কল মানি রেট ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত ৭ নভেম্বর কল মানি মার্কেটে লেনদের পরিমাণ ছিল ৮,৭৪৮ কোটি টাকা। সেদিন মার্কেট রেট ছিল ২.২৭ টাকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অর্থাৎ ১৫ নভেম্বর এর দাম বেড়ে এখন ৩.১৪ টাকার বেশি।

ব্যাংকগুলোতে হঠাৎ নগদ অর্থের চাহিদা বেড়ে গেছে। এ কারণে আন্তঃব্যাংক লেনদেনে স্বল্প সময়ের জন্য ধার করা টাকার সুদের হারও (কল মানি রেট) বেড়েছে। গতকাল সোমবার কল মানি মার্কেটের রেট ছিল গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ।

গতকাল সোমবার কল মানি মার্কেটে আন্তঃব্যাংক লেনদেন হয়েছে ৮,৩৭৪ কোটি টাকা। তবে লেনদেনের পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে না বাড়লেও এ দিনে কল মানি রেট ছিল ৩.১৪ টাকা। গত বছর আগস্টের পর এত বেশি রেট আর দেখা পায়নি।

সংশ্লিষ্টরা জানান, ব্যাংক আমানতে সর্বনিম্ন সুদ হার বেঁধে দেওয়ার পর অনেক ব্যাংক আমানতের বিপরীতে সুদ দিতে পারছে না। একইসঙ্গে অনেক ব্যাংকের আমানত কমে আসলেও ঋণের পরিমাণ কমছে না। অথচ ব্যাংকগুলোকে আমানত ও ঋণের বিপরীতে এডিআর ও এসএলআর সংরক্ষণ করতে হচ্ছে। সে কারণে ব্যাংকগুলো মানি মার্কেটের ওপর নির্ভর করায় এর রেট হঠাৎ করে বেড়ে যাচ্ছে।

দেখা যায়, গত ৭ নভেম্বর কল মানি মার্কেটে লেনদের পরিমাণ ছিল ৮,৭৪৮ কোটি টাকা। সেদিন মার্কেট রেট ছিল ২.২৭ টাকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অর্থাৎ ১৫ নভেম্বর এর দাম বেড়ে এখন ৩.১৪ টাকার বেশি।

এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে কল মানি মার্কেটের রেট ছিল ১.৭৮ টাকা। এর পর মে মাসে কিছুটা বেড়ে ২.৮ টাকা হয়। জুনে ছিল ২.২৫ টাকা। আগস্ট সেপ্টেম্বরে ছিল ২ টাকার কম। তবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এর রেট বাড়তে থাকে।

ব্যাংক কর্মকর্তারা বলেন, অধিকাংশ ব্যাংকের আমানত কমে আসছে। এছাড়া ব্যাংকগুলোকে ঋণের বিপরীতে ১৩ শতাংশ অর্থ বিধিবদ্ধ জমা (এসএলআর) হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হচ্ছে। ব্যাংকগুলো সেটা টাকা সংগ্রহ করতে মানি মার্কেটে ঝোঁকায় রেট বাড়ছে।

অগ্রণী ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যাংকগুলোতে ঋণের চাহিদা বাড়ছে। সাধারণ বড় আমানত থাকা ব্যাংকগুলো মানি মার্কেটে বিনিয়োগের চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিল-বন্ডে বিনিয়োগ করছে। এতে মানি মার্কেটে তারল্যের সংকট দেখা দেওয়ায় এর বিনিময় রেট বাড়ছে।”

তিনি আরও বলেন, মঙ্গলবার মানি মার্কেটে ব্যাংকগুলোর টাকার চাহিদা ছিল ব্যাপক। এ দিন ব্যাংকগুলোর লেনদেনের পরিমাণ আগের দিনের ন্যায় হলেও মার্কেট রেট গড়ে ৪ শতাংশের বেশি হবে।

এ বিষয়ে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দীন আহমেদ বলেন, “করোনাকালে ব্যাংকগুলোর তারল্যের পরিমাণ বেড়েছে। এখন কোভিড কমে আসায় বিনিয়োগ বাড়ায় যেই তারল্য কমে আসছে। কোথায় ইনভেস্ট করলে লাভ বেশি, ব্যাংকগুলো তা দেখে। অনেক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বন্ড-বিলে ভালো সুদ পাওয়ায় বিনিয়োগ করছে। এতে করে মানি মার্কেটে টাকা কম ছাড় হওয়ায় এর রেট বাড়ছে।”

তিনি আরও বলেন, “কল মানি রেট ব্যাংক টু ব্যাংক ৫০/৭০ পয়সা ছিল। এখন বাংলাদেশ ব্যাংক বন্ডের রেট বাড়িয়ে দেওয়ায় ব্যাংকগুলো সেদিকে ঝুঁকছে। এতে করে কল মানি মার্কেটে লেনদেনের রেট বাড়ছে। তবে ব্যাংক সরবরাহ বাড়ালে তারল্য সমস্যা থাকবে না।”

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর আমানতের প্রবৃদ্ধি নেতিবাচক হয়েছে এমন ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ১০। ব্যাংকগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সীমান্ত ব্যাংক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক এবং আলফালাহ্ ব্যাংক (বিদেশি) ।

প্রচলিত ধারার ব্যাংকগুলো ১০০ টাকার আমানতের বিপরীতে ৮৭ টাকা ও ইসলামি ধারার ব্যাংকগুলো ৯২ টাকা ঋণ দিতে পারে। এটি ঋণ–আমানতের অনুপাত (এডিআর) নামে পরিচিত। সূত্র : দ্য বিজনেস স্টান্ডার্ড

স্টকমার্কেটবিডি.কম/

নিত্যপণ্যে ভ্যাট সাময়িক কমালে সুবিধা হতো: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে, দেশের বাজারে কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর থেকে ৩/৪ মাসের জন্য ভ্যাট কমালে সুবিধা হতো বলে জানান তিনি।

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের অধীনে যে কয়টি পণ্য আছে যেমন তেল, চিন, পেঁয়াজ ও ডাল এগুলো সবই আন্তর্জাতিক বাজার থেকে কিনতে হয়। সেক্ষেত্রে আন্তর্জাতিক বাজার থেকে কিনে আনতে যে দাম পড়ে তার ওপর পর্যালোচনা করে আমরা একটা দাম নির্ধারণ করি। আন্তর্জাতিক বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমলে আমরা কমাবো কেমন করে? সার্বিক ভাবেতো কমানো যায় না। তবে আমরা যেটা পারি সেটা হলো টিসিবির মাধ্যমে তৃণমূল মানুষকে ন্যায্য দামে পণ্য দিতে।

তিনি বলেন, কেবল মাত্র আন্তর্জাতিক বাজারে তেল, চিনি ও ডালের দাম কমলেই আমাদের দেশে কমানো সম্ভব। এর বাইরে যে অন্যান্য পণ্য রয়েছে সেগুলো সম্পর্কে আমার ধারণা সীমিত। তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমলে আমরাও কমিয়ে দেব।

টিপু মুনশি বলেন, গত কয়েক দিন ধরে শুনছি যে তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমার একটা প্রবণতা দেখা দিয়েছে। যদি কমতে থাকে, তাহলে নতুন করে দাম নির্ধারণ করব। কিন্তু সেটার প্রভাব পড়তে একটু সময় লাগবে। দাম কমে গেলে আমাদের দেশেও কমে যাবে।

ভ্যাট কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছিলেন সেটার খবর কী? উত্তরে টিপু মুনশি বলেন, পেঁয়াজ, চিনির ওপর ভ্যাট কমিয়েছে। তেলে এখনও কমেনি। তেলে অন্য কিছু নেই, ভ্যাট-ট্যাক্স আছে, সেটার জন্যও বলেছি। যদি কমায় তাহলে একটু সুবিধা হতো, সাধারণ মানুষের সাশ্রয় হবে। তবে সরকারের রাজস্বও দরকার আছে। কোথাওতো ব্যালেন্স করতে হবে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর থেকে আপাতত ৩/৪ মাসের জন্য ভ্যাট কমালে আমাদের জন্য সুবিধা হতো। তারপরও দেখা যাক কী করে।

পেঁয়াজের দাম নিয়ে তিনি বলেন, এর দাম কিছুটা কমেছে, এক-দেড় মাসের মধ্যে আরও কমে ৪০ টাকার নিচে চলে আসবে। বর্তমানে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমাদের আমদানি যদি ঠিক থাকে এবং ভারত যদি বন্ধ না করে তাহলে দাম বাড়ার কোনো কারণ নেই। আর মুড়িকাটা পেঁয়াজও আগামী মাসে ওঠবে। তাই পেঁয়াজ নিয়ে তেমন কোনো চিন্তা করছি না। যদি অন্য সমস্যা না হয়।

স্টকমার্কেটবিডি.কম/

এবার লাইটার জাহাজের ভাড়া ১৫ শতাংশ বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার লাইটার জাহাজ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। জ্বালানি তেলের মূল্য বাড়ায় নৌপথে পণ্য পরিবহন ব্যয় বাড়ার কারণ দেখিয়ে তারা এ ঘোষণা দিয়েছেন।

লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন বাড়তি ভাড়া সোমবার থেকেই কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আগের ভাড়ায় সিমেন্ট কারখানার কাঁচামাল ক্লিঙ্কার পরিবহনের ভাড়া ছিল টন প্রতি ৪১৫ টাকা। ১৫ শতাংশ ভাড়া বাড়ানতে এই ভাড়া এখন হবে ৪৭৭ টাকা।

লাইটার জাহাজ মালিকদের বিভিন্ন সংগঠন, যেমন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কন্টেইনার শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চট্টগ্রামের নেতৃবৃন্দরা ঢাকায় এক সভায় এই সিদ্ধান্ত নেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডব্লিউটিসি এর বর্তমান ভাড়া তালিকায় উল্লিখিত কুতুবদিয়া, চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙর ও কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট থেকে পণ্য পরিবহনের যে ভাড়া নির্ধারণ করা আছে, সেই ভাড়ার সঙ্গে জ্বালানি তেলের বৃদ্ধি করার মূল্য সমন্বয় করে ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হলো।

এতে আরও জানান হয়, একই ভাড়া তালিকায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ পণ্যের জন্য যে অতিরিক্ত ভাড়া বর্তমানে চালু আছে, ওই ভাড়ার ওপর জ্বালানি তেলের নতুন বাড়তি মূল্য সমন্বয় করে ১৫ শতাংশ ভাড়া বাড়ানো হলো।

বর্তমানে ডব্লিউটিসির আওতায় প্রায় ১৮০০টি ছোট-বড় লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে বড় মাদার ভেসেল থেকে আমদানি পণ্য খালাস করে দেশের প্রায় ৪০টি স্থানে পরিবহন করে।

স্টকমার্কেটবিডি.কম/

বিএসআরএম স্টিলের সাড়ে ৭ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিএসআরএম স্টিল লিমিটেডের এক করপোরেট পরিচালক সাড়ে সাত লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এইচ. আকবার আলী অ্যান্ড কোং লিমিটেড নামে এই করপোরেট পরিচালক ৭ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে আইএফআইসি; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১১৫ কোটি ৯২ লাখ টাকার।

৬৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ওরিয়ন ফার্মার ৬২ কোটি ১১ লাখ, এনআরবিসি ব্যাংকের ৫৭ কোটি ১৫ লাখ, ফরচুন সুজের ৫৪ কোটি ২৭ লাখ, জেনেক্স ইনফোসিসের ৪৬ কোটি ২১ লাখ, ব্র্যাক ব্যাংকের ৩৬ কোটি ৮৪ লাখ, মার্কেন্টাইল ব্যাংকের ২৭ কোটি ৪০ লাখ ও কাট্টালী টেক্সটাইল লিমিটেডের ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

আমরা আর কত ভর্তুকি দেব : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাবিশ্বেই তেলের দাম বেড়ে যাওয়ায় দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ডিজেলে ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। সব মিলিয়ে ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেই।

সম্প্রতি যুক্তরাজ্যের গ্লাসগো, লন্ডন ও ফ্রান্সের প্যারিস সফর নিয়ে আজ বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক শাহজাহান সরদারের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রতি প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তাহলে আপনারা বলেন কত টাকা ভতুর্কি দেব, বাজেটের সব টাকা ভর্তুকি দিয়ে দেই। তাহলে কিন্তু আর দেশে উন্নয়ন হবে না।

প্রধানমন্ত্রী আরো বলেন, আমরা করোনাকালে সবাইকে বারবার সহায়তা দিয়েছি। কলকারখানা, ব্যবসা-বাণিজ্য যাতে সচল থাকে তার ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন সেক্টরে প্রণোদনা দিয়েছি। মূল্যস্ফীতি কমাতে ব্যবস্থা নিয়েছি। সবই তো করছি। কিন্তু তেল তো আমাদের কিনে আনতে হয়। সেই কেনা তেলে আবার ভর্তুকি দিয়ে জনগণকে দিতে হয়।

ট্যাক্স দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে তো মানুষ ভালোভাবে খাচ্ছে, চলছে। কিন্তু প্রকৃত ট্যাক্স দিচ্ছে কয়জন?

বাস ও অন্যান্য পরিবহনের ভাড়া নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি দেশে ছিলাম না ঠিক, তবে দেশের সঙ্গে ছিলাম না তা তো নয়। ডিজিটাল যুগ। বিভিন্ন মাধ্যমে বারবার যোগাযোগ হয়েছে। যারা ভাড়া বাড়াচ্ছিল তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এরপর একটি যৌক্তিক পর্যায়ে ভাড়া রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডমিনেজ স্টিলের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২২ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর মহাখালীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. আইএফআইসি ব্যাংক
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  4. ওরিয়ন ফার্মা
  5. এনআরবিসি ব্যাংক
  6. ফরচুন সুজ
  7. জেনেক্স ইনফোসিস
  8. ব্র্যাক ব্যাংক
  9. মার্কেন্টাইল ব্যাংক
  10. কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০৬০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬৮৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৫০৭ কোটি ২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪৯১ কোটি ৮৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫২ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৭র, আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও কাট্টালী টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৪২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৫ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৯৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

তুংহাই নিটিংকে এজিএমের অনুমতি দিলেন আদালত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তুংহাই নিটিং লিমিটেড উচ্চ আদালত থেকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমতি পেয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ২০১৭ থেকে ২০২০ সাল পর‌যন্ত হিসাব বছরের এজিএম করবে।

আগামী ৮ সপ্তাহের মধ্যে কোম্পানিটির এজিএম সম্পন্ন করতে হবে বলে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি