1. বেক্সিমকো লিমিটেড
  2. আইএফআইসি ব্যাংক
  3. ওয়ান ব্যাংক
  4. ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক
  5. এনআরবিসি ব্যাংক
  6. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  7. প্রিমিয়ার ব্যাংক
  8. মার্কেন্টাইল ব্যাংক
  9. ডাচ বাংলা ব্যাংক
  10. জেনেক্স ইনফোসিস লিমিটেড।

দুদিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট শুরু হচ্ছে ২৮ নভেম্বর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট (আইআইএস) ২০২১। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ২৮ ও ২৯ নভেম্বর রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক সম্মেলন। দেশের সম্ভাব্য খাতের সম্ভাবনাগুলো তুলে ধরে বিদেশী বিনিয়োগের পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগকে উৎসাহিত করাই এর মূল লক্ষ্য।

সরাসরি ও ভার্চুয়াল, দুইভাবে এ সম্মেলনে যুক্ত হবেন অংশগ্রহণকারীরা। সম্মেলনের উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়াও অংশ নেবেন খাতসংশ্লিষ্ট দেশী-বিদেশী অতিথিরা।

দুইদিনের সম্মেলনে প্রতিদিনই একটি সেশন থাকবে, যেখানে ১১টি সম্ভাব্য খাতের সম্ভাবনাগুলো নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন। দ্বিতীয় দিনে একটি টেকনিক্যাল সেশনও থাকবে। সংশ্লিষ্ট সেক্টরের মন্ত্রী ও পরামর্শকরা এতে মূল বক্তব্যগুলো তুলে ধরবেন। সেখানে এসব খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করা হবে।

আইআইএস ২০২১-এর মূল উদ্দেশ্য বাংলাদেশকে বিশ্বের দরবারে সবচেয়ে লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে পরিচিত করা। দুইদিনের সম্মেলনে বাংলাদেশকে বেসরকারি বিনিয়োগ ও সরাসরি বিদেশী বিনিয়োগের (এফডিআই) জন্য একটি আদর্শ ক্ষেত্র হিসেবে তুলে ধরা হবে।

এ সম্মেলনের মূল লক্ষ্য থাকবে নীতি পরিবর্তনের অগ্রগতি প্রদর্শন ও বেসরকারি খাতের ব্যবসায়িক পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত, পরিকল্পিত বিনিয়োগ বৃদ্ধির জন্য বরাদ্দ রাখা জমি বা ইপিজেডের মতো ক্ষেত্র, পার্ক ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রস্তুতি প্রদর্শন, বিনিয়োগকারীদের কাছে বড় ও বর্ধনশীল বিনিয়োগ বাজার তুলে ধরা। কভিড-১৯ মহামারীর প্রতিকূলতার পরও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও দ্রুত পুনরুদ্ধার প্রদর্শন করা। এছাড়া সম্ভাব্য বিনিয়োগ প্রতিশ্রুতিতে সরকার কী পরিমাণ সমর্থন দিচ্ছে সেটিও জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/

একীভূতকরণের সম্মতি পেল ইভিন্স টেক্সটাইল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল এবং ইভটেক্স ফ্যাশন লিমিটেডকে একীভূতকরণের অনুমতি দিয়েছে শেয়ারহোল্ডাররা। কোম্পানিটির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে কোম্পানিটি উচ্চ আদালত এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে দুই কোম্পানির একীভূতকরণের বিষয়ে সম্মতি পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

আমান কটনের এজিএমের তারিখ পরিবর্তন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটনের পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টার পরিবর্তে ২০ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

আমান কটন ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরে ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

দিনশেষে সূচক কমলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইতে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৫২ কোটি ২৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৩ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৮৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট কমেছে।

রোববার ডিএসইতে মোট ৩৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, দর কমেছে ২৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৪২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি/

সৌদির জ্বালানি তেল রফতানি ৮ মাসে সর্বোচ্চে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

টানা ৫ মাসের মতো সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে। সর্বশেষ সেপ্টেম্বরে জ্বালানি পণ্যটির রফতানি বেড়ে চলতি বছরের জানুয়ারির পর সর্বোচ্চে উঠে আসে। এ তথ্য জানিয়েছে জয়েন্ট অর্গানাইজেশন ডাটা ইনেশিয়েটিভ (জোডি)।

জোডির তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়ে দৈনিক ৬৫ লাখ ১৬ হাজার ব্যারেলে উন্নীত হয়।

আগস্টে রফতানির পরিমাণ ছিল দৈনিক ৬৪ লাখ ৫০ হাজার ব্যারেল। এদিকে জ্বালানি তেলজাত পণ্যসহ মোট রফতানি দাঁড়িয়েছে দৈনিক ৭৮ লাখ ৪০ হাজার ব্যারেলে।

বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক সৌদি আরব। এক মাসের ব্যবধানে দেশটির জ্বালানি তেল উত্তোলন বেড়েছে দৈনিক ১ লাখ ব্যারেল করে।

সেপ্টেম্বরে মোট দৈনিক উত্তোলন দাঁড়ায় ৯৬ লাখ ৬২ হাজার ব্যারেলে, যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ উত্তোলন।
সূত্র : রয়টার্স, আরব নিউজ

স্টকমার্কেটবিডি/

বীকন ফার্মার বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি বীকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৮ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

পেনিনসুলা চিটাগাংয়ের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা সভার দিন পূণ:নির্ধারণ করে আগামী ২৫ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে কোম্পানিটি এই বোর্ড সভার দিন ১৪ নভেম্বর ঘোষণা করে তা স্থগিত করে দেয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এম আই সিমেন্টের নাম পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির নতুন নাম হবে ক্রাউন সিমেন্ট পিএলসি। কোম্পানিটির বর্তমান পুরো নাম এম আই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড।

যথাযথ আইন মেনে কোম্পানির নাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। তবে এ ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরও সম্মতি নেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ওয়াটা কেমিক্যালসের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড গত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.১৪ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৬০.২২ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ