সোনালী পেপারের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কাগজ ও মুদ্রন শিল্প খাতের কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৬৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.৬৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯০.৯৯ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ২৮৪.৩৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

আমরা টেকনোলজিসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের আমরা টেকনোলজিস লিমিটেডের ঋণমান ‘এএ-’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে ‘এসটি-২’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইসিবি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২১ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২টা ৩৫ মিনিটে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ব্যাংকটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিঙ্গার বিডির বোর্ড সভা ১৮ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা আড়াইটায় রাজধানীর গুলশানে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ প্রকাশ করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

শীর্ষে লাফার্জ হোলসিম; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৫০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৪০ কোটি ৪০ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৮৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রিড কোম্পানির ৮৪ কোটি ২৯ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭২ কোটি ৭০ লাখ, ফরচুন সুজের ৫০ কোটি ৬০ লাখ, সাইফ পাওয়ারটেকের ৪২ কোটি ৭২ লাখ, বেক্সিমকো লিমিটেডের ৩৯ কোটি ৯৬ লাখ, বিএটিবিসির ৩৬ কোটি ৭১ লাখ, ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের লেনদেন হয়েছে ৩৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা তিনটায় রাজধানীর মতিঝিলে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিমাটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. ওরিয়ন ফার্মা
  3. আইএফআইসি ব্যাংক
  4. পাওয়ার গ্রিড কোম্পানি
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. ফরচুন সুজ
  7. সাইফ পাওয়ারটেক
  8. বেক্সিমকো লিমিটেড
  9. বিএটিবিসি
  10. জিপিএইচ ইস্পাত লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৩১৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ২৭৪৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৬৩ কোটি ৮০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৮৪৮ কোটি ৫৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৪টির, আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- লাফার্জ হোলসিম বিডি, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি ও জিপিএইচ ইস্পাত লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২৮.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৩৬০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২০৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৭২ কোটি ৩২ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

বিকেএমইএর নতুন সভাপতি সেলিম ওসমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএতে নির্বাহী সভাপতির একটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। সেই পদ পেয়েছেন মোহাম্মদ হাতেম। আর টানা ছয়বারের মতো সভাপতি হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান।

এভাবেই সাধারণ সদস্যদের ভোট ছাড়াই আরও একবার গঠিত হলো বিকেএমইএর নতুন কমিটি। এই কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মনসুর আহমেদ। সহসভাপতি পদ পেয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ, আখতার হোসেন, আশিকুর রহমান ও মোরশেদ সরোয়ার।

রাজধানীর বাংলামোটরসংলগ্ন বিকেএমইএর কার্যালয়ে গতকাল সোমবার ২০২১-২৩ মেয়াদের জন্য সংগঠনের সভাপতি, নির্বাহী সভাপতি ও সাতজন সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার আগের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর ফলে ১২ নভেম্বর আর ভোটের প্রয়োজন পড়ছে না।

২৬ পরিচালক হলেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মোস্তফা জামাল পাশা, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজীব দাস, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবির হোসেন, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আবদুল হান্নান, ইমরান কাদের, ফকির কামরুজ্জামান, মোহাম্মদ শামসুল আজম, গাজী শহীদউল্লাহ, আসাদুল ইসলাম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুৎফর রহমান ও হারুন অর রশিদ।

স্টকমার্কেটবিডি/

 

বেক্সিমকোর ৪ কোম্পানির বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের বেক্সিমকো গ্রুপের চারটি কোম্পানির বাৎসরিক বোর্ড সভা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৪টি হলো – বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো সিনথেটিকস ও শাইনপুকুর লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টা হতে সাড়ে ৫ টা পর্যন্ত নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে কোম্পানিগুলো।

এই বোর্ড সভায় কোম্পানিগুলোর সর্বশেষ বছরের লভ্যাংশ দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম