সদস্য কারখানাগুলোর শ্রমিক ৪০ লাখের বেশী : বিজিএমইএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নিজস্ব বায়োমেট্রিক ডাটাবেসে ৪০ লাখ শ্রমিকের তথ্য রয়েছে বলে জানিয়েছেন সংঠনের সভাপতি মো. ফারুক হাসান। এ ছাড়া এই তথ্য ব্যাংককে আরো বেশী ব্যবহার উপযোগী করা হবে। এ জন্য ম্যাপড ইন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।

আজ শনিবার রাজধানীর গুলশানে আমরি হোটেলে সংগঠনের সভাপতির ফারুক হাসানের যুক্তরাজ্যে, বেলজিয়াম ও স্কটল্যান্ড সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে বিজিএমইএ সভাপতি বলেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট/সার্কুলার ইকোনোমি ক্যাটাগরিতে বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ ব্যবহারের জন্য বিজিএমইএ ২৫ তম ওয়াল্ড কনগ্রেস অন ইনফরমেশন টেকনোলজিতে (ডাব্লিউআইটি) গ্লোবাল আইসিটি এক্সিলেনস অ্যওয়ার্ড পেয়েছে।

ফারুক হাসান জানান, বিজিএমইএ তথ্য ব্যাংক নিয়ে ২০১৩ সাল থেকে কাজ শুরু করেছে। এরমধ্যে কাজ শেষও হয়েছে। এই তথ্য ব্যাংকে বিজিএমইএ সদস্য কারখানাগুলোর ৪০ লাখের বেশী শ্রমিকের তথ্য রয়েছে। তিনি বলেন, তবে এই খাতের অনেক শ্রমিক চলে গেছে। তাদের সংখ্যাও আছে এ তথ্য ব্যাংকে। যেসব শ্রমিক চলে গেছে তারা আবার ফিরে আসার সম্ভাবনা থাকে বলে হালনাগাদ করা হয়নি।

এই তথ্য ব্যাংকের সুবিধার ফলে কোন কারখানা কোন ধরনের পণ্য নিয়ে কাজ করে, শ্রমিক সংখ্যা কত এবং শ্রমিকদের ব্যক্তিগত তথ্যসহ পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আরো সমৃদ্ধ করা হচেছ। এই ডাটা ব্যাংককে আরো তথ্যবহুল করতে ইতিমধ্যে একটি চুক্তি হয়েছে ব্রাক বিশ্ব বিদ্যালয়ের ম্যাপড ইন বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বদ্ধ করা হয়েছে। এতে বিদেশি ক্রেতা সংস্থার আর্থিক সহয়োগিতা করছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে কার্বন নিঃসরণে দেশের পোশাক খাত ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে বিজিএমইএ নেতারা বলেন, ইতিমধ্যে বেশ সবুজবান্ধব কারখানায় বাংলাদেশে বিশ্বের শীর্ষে। এ ছাড়া জ্বালানি সাশ্রয়ে আমাদের নিজেদের উদ্যেগেই কাজ করতে হয়। এতে করে আমাদের খরচ অনেক কমে আসেব। এ ছাড়া কার্বন নিঃসরনের পারকেপিটার দিক থেকে বাংলাদেশ অবস্থান শূন্য দশমিক ৫ শতাংশ এবং চায়নার ৭.৬। বাংলাদেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছে। তবে সনদ না থাকলেও খরচ কমাতে নিজেদের প্রয়োজনে এই খাতের উদ্যেক্তারা করে থাকেন।

পোশাক খাতের আশার কথা জানিয়ে ফারুক হাসান বলেন, কমপ্লায়েন্স, জ্বালানি সাশ্রয়ী এবং সবুজ কারখানা কারণে রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হচেছ। দরও বাড়ছে। করোনাকালীন সময়ে লোকসান করে কারখানা চালু রাখায় এখন সুফল পাচিছ। তবে কাচামালের দর বাড়ার কারণে যে হারে পোশাকের দাম বেড়েছে সেই হারে কাটিং মেকিং চার্জ (সিএম) হচ্ছে না।
জাতীয় রাজস্ব বোর্ড এনবি আর ও কাস্টমে চাপে কারখানার উদ্যেক্তারা। এই নিয়ে বিজিএমইএ সরকারের সহযোগিতা চেয়েছেন। এটা না হলে রপ্তানি আয়ে বাধাগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন।

২০৩০ সালের পর দেশের গ্রিনকারখানা ছাড়া পোশাক নেবে না অনেক ক্রেতা এমন এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সহসভাপতি মিরান আলী বলেন, এই তথ্য ঠিক নয়; তবে তারা পরিবেশ বান্ধব কারখানা অগ্রধিকার দেয়; এটা আমরাও চায় সরকারও চায়।

ডিজেল দাম বাড়ার প্রভাব নিয়ে বিজিএমইএ বক্তব্যে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, পরিবহন খরচ বাড়ছে। আন্তর্জাতিক বাাজারে কমার সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারের সমন্বয় করা আহবান জানিয়েছে তিনি।

এ ছাড়া আগামী বছর (২০২২) নভেম্বর তৃতীয় সপ্তাহে দেশের পোশাক খাতের ব্রান্ডিয়ের জন্য বৈশ্বিক ক্রেতাদের নিয়ে মেড ইন বাংলাদেশ ইউক করবে বলে জানিয়েছেন বিজিএমএ সভাপতি।

স্টকমার্কেটবিডি.কম/

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

আজ শনিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪৭ পয়সা আয় হয়েছিল।

আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

 

বিমানের ভাবমূর্তি নষ্ট করলে কঠোর পরিণতি : প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যারা বিমানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেছেন, বিমানের সকল কর্মকর্তা-কর্মচারীর মনে রাখতে হবে যাত্রীসেবার মান ও নিরাপদ ভ্রমণের সঙ্গে বিমানের ভাবমূর্তি যেমন জরুরি তেমনি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এর সঙ্গে দেশের ভাবমূর্তিও জড়িত।

আজ শনিবার রাজধানীতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনা সভা শেষে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করেন।

বিমানের কর্মীদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা বিমানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। বিমানের সকলকে সম্মিলিতভাবে যাত্রীসেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। সবাই মিলে চেষ্টা করলে বিমান ‘আকাশে শান্তির নীড়’ কথাটির সত্যতা প্রমাণ হবে।

তিনি বলেন, দেশ প্রেমিক বাঙালির চিরন্তন অনুপ্রেরণার উত্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দেশের এভিয়েশন শিল্পের বিকাশে বিমান পথপ্রদর্শক। প্রতিষ্ঠার পর থেকে ৪৯ বছরে বিমান নানা বিবর্তনের মধ্য দিয়ে পথ পরিক্রম করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে, বিমানের বহরে যুক্ত হয়েছে ১৫টি সর্বাধুনিক সম্পূর্ণ নতুন উড়োজাহাজ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট বৃদ্ধির মাধ্যমে বিমানের অপারেশনের পরিধি ও ব্যাপ্তি ধীরে ধীরে বাড়ছে। সেবার মান বাড়িয়ে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বিমানকে যাত্রীদের আস্থা ও ভালবাসার ব্র্যান্ডে পরিণত করার কাজ চলছে।

মাহবুব আলী বলেন, সারাবিশ্বে কভিড-১৯ এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এভিয়েশন ও পর্যটন শিল্প। বিশ্বের সকল এয়ারলাইনস একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিমানও এর বাইরে নয়। সেই সময় দেশে দেশে বিভিন্ন এয়ারলাইনস তাদের কর্মী ছাঁটাই করেছে কিন্তু বিমানের একজন কর্মীকেও চাকরি হারাতে হয়নি। তখন অপারেশনাল ব্যয় হ্রাস এবং বিমানের সকল সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিমানের আয় বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে কভিড-১৯ এর সংক্রমণ কমে আসায় আকাশ পথে চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এই সুযোগ সম্পূর্ণভাবে কাজে লাগাতে হবে। এখন সময় এসেছে কাজের মাধ্যমে বিমানের সকল কর্মকর্তা-কর্মচারীর প্রধানমন্ত্রীর মানবিকতার ও প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম/

২০২১ সালে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের গতি কমবে: বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২০ সালের তুলনায় ২০২১ সালে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের গতি কমবে বলে মনে করছে বিশ্বব্যাংক।

ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অভিবাসীর সংখ্যা কমে যাওয়ার কারণে এমনটা হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বব্যাংকের ‘রিকভারি কোভিড-১৯ ক্রাইসিস থ্রু আ মাইগ্রেশন লেন্স’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

২০২১ সালে বাংলাদেশের রেমিটেন্স ২৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে। যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫৪ শতাংশ বেশি।

অন্যদিকে, ২০২১ সালে ভারতের রেমিটেন্স আনুমানিক ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ২০২১ সালে ২৬ শতাংশ প্রবৃদ্ধিসহ পাকিস্তানে রেকর্ড রেমিটেন্স ৩৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

তবে, বিশ্বের শীর্ষ ১০ রেমিটেন্স গ্রহীতা দেশের মধ্যে বাংলাদেশ তার সপ্তম অবস্থান ধরে রেখেছে। ভারত শীর্ষ অবস্থানে এবং পাকিস্তান ষষ্ঠ অবস্থানে আছে।

সেরা দশের তালিকায় চীন দ্বিতীয়, মেক্সিকো তৃতীয়, ফিলিপাইন চতুর্থ এবং মিশর পঞ্চম স্থানে আছে।

প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত প্রথম, দ্বিতীয় পাকিস্তান এবং বাংলাদেশ তৃতীয় স্থানে আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ২০২১ সালের প্রথম ৯ মাসে রেমিটেন্স প্রবাহের গতি মন্থর ছিল। যা ২০২২ সালের জন্য নিম্নমুখী ঝুঁকির ইঙ্গিত।

স্টকমার্কেটবিডি.কম/

ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টসের অফিস উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ) এর নিজস্ব অফিস উদ্বোধনী করা হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর আলরাজী কমপ্লেক্সে এই অফিস উদ্বোধন করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ।

সিএমজেএফের সভাপতি হাসান ইমাম রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মনির হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএসইসির সাবেক চেয়ারম্যান ড. খায়রুল হোসেন, বর্তমান কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমেদ, ড. মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনূসুর রহমান,বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সহ-সভাপতি রিয়াদ মাহমুদ,বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট মো.ছায়েদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আনোয়ার হোসেন,অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ,বাংলাদেশ একাডেমি ফর ক্যাপিটাল মার্কেটের মহাপরিচালক ড.তৌফিক আহমেদ,এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল,বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন,ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান,প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আহসান কবির, ইউনাইটেড সিকিউরিটিজের পরিচালক খায়রুল আনাম চৌধুরী,শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল হক,আবেদ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মোঃ বরকত উল্লাহ, আহমেদ, এএফসি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মজুমদার, ডিএসইর পরিচালক শাকিল রিজভী, লংকা বাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সাফফাত রেজা,আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান, ইউসিবি স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা রহমত পাশা, ডিএসইর সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন,ডিবিএ’র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও, এবি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, এবি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান পনির,ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, ইউসিবি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর,ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক উদয় হাকিম, সিএমজেএফের ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ফাউন্ডার সেক্রেটারি ফখরুল ইসলাম হারুন, সাবেক প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম মিন্টু, সাবেক সেক্রেটারি সারোয়ার এ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের সাংবাদিকদের অন্যতম মর্যাদশীল সংগঠন। ২০০৮ সালে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

স্টকমার্কেটবিডি.কম/

ওমরাহ পালনে নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পবিত্র ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের জন্য নতুন বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশি নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন।

গালফ নিউজের খবরে বলা হয়, সৌদি সরকার কর্তৃক স্বীকৃত কোভিডের দুই ডোজ টিকা নিয়েই দেশটিতে প্রবেশ করতে পারবেন বিদেশিরা। টিকা নেওয়ার সনদপত্রও থাকতে হবে। এসব তথ্য প্রমাণ জমা দিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেক্ট্রিক এন্ট্রি ভিসা নিতে হবে বিদেশিদের।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি ইতমারনা ও তাওয়াক্কালনা নামের দুটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে আসা বিদেশিদের মক্কার গ্র্যান্ড মসজিদে নানান আনুষ্ঠানিকতা পালন ও মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার সুবিধা চালু করেছে।

যারা পারমিট ইস্যু করতে ইচ্ছুক তারা তাওয়াক্কালনা অ্যাপে গিয়ে হজ ও ওমরাহ সার্ভিসে ‘ইস্যু পারমিটস’ অপশনে ক্লিক করে পারমিটের ধরন ও তারিখ নির্বাচন করতে পারবেন।

পারমিটের ধরন নির্বাচন করার পর আবেদনকারী কোথায় অবস্থান করতে ইচ্ছুক এবং কোথা থেকে তিনি এসেছেন সেসব তথ্য অ্যাপে দিতে হবে।

অ্যাপের ‘ইস্যু দ্য পারমিট’ অপশনে ক্লিক করার পর পারমিট দেওয়া ও পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

চার মাসের মধ্যে আনতে হবে সেবা রপ্তানির আয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সেবা রপ্তানির আয় চার মাসের মধ্যে দেশে নিয়ে আসার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক সার্কুলারে বলা হয়েছে, রপ্তানি আয় চার মাসের মধ্যে দেশে প্রত্যাবাসনের বাধ্যবাধকতা সেবা রপ্তানির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে।

সার্কুলারে আরো বলা হয়েছে, সেবা রপ্তানির আয় দেশে নিয়ে আসার সুবিধার্থে রপ্তানিকারক বিদেশে শুধু নোশনাল অ্যাকাউন্ট (অন্য দেশের লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট গেটওয়েতে অনানুষ্ঠানিক হিসাব) কিংবা মার্চেন্ট হিসাব পরিচালনা করতে পারবে। এসব হিসাব ছাড়া ক্রিপটোকারেন্সিসহ অন্য কোনো মুদ্রায় ভিন্ন হিসাব বিদেশে খোলা যাবে না।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইএফআইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭৬৬ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংক লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৪১ কোটি ৩৩ লাখ টাকার।

২৯৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ওরিয়ন ফার্মার ২৪৫ কোটি ৬০ লাখ, এনআরবিসি ব্যাংকের ২২৪ কোটি ২০ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২২১ কোটি ৫ লাখ, ফুরচুন সুজের ২১৭ কোটি ৪০ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৬৭ কোটি ৯১ লাখ, স্কয়ার ফার্মাসিটিক্যালসের ১৪২ কোটি ৬১ লাখ ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেডের ১৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ দিনে বাজার মূলধন বেড়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সাড়ে ৪ হাজার কোটি টাকা বেড়েছে। এসময় সেখানে সূচকগুলোও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৯৯২ কোটি ৬১ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৫ হাজার ৮৯৮ কোটি ৪৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৮.৫৫ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১ হাজার ৫৩৩ কোটি ৩২ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৯ কোটি ৬৯ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ১৮.৫৫ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৫.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৯১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৩.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬৯৪ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮০ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৬ হাজার ৪৭০ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬১ হাজার ৭৮ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৪,৬০৮ কোটি টাকা বা ০.৮৩ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস