বিদেশি মুদ্রায়ও জ্বালানি তেল কিনতে পারবে বিদেশি এয়ারলাইন্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এখন থেকে দেশে কার্যরত বিদেশি এয়ারলাইন্সগুলো স্থানীয় আয় বৈদেশিক মুদ্রায় রূপান্তরের মাধ্যমে জ্বালানি তেল কিনতে পারবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে বিদেশি এয়ারলাইন্সগুলোকে এই সুযোগ দিয়েছে। এতদিন দেশে কর্মরত বিদেশী এয়ারলাইন্সগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন কম্পানি থেকে কেবল টাকা ব্যবহার করে জ্বালানী তেল কিনতে পারতো।

সার্কুলারে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল কম্পানি থেকে তেল ক্রয় বাবদ বৈদেশিক মুদ্রায় ড্রাফ্ট ইস্যু করার জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ক্ষমতা প্রদান করেছে। ফলে দেশে কর্মরত বিদেশি এয়ারলাইন্সের পক্ষে এডি ব্যাংক বৈদেশিক মুদ্রায় ড্রাফ্ট ইস্যু করতে পারবে। এক্ষেত্রে রিপোর্টিং বিবরণীতে পরিশোধ বাবদ সমতুল্য টাকার অংক দেখানো যাবে।

এতে আরো বলা হয়, বৈদেশিক মুদ্রায় পরিশোধিত জ্বালানি তেলের মূল্য বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবে জমা রাখা যাবে। আলোচ্য অর্থ আমদানি ব্যয়ে ব্যবহার করা যাবে কিংবা স্থানীয় মুদ্রায় নগদায়ন করা যাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

উচ্চ-মধ্যম আয়ের দেশ হতে অর্থনীতির চালিকাশক্তি কী হবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত ৫০ বছরে বাংলাদেশের অর্থনীতির বিকাশের চালিকাশক্তি হচ্ছে কৃষি, রেমিট্যান্স, তৈরি পোশাক, সেবা ও উৎপাদন খাত। উচ্চ-মধ্যম আয়ের দেশে পৌঁছাতে এসব খাতের প্রবৃদ্ধি অনেক বেশি প্রয়োজন। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি প্রয়োজন ১০ শতাংশের ওপরে। কিন্তু এ লক্ষ্যে পৌঁছাতে বিদ্যমান চালিকাশক্তি ও প্রবৃদ্ধি দিয়ে সম্ভব নয়। নতুন চালিকাশক্তি লাগবে। এ চালিকাশক্তি কী হবে, তা নির্ধারণ করা প্রয়োজন বলে মত দিয়েছেন দেশবরেণ্য অর্থনীতিবিদরা।

গতকাল সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক বিশেষ অধিবেশনে এমন মত দিয়েছেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক ড. মোস্তফা কে. মুজেরি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম. এ সাত্তার মণ্ডল।

‘বিআইবিএম-এ বঙ্গবন্ধু জš§শতবার্ষিকী উপলক্ষে মুদ্রানীতি, অর্থনৈতিক উন্নয়ন এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা’ নিয়ে বিশেষ অধিবেশনটি (প্লেনারি সেশন) অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, সব ধরনের উদ্যোক্তার কাছে অর্থ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। নইলে উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছানো সম্ভব নয়। সে আলোকেই আমাদের মুদ্রানীতির কাঠামো নির্ধারণ করতে হবে।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, তৈরি পোশাক ও রেমিট্যান্স এই দুই খাত উন্নয়নের মাধ্যমে গত অর্ধশতকে অর্থনীতির চালিকাশক্তি হিসেবে দেশকে এগিয়ে নিচ্ছে। দেশের উন্নয়নের কৃষিও অন্যতম ভূমিকা রাখছে। আর্থিক খাতে কৃষিকে নতুন করে তুলে ধরার সময় এসেছে। একটি সস্তা শ্রমের অর্থনীতি থেকে উৎপাদনশীল শ্রমে নিয়ে যেতে হবে। কভিড ধাক্কায় অনেক খাত পিছিয়ে পড়েছে। মানুষের মূল ঘাটতি চিহ্নিত করা দরকার এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

ড. আতিউর রহমান বলেন, ব্যাংকসহ প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণসহ আর্থিক সুবিধা বড় করপোরেটরা পাচ্ছেন। উদ্যোক্তাদের কাছে সেভাবে যায়নি। এখন সব পর্যায়ের উদ্যোক্তাদের কাছে এই সুবিধা পৌঁছে দিতে হবে। এজন্য মুদ্রানীতির কাঠামো সেভাবেই পরিবর্তন করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এটি একটি চ্যালেঞ্জ। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের দ্বারা প্রবৃদ্ধিতে যে ভূমিকা রাখছে, তা খাটো করে দেখার উপায় নেই। একটি উন্নয়নমূলক কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রদত্ত নীতি সহায়তা ছাড়াও মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআইএস) থেকে ক্ষুদ্র ঋণের অধিকাংশ ঋণগ্রহীতা এখন এ রূপান্তরিত হয়েছে। আর্থিক খাতের অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে চ্যালেঞ্জ থাকলেও আর্থিক খাতের সময়োপযোগী সহযোগিতার কারণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি।

ড. মোস্তফা কে. মুজেরি বলেন, বিগত ৫০ বছর ধরে আমাদের অর্থনীতির চালিকাশক্তি হচ্ছে কৃষি, রেমিট্যান্স, সেবা ও উৎপাদন খাত। উৎপাদন খাতের প্রায় সবটুকুই তৈরি পোশাক খাতের। আবার আমাদের অর্থনীতির ৫৫ শতাংশই সেবা খাতের। ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হতে আমাদের কাছে সময় রয়েছে মাত্র ১০ বছর। কিন্তু এ লক্ষ্যে পৌঁছানো বিদ্যামান অর্থনীতির চালিকাশক্তি দিয়ে সম্ভব নয়। কারণ হচ্ছে, কৃষি খাতের প্রবৃদ্ধি চার থেকে পাঁচ শতাংশের বেশি উন্নীত করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, বর্তমান তৈরি পোশাক খাত দিয়েও তা সম্ভব নয়। নতুন চালিকাশক্তি লাগবে। সেবা খাত দিয়ে বৈদেশিক মুদ্রা বেশি আয় করা যায় না। এজন্য উৎপাদনশীল খাতের প্রবৃদ্ধি বাড়াতে হবে। উৎপাদনশীল খাতের প্রবৃদ্ধি প্রয়োজন মতো বাড়ানো সম্ভব। চীন উৎপাদন খাতের প্রবৃদ্ধি এক হাজার ৪০০ গুণ বাড়িয়েছিল ১৭ বছরের মধ্যে। আমাদের প্রয়োজন ১০ শতাংশের বেশি জিডিপির প্রবৃদ্ধি। এটি করতে উদ্যোক্তাদের কাছে অর্থ পৌঁছাতে হবে। এজন্য সেভাবেই মুদ্রানীতির কাঠামো সাজাতে হবে।

ড. এমএ সাত্তার মণ্ডল বলেন, আমাদের দেশে আয় বৈষম্য বাড়ছেই। একটি গোষ্ঠী শ্রেণির বড় হওয়ার প্রবণতা বেশি। বঙ্গবন্ধু সবার জন্য ভাবতেন। একটি বৈষম্যহীন দেশ গড়ার কথা বলেনছেন। এজন্য তিনি একটি পরিকল্পিত অর্থনীতির ওপর জোর দিয়েছেন সব সময়।

ড. বরকত-এ-খোদা বলেন, ব্যাংক খাতের অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের কারণে উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ বিশেষ সাফল্য দেখিয়েছে। সভাপতির বক্তব্যে বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। বঙ্গবন্ধু আর্থিক খাতকে অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক হিসাবে বিবেচনা করেছেন। একই ধারাবাহিকতায় বিআইবিএম দেশের আর্থিক খাতের প্রশিক্ষণ, শিক্ষা, গবেষণা ও পরামর্শের চাহিদা মেটাতে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

বিআইবিএমের মিরপুর কার্যালয়ে অনুষ্ঠিত অধিবেশনে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের অধ্যাপক ড. প্রশান্ত কুমার ব্যানার্জ্জী, সহযোগী অধ্যাপক ড. আশরাফ আল মামুন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

সালভো কেমিক্যালসের প্রান্তিক আয় ৩গুণ বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সালভো কেমিক্যালস লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.২০ টাকা। উক্ত প্রান্তিকে কোম্পানিটির আয় প্রায় ৩গুণ বেড়েছে।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.২৪ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ১২.৬৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

কমেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম

পেঁয়াজ ও কাঁচামরিচস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দিনাজপুরের হিলিতে পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। তিন দিনের ব্যবধানে পেঁয়াজ কেজিপ্রতি প্রকারভেদে ৫ থেকে ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা এবং কাঁচামরিচ কেজিপ্রতি ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

আমদানি বেশি হওয়ায় কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে খুশি সাধারণ ক্রেতারা। সোমবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

পেঁয়াজ কিনতে আসা মাসুদুল হক ও কাঁচামরিচ কিনতে আসা কামরুল হাসান জানান, তিন দিন আগেও পেঁয়াজ ও কাঁচামরিচের দাম অনেকটাই বেশি ছিল। এখন কিছুটা দাম কমেছে। তবে কাঁচামরিচ ৩০ টাকার নিচে এবং পেঁয়াজ ২০ টাকার মধ্যে থাকলে সাধারণ ক্রেতাদের জন্য সুবিধা হতো। সেই সঙ্গে বাজার মনিটরিংয়ের দাবিও জানান তারা।

পেঁয়াজ বিক্রেতা ফিরোজ হোসেন জানান, গত সপ্তাহে পেঁয়াজের আমদানি কম হওয়াতে দাম বেশি ছিল। বর্তমানে চলতি সপ্তাহে আমদানি বৃদ্ধি পাওয়াতে কমতে শুরু করেছে দাম। সোমবার হিলি পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি বেশি হলে আরও দাম কমতে পারে বলেও জানান বিক্রেতারা।

এদিকে কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব জানান, দেশীয় বাজারে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি এবং ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় কমতে শুরু করেছে দাম। গত তিন দিনের ব্যবধানে ১০ টাকা কমে কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। দাম কমার কারণে ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের দুই কর্মদিবসে ভারতীয় ৩১ ট্রাকে ৮৩২ টন পেঁয়াজ এবং ৪ ট্রাকে ৪২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

স্টকমার্কেটবিডি.কম/

বিশ্বে প্রথম অলাভজনক শহর বানাচ্ছে সৌদি

Saudi Crown Prince Mohammed bin Salman attends a session of the Shura Council in Riyadh, Saudi Arabia November 19, 2018. Bandar Algaloud/Courtesy of Saudi Royal Court/Handout via REUTERS

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বে প্রথম অলাভজনক শহর প্রতিষ্ঠা করছে সৌদি আরব। শহরটির নাম হবে ‘প্রিন্স মোহাম্মদ বিন সালমান নন-প্রফিট সিটি’।

বোর্ড অব মোহাম্মদ বিল সালমান মিস্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সাউদ এ ঘোষণা দিয়েছেন।
৩.৪ বর্গ মিটারের এই শহরটি হবে সৌদি যুবরাজের দান করা ওয়াদি হানিফা সংলগ্ন ইরকা এলাকায়। শহরটিতে থাকবে আর্ট থিয়েটার, খেলার জায়গা, রান্না বিষয়ক একাডেমি, সমন্বিত আবাসিক কমপ্লেক্ষ, বিজ্ঞানের একটি জাদুঘরসহ অনেক কিছুই।

বিজ্ঞান ও নতুন প্রজন্মের প্রযুক্তি খাত, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সের মতো প্রযুক্তিতে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভাবনীকে সমর্থন দেবে এই সেন্টার।

ক্রাউন প্রিন্স বলেছেন, এমন শহর এটাই প্রথম হবে সৌদি আরবে। এর মধ্য দিয়ে মোহাম্মদ বিন সালমান মিস্ক ফাউন্ডেশনের লক্ষ্য অর্জনে অবদান রাখবে এই শহর।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় ও আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানের তরুণদের কাজের জন্য এটি হবে বৈশ্বিক পর্যায়ে উন্নয়নের একটি মডেল।

স্টকমার্কেটবিডি.কম/

আইটিসির ১ম প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজিস কনসালটেন্স (আইটিসি) লিমিটেডের চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এ প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর-২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। গত বছরের এই প্রান্তিকে আয় ছিল ০.২৫ টাকা। উক্ত প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৮৩ টাকা। যা চলতি বছরের ৩০ জুন ছিল ১৬.৪৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

১৮০ কোটি টাকার বন্ড ইস্যু করবে বারাকা পাওয়ার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালনা বোর্ড ১৮০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৫ বছর মেয়াদী এই বন্ড ইস্যু করবে। এই বন্ডটি নন কনভারটেবল, নন লিস্টেড, জিরো কূপন বন্ড হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের পর বন্ড ইস্যু করতে পারবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/

রেলে ২৫ হাজার লোক নিয়োগ দেওয়া হবে: মন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী দুই থেকে তিনবছরের মধ্যে রেলওয়েতে ২৫ হাজার জনবল নিয়োগ করা হবে। ইতোমধ্যে বেশকিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অদূর ভবিষ্যতে লোকবল নিয়োগে আরও বিজ্ঞপ্তি দেওয়া হবে।

রেল দিবস উপলক্ষে সোমবার কমলাপুরে এক আলোচনা সভায় এ কথা বলেন রেলমন্ত্রী। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেলপথ চালু হয়। ২০২০ সাল থেকে তাই ১৫ নভেম্বরকে ‘রেল দিবস’ হিসেবে পালন করছে রেলপথ মন্ত্রণালয়।

সোমবার দেশজুড়ে বিভিন্ন স্টেশনে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।

রেল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নুরুল ইসলাম বলেন, শুধু জনবল নিয়োগ নয়, বর্তমান কর্মীদের সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। রেলের অনেক সম্পদ রয়েছে। এর সঠিক ব্যবহার করতে হবে।

নুরুল ইসলাম সুজন বলেন, পর্যায়ক্রমে সব রেললাইনেকে ব্রডগেজে রুপান্তর করা হবে। আন্তর্জাতিক রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ। সেজন্য অভ্যন্তরীণ রেলব্যবস্থা ঢেলে সাজানো হবে।

রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় রেল সচিব সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/