এক ‍যুগে আয়কর বেড়েছে ১২ গুণ: অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত এক যুগে আয়কর ৭ হাজার কোটি টাকা থেকে ১২ গুণ বেড়ে ৮৫ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, বর্তমানে দেশে করদাতা-বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। করদাতার সংখ্যাও প্রত্যাশিত হারে বাড়ছে। রাজস্ব আদায়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এতে জনগণের মধ্যে কর দেওয়ার আগ্রহও বাড়ছে বলে জানান অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার ঢাকায় অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সেরা করদাতাদের ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২০২০-২০২১ অর্থবছরের সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড এবং সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারী ৫২৫ জন করদাতা সম্মাননা পেয়েছেন। ট্যাক্স কার্ডের জন্য ব্যক্তি শ্রেণিতে ৭৫ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৪ ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ করদাতাকে সম্মাননা প্রদান করা হয়।

অর্থমন্ত্রী বলেন, এনবিআরের রাজস্ব আদায়ের পরিমাণ ২০০৫-০৬ অর্থবছরের ৩৪ হাজার কোটি টাকা থেকে সাড়ে সাত গুণেরও বেশি বেড়ে ২০২০-২১ অর্থবছরে ২ লাখ ৫৯ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আ

সেরা করদাতা হলেন আইজিপি বেনজীর আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। ২০২০-২০২১ কর বছরে কিশোরগঞ্জ জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী শ্রেণিতে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এ সম্মাননা প্রদান করে।

আইজিপি কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন অর্থাৎ চাকরি জীবনের শুরু থেকেই সরকারকে কর প্রদান করে আসছেন। তিনি বিভিন্ন কর্মস্থলে চাকরি করলেও ময়মনসিংহ কর অঞ্চলের করদাতা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কিশোরগঞ্জ জেলায় কর প্রদান করে আসছেন।

জাতীয় রাজস্ব বোর্ড এবং কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ড. বেনজীর আহমেদকে দীর্ঘমেয়াদি সেরা করদাতা হিসেবে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মধ্যে রয়েছে ক্রেস্ট, কর কার্ড ও অন্যান্য সামগ্রী।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ময়মনসিংহ কর অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার (২৪ নভেম্বর) এ সম্মাননা প্রদান করা হয়।

আইজিপি সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ/

বিডি থাই ফুডের আইপিও আবেদনের দিন নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য বিডি থাই ফুড এন্ড বেভারেজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের দিন নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আইপিও আবেদন আগামী ২৩ ডিসেম্বর শুরু হবে। যা ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।

এর আগে গত ৩ অক্টোবর বিএসইসির ৭৯৩তম সভায় কোম্পানিটিকে ফিক্সড প্রাইস পদ্ধতি আইপিও অনুমোদন দেয়া হয়।

বিডি থাই ফুড এন্ড বেভারেজ ১০ টাকা অভিহিত মূল্যে ১.৫০ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

শেয়ারবাজার থেকে উত্তোলিত এই অর্থ দিয়ে কোম্পানিটি কারখানার ভবন নির্মাণ, নতুন মেশিন-যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ি শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.২৩ টাকা। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৬৩ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএলআই ক্যাপিটাল লিমিটেড ও ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ/

‘জিএমজির প্লেসমেন্ট শেয়ারের টাকা ফেরত পাবেন বিনিয়োগকারীরা’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বন্ধ হয়ে যাওয়া বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান জিএমজি এয়ারলাইনস ও বেক্সিমকো সিনথেটিকস নিয়ে কথা বলেছেন গ্রুপটির ভাইস চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, সময়মতো জিএমজি এয়ারলাইনস বন্ধ করা না হলে বেক্সিমকো গ্রুপের অবস্থাও ভারতের কিংফিশারের মতো হতো।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে গতকাল মঙ্গলবার ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সালমান এফ রহমান এসব কথা বলেন। তিনি বলেন, জিএমজি এয়ারলাইনস নেওয়ার পর তেলের দাম বেড়ে যায়। এ জন্য বন্ধ করে দেওয়া হয়। সময়মতো এটি বন্ধ না করলে তার প্রভাব বেক্সিমকো গ্রুপের ওপর পড়ত। জিএমজির প্লেসমেন্ট শেয়ারে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগ করেছিল, তাদের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা আছে।

এ ছাড়া বেক্সিমকো গ্রুপের বন্ধ হয়ে যাওয়া আরেক প্রতিষ্ঠান বেক্সিমকো সিনথেটিকসের বিষয়ে সালমান এফ রহমান বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে চাই। কী পদ্ধতিতে টাকা ফেরত দেব, তা স্টক এক্সচেঞ্জ জানালেই আমরা সেভাবে টাকা ফেরত দেব। এ প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের পাওনা সব মিলিয়ে ১৮-২০ কোটি টাকা হবে।’ জিএমজি এয়ারলাইনস ও বেক্সিমকো সিনথেটিকসের শেয়ারে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টাকা আটকে আছে।

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিপুল লোকসানে পড়ে ভারতের বিমান পরিবহন সংস্থা কিংফিশার। ফলে বেশ কিছু গন্তব্যে উড্ডয়ন বন্ধ করে দেয়। পরে ঋণভারে জর্জরিত হয়ে পড়ে গ্রুপটি। একপর্যায়ে ভারত থেকে যুক্তরাজ্যে পালিয়ে যান কিংফিশারের মালিক বিজয় মাল্য।

এদিকে ডিআরইউর ধারাবাহিক আয়োজন মিট দ্য রিপোর্টার্সের গতকালের অনুষ্ঠানে সালমান এফ রহমান কিছু বক্তব্য নিজে থেকে তুলে ধরেন, আবার সাংবাদিকদেরও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

ব্যাংক খাতের খেলাপি ঋণ নিয়ে সালমান এফ রহমান বলেন, ব্যাংকগুলো স্বল্পমেয়াদি আমানত নিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়ন করছে। তবে বড় সমস্যা হচ্ছে না কারণ, অর্থনীতি বড় হয়েছে। বন্ড মার্কেট উন্নয়ন করতে পারলে অর্থায়নে ব্যাংকনির্ভরতা কমবে। তিনি বলেন, বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ কম। আর রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকে বেশি। খেলাপি ঋণের কমবেশি থাকবেই। ভবিষ্যতে অনেক ব্যাংককে একীভূত করতে হবে। কারণ, কিছু ব্যাংকের মূলধন অনেক কম।

শেয়ারবাজার বিষয়ে সালমান রহমান বলেন, আমাদের শেয়ারবাজারের লেনদেনের ৮০ শতাংশ ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীর। বাকি ২০ শতাংশ প্রাতিষ্ঠানিক। পৃথিবীর অন্যান্য দেশে ৮০ শতাংশ বিনিয়োগই প্রাতিষ্ঠানিক। আমাদের শেয়ারবাজারের এটা একটা দুর্বলতা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে বিএসইসি কাজ করছে।

টিকার উৎপাদন নিয়ে সালমান এফ রহমান বলেন, ইনসেপটা চীনের সঙ্গে টিকা উৎপাদনের চুক্তি করেছে। বেক্সিমকো আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে টিকা উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। তাঁর আশা, আগামী বছর বাংলাদেশে করোনার টিকা উৎপাদন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

৫২৫ জন করদাতাকে সম্মাননা দিবে এনবিআর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অন্যান্য বছরের মতো এবারও জাতীয় পর্যায়ের পর সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে সেরা করদাতাদের তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা যায়, দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলা থেকে তিনজন সর্বোচ্চ করদাতা, দুজন দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী এবং একজন করে নারী ও তরুণ করদাতাকে মনোনীত করা হয়েছে। সব মিলিয়ে ৫২৫ জন করদাতাকে এবার বিশেষ এই সম্মাননা দেবে এনবিআর। সম্প্রতি তালিকাটি প্রকাশ করা হয়েছে।

অবশ্য কয়েক বছর ধরে এই সম্মাননা দিয়ে আসছে এনবিআর। আজ বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিভাগের সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হবে। বাকিদের বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে সম্মাননা দেবে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো। ২০১৯-২০ অর্থবছরে দেওয়া করের ওপর ভিত্তি করে তাঁদের সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।

জেলা পর্যায়ে পাবনা থেকে স্কয়ার গ্রুপের একই পরিবারের পাঁচজন আছেন। তাঁরা হলেন স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী, তাঁর ছেলে তপন চৌধুরী, অঞ্জন চৌধুরী, স্যামুয়েল এস চৌধুরী এবং স্যামুয়েল এস চৌধুরীর ছেলে এরিক এস চৌধুরী।

সিটি করপোরশেনগুলোর মধ্যে ঢাকায় ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালসের স্বত্বাধিকারী আবদুল মুক্তাদির, চট্টগ্রামে মোহাম্মদ কামাল, রাজশাহীতে আবদুল আউয়াল, খুলনায় এস এম মুনিরুজ্জামান শাহীন, বরিশালে বলারাম পোদ্দার, সিলেটে এ কে এম আতাউল করিম, কুমিল্লায় সাংসদ আ ক ম বাহাউদ্দিন, নারায়ণগঞ্জে আরিফ আহমেদ, রংপুরে তৌহিদ হোসেন, গাজীপুরে মাহবুবর রহমান ও ময়মনসিংহে মাহবুবুল আলম সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননা পাবেন।
জেলা পর্যায়

সিটি করপোরেশনের বাইরে জেলা পর্যায়েও তিনজন করে সর্বোচ্চ করদাতাকে সম্মাননা দেওয়া হচ্ছে। এ ধরনের সর্বোচ্চ করদাতারা হলেন ঢাকা জেলায় আসলাম সেরনিয়াবাত, মানিকগঞ্জে মোস্তফা খান, নরসিংদীতে ফায়জুর রহমান ভুইয়া, শরীয়তপুরে রুহুল আমিন মানিক, মাদারীপুরে মীর হাবিবুর রহমান, ফরিদপুরে ফাহাদ খান, রাজবাড়ীতে মোস্তাফিজুর রহমান শরীফ, গোপালগঞ্জে মুনিরুজ্জামান শরীফ, নারায়ণগঞ্জে মোল্লা মো. মজনু, মুন্সিগঞ্জে নজরুল ইসলাম, গাজীপুরে মনিরউদ্দিন পাঠান, টাঙ্গাইলে পাপন কুমার ভানু, চট্টগ্রামে মো. মহসিন, খাগড়াছড়িতে এম অনন্ত বিকাশ ত্রিপুরা, রাঙামাটিতে লোকমান হোসেন তালুকদার, বান্দরবানে মোহাম্মদ আলী, কক্সবাজারে মোহাম্মদ আয়ুব।

শেরপুরে আক্রাম হোসেন, নেত্রকোনায় কামরুল ইসলাম, কিশোরগঞ্জে মুশফিকুর রহমান, জামালপুরে ফারুক আহম্মেদ চৌধুরী, ময়মনসিংহে মাহবুব রেজা করিম, নোয়াখালীতে নুরুল আমিন, লক্ষ্মীপুরে রিয়াসাত হোসেন, ফেনীতে সেলিম উল্লাহ, চাঁদপুরে ফারুক আহমেদ আখন, কুমিল্লায় কামরুজ্জামান ভুঁইয়া, চাঁপাইনবাবগঞ্জে এরফান আলী, নওগাঁয় হারুনুর রশীদ, নাটোরে মীর আমিরুল ইসলাম, পাবনায় তপন চৌধুরী, রাজশাহীতে আবদুস সোবহান, জয়পুরহাটে রফিকুল আলম, গাইবান্ধায় আবদুল আজিজ হক্কানী, সিরাজগঞ্জে শামীমুর রহমান, বগুড়ায় অশোক রায়, হবিগঞ্জে মিজানুর রহমান, সুনামগঞ্জে দিলশাদ বেগম চৌধুরী, মৌলভীবাজারে মুহিবুর রহমান, সিলেটে আবুল কালাম।

অন্য জেলাগুলোর মধ্যে মেহেরপুরে অজয় সুরেকা, ঝিনাইদহে মিজানুর রহমান, কুষ্টিয়ায় পারভেজ রহমান, নড়াইলে এম এম রেজাউল আলম, বাগেরহাটে শেখ আসলাম আলী, সাতক্ষীরায় আবু হাসান, মাগুরায় মেহেদী হাসান, চুয়াডাঙ্গায় সাইফুন্নাহার আক্তার শাম্মী, যশোরে আবু নাসের সরকার, খুলনায় জিয়াউল হাসান, পঞ্চগড়ে আবদুল হান্নান শেখ, ঠাকুরগাঁওয়ে এ এইচ এম সাদেকুল ইসলাম, কুড়িগ্রামে বেলাল হোসেন, লালমনিরহাটে আবদুল আজিজ, দিনাজপুরে শামীম কবির, রংপুরে জাহিদুল ইসলাম, পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, বরগুনায় খলিলুর রহমান, পিরোজপুরে মিরাজুল ইসলাম, ভোলায় মো. রাশেদুজ্জামান, ঝালকাঠিতে রফিকুল ইসলাম ও বরিশালে আমির হোসেন।

২০১৬ সাল থেকে জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হচ্ছে। প্রতিবছর কর মেলার সময় সর্বোচ্চ করদাতাদের এই সম্মাননা দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

শেফার্ডের এজিএমের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০তম এজিএমটি আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির অনিবার্যকারণ বশত সময় পরিবর্তন করা হয়। এজিএম অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ নির্ধারণ করা হয় একই দিন বিকাল ৪ টায় । তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

কেডিএসের ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, খলিলুর রহমান নামে এই উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ২০ লাখ বোনাস শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে কোম্পানিটির ৩ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৪৫২ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেটে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে ওয়ান ব্যাংক; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১০৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১০৬ কোটি ৯১ লাখ টাকার।

৬৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের ৫৩ কোটি ৮৬ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২৭ কোটি ৭১ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৬ কোটি ৫৪ লাখ, সাইফ পাওয়ারটেকের ২৭ কোটি ৫৪ লাখ, এনআরবিসি ব্যাংকের ২২ কোটি ৪১ লাখ, ফরচুন সুজের ২০ কোটি ৯২ লাখ ও বেক্স ফার্মা লিমিটেডের ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

এ্যারামিটের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যারামিট লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২৯ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এ্যারামিট সিমেন্টের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি এ্যারামিট সিমেন্ট লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ২৯ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি