১২ কেজির এলপিজি সিলিন্ডার ২২% বেড়ে ১২৫৯ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূসকসহ এর দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৫৯ টাকা, যা আগে ছিল এক হাজার ৩৩ টাকা। দাম বাড়ানো হয়েছে ২২ শতাংশ।

রবিবার (১০ অক্টোবর) এক অনলাইন সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল।

আজ থেকে নতুন এ দাম কার্যকর হবে। অন্যদিকে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দামে পরিবর্তন হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে।

এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৮ টাকা ৬৮ পয়সা, যা আগে ছিল ৫০ টাকা ৫৬ পয়সা।

এর আগে গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান বলেন, বিশ্ববাজারে এলপিজির দাম অনেক বেড়েছে। সেটি বিবেচনা করে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। অপারেটররা নিশ্চয়ই এটি কার্যকর করবেন।

সংবাদ সম্মেলনের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কমিশনের সচিব রুবিনা ফেরদৌসী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মোহম্মদ আবু ফারুক, মকবুল-ই-ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯২ লাখ ৩৩ হাজার ৭৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি ১১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ১১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল ৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, বারাকা পতেঙ্গা পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসআরএম স্টিল , ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ইস্টার্ন হাউজিং, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, আইসিবিএএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, ইফাদ অটোস, আইএফআইসি ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, কেপিসিএল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, ন্যাশনাল হাউজিং, ওরিয়ন ফার্মা, ফনিক্স ফিন্যান্স, প্রিমিয়ার সিমেন্ট, রানার অটো, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, সাউথবাংলা ব্যাংক, সিলভা ফার্মা, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, এসএস স্টিল, তিতাস গ্যাস ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগে আগ্রহ তুরস্কের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। রবিবার (১০ অক্টোবর) রেলভবনে মন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতকালে রাষ্ট্রদূত বাংলাদেশের রেল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

রেলমন্ত্রী এ সময় তার বক্তব্যে বলেন, রেল খাতে আমরা বিদেশি বিনিয়োগ খুঁজছি। বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান আছে এবং আগামীতে আরও অনেক প্রকল্প গ্রহণ করা হবে।

মন্ত্রী উল্লেখ করেন, রেল খাতের উন্নয়নে আমাদের একটি মহাপরিকল্পনা আছে, সেটি ধরে ধরে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছি।

তিনি বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশের রেললাইন ছিল তিন হাজার কিলোমিটার আর বর্তমানে দুই হাজার ৮০০ কিলোমিটার হয়েছে। আমাদের রেলপথ যমুনা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত। পশ্চিমে ব্রডগেজ আর পূর্বে মিটারগেজ। আমাদের বেশির ভাগই সিঙ্গেল লাইন। আমরা পর্যায়ক্রমে সকল সিঙ্গেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছি।

রেলমন্ত্রী বলেন, জনগণের চাহিদার কথা বিবেচনা করে ২০১১ সালে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করেছেন। তখন থেকেই সরকার রেলখাতে বিনিয়োগ শুরু করে।

বর্তমানে চলমান কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন লাইন নির্মাণ, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ, যমুনা নদীর ওপর আলাদা রেলসেতুর নির্মাণ কাজ চলমান। ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা নতুন নতুন লোকোমোটিভ ও প্যাসেঞ্জার কোচ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করছি। কারখানা সমূহকে আধুনিকায়ন করছি। পর্যায়ক্রমে আমরা ইলেকট্রিক ট্রাকশন এর দিকে যাব।

রাষ্ট্রদূত বলেন, যেকোনো দেশের পরিবেশবান্ধব, সহজ ও সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা হচ্ছে রেলওয়ে। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে গুরুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে রেলখাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর কেনান কালাইসি উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

বৈধ মানিচেঞ্জারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈধ মানিচেঞ্জারের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগের তালিকায় নাম থাকা ৮টি প্রতিষ্ঠান নতুন তালিকা থেকে বাদ পড়েছে।

সর্বশেষ ২০১৯ সালে প্রকাশিত তালিকায় নাম ছিলো না এরকম পাঁচটি যুক্ত হয়েছে। সব মিলিয়ে ২৩৫টি বৈধ মানিচেঞ্জারের তালিকা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক মোট ৬০২টি মানিচেঞ্জারের লাইসেন্স দিলেও সময় মতো নবায়ন না করা কিংবা অনিয়মে জড়িয়ে পড়ায় বেশিরভাগই অনুমোদন হারিয়েছে।

ব্যাংকের পাশাপাশি নগদ ডলার বেচা-কেনা করে মানিচেঞ্জারগুলো। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম চালাতে হয়। নিয়ম অনুযায়ী, যে ঠিকানায় মানিচেঞ্জারের লাইসেন্স দেওয়া বা নবায়ন হবে শুধু সেখানেই ব্যবসা করার কথা। আবার মানিচেঞ্জারের কোনো শাখা খোলার সুযোগ নেই। তবে অনেক ক্ষেত্রে এসব নিয়ম অমান্য করে লেনদেন করাসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ায় অনেক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছে।

নতুন বাদ পড়া ৮ প্রতিষ্ঠান হলো- ঢাকার শেরাটন হোটেলের অমনি ব্যুরো দ্য চেঞ্জ, মতিঝিল বিসিআইসি সদনের এ জে মানিচেঞ্জার, নয়াপল্টনের অরচ্যার্ড মানি এক্সচেঞ্জ, দিলকুশার সোনার বাংলা, বনানী সুপার মার্কেটের এপেল মানি এক্সচেঞ্জ, মোহাম্মদপুর আল্লাহ করিম জামে মসজিদ সুপার মার্কেটের বি আর মানেচেঞ্জার, চট্রগ্রামের কোতয়ালী ডাইনেষ্টি মানি এক্সচেঞ্জ ও সিলেটের আম্বরখানার সুরমা সুপার মার্কেটের আলী মানি এক্সচেঞ্জ।

স্টকমার্কেটবিডি.কম/

পূর্ণ টিকা গ্রহণকারীদের ওপরও সৌদির বিধি-নিষেধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ওমরা পালনে পূর্ণ টিকা গ্রহণ করেও মানতে হবে সৌদির কড়া বিধি-নিষেধ। সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় আজ রবিবার সকাল ৬টা থেকে এসব বিধি-নিষেধ আরোপ করার ঘোষণা দিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলেছে, করোনা সংক্রমণ প্রতিরোধে যে সকল বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে তা সৌদি আরবের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি বলেছে, ওমরা পালন, মক্কার পবিত্র মসজিদে নামাজ আদায় ও মসজিদে নববীতে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করা হবে। যারা সৌদি সরকারের তাওয়াকুলনা অ্যাপে দেখানো সরকারি অনুমোদন প্রাপ্ত করোনাভাইরাসের টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রেও এসব স্বাস্থ্যবিধি আরোপ করা হবে।

সৌদি ওমরা ও হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যে সকল ব্যক্তি ওমরা হজ পালনে অনুমতি পেয়েছেন আর মক্কা ও মদিনায় যাওয়ার সরকারি সম্মতি পেয়েছেন তাদেরকে করোনার সম্পূর্ণ টিকা নিতে হবে। যদি তারা করোনা সম্পূর্ণ টিকা না নেন ওই ক্ষেত্রে ওমরা হজ পালনের ৪৮ ঘণ্টার আগেই করোনার দ্বিতীয় ডোজ বা সম্পূর্ণ টিকা নিয়ে নিতে হবে। সম্পূর্ণ টিকা না নেওয়া হলে তাদের ওমরা হজ পালন করতে দেওয়া হবে না।

সূত্র: আল-আরাবিয়া নিউজ

স্টকমার্কেটবিডি.কম/

নাহী এলুমিনামের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি নাহী এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ৮ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রাইম ফাইন্যান্সের ৫৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের এক নমিনেটেড পরিচালক ৫৪ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ড. শামীম খান নামে কোম্পানিটির এই উদ্দ্যোক্তা ৫৪ লাখ ৫৮ হাজার ৩৩০টি শেয়ার বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির মোট ৫৪ লাখ ৫৮ হাজার ৩৩০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

শীর্ষে লাফার্জ হোলসিম; ২য় আইএফআইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১২৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১০০ কোটি ৫৩ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের ৯৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো লিমিটেডের ৬৭ কোটি ৪৭ লাখ, ওরিয়ন ফার্মার ৬৫ কোটি ৪৮ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬৪ কোটি ৬৭ লাখ, ফারইষ্ট নিটিংয়ের ৪১ কোটি ৬২ লাখ, জিপিএইচ ইস্পাতের ৪০ কোটি ৬২ লাখ, বিএটিবিসির ৩৬ কোটি ২২ লাখ ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. আইএফআইসি ব্যাংক
  3. পাওয়ার গ্রিড কোম্পানি
  4. বেক্সিমকো লিমিটেড
  5. ওরিয়ন ফার্মা
  6. প্যারামাউন্ট টেক্সটাইল
  7. ফারইষ্ট নিটিং
  8. জিপিএইচ ইস্পাত
  9. বিএটিবিসি
  10. লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।