আয়কর রিটার্ন জমার সময় বাড়াল রাজস্ব বোর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনাভাইরাসের কারণে অনেক করদাতাই নির্ধারিত সময়ে কর রিটার্ন জমা দিতে পারেননি। এ জন্য আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ মঙ্গলবার রাতে আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানোর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন কর অঞ্চল-১৩ এর কর কমিশনার মো. বজলুল কবির ভূঁইয়া।

তিনি বলেন, আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিপুল সংখ্যক করদাতা রিটার্ন জমা দিতে পারেনি। তাই আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

এদিকে মঙ্গলবার বিকাল পর্যন্ত এনবিআর জানিয়ে আসছে এ বছর আয়কর রিটার্ন জমার সময় বাড়ানো হবে না। তাই জরিমানা এড়াতে গত দুইদিনে কর অঞ্চলগুলোতে লাখ লাখ করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সব কর অঞ্চলগুলোতে করদাতাদের উপচে পড়া ভিড় ছিল। জরিমানার ভয়ে বুথের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে আয়কর রিটার্ন জমা দেন করদাতারা।

করোনা মহামারি বিবেচনায় গতবছরের মতো চলতি বছর আয়কর মেলা না হলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে মেলার মতো উৎসবমুখর পরিবেশে রিটার্ন জমা নেওয়া হয়। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ খোলা হয়। এ বছর করদাতাদের জন্য অনলাইনে নতুন আয়কর রিটার্ন ফাইলিং সিস্টেম চালু করেছে এনবিআর। বর্তমানে দেশের ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম/

একুশ গ্রোথ ফান্ড বাড়িয়ে ২৫ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘একুশ গ্রোথ ফান্ড (ওপেন ইন্ড) ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করে দিয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০১তম কমিশন সভায় এই ফান্ডের লক্ষমাত্রাকে বাড়ানো হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাইল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি টাকা। এটি বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করা হলো।

ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। আর এর কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০১তম কমিশন সভায় নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাইল করিম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি হিসাবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড । এছাড়া অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি/

‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার’: সেরা দশ নির্মাতা পুরস্কৃত

ওয়ালটন রেফ্রিজারেটরের ‘স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার সিজন টু’ শীর্ষক ভিডিও তৈরি প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিজয়ী ১০ নির্মাতার সঙ্গে অতিথিরা।

শেষ হলো ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার-সিজন টু’ শীর্ষক ভিডিও নির্মাণ প্রতিযোগিতার প্রথম রাউন্ড। ওয়ালটন রেফ্রিজারেটর আয়োজিত ওই স্মার্ট ভিডিও কনটেস্টের প্রথম রাউন্ডে বিজয়ী সেরা দশ নির্মাতাকে পুরস্কৃত করেছে কর্তৃপক্ষ। পুরস্কার হিসেবে তারা প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পেয়েছেন। ওই টাকায় তারা দ্বিতীয় পর্বের জন্য আরেকটি ভিডিও নির্মাণ করবেন। তাদের মধ্য থেকে তিন চূড়ান্ত বিজয়ী পাবেন যথাক্রমে ৩, ২ এবং ১ লাখ টাকা পুরস্কার।

সোমবার (২৯ নভেম্বর ২০২১) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা দশ নির্মাতাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু ও মো. হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, রেফ্রিজারেটরের চীফ বিজনেস অফিসার আনিসুর রহমান মল্লিক, কনটেস্টের সিজন টু’র বিচারক প্যানেলের তিন সদস্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব ব্র্যান্ড ম্যানেজমেন্ট আমিন খান, ফ্রিজের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বিচারক প্যানেলের অন্যতম সদস্য ফিরোজ আলম বিজয়ী প্রতিযোগিদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। তিনি দ্বিতীয় রাউন্ডের ভিডিও তৈরির জন্য ৫টি থিম উপস্থাপন করেন। সেগুলো হলো: সুন্দর আগামি ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওয়ালটনের ভূমিকা, প্রযুক্তিসম্পন্ন আধুনিক বাংলাদেশে ওয়ালটনের ভূমিকা, অর্থনৈতিক উন্নয়নে ওয়ালটনের ভূমিকা, জীবন-যাত্রার মানোন্নয়নে ওয়ালটনের ভূমিকা এবং জলবায়ু সুরক্ষায় ওয়ালটনের ভূমিকা।

অনুষ্ঠানে জানানো হয়, গত ৬ অক্টোবর শুরু হয়ে প্রথম রাউন্ড চলে ৫ নভেম্বর পর্যন্ত। প্রথম পর্বে এক হাজারেরও বেশি প্রতিযোগি রেজিস্ট্রেশন করেন। সেখান থেকে চার শতাধিক ভিডিও জমা পড়ে। ভিডিওগুলোর মধ্যে গল্পে ২৫, নির্মাণশৈলীতে ৫০ এবং সোশ্যাল মিডিয়া একটিভিটিতে ২৫ নম্বরের মধ্যে যারা বেশি পেয়েছেন, এমন ১০ জন নির্মাতাকে নির্বাচন করা হয়।

ওই ১০ জন স্মার্ট মেকারকে নিয়ে শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ড। তারা ওয়ালটনের দেয়া ৫টি থিমের ওপর সর্বোচ্চ ২ মিনিটের আরেকটি ভিডিও নির্মাণ করবেন। ওই ভিডিওগুলোর নির্মাণশৈলীতে ৫০ এবং সোশ্যাল মিডিয়া একটিভিটিতে ৫০ নম্বর দেয়া হবে। দ্বিতীয় পর্বের প্রতিযোগিদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবেন, তাদেরকে যথাক্রমে ৩, ২ এবং ১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। বাকি প্রতিযোগিদের জন্য থাকছে ওয়ালটন রেফ্রিজারেটরের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।

‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ, স্মার্ট মেকার সিজন টু’ কনটেস্টের প্রথম পর্বের পুরস্কারপ্রাপ্ত ১০ নির্মাতা হলেন: শরিফুল ইসলাম শামীম, আলম মোরশেদ, মিনহাজুর রহমান, আসিফুর রহমান, মেসবাহ কামাল, পাপন, সারওয়ার জাহান অপু, রাফিউর রহমান, পৃথ্বীরাজ প্রধান এবং তানিম আবদুল্লাহ।

স্টকমার্কেটবিডি.কম/

করের টাকার অপচয় বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘করের টাকা ব্যয়ের ব্যাপারে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। জনগণের করের টাকার যেন কোনো অপচয় বা অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে।’

মঙ্গলবার (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস-২০২১ উপলক্ষে ‘রূপকল্প-২০৪১ বাস্তবায়ন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আয়করের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

কর প্রদানের মাধ্যমে রাজস্ব বাড়িয়ে দেশের উন্নয়নে সহযোগিতার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা আয়কর দিয়ে গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের করের টাকাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি, যা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়। আপনারা যতো বেশি আয়কর দেবেন, বাংলাদেশ ততো বেশি এগিয়ে যাবে।’

মন্ত্রী বলেন, ‘২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে রাজস্ব সংগ্রহের প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনাকালে কর সংগ্রহের ব্যাপারে বেশ কিছু ছাড় দিয়েছিলেন। এসময় তিনি দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যেমন বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তেমনি জনগণের জীবন-জীবিকা ও আয়-রোজগারের বিষয়টিও বিবেচনায় রেখেছেন। উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল রাখার বিষয়টিও তিনি মাথায় রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনা এবং আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে আমরা করোনার চ্যালেঞ্জ অনেকটাই মোকাবিলা করতে সক্ষম হয়েছি। শিল্পপ্রতিষ্ঠানগুলো খুব দ্রুত আগের অবস্থানে ফিরতে শুরু করেছে। উৎপাদন অব্যাহত রেখেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব সংগ্রহের প্রবৃদ্ধির ওপর। ফলে ২০২০-২১ অর্থবছরে আয়কর সংগ্রহের প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৬৩ শতাংশ।’

সেমিনারে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের মাধ্যমে লক্ষ্যপূরণে এগিয়ে যেতে হবে। কোনো কিছু চাপিয়ে দিলে হবে না।’

তিনি বলেন, ‘সামনে যাকে পাই, তার কাছ থেকে বেশি কর নিতে হবে এ ধারণা থেকে সরে আসতে হবে। উপজেলা পর্যায়ে ভ্যাট, ট্যাক্স দেওয়ার মত অনেক লোক আছেন। তাদের কাছ থেকেও আদায় করতে হবে। তাহলে করদাতার ওপর চাপ কমবে।’

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বাড়ছে। তাদের হোম অ্যাপ্লায়েন্স পণ্যের চাহিদা বেশি। এতোদিন এ খাত আমদানিনির্ভর ছিল। আমরা চাই এসব পণ্য উৎপাদনে বিশেষ সুবিধা দিয়ে দেশীয় শিল্পকে এগিয়ে নিতে।
এ খাতে দেশ স্বনির্ভর হোক।’

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য মো. আলমগীর হোসেন, মো. মাসুদ সাদিক ও সামস উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

এশিয়ার অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী বাংলাদেশ: শিল্পমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বাধীনতার ৫০ বছরের মধ্যে বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী অর্থনীতিতে পরিণত হয়েছে। গত এক দশক ধরে প্রতিবছর প্রায় ৭ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে।

এমনকি বিশ্বব্যাপী করোনা মহামারির কঠিন সময়ও বাংলাদেশ ২০২০ সালে ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে। বর্তমানে বাংলাদেশের জিডিপির ৩০ শতাংশেরও অধিক আসছে শিল্পখাত থেকে।

সোমবার (২৯ নভেম্বর) জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) ১৯তম সধারণ সম্মেলনে (The 19th General Conference of the UNIDO) ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) শিল্প মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনিডোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত উপস্থিত ছিলেন। প্রায় ১৭০টি সদস্য দেশের মন্ত্রী, প্রতিনিধিবৃন্দ এতে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এ সময় ইউনিডোর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তিউনেশিয়ার মোহামেদ মাজঘানিকে শিল্পমন্ত্রী অভিনন্দন জানান।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

সাফকো স্পিনিংয়ের এজিএম ভেণ্যু পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেণ্যু পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, আসন্ন এজিএমটি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে এই ভেণ্যু হবিগঞ্জে কারখানা এলাকায় নির্ধারণ করা হয়েছিল।

২৭তম এই এজিএমের এজেন্ডা ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিডি সার্ভিসেসের নো ডেভিডেন্ট ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেড গত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডেভিডেন্ট ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৮.৪৭ টাকা লোকসান হয়েছে। এবছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের (এনএভি) দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৫.২৪ টাকা।

আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/

সাজেদা ফাউন্ডেশন রেনেটার শেয়ার কিনবে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সাজেদা ফাউন্ডেশন কোম্পানি নামে বিমা কোম্পানির এ করপোরেট পরিচালক ৭৫ হাজার শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ও ডিএসইর নীতিমালা মেনে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.