সাউথ বাংলা ব্যাংকের কার্ডে এস্কয়ার ইলেক্ট্রনিক্সে ইএমআই সুবিধা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড এবং এস্কোয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড মধ্যকার এক সমঝোতা স্মারকে সাক্ষর হয়েছে। এতে এসবিএসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারী ও কর্মকর্তারা এস্কয়ার ইলেক্ট্রনিক্সেরে পণ্য ক্রয়ে ১২ মাস পর্যন্ত বিনাসুদে সমান মাসিক কিস্তিতে (ইএমআই) মূল্য পরিশোধ করতে পারবেন।

আজ সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং এস্কয়ার ইলেক্ট্রনিক্সের সেলস্্ এন্ড মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক মো. মনজুরুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময়ে এসবিএসি ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিউল আজম, এস্কয়ার ইলেক্ট্রনিক্সের সিনিয়র ম্যানেজার-ফাইন্যান্স মোঃ আনোয়ারুল ইসলাম, এসবিএসি ব্যাংকের ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মো. আসাদুল্লাহিল গালিব এবং রিলেশন্সশিপ অফিসার মো. শহিদুল আলম উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

শীর্ষে লাফার্জ হোলসিম; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১০২ কোটি ৬ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেডের ৮৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংকের ৬৪ কোটি ৩ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানির ৬৩ কোটি ৪৯ লাখ, বিএটিবিসির ৫৫ কোটি ৬৭ লাখ, ম্যাকসন স্পিনিংয়ের ৪২ কোটি ৩৬ লাখ, এসিআই লিমিটেডের ৪২ কোটি ৩৫ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৯ কোটি ৮৪ লাখ ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের লেনদেন হয়েছে ৩৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

উইকম ও থলে ডটকমের ছয়জন গ্রেফতার করেছে সিআইডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান উইকম ডটকম ও থলে ডটকমের ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার সকালে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ইমাম হোসেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-প্রতিষ্ঠান দুটির হেড অব অপারেশনস নজরুল ইসলাম, হিসাবরক্ষক সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন অফিসার তারেক মাহমুদ অনিক, সেলস এক্সিকিউটিভ মুন্না পারভেজ ও সুপার ভাইজার মাসুম হাসান।
তাদের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় কয়েকজন ভুক্তভোগীর আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ইমাম হোসেন বলেন, ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় খায়রুল আলম মীর নামে এক ব্যক্তি থলে ডটকম ও উইকম ডটকমের বিরুদ্ধ মামলা করেছেন। ওই মামলায় প্রতিষ্ঠান দুটির শীর্ষ কর্মকর্তা ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, প্রতিষ্ঠান দুটি কম দামে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, ইলেকট্রিক ফ্যান বিক্রির বিজ্ঞাপন ফেসবুক ও অনলাইনের প্রচার করে। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে মানুষ তাদের কাছ থেকে পণ্য ক্রয়ের জন্য আগ্রহ দেখায়। অর্ডার দেওয়ার এক মাসের মধ্যে পণ্য দেওয়ার আশ্বাস দিলেও অনেকে ক্রেতা ৫০ দিনেও পণ্য পাননি। মাসের পর মাস তাদের ঘোরানো হয়।

ইমাম হোসেন আরও জানান, কয়েকজন ক্রেতা মিলে তাদের অফিসে গেলে তারা তাদের কয়েকটি চেক দেন। তবে ক্রেতারা ব্যাংকে গিয়ে দেখেন ওই অ্যাকাউন্টে কোনো টাকা নেই। পরে ভুক্তভোগীরা মামলা করেন। প্রতিষ্ঠান দুটি আড়াই কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে আমরা ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি।

স্টকমার্কেটবিডি.কম/

পেঁয়াজের দাম কিছুদিনের মধ্যেই কমে আসবে: কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাজারে অনেক পণ্যেরই দাম কম। আবার কিছু কিছু পণ্যের দাম বেশ বেড়েছে। এর মধ্যে পেঁয়াজ একটি। তবে পেঁয়াজের দাম কিছুদিনের মধ্যেই কমে আসবে। তিনি বলেন, বাজারে ডিম-মুরগির দাম অনেক কম। দীর্ঘদিন ধরে এসব পণ্যের দাম খুব একটা বাড়েনি।

আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়ামে ‘শাকসবজি, আলু, ফলমূল ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রফতানি বৃদ্ধির লক্ষ্যে প্রণীত খসড়া রোডম্যাপ’ উপস্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে মানুষ এখন খাদ্যের কষ্টে নেই। আমরা দানাদার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। কিছু কিছু খাবারের ক্ষেত্রে দামের সমস্যা হলেও দেশে মঙ্গা বা না খেয়ে থাকার মতো পরিস্থিতি নেই।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা পেঁয়াজ নিয়ে অনেকগুলো উদ্যোগ নিয়েছে। এর মধ্যে মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করা হয়েছিল, যেন চাষিরা ভালো দাম পায়। তার একটি প্রভাব বাজারে পড়েছে। কিন্তু আমদানি এখন চালু রয়েছে, বাজার স্বাভাবিক করতে বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, অন্যদিকে দেখুন বাজারে ডিম-মুরগির দাম অনেক কম। দীর্ঘদিন ধরে এসব পণ্যের দাম খুব একটা বাড়েনি। সে ক্ষেত্রে আবার খামারিরা লোকসান দিচ্ছেন। ভালো দাম পাচ্ছেন না।

স্টকমার্কেটবিডি.কম/

অর্থনীতিতে নোবেল পেলেন ডেভিড কার্ড, অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ৩ অধ্যাপক ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস।

আজ সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেভিড কার্ড বার্কলের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক, জোশুয়া অ্যাংগ্রিস্ট ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি’র (এমআইটি) অধ্যাপক এবং গুইডো ইমবেনস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, তারা ৩ জন অর্থনীতি বিজ্ঞানে অভিজ্ঞতামূলক কাজকে পুরোপুরি নতুন রূপ দিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. ওরিয়ন ফার্মা
  3. বেক্সিমকো লিমিটেড
  4. আইএফআইসি ব্যাংক
  5. পাওয়ার গ্রিড কোম্পানি
  6. বিএটিবিসি
  7. ম্যাকসন স্পিনিং
  8. এসিআই লিমিটেড
  9. প্যারামাউন্ট টেক্সটাইল
  10. জিপিএইচ ইস্পাত লিমিটেড।

উভয় শেয়ারবাজারে দিনশেষে সূচক ও লেনদেন কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৩৪৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২৭৫৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৪৮ কোটি ৫৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৯৬২ কোটি ৮৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৯টির, আর দর অপরিবর্তিত আছে ২০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- লাফার্জ হোলসিম বিডি, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি, বিএটিবিসি, ম্যাকসন স্পিনিং, এসিআই লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল ও জিপিএইচ ইস্পাত লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৭.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৪৪৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৯০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭২ কোটি ৩২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৮১ কোটি ৮৮ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা ও বেক্স ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারের অনুরোধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার, অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল ও চিনি আমদানিতে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (১১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত সভার শুরুতে এ কথা জানানো হয়।

সভা শুরুতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান বলেন, সম্প্রতি অত্যাবশ্যকীয় কয়েকটি পণ্য (ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ ও মশুর ডাল) এর আন্তর্জাতিক মূল্যের প্রভাবে স্থানীয় বাজারে ঊর্ধ্বমূল্য পরিলক্ষিত হওয়ায় নিত্যপ্রয়োজনীয় এ সব পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, বর্তমানে জনস্বার্থে পেঁয়াজের শুল্ক প্রত্যাহার এবং অপরিশোধিত সয়াবিন, অপরিশোধিত পাম ও অপরিশোধিত চিনির শুল্ক হ্রাসের জন্য এনবিআরকে অনুরোধ করা হয়েছে। আমদানিকৃত পেঁয়াজের কোয়ারেন্টিন পরীক্ষা দ্রুত সম্পন্ন করে আইপি ইস্যুকরণের জন্য কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, খুচরা পর্যায়ে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। আর পাইকারিতে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬৭-৭০ টাকা। অথচ একসপ্তাহ আগে খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ছিল ৪৫ টাকা। আর পাইকারিতে কেজি ছিল ৪০ টাকা। এ হিসাবে চারদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম ৩৫ টাকা পর্যন্ত বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসই-সিএসই’র সাথে কৃষিবিদ ফিডের চুক্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (QIO) এর মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে একটি চুক্তি সই করেছে।

সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই’র প্রধান কার্যালয়ে ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং বিভাগের প্রধান রবিউল ইসলাম, চট্টগাম স্টক এক্সচেঞ্জের লিস্টিং বিভাগের ডেপুটি ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম এবং কৃষিবিদ ফিডের চেয়ারম্যান ড. আলী আফজাল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিক আমিন ভুঁইয়া, কৃষিবিদ ফিডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম খান, কোম্পানির ইস্যু ম্যানেজার এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কেনার জন্য প্রস্তাব জমা দিতে ১০ অক্টোবর থেকে, যা ১৪ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত চলবে।

স্টকমার্কেটবিডি.কম/

ম্যাকসন্স টেক্সটাইলের অর্ধেক শেয়ার কিনবে ম্যাকসন্স স্পিনিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড মেট্রো-ম্যাকসন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ম্যাকসন্স টেক্সটাইলের ৫০ শতাংশ কিনবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, ম্যাকসন্স টেক্সটাইলের পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। আর শেয়ার সংখ্যা ৩ কোটি। ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড ১৫ কোটি টাকায় ম্যাকসন্স টেক্সটাইলের ৫০ শতাংশ শেয়ার তথা ১ কোটি ৫০ লাখ শেয়ার কিনবে।

জমি ও নগদ টাকার মাধ্যমে ম্যাকসন্স টেক্সটাইলকে শেয়ারের মূল্য পরিশোধ করবে ম্যাকসন্স স্পিনিং মিলস। আশুলিয়ার গৌরীপুরে ম্যাকসন্স স্পিনিং মিলসের মালিকানাধীন ১৯৪.৩৫ ডেসিমেল জমি এবং এর উপর নির্মিত ৩০ হাজার বর্গফুট আয়তনের ভবন ১২ কোটি ২৫ লাখ টাকা দাম ধরে শেয়ারের বিপরীতে ম্যাকসন্স টেক্সটাইলকে লিখে দেবে। এর বাইরে নগদে পরিশোধ করবে ২ কোটি ৭৫ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/