এনার্জিপ্যাকের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কোভিড-১৯ সৃষ্ট পরিস্থিতির কারণে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী এবং উপস্থিত শেয়ারহোল্ডার, কর্মী ও অন্যান্য সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে, গত ১১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা পরিচালনা করে এনার্জিপ্যাক।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের চেয়ারম্যান মো. রবিউল আলমের সভাপতিত্বে ভার্চুয়াল এজিএমে অংশ নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ূন রশীদ, পরিচালক এনামুল হক চৌধুরী, পরিচালক মো. নুরুল আক্তার, পরিচালক রেজওয়ানুল কবির, মনোনীত পরিচালক আইসিবি মো. হেলাল উদ্দীন আহাম্মেদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মেদ নুরুল আমিন; মনোনীত পরিচালক গোলাম মোহাম্মদ, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সিএফও আমিনুর রহমান খান, কোম্পানি সচিব আলাউদ্দিন শিবলী ও উদ্যোক্তাবৃন্দ।

এর আগে গত ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩০ টাকা। গত ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭.৭২ টাকা।

উল্লেখ্য, পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য গতকাল কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করে।

স্টকমার্কেটবিডি.কম/

বংশালে জুতার কারখানায় আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর বংশালের সুরিটোলা এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

রবিবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল চারটার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর ৪টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের ৫টি ইনিট কাজ করছে। একজন কলারের মাধ্যমে জানা গেছে চারতলা ভবনের তৃতীয় তলায় জুতার কারখানায় আগুন লেগেছে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

স্টকমার্কেটবিডি.কম/

নিয়ালকোর ঋণমান ‘বিবিবি+’ ও ‘এসটি-৩’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নিয়ালকো এলুয়েস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। সিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি+’। আর স্বল্পমেয়াদী ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং চলতি বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

সুশাসনের জন্য ৩৬ কোম্পানিকে পুরস্কার দিল আইসিএবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করপোরেট প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনের ওপর পুরস্কার দিয়েছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এ বছর বিভিন্ন শ্রেণিতে সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ৩৬টি কোম্পানিকে পুরস্কার

প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার ছাড়াও ন্যূনতম স্কোর অর্জনকারী কোম্পানিগুলোকে মেরিট সার্টিফিকেট দিয়েছে আইসিএবি। তিনটি বিভাগে সেরা পারফরমার হওয়ার কারণে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সার্বিকভাবে বিজয়ী হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আছে সরকারি ব্যাংক, বেসরকারি খাতের ব্যাংক, আর্থিক পরিষেবা খাত, উৎপাদন বিদ্যুৎ ও জ্বালানি খাত, বিমা খাত, ডাইভার্সিফাইড হোল্ডিংস, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, সরকারি খাত, অলাভজনক প্রতিষ্ঠান এনজিও/এনপিও, সেবা খাত, কৃষি খাত, করপোরেট সুশাসন ও সমন্বিত প্রতিবেদন।

মোট ৭২টি কোম্পানি আইসিএবি জাতীয় পুরস্কারের জন্য আইসিএবির পর্যালোচনা কমিটির (আরসিপিআর) কাছে বার্ষিক প্রতিবেদন জমা দেয়। মূল পুরস্কারের পাশাপাশি ১৩টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে মেরিট সার্টিফিকেট।

গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্য সংস্থা, নিয়ন্ত্রক সংস্থার অতিথি ও আইসিএবির অংশীদার ও পুরস্কারপ্রাপ্ত কোম্পানির প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

আইসিএবির সভাপতি মাহমুদউল হাসান খসরু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। আরও বক্তব্য দেন রিভিউ কমিটি ফর পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টসের চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির।

ব্যাংক খাতে (প্রাইভেট) শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রথম পুরস্কার পেয়েছে। ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া যৌথভাবে দ্বিতীয় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড তৃতীয় পুরস্কার পেয়েছে।

আর্থিক সেবা খাতে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড প্রথম পুরস্কার, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড দ্বিতীয় ও ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড তৃতীয় পুরস্কার পেয়েছে।

উৎপাদন ক্যাটাগরি বা শ্রেণিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিডি) লিমিটেড প্রথম পুরস্কার, আরএকে সিরামিক (বাংলাদেশ) লিমিটেড দ্বিতীয় ও রেকিট বেনকিজার বিডি লিমিটেড তৃতীয় পুরস্কার লাভ করে।
বিজ্ঞাপন

বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রথম পুরস্কার পায় সামিট পাওয়ার লিমিটেড। বিমা খাতে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করে।

ডাইভার্সিফাইড হোল্ডিং খাতে এসিআই লিমিটেড প্রথম পুরস্কার পেয়েছে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে প্রথম পুরস্কার পেয়েছে গ্রামীণফোন লিমিটেড।

সরকারি খাতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) প্রথম পুরস্কার পেয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিওএল) পেয়েছে দ্বিতীয় পুরস্কার।

বেসরকারি সংস্থা (এনজিও)/ অলাভজনক সংস্থা বিভাগে সাজিদা ফাউন্ডেশন প্রথম পুরস্কার, ব্র্যাক ব্যাংক দ্বিতীয় পুরস্কার, ঘাসফুল ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড সেবা খাতের প্রথম পুরস্কার পেয়েছে। কৃষি বিভাগে প্রথম পুরস্কার পেয়েছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

করপোরেট গভর্ন্যান্স ডিসক্লোজারে যৌথভাবে প্রথম পুরস্কার পেয়েছে ব্যাংক এশিয়া লিমিটেড ও লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড; শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড যৌথভাবে দ্বিতীয় পুরস্কার ও ব্র্যাক ব্যাংক লিমিটেড তৃতীয় পুরস্কার পেয়েছে।

সমন্বিত প্রতিবেদনে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড প্রথম পুরস্কার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড দ্বিতীয় পুরস্কার ও ব্যাংক এশিয়া তৃতীয় পুরস্কার পেয়েছে।

সার্টিফিকেট অব মেরিটপ্রাপ্ত অন্যান্য কোম্পানি হলো উদ্দীপন, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, মেরিকো বাংলাদেশ লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এ

উত্তরা-আগারগাঁওয়ে মেট্রো রেলের যাত্রা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রা শুরু করেছে মেট্রো রেল। আজ রবিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে পরীক্ষামূলকভাবে এই চলাচল শুরু করে।

উত্তরার দিয়াবাড়ি ডিপো এলাকা আগারগাঁওয়ের উদ্দেশে মেট্রোরেল ছেড়ে যায়। এর আগে উত্তরা ডিপো থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো হয়েছিল।

মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান জানান, সকাল ৯টা ৪০ মিনিটে আগারগাঁওয়ের উদ্দেশ্যে মেট্রোরেল ছেড়ে দিয়েছি। এবারের মূল অনুষ্ঠান সেখানে (আগারগাঁওয়ে) হবে। আশা করছি ১১টায় আগারগাঁও স্টেশনে পৌঁছাবে মেট্রোরেলের কোচ।

স্টকমার্কেটবিডি.কম/এ

ছেলেকে সমরিতা হসপিটালের শেয়ার দিবে বাবা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সমরিতা হসপিটাল লিমিটেডের স্পন্সর পরিচালক তার ছেলেকে ১ লাখ শেয়ার হস্তান্তর করার ঘোষণা করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডা: এবিএম হারুণ নামে কোম্পানিটির এই স্পন্সর পরিচালকের হাতে থাকা ১ লাখ শেয়ার তার ছেলে আতিকুল বাসারকে প্রদান করবেন। তার হাতে মোট ১৫ লক্ষ ৫ হাজার ৩৫৪টি শেয়ার রয়েছে।

এসব শেয়ার তিনি তার সন্তানকে আগামী ৩০ দিনের মধ্যে উপহার হিসাবে হস্তান্তর করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিভিও পেট্রোকেমিক্যালসের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যালস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি২’।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে ওয়ান ব্যাংক; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৮৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকার।

৪৭ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সােনালী পেপার মিলসের ৪০ কোটি ১৮ লাখ, ফরচুন সুজের ৩১ কোটি ১৪ লাখ, বিএটিবিসির ২৩ কোটি ৮৭ লাখ, ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংকের ২৩ কোটি ৩১ লাখ, আইএফআইসি ব্যাংকের ২২ কোটি ৭৮ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২০ কোটি ১৯ লাখ ও জিএইচপি ফাইন্যান্স লিমিটেডের ১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. ওয়ান ব্যাংক
  2. বেক্সিমকো লিমিটেড
  3. সাইফ পাওয়ারটেক
  4. সােনালী পেপার মিলস
  5. ফরচুন সুজ
  6. বিএটিবিসি
  7. ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক
  8. আইএফআইসি ব্যাংক
  9. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  10. জিএইচপি ফাইন্যান্স লিমিটেড।

দিনশেষে সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৯২০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৬৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬০৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৪৮ কোটি ২৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৪৩ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪২টির, আর দর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ওয়ান ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ারটেক, সােনালী পেপার মিলস, ফরচুন সুজ, বিএটিবিসি, ফার্ষ্ট সিকিউরিটিজ ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও জিএইচপি ফাইন্যান্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৯৬.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ২৬৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৯৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও ওয়ান ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস