাউন্ডে যে কেউ অংশ নিতে পারবেন। আগ্রহী ভিডিও নির্মাতাকে https://docs.google.com/forms/d/1_Bvi6NaOGGWFTTL4xan5C5DGK1IaEA5SDdP-bF_WlsQ/viewform?edit এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজস্ব স্ক্রিপ্টে ওয়ালটন ফ্রিজ নিয়ে সর্বোচ্চ ৯০ সেকেন্ডের একটি ভিডিও তৈরি করতে হবে। কোনো কপি বা স্টক ভিডিও ব্যবহার করা যাবে না। এরপর ভিডিওটি ওয়ালটন স্মার্ট ফ্রিজের ইমেইলে (smartfridgesmartmaker@gmail.com) পাঠাতে হবে। কর্তৃপক্ষের অনুমোদনের পর Smart Fridge Smart Maker Season-2 ইভেন্ট পেইজে আপলোড করতে হবে। আপলোডকৃত ভিডিওর লিংকটি SmartFridgeSmartMakerSeason2 #Round_1 হ্যাশট্যাগ দিয়ে পাবলিক করে নিজের ফেসবুকে শেয়ার করতে হবে। প্রতিযোগিতার বিস্তারিত ওয়ালটন রেফ্রিজারেটরের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে জানা যাবে।

প্রথম রাউন্ডে প্রকাশিত ভিডিওগুলোর মধ্যে গল্পে ২৫, নির্মাণশৈলীতে ৫০ এবং সোশ্যাল মিডিয়া একটিভিটিতে ২৫ নম্বরের মধ্যে যারা বেশি পাবেন, এমন ১০ জনের ভিডিও নির্বাচন করা হবে। এই ১০ জন ভিডিও মেকারকে নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড। তাদেরকে আরেকটি ভিডিও তৈরির জন্য স্ক্রিপ্ট এবং ৫০ হাজার টাকা করে দেয়া হবে। ওই ভিডিওগুলোর নির্মাণশৈলীতে ৫০ এবং সোশ্যাল মিডিয়া একটিভিটিতে ৫০ নম্বর দেয়া হবে। প্রথম রাউন্ডের মতো একই পদ্ধতিতে দ্বিতীয় রাউন্ডের ভিডিও নিজের ফেসবুক প্রোফাইলে #SmartFridgeSmartMakerSeason2 #Round_2 হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করতে হবে। দ্বিতীয় রাউন্ড চলবে ২ ডিসেম্বর ২০২১ পর্যন্ত।
দ্বিতীয় পর্বের প্রতিযোগিদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবেন, তাদেরকে যথাক্রমে ৩ লাখ, ২ লাখ এবং ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। বাকি প্রতিযোগিদের জন্য থাকছে ওয়ালটন রেফ্রিজারেটরের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৩৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৫ লাখ ৬৬ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ২৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, এডিএন টেলিকম, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, বিবিএস কেবলস, ঢাকা ডাইং, ড্যাফোডিল কম্পিউটার্স, ডমিনেজ স্টিল, ডরিন পাওয়ার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি, ইফাদ অটোস, ইসলামিক ফিন্যান্স, লংকাবাংলা ফিন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার, মালেক স্পিনিং, এমজেএলবিডি, ন্যাশনাল হাউজিং, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, শাশা ডেনিমস, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

কৃষিপণ্যের বাণিজ্য স্বার্থে ২৩৫ কোটি টাকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্টকমার্কেটবিডি ডেস্ক :

কৃষিপণ্যের আমদানি–রপ্তানি প্রক্রিয়ার উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার এবং এ খাতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমেও হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন। আর এ উন্নয়নে ভূমিকা রাখতে পাঁচ বছর মেয়াদি ‘বাংলাদেশ বাণিজ্য সহায়তা প্রকল্প’ নামক একটি প্রকল্প নিয়ে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র সরকারের কৃষিবিষয়ক সংস্থা (ইউএসডিএ)।

প্রকল্পের ব্যয় ২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ৮৬ টাকা দরে তা দাঁড়ায় ২৩৫ কোটি ৬৪ লাখ টাকা। ২০২০ সালের অক্টোবরে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের সেপ্টেম্বরে। প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হলো ল্যান্ড ও লেকস ভেঞ্চার ৩৭।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রকল্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, ল্যান্ড ও লেকস ভেঞ্চার ৩৭–এর নির্বাহী পরিচালক জন এলেনবার্গার এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশি কৃষিপণ্যের শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে হবে। আর এ কাজে যুক্তরাষ্ট্র সরকারের এ সহায়তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’ তিনি বলেন, কৃষিপণ্যের গুণগত মান নিশ্চিতকরণের জন্য পরীক্ষাপদ্ধতির উন্নয়ন, ঝুঁকিভিত্তিক পণ্য খালাস ব্যবস্থাপনা চালু এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত পণ্য সংরক্ষণ অবকাঠামো তৈরির ক্ষেত্রেও ভূমিকা রাখবে এ প্রকল্প।

আর্ল আর মিলার বলেন, বাংলাদেশের বন্দরগুলোয় নতুন নতুন হিমাগার স্থাপন করা দরকার। বাংলাদেশি পচনশীল পণ্যের আমদানি-রপ্তানিসহায়ক অবকাঠামো সৃষ্টিতে প্রকল্পটির অবদান থাকবে। সূত্র : প্রথম আলো

স্টকমার্কেটবিডি.কম/

রেমিট্যান্স দুই-তিন মাসের মধ্যে স্বাভাবিক হওয়ার আশা অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত তিন মাসে রেমিট্যান্স ( প্রবাসী আয়) কমে গেছে উল্লেখ করে আগামী দুই-তিন মাসের মধ্যে রেমিট্যান্স স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, গত তিন মাসে এক বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স কম এসেছে। আশা করছি ধীরে ধীরে ঠিক হবে, রেমিট্যান্স বাড়বে। গতবছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এখনও যে গতিতে আসছে সে গতিতে এলে ২২-২৩ বিলিয়ন ডলার আসবে।

রেমিট্যান্স কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘ রেমিট্যান্স কমার মূল কারণ হচ্ছে বিদেশে যেসব প্রবাসী আছে, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিট্যান্স আসে তাদের কাছ থেকেই। আগে যত পরিমাণ মানুষ বিদেশে ছিলেন এখন সেই পরিমাণ নেই। তবে এখন যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয় দুই-তিন মাসে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

তাইওয়ান চুক্তি মেনে চলবে যুক্তরাষ্ট্র-চীন: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাইওয়ানের বিষয়ে কথা বলেছেন এবং তারা দুজনই ‘তাইওয়ান চুক্তি’ মেনে চলার ব্যাপারে একমত।

আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত মঙ্গলবার বাইডেন বলেন, ‘আমি তাইওয়ানের বিষয়ে শি’র সঙ্গে কথা বলেছি। তাইওয়ান চুক্তি মেনে চলার বিষয়ে আমরা একমত। আমি মনে করি না চুক্তি মেনে চলা ছাড়া তার অন্য কিছু করা উচিত।’

তাইওয়ান চুক্তি বা ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’ অনুযায়ী, কূটনৈতিক সম্পর্কের দিক থেকে তাইপের বদলে বেইজিংকে প্রাধান্য দেবে ওয়াশিংটন। এর বদলে চীন তাইওয়ানে অস্থিরতা সৃষ্টি থেকে বিরত থাকবে এবং তাইওয়ানের ভবিষ্যত শান্তিপূর্ণভাবে নির্ধারিত হবে।

দ্বীপ অঞ্চল তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে চীন। কিন্তু,তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। সম্প্রতি চীন তাইওয়ানের আকাশসীমায় রেকর্ডসংখ্যক সামরিক বিমান পাঠায়। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

স্টকমার্কেটবিডি.কম/

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও রোড শো’র ঘোষণা

এশিয়াটিক ল্যাবরেটরিজের লোগো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে আসতে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড রোড শো’র করার ঘোষণা দিয়েছে। প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি শেয়ারবাজারের আসার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি আগামী ২৪ অক্টোবর রবিবার সন্ধা ৭ টায় রেডিসন ব্লু হোটেলে ওয়াটার গার্ডেন বলরুমে রোড শো’র আয়োজন করা হয়েছে। এদিন শেয়ারবাজারের ইলিজিবল ইনভেষ্টরদের উপস্থিত থেকে রোড শোতে অংশগ্রহন করার জন্য আহবান জানানো হয়েছে।

জানা যায়, রোড শো’তে যোগ্য বিনিয়োগকারী (ইলিজিবল ইনভেস্টর) হিসেবে মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার, অ্যাসেট ম্যানেজার ও তাদের পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড, স্টক ডিলার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ও ফান্ডের ম্যানেজার, অনুমোদিত পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, ইতিমধ্যে বিনিয়োগ করা বৈদেশিক বিনিয়োগকারী এবং কমিশন অনুমোদিত বিনিয়োগকারীরা বুক বিল্ডিংয়ের জন্য আবেদন করতে পারবে।

কোম্পানিটিকে আইপিওতে আনতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব নিয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজম্যান্ট  লিমিটেড। রেজিস্ট্রার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

সোনালী পেপারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১২ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

শীর্ষে লাফার্জ হোলসিম; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৭৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৫২ কোটি ১৪ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেডের ১৩০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রিড কোম্পানির ৯১ কোটি ৬০ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৬ কোটি ৩৯ লাখ, জিপিএইচ ইস্পাতের ৫৩ কোটি ৬৭ লাখ, সাইফ পাওয়ারটেকের ৫২ কোটি ৭৭ লাখ, ইফাদ অটোসের ৫২ কোটি ১ লাখ, লংকা বাংলা ফাইন্যান্সের ৫১ কোটি ৬৭ লাখ ও এসপি সিরামিকস লিমিটেডের লেনদেন হয়েছে ৪৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. ওরিয়ন ফার্মা
  3. বেক্সিমকো লিমিটেড
  4. পাওয়ার গ্রিড কোম্পানি
  5. প্যারামাউন্ট টেক্সটাইল
  6. জিপিএইচ ইস্পাত
  7. সাইফ পাওয়ারটেক
  8. ইফাদ অটোস
  9. লংকা বাংলা ফাইন্যান্স
  10. এসপি সিরামিকস লিমিটেড।