দেশের নিরাপদ পরিবেশে বিনিয়োগের আহবান

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে নিরাপদ বিনিয়োগের পরিবেশ বিদ্যমান। সরকার এমন কোনো অপ্রত্যাশিত নীতি কার্যকর করবে না, যাতে করে বিদেশিদের বিনিয়োগে কোনো ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। বিনিয়োগ এই দেশের আইন দ্বারা সুরক্ষিত থাকবে।

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০২১’-এ এসব কথা বলেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় তাঁরা বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চিন্তে বিনিয়োগ করার আহ্বান জানান।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘বাংলাদেশ সরকার নিরাপদ বিনিয়োগের জন্য কাজ করে যাচ্ছে। নিরাপদ বিনিয়োগের পরিবেশ বিদ্যমান। আমরা এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছি। যাতে করে কার্বন নিঃসরণ না হয়। পাশাপাশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাপনা করছি।’

বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সরকার এমন কোনো অপ্রত্যাশিত নীতি কার্যক্রম গ্রহণ করবে না, যা আপনাদের বিনিয়োগের বিপক্ষে যেতে পারে। আপনাদের বিনিয়োগ এই দেশের আইন দ্বারা সুরক্ষিত থাকবে।’

অধিবেশনের সভাপতির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘২০৪১ সালে উন্নত দেশ হওয়ার যে পরিকল্পনা করেছে বাংলাদেশ সেই লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জিত হবে। বাংলাদেশ বিশাল আকারে বিনিয়োগ গন্তব্যে যাত্রা করেছে। এর গতি অনেক। এই যাত্রা অনেক দূর এগিয়ে যাবে।’ খেলাপি ঋণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই খেলাপিকে আর বাড়তে দেওয়া যাবে না। এটাকে অবশ্যই কমিয়ে আনতে হবে।’

এ সময় জাপানের পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোন্ডা তারো বলেন, ‘জাপান সব সময় বাংলাদেশের পাশে থাকবে এবং ভবিষ্যতে আরো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে। গত দুই বছরে করোনার বিস্তার বাংলাদেশের পাশাপাশি জাপানকেও বিভিন্নভাবে প্রভাবিত করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশে এখনো এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তা-ই নয়, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য অর্থনৈতিক পুনরুদ্ধার করেছে।’

এসবিএসির পাঁচ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞার ব্যবস্থা

অর্থ আত্মসাতের মামলার আসামি সাউথ-বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের সাবেক পাঁচ কর্মকর্তা যাতে বিদেশে পালাতে না পারেন, সে জন্য আইন অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ইমিগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের করা ওই মামলায় পাঁচ আসামি হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছিলেন। তবে তাঁরা আদালতে হাজির হননি। এমন প্রেক্ষাপটে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওই পাঁচ আসামি হলেন এসবিএসি ব্যাংকের খুলনা শাখার সাবেক এমটিও তপু কুমার সাহা, রাজউক অ্যাভিনিউ শাখার সিনিয়র অফিসার বিদ্যুৎ কুমার মণ্ডল, রাজউক শাখার অপারেশন ম্যানেজার মঞ্জুরুল আলম, খুলনা শাখার ক্রেডিট ইনচার্জ মো. নজরুল ইসলাম ও শাখাটির সিনিয়র অফিসার মারিয়া খাতুন।

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে গত ২১ অক্টোবর এসবিএসি ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনসহ ব্যাংকের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি করে দুদক। মামলায় তাঁদের বিরুদ্ধে ২০ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. হুমায়ুন কবির। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক শুনানিতে ছিলেন।

ওমরাহ পালনে ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে ওমরাহ পালনে তুরস্কসহ ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিশেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

টিকা নেওয়া থাকলেও তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ ১৮ দেশের নাগরিককে সৌদি প্রবেশে নিষেজ্ঞা আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। খবর দ্যা গার্ডিয়ানের।

সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা অন্য দেশগুলো হচ্ছে- মালাবি, জাম্বিয়া, মাদাগাস্কার, এঙ্গোলা, সিশেল, মরিশাস, কোমোরোস, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বোতসোয়ানা, মোজাম্বিক, লেসোথু, ইউথুপিয়া ও এসওয়াতিনি।

এ ছাড়া করোনার নতুন ধরনের কারণে এ বছর হজের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রবিবার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ওমিক্রন সংক্রমিত রোগী পাওয়া যায়নি।

আফ্রিকার বেশ কয়েকটি দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। এ কারণে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলও। আর এ ধরন ঠেকাতে জরুরি অবস্থা জারি হয়েছে নিউইয়র্কে।

স্টকমার্কেটবিডি.কম/

এসএমই খাতে ১ হাজার ২৭৫ কোটি টাকা ঋণ দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক :

দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ২৭৫ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই ঋণ চুক্তি সই হয়েছে। সরকারের পক্ষে ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে সংস্থাটির এ দেশীয় প্রধান এডিমং গিংটিং চুক্তিতে সই করেন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কোভিডের ধাক্কায় দেশের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু পুনরুদ্ধারে এরাই আবার সবচেয়ে পিছিয়ে। সরকারের প্রণোদনা ঋণ পেয়েছে মূলত বড় শিল্পগোষ্ঠীগুলো। এই বাস্তবতায় এসএমই খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা অর্থনীতিবিদেরা বারবার বলে আসছিলেন।

এডিবি জানিয়েছে, দেশের তরুণ, বিদেশফেরত কর্মী ও করোনায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ উদ্যোক্তাদের জন্য এই ঋণ দেওয়া হচ্ছে, বিশেষ করে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের (সিএমএসই) জন্য এই ঋণ। বাংলাদেশ ব্যাংক দেশের ৩০ হাজার সিএমএসই উদ্যোক্তাদের মধ্যে এই ঋণ বিতরণ করবে। কর্মসংস্থান সৃষ্টি সহজতর করা ও দুর্বল জনগোষ্ঠীকে মহামারির প্রভাব কাটিয়ে ওঠায় সহায়তা করতে এই অর্থায়ন করা হচ্ছে।

ইআরডি সচিব বলেন, এডিবি ঋণ কোভিড মহামারির সংকট মোকাবিলায় সহায়তা করবে। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের আর্থসামাজিক পুনরুদ্ধারে সহায়তা করবে এই ঋণ। পাশাপাশি সরকারের প্রচেষ্টাও এগিয়ে নেবে।

এডিবির এ দেশীয় প্রধান গিনটিং বলেন, এডিবির এই প্রয়াস নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। কর্মপরিকল্পনা তৈরি করে সিএমএসইকে অর্থায়ন করা হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সংকট মোকাবিলায় সহায়তা করা হবে।

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় জেনেক্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৮৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৮ কোটি ৬৫ লাখ টাকার।

৩৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্স ফার্মা লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংকের ৩২ কোটি ২৮ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৯২ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের ২২ কোটি ৬৯ লাখ, আইএফআইসি ব্যাংকের ২১ কোটি ২৬ লাখ, ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের ১৭ কোটি ৮৬ লাখ, ফরচুন সুজের ১৫ কোটি ২৭ লাখ ও এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের ১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. জেনেক্স ইনফোসিস
  3. বেক্স ফার্মা
  4. ব্র্যাক ব্যাংক
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. প্যারামাউন্ট টেক্সটাইল
  7. আইএফআইসি ব্যাংক
  8. ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক
  9. ফরচুন সুজ
  10. এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।

ডিএসইতে লেনদেন ৭’শ কোটির ঘরে নেমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখে গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে ৭০০ কোটি টাকার ঘরে এসেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৯৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫৬৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭০৮ কোটি ১৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৩৭ কোটি ১০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৯টির, আর দর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসিস, বেক্স ফার্মা, ব্র্যাক ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক, ফরচুন সুজ ও এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮৭৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১১১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৩৯ কোটি ১২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

বিডি মনুস্পোলের ১ম প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রণোদনা খাতের কোম্পানি বিডি মনুস্পোল পেপার ম্যানুপেক্চারিং লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ৪ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফার্ষ্ট ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফার্ষ্ট ফাইন্যান্সের চলতি বছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২ ডিসেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা চারটায় রাজধানীর কারওয়ানবাজারে কোম্পানিটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে কোম্পানি টির পরিচালনা বোর্ড।

সভাশেষে কোম্পানিটির তিন প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মঙ্গলবারের বৈঠকের দিকে তাকিয়ে শেয়ারবাজার

স্টকমার্কেটিবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার-সংক্রান্ত বেশকিছু ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মতপার্থক্য তৈরি হয়েছে। দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের জন্য আগামীকাল বিএসইসি ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজারের স্টেকহোল্ডার ও বিনিয়োগকারীরাও অধীর আগ্রহে এ বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। এদিকে শেয়ারবাজার পরিস্থিতি ও কেন্দ্রীয় ব্যাংক ইস্যুতে গতকাল অর্থ সচিব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সঙ্গে বিএসইসি বৈঠক করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শেয়ারবাজার পরিস্থিতির বিষয়ে দুই সচিবকে অবহিত করেন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনার।

শেয়ারবাজারের উন্নয়নে করণীয় বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। শেয়ারবাজারের বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থানের বিষয়টিও এ সময় বিএসইসির পক্ষ থেকে তুলে ধরা হয়। শেয়ারবাজার-সংক্রান্ত ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংক যাতে নমনীয় অবস্থান গ্রহণ করে এজন্য বিএসইসির প্রতিনিধিরা অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সময় আগামী মঙ্গলবার দুই নিয়ন্ত্রক সংস্থার বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করা হয়।

এদিকে আগামী মঙ্গলবার বিএসইসি ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, অদাবীকৃত লভ্যাংশের অর্থ শেয়ারবাজার স্থিতিশীলতা তহবিলে স্থানান্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশের সীমা এবং শেয়ারবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগসীমার বিষয়ে দুই নিয়ন্ত্রক সংস্থার মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষে অফসাইট সুপারভিশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা অংশগ্রহণ করবেন। অন্যদিকে বিএসইসির পক্ষে সংস্থাটির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদসহ দুজন নির্বাহী পরিচালক অংশগ্রহণ করবেন।

স্টকমার্কেটবিডি.কম/