চট্টগ্রামে রিহ্যাবের আবাসন মেলা শুরু বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগান নিয়ে চট্টগ্রামে আবাসন মেলা করতে যাচ্ছে আবাসনশিল্পের মালিকদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। ৪ দিনের এ মেলায় ৭১টি স্টলে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণসামগ্রী ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।

নগরের র‍্যাডিসন ব্লু হোটেলে আগামী বৃহস্পতিবার মেলা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। দুপুরে নগরের চিটাগাং ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের সহসভাপতি কামাল মাহমুদ, পরিচালক মো. দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভীর।

লিখিত বক্তব্যে আবদুল কৈয়ূম বলেন, নীতিনির্ধারণী সমস্যার কারণে আবাসন খাত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। অবশ্য সংকটময় সমস্যা থেকে বের হয়েও আসছে এ খাত। কিছুদিন আগে এই খাতের নিবন্ধন ব্যয় ২ শতাংশ কমানো হয়েছে। রিহ্যাবের পক্ষ থেকে আরও ৪ শতাংশ ব্যয় কমানোর জন্য জোর তৎপরতা চলছে। এ ছাড়া ফ্ল্যাট কেনার জন্য বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত গৃহঋণ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে। আগে ১ কোটি ২০ লাখ টাকা ছিল। এটি অবশ্যই আবাসন খাতের জন্য ইতিবাচক।

কামাল মাহমুদ বলেন, গত জানুয়ারি থেকে রডের দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। সংশ্লিষ্ট পক্ষ থেকে দামের ঊর্ধ্বগতির সঠিক ব্যাখ্যা আসা উচিত। দাম যে আবার বাড়বে না, তার নিশ্চয়তা নেই। দাম বাড়ার কারণে অনেক প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। কোনো প্রকল্প হাতে নিলে বাজেট নিরূপণ করা হয়। আগে পাঁচ হাজার টাকা স্কয়ার ফুটে বিক্রি করা হলেও এখন সেটা হচ্ছে না।

কামাল মাহমুদ আরও বলেন, এ অর্থবছরে বেশ কিছু প্রকল্প ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু অনেকেই ডেলিভারি দিতে পারবে না। এ কারণে ক্রেতার সঙ্গে সুসম্পর্কও থাকবে না।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিদিন (উদ্বোধনের দিন ছাড়া) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার ফটক ক্রেতা-দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট থাকছে। একবার প্রবেশের জন্য ৫০ টাকা এবং চারবার প্রবেশের জন্য টিকিটের মূল্য ১০০ টাকা।

এ ছাড়া মেলা উপলক্ষে আগামীকাল বুধবার সকাল আটটায় এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ম্যারাথন উদ্বোধন করবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। পাশাপাশি আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনের নতুন অফিস উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

স্টকমার্কেটবিডি.কম/

এইচএফএএমএল শরীয়াহ ফান্ডের খসড়া প্রসপেক্টাস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এইচএফএএমএল শরীয়াহ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭৯৯তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা।

এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা অংশ অর্থাৎ এইচএফ এসেস্ট ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক ২.৫ কোটি টাকা। আর ২২.৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসাবে এইচএফ এসেস্ট ম্যানেজমেন্ট লিমিটেড থাকবে। আর ট্রাস্টি হিসাবে ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ ও হেফাজতকারী হিসাবে ব্র্যাক ব্যাংক লিমিটেড দায়িত্ব পালন করবে।

স্টকমার্কেটবিডি.কম/

রেস ম্যানেজমেন্ট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট লিমিটেডের ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭৯৯তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা।

এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা অংশ অর্থাৎ বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃক ২.৫ কোটি টাকা। আর ২২.৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসাবে বাংলাদেশ রেস ম্যানেজমেন্ট লিমিটেড থাকবে। আর ট্রাস্টি ও হেফাজতকারী হিসাবে সেনটিনাল ট্রাস্টি ও কাস্টোডিয়াল সার্ভিসেস লিমিটেড দায়িত্ব পালন করবে।

স্টকমার্কেটবিডি.কম/

জেএমআই হসপিটাল রিকুইসাইটের আইপিও অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জেএমআই হসপিটাল রিকুইসাইট ম্যানুফেক্চারিং লিমিটেডকে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭৯৯তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, জেএমআই হসপিটাল রিকুইসাইট ম্যানুফেক্চারিং লিমিটেড সাধারণ শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি প্রিমিয়াম মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি যন্ত্র-পাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ, জমি উন্নয়ন, ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩০ জুন ২০২০ সময়ের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৭৮ টাকা। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪২ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে জনতা ক্যাপিটাল এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ই-কমার্স নিয়ে বিএফআইইউয়ের উপর হাইকোর্টের অসন্তোষ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইভ্যালিসহ ই-কমার্স খাত থেকে মানিলন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের পদক্ষেপসহ কয়েকটি বিষয় না জানানোয় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সরকারের পদক্ষেপ আগামী ২৩ নভেম্বরের মধ্যে জানাতে পুনরায় সময় বেঁধে দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবী বিপুল বাগমারকে উদ্দেশ করে বলেন, ‘মিস্টার ডেপুটি অ্যাটর্নি জেনারেল আপনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলে বিষয়টি তাকে জানান। এসব আমরা কিন্তু টলারেট করব না। নোটিশ জারির পরেও তারা রেসপন্স করবে না? বিষয়টি আমরা কিন্তু সিরিয়াসলি নেব।’

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে দেশের ই-কমার্স খাতের ভোক্তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে করা পৃথক তিনটি রিট করা হয়। সে রিটের শুনানি নিয়ে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট ই-কমার্স খাত থেকে অর্থপাচারের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চান। এ ছাড়া ই-কর্মাস খাত থেকে কর আদায়ের ক্ষেত্রে কোনো নীতি আছে কি না তা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে জানতে চাওয়া হয়। সেই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় যে কারিগরি কমিটি করেছে সে কমিটির কর্মপরিকল্পনা ও কার্যপরিধি জানতে চান হাইকোর্ট।

এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আকারে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট। এর আগেও প্রতিবেদন দাখিলে সময় দেওয়া হয়। এরপরও প্রতিবেদন না পেয়ে আজ উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

মিথ্যা তথ্যে সঞ্চয়পত্র কিনলে জেল-জরিমানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মিথ্যা তথ্য দিয়ে সঞ্চয়পত্র কিনলে জেল-জরিমানার বিধান রেখে সংসদে ‘সরকারি ঋণ বিল-২০২১’ উত্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি সংসদে উত্থাপন করেন। এরপর ১৫ দিনের মধ্যে তা পরীক্ষা করে, সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘সরকারি ঋণ আইন, ২০২১’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

১৯৮৮ সালের এ সংক্রান্ত আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের জন্য বিলটি আনা হয়েছে। খসড়া এই আইনে বলা আছে, ‌‘কোনো ব্যক্তি নিজের বা অন্য কারোর পক্ষে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যুকৃত সার্টিফিকেটের স্বত্ব অর্জনের জন্য কোনো মিথ্য তথ্য দেন তবে তার সর্বোচ্চ ৬ মাসের জেল অথবা সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা হবে। এখনকার আইনে জরিমানা সুনির্দিষ্ট করা ছিল না।

সরকারি ঋণ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট দফতরগুলোর জন্য অধিকতর আধুনিক প্রক্রিয়ায় ঋণ সংগ্রহ, টেকসই ঋণ নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং ঋণ কৌশলপত্র প্রস্তুত, ঋণের ঝুঁকি নিরূপণ ও সরকারের দায় হিসাবায়নের পথকে অধিকতর সম্প্রসারণ করার লক্ষ্যে খসড়া আইনটি আনা হয়েছে।

বিলে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদফতরের অভিযোগ ছাড়া কোনো আদালত মিথ্য তথ্য সম্পর্কিত সংঘটিত অপরাধ আমলে নিতে পারবে না। কোনো সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের সার্টিফিকেটে মেয়ারপূর্তির পর আসল ও মুনাফা দিয়ে দেওয়ার পর এ বিষয়ে সরকারের আর কোনো দায় থাকবে না। সরকারি সিকিউরিটির ধারক কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলে বা অবসায়ন হলে ওই প্রতিষ্ঠানের পক্ষে নিযুক্ত প্রশাসক সিকিউরিটির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে বিধান রাখা হয়েছে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সরকারি সিকিউরিটি নিয়ম মেনে হস্তান্তর করার পর ওই ব্যক্তিকে সিকিউরিটির আসল বা সুদের বিষয়ে দায়ী করা যাবে না।

সরকার বাজেট ঘাটতি পূরণের লক্ষ্যে অর্থায়ন বা অন্য কোনো উদ্দেশ্যে সরকার কর্তৃক গৃহীত বা দেশি বা বিদেশি মুদ্রায় গৃহীত সুদ বা মুনাফা যুক্ত বা মুক্ত যে কোনো প্রকারের ঋণ ও বিনিয়োগ সংগ্রহ করতে পারবে।

সাধারণ মানুষের কাছ থেকে সরকার যে ঋণ নেবে তা যথাযথ গ্যারান্টি এই বিলের মাধ্যমে থাকবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

স্বাভাবিক ডিপোজিট ব্যবস্থার পাশাপাশি শরিয়াভিত্তিক ডিপোজিট ব্যবস্থা সুকুক এই আইনের অধীনে আনা হয়েছে। এটি আগে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার দিয়ে চালু করা হয়েছিল।

বিলে বলা হয়ছে, সরকারি ঋণ আইনের মাধ্যমে কত টাকা হলো এবং এটির কী অবস্থা বা মুনাফা বা সুদ দেওয়া হলো তা জনগণকে জানানো হবে।

খসড়া আইনে সরকারি ঋণ অফিসগুলোর ভূমিকা ঠিক করে দেওয়া হয়েছে। শরিয়াভিত্তিক সরকারি সিকিউরিটি ব্যবস্থাপনা সংক্রান্ত বিধানাবলি প্রস্তাব করা হয়েছে।

বিলে বলা হয়ছে, সরকারি ঋণ আইনের মাধ্যমে কত টাকা হলো এবং তার কী অবস্থা বা মুনাফা বা সুদ দেওয়া হলো তা জনগণকে জানানো হবে।

স্বাভাবিক ডিপোজিট ব্যবস্থার পাশাপাশি শরিয়াভিত্তিক ডিপোজিট ব্যবস্থা ‘সুকুক’ নামে শুরু করা ‘বন্ড’ এই আইনের অধীনে আনা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইএফআইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৪৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংক লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১১৬ কোটি ৩১ লাখ টাকার।

৭৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মার ৫৭ কোটি ২৯ লাখ, বেক্স ফার্মার ৪৯ কোটি ৭২ লাখ, ওরিয়ন ফার্মার ৪১ কোটি ৬৬ লাখ, জেনেক্স ইনফোসিসের ৪১ কোটি ৪১ লাখ, এনআরবিসি ব্যাংকের ৩৩ কোটি ৯৯ লাখ, কাট্টালী টেক্সটাইলের ৩৩ কোটি ৭৪ লাখ ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেডের ৩৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

বেক্সিমকো সিনথেটিক্সের লেনদেন বন্ধের মেয়াদ বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের সময় ২৮ দফায় বাড়ানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল ১৭ নভেম্বর, বুধবার থেকে কোম্পানিটির লেনদেন আরও ১৫ দিন বন্ধ থাকবে।

এর আগে ২৭ দফায় গত ২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর, ২৬ দফায় গত ১৭ অক্টোবর থেকে ১ নভেম্বর, ২৫ দফায় ৩০সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর, ২৪ দফায় ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২৩ দফায় ৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর, ২২ দফায় ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর, ২১ দফায় ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট, ২০ দফায় ২০ জুলাই থেকে ৩ আগস্ট, ১৯ দফায় গত ৫ জুলাই থেকে ১৯ জুলাই পরযন্ত, ১৮ দফায় ১৭ জুন থেকে ৩০ জুন, ১৭ দফায় গত ৫ জুন থেকে ১৭ জুন, ১৬ দফায় গত ২১ মে থেকে ৩ জুন, ১৫ দফায় ৬ মে থেকে ২০ মে, ১৪ দফায় ২০ এপ্রিল থেকে ৫ মে, ১৩ দফায় ৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল, ১২ দফায় ২২ মার্চ থেকে ৫ এপ্রিল, ১১ দফায় ৭ মার্চ থেকে ২১ মার্চ, দশম দফায় ২০ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, নবম দফায় ৫ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি, ৮ম দফায় ২১ জানুয়ারী থেকে ৪ ফেব্রুয়রারি, ৭ম দফায় ৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি, ৬ষ্ঠ দফায় ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, পঞ্চম দফায় ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর, চতুর্থ দফায় গত ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর, তৃতীয় দফায় ৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর, দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর থেকে ৮ নভেম্বর এবং প্রথম দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পরযন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

স্টকমার্কেটবিডি.কম/

লিগ্যাসী ফুটের ১ম প্রান্তিকের বোর্ড সভা ১৮ নভেম্বর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়ার লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৮ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর বারিধারায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আইএফআইসি ব্যাংক
  3. ব্র্যাক ব্যাংক
  4. স্কয়ার ফার্মা
  5. বেক্স ফার্মা
  6. ওরিয়ন ফার্মা
  7. জেনেক্স ইনফোসিস
  8. এনআরবিসি ব্যাংক
  9. কাট্টালী টেক্সটাইল
  10. লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।