মতিঝিল আবাসন মেলার শেষ দিনেও ক্রেতাদের ভিড়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা মহামারী পরবর্তী সময়ে আয়োজিত তিন দিনব্যপী ‘মতিঝিল আবাসন মেলা ২০২১’-এর শেষ দিনেও ক্রেতা-দর্শকদের ব্যাপক সাড়া মিলেছে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে অবস্থিত হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা বৃহস্পতিবার (১১ নভেম্বর) শেষ হয়।

‘প্রপার্টি প্লাস ইভেন্টস’ আয়েোজিত মতিঝিল আবাসন মেলা মঙ্গলবার উদ্বোধন করেছিলেন এনবিআরের অতিরিক্ত কর কমিশনার আয়শা সিদ্দিকা শেলী। মেলার তিন দিনই প্লট কেনার জন্য ছুটে আসেন নানা পেশার মানুষ। ক্রেতাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

চলতি বছর দশমবারের মতো এ আবাসন মেলার আয়োজন করা হয়। করোনা মহামারীর কারণে গত বছর (২০২০ খ্রিস্টাব্দ) মেলার আয়োজন সম্ভব হয়নি।

মেলার শেষ দিন বৃহস্পতিবার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, ক্রেতারা তাদের পছন্দের প্লট ও ফ্ল্যাট কেনার ব্যাপারে আলোচনা করছেন। কেউ কেউ প্লট ও ফ্ল্যাটের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। উপস্থিত দর্শণার্থীরা মেলার সার্বিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

কপারটেক ইন্ডাস্ট্রিজের ১ম প্রান্তিকে আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.১৪ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৩৯ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ১১.৩৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

দুলামিয়া কটনের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.১৯ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ দায় মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.৭৩ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ৩৭.৪২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল টীর ১ম প্রান্তিকে আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টী কোম্পানি লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৫ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ২.১১ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৭.৭২ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ৮৪.২৭ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

জনতা-সোনালী ও বিডিবিএল ব্যাংকের পরীক্ষা স্থগিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোনালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনালী ও বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার আইটি এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা ১৩ নভেম্বর এবং অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (http://erecruitment.bb.org.bd) ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

বাণিজ্য সুবিধা বাড়াতে ইইউর প্রতি অর্থমন্ত্রীর আহ্বান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শ্রেণিতে উত্তরণের পরও বাংলাদেশের জন্য বাণিজ্য ক্ষেত্রে প্রদত্ত অগ্রাধিকার সুবিধাদি অব্যাহত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১১নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইলি সৌজন্য সাক্ষাৎকালে অর্থমন্ত্রী তাকে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন সমন্বিতভাবে বাংলাদেশের রপ্তানি পণ্যের সর্ববৃহৎ গন্তব্য। বাংলাদেশ বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় স্থান। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহতভাবে বৃদ্ধি পেয়েছে এবং তারা বাংলাদেশের উন্নয়নের অন্যতম আস্থাশীল অংশীদারে পরিণত হয়েছে। বাংলাদেশের সঙ্গে তাদের এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইলি বলেন, বিভিন্ন খাতে বাংলাদেশের প্রতি ইইউয়ের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, ২০০৫ সাল থেকে ২০০৯ সাল আমি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল, ইকোনোমিক, ট্রেড, প্রেস এবং ইনফরমেশন বিভাগের প্রধান হিসেবে থাকাকালিন তখনকার বাংলাদেশের তুলনায় বর্তমান বাংলাদেশের উন্নয়ন আমাকে অভিভূত করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

এমজেএল বিডিরর ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেড চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা বেড়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা আয় হয়েছিল। সে হিসেবে আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৭৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫৫ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/বি

খুলনা প্রিন্টিংয়ের ১ম প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত মুদ্রণ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.০৩ টাকা। গত বছরের এই প্রান্তিকে লোকসান ছিল ০.০৮ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ০.২০ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ১১.৮৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/