নরসিংদীতে প্রাণের জুস কারখানায় আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নরসিংদীর পলাশে প্রাণ-আরএফএল গ্রুপের জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ঘোড়াশালে প্রাণের জুস কারখানায় আগুন লাগে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রাণের জুস কারখানার তিন তলা এবং চার তলায় হঠাৎ আগুন দেখতে পান কর্মীরা। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ শুরু করেন। কিছুক্ষণ পর নরসিংদী ফায়ার সার্ভিসও তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম বলেন, আগুন নেভাতে মোট সাতটি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো, ভেতরে কী কী মালামাল আছে তা এখনও নিশ্চিত নই আমরা।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে নরসিংদী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম ঢাকা পোস্টকে বলেন, আগুন এখন আমাদের নিয়ন্ত্রণে। তবে পুরো অভিযান শেষ হতে আরেকটু সময় লাগবে।

স্টকমার্কেটবিডি/

পুলিশের প্রতিবেদনে ২৮ ই-কমার্স প্রতিষ্ঠানের নাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স ব্যবসার নামে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়া অন্তত ২৮টি কোম্পানির নাম মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গঠিত কমিটির কাছে হস্তান্তর করেছে পুলিশের তিনটি গোয়েন্দা সংস্থা।

আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৫ সদস্যের ওই কমিটির দ্বিতীয় সভা হয়। সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির সমন্বয়ক এএইচএম সফিকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তিনটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে পৃথক তালিকা পেয়েছে কমিটি।

একটি তালিকায় ১৯টি, আরেকটিতে ১৭ এবং অন্যটিতে ১৩টি কোম্পানির নাম আছে।

আগামী এক সপ্তাহের মধ্যে এসব কোম্পানির লেনদেনের হিসাবও হাতে পাওয়া যাবে বলে আশা করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত এ সচিব।

আগামী ৯ নভেম্বর কমিটির আরেকটি বৈঠক হবে জানিয়ে সফিকুজ্জামান বলেন, সেই মিটিংয়ে এই তালিকার কোম্পানিগুলোর আর্থিক লেনদেনের হিসাব উত্থাপন করা হবে। মিটিংয়ে তথ্যগুলো যাচাই-বাছাই করে মন্ত্রিপরিষদ বিভাগে উত্থাপন করব।

স্টকমার্কেটবিডি/

৩০ প্রতিষ্ঠান পাবে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মুজিববর্ষ উপলক্ষে এ বছর প্রথমবারের মতো ৩০টি প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ সোমবার শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিরাপদ কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রম শক্তি ব্যবহারের মাধ্যমে অধিক উৎপাদনে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ প্রবর্তন করা হয়েছে। এখন থেকে প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালার আওতায় অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন, উদ্ভাবনী কার্যক্রম বিবেচনা করে এবার ৬টি খাতের ৩০টি শিল্প-কারখানা এ অ্যাওয়ার্ড পাবে।

এর মধ্যে তৈরি পোশাক খাতের ১৫টি কারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ৩টি প্রতিষ্ঠান, চা শিল্পের ৪টি প্রতিষ্ঠান, চামড়া খাতের ২টি কারখানা, প্লাস্টিক সেক্টরের ৩টি প্রতিষ্ঠান ও ৩টি ফার্মাসিউটিক্যালসকে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

প্রতিষ্ঠানগুলো হলো-তৈরি পোশাক খাতের রেমি হোল্ডিংস, তারাসিমা অ্যাপারেলস, প্লামি ফ্যাশনস, মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, ভিনটেজ ডেনিম স্টুডিও, এ আর জিন্স প্রডিউসার, করণী নিট কম্পোজিট, ডিজাইনার ফ্যাশন, ক্যানপার্ক বাংলাদেশ অ্যাপারেল, গ্রিন টেক্সটাইল লিমিটেড, ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, উইসডম অ্যাটায়ার্স লিমিটেড, মাহমুদা অ্যাটায়ার্স, স্মোটেক্স আউটারওয়্যার লিমিটেড ও অকো-টেক্স, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের হবিগঞ্জ অ্যাগ্রো, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, চা শিল্পের গাজীপুর চা বাগান, লস্করপুর চা বাগান, জাগছড়া চা কারখানা ও নেপচুন চা বাগান, চামড়া খাতের অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ও এডিসন ফুটওয়্যার লিমিটেড, প্লাস্টিক সেক্টরের বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড, অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেড ও ডিউরেবল প্লাস্টিক লিমিটেড এবং স্কয়ার, বেক্সিমকো ও ইনসেপটা ফার্মাসিউটিক্যালস।

আগামী ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ অ্যাওয়ার্ড দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

প্রাইম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড হিসাববছরের শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার অনুষ্ঠিত ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৬৭.৯৩ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

মার্সেল সিজন-১২ : শীতে মার্সেল পণ্য কিনে লক্ষ টাকার ক্যাশব্যাক

ডিজিটাল ক্যাম্পেইন সিজন- ১২ এর ডিক্লারেশন প্রোগ্রামে উপস্থিত প্রতিষ্ঠানটির ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শীত উপলক্ষ্যে সারা দেশে চালু হলো মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১২। পূর্বের ন্যায় এই সিজনেও মার্সেল পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের বিশেষ সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি। সিজন-১২ এর আওতায় সারা দেশে মার্সেল ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ইলেকট্রিক ফ্যান কিনলে ক্রেতারা পেতে পারেন লক্ষ লক্ষ টাকার ক্যাশব্যাক। নভেম্বরের ১ তারিখ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা।

রবিবার (৩১ অক্টোবর, ২০২১) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে ‘শীত হবে উৎসবের- লক্ষ লক্ষ টাকার ক্যাশব্যাক মার্সেলের’ শীর্ষক স্লোগানে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১২ এর ডিক্লারেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, শীতে সিজন-১২ এর আওতায় মার্সেল পণ্য কিনে ক্রেতারা ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতারা পেতে পারেন লক্ষ লক্ষ টাকা ক্যাশব্যাক। একজন ক্রেতা পেতে পারেন সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যš ক্যাশব্যাক। এছাড়া মার্সেল এসিতে কিনলে পাওয়া যাবে নিশ্চিত ক্যাশব্যাক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, প্লাজা ট্রেডস এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন, হেড অব বিজনেস ইন্টেলিজেন্স আরিফুল আম্বিয়া, চিফ মার্কেটিং অফিসার ফিরোজ আলম, ব্র্যান্ড ডেভলপমেন্ট বিভাগের প্রধান আমিন খান, মার্সেল এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, রেফ্রিজারেটরের সিবিও প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক, টিভির সিবিও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সিবিও মো. সোহেল রানা, ডিজিটাল ক্যাম্পেইনের প্রধান সমন্বয়ক নাজমুল হাসান ইভান প্রমূখ।

অনুষ্ঠানে জানানো হয়, বিক্রয়োত্তর সেবাকে অনলাইন অটোমেশনের আওতায় এনে সেবা প্রদান কার্যক্রম আরো দ্রুত ও মান উন্নত করার লক্ষ্য সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালানোর এই উদ্যোগ নিয়েছে মার্সেল। এর আগে চলেছে ক্যাম্পেইনের ১১টি সিজন। এবার চালু হয়েছে সিজন ১২। সিজন চলাকালীন ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে।

ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের প্রতিটি সিজনেই লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা দিচ্ছে মার্সেল।

স্টকমার্কেটবিডি.কম/

পাঠাওয়ের নতুন সিইও ফাহিম আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত হয়েছেন ফাহিম আহমেদ। তিনি পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ ইলিয়াসের স্থলাভিষিক্ত হয়েছেন।

ফাহিম আহমেদ ২০১৮ সালে পাঠাওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দেন। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি কোম্পানির সার্বিক কার্যক্রমের দায়িত্বভার নেন। আজ পাঠাওয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২০১৫ সালে প্রতিষ্ঠিত রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে পাঠাও যাত্রা শুরু করে। বর্তমানে রাইড শেয়ারিংয়ের পাশাপাশি ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকস সেবা দিচ্ছে পাঠাও।

পাঠাও জানায়, গত এক বছরে তাদের কার্যক্রমের বিস্তৃতি ব্যাপকভাবে ঘটেছে। আর্থিক প্রবৃদ্ধি বেড়েছে রেকর্ড পরিমাণ। পাঠাও ডিজিটাল প্ল্যাটফর্মে সেবাগ্রহণকারী গ্রাহকের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে। পাঠাওয়ের সেবা প্রদানে নিয়োজিত আছেন ৩ লাখ চালক ও ডেলিভারি এজেন্ট, প্রায় ৩০ হাজার ব্যবসায়ী ও ১০ হাজারের বেশি রেস্তোরাঁ।

ফাহিম আহমেদ যুক্তরাষ্ট্রের মিডলবারি কলেজ থেকে পড়াশোনা করেন। পাঠাওয়ে যোগদানের আগে তিনি আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান এসইএএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপালন করেন। এ ছাড়া তিনি রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড (আরবিএস) ও আমেরিকান সিকিউরিটিজের বিনিয়োগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। নিউইয়র্কভিত্তিক বিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সের ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে কাজ করেছেন

স্টকমার্কেটবিডি.কম/

ম্যাকসন স্পিনিংয়ের আয় ৭ গুণ বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং লিমিটেড চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার (১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

কোম্পানিটির ১ম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.১১ টাকা। এই হিসাবে এই বছর কোম্পানিটির আয় গত বছরের তুলনায় প্রায় ৭গুণ বেড়েছে।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.৮৬ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ২০.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ফরচুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১২৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজ লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৫৯ কোটি ৮৮ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৫৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৪৮ কোটি ৯৯ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪৭ কোটি ১৩ লাখ, সাইফ পাওয়ারটেকের ৪৬ কোটি ১৮ লাখ, মালেক স্পিনিং মিলসের ৩৬ কোটি ২ লাখ, বেক্স ফার্মার ৩৪ কোটি ৬৯ লাখ, জেনেক্স ইনফোসিসের ৩৩ কোটি ১২ লাখ ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/