১১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সাউথ বাংলা ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) ২ উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) ১১ কর্মকর্তাকে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ২ উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন- মো. কামাল উদ্দিন ও শফিউদ্দিন আহমেদ।

অন্যান্য কর্মকর্তারা ক্রেডিট প্রশাসন এবং আন্তর্জাতিক বিভাগসহ কিছু বিভাগের প্রধান এবং এসবিএসির বিভিন্ন শাখা পরিচালক।

মোসলেহ আহমেদ জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে এসবিএসি।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এসবিএসিকে ৩টি পৃথক চিঠি জারি করেছে। যেসব চিঠিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়।

আরেক কর্মকর্তা বলেন, এসবিএসির প্রাক্তন চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের মালিকানাধীন লকপুর গ্রুপের ঋণ নিশ্চিত করতে কর্মকর্তারা সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্তের মধ্যে অসুস্থতার কথা উল্লেখ করে গত ৭ সেপ্টেম্বর পদ থেকে সরে দাঁড়ান এসএম আমজাদ হোসেন।

এসএম আমজাদ হোসেন ক্ষমতার অপব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ঋণ নেওয়া, জালিয়াতি ও শুল্ক ফাঁকিসহ অন্যান্য অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্তের মুখোমুখি হন।

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল সম্প্রতি জানতে পেরেছে, এসবিএসি আমদানি পরিশোধের জন্য ইস্টার্ন পলিমার লিমিটেডকে ৩১৭ কোটি টাকা ঋণ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলোকে তাদের নিজস্ব পরিচালকদের কোনো ঋণ দিলে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে আগেই অনুমোদন নিতে হবে।

ইস্টার্ন পলিমার লকপুর গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং এসএম আমজাদ হোসেন এই গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কর্মকর্তারা বলেন, এসবিএসি এসএম আমজাদ হোসেনকে ঋণ দেওয়ার কোনো অনুমতি নেয়নি। সুতরাং এটি ব্যাংকিং নিয়মের লঙ্ঘন।

এমনকি বরখাস্ত কর্মকর্তারা ৩১৭ কোটি টাকার মধ্যে ১৪১ কোটি টাকা আমদানি পরিশোধের জন্য ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের থেকে পূর্ব অনুমোদন নেননি বলে এসবিএসির কর্মকর্তারা জানিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

ফারইষ্ট নিটিং এন্ড ডায়িংয়ের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৯ টাকা। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের (ন্যাভ) পরিমাণ দাঁড়িয়েছে ১৯.৪৮ টাকা।

আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১১ নভেবর।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্লক মার্কেটে ৩০ কোম্পানির লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮৮ লাখ ৮৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৬ কোটি ৭২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

জিবিবি পাওয়ার লিমিটেডের ৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

জেনেক্স ইনফোসিস ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা,এএফসি অ্যাগ্রো বায়োটেক, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার, জিবিবি পাওয়ার, গ্লোবাল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল হাউজিং, দ্য পেনিনসুলা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, সী পার্ল বীচ, সোস্যাল ইসলামী ব্যাংক, সিলভা ফার্মা, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা ও এস.এস স্টিল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৪ শতাংশ : বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১-২২ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়ে ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। করোনা মহামারির ধাক্কা সামলে রপ্তানি এবং ভোগ ব্যয় বাড়তে শুরু করায় জিডিপি বাড়তে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার ‘শিফটিং গিয়ার্স : ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট’ শীর্ষক ষান্মাসিক প্রতিবেদনে এ ভবিষ্যদ্বাণী করা হয়। বিশ্বব্যাংক বাংলাদেশ সম্পর্কে বলেছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরো বেড়ে হতে পারে ৬ দশমিক ৯ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের অর্থনীতি ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়াচ্ছে। চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৮ দশমিক ৩ শতাংশ, মালদ্বীপের প্রবৃদ্ধি হতে পারে ২২ দশমিক ৩ শতাংশ, শ্রীলঙ্কার প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৩ শতাংশ।

এ ছাড়া ভুটানের এ অর্থবছরে ৩ দশমিক ৬ শতাংশ, নেপালের ৩ দশমিক ৯ শতাংশ এবং পাকিস্তানের ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে বিশ্বব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

মোটর যানবহনে লাইসেন্স হালনাগাদের সময় বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়া হালনাগাদের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।

আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অর্থ বিভাগের ৩০-০৯-২০২১ তারিখের স্মারকের সম্মতির প্রেক্ষিতে পূর্বের ধারাবাহিকতায় জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩১-১২-২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

স্টকমার্কেটবিডি.কম/

অ্যাপসভিত্তিক সুদের ব্যবসা, গ্রেফতার ৫

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অ্যাপসভিত্তিক অবৈধ সুদের ব্যবসা পরিচালনার দায়ে অনলাইন প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৬ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, রাজধানীতে অভিযান চালিয়ে অ্যাপসভিত্তিক অবৈধ সুদের ব্যবসা পরিচালনাকারী ও অনলাইন প্রতারক চক্রের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

শীর্ষে লাফার্জ হোলসিম; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৩৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৬৫ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের ৯৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট টেক্সটাইলের ৮৫ কোটি ৪৭ লাখ, বেক্সিমকো লিমিটেডের ৭৪ কোটি ৮২ লাখ, জিপিএইচ ইস্পাতের ৬৮ কোটি ৭৪ লাখ, সামিট পাওয়ারের ৫৯ কোটি ৭ লাখ, বেক্স ফার্মার ৫৩ কোটি ৪ লাখ, এস এস স্টিলসের ৪৯ কোটি ৪৮ লাখ ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের লেনদেন হয়েছে ৪২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. ওরিয়ন ফার্মা
  3. পাওয়ার গ্রিড কোম্পানি
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. বেক্সিমকো লিমিটেড
  6. জিপিএইচ ইস্পাত
  7. সামিট পাওয়ার
  8. বেক্স ফার্মা
  9. এস এস স্টিলস
  10. এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

পদ্মা অয়েলের ৩ কোম্পানির সাথে চুক্তি সাক্ষর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল ব্যবসা সম্প্রসারণের জন্য ৩ কোম্পানির সাথে চুক্তি সই করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ডেল্টা এলপি গ্যাস, লাফস গ্যাস (বাংলাদেশ) এবং যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের সাথে চুক্তি সই করেছে।

চুক্তি অনুযায়ী কোম্পানিটি রেজিস্ট্রেড ফিলিং স্টেশনে এলপিজি অটোগ্যাস এবং পেট্রোলিয়াম অয়েল বিক্রি করবে।

কোম্পানিটি প্রতি লিটার এলপিজি বিক্রি করে ৫০ পয়সা কমিশন নেবে।

স্টকমার্কেটবিডি/