চলতি সপ্তাহে ৬০ কোম্পানির এজিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬০ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো, ন্যাশনাল পলিমার, সোনালী আঁশ, একটিভ ফাইন, এএফসি এগ্রো, শাশা ডেনিমস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিক, সিমটেক্স, এসকে ট্রিমস, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, বিএসআরএম স্টিল, ড্যাফোডিল কম্পিউটার্স, ফারইস্ট নিটিং, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা, সাফকো স্পিনিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আরএন স্পিনিং, স্টাইলক্রাফট, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট, আরামিট, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, দেশ গার্মেন্টস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফাইন ফুডস, ইফাদ অটোস, ইন্ট্রাকো, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মীর আখতার হোসাইন, মোজাফফর হোসাইন স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ, রানার অটোমোবাইল, তমিজউদ্দিন টেক্সটাইল, বাংলাদেশ ল্যাম্পস, কে অ্যান্ড কিউ, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আমান কটন, আমান ফিড, বিবিএস কেবলস, দুলামিয়া কটন, জিপিএইচ ইস্পাত, ওয়াইম্যাক্স, কনফিডেন্স সিমেন্ট, ফার কেমিক্যাল, আনলিমা ইয়ার্ন, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ইন্দোবাংলা ফার্মা, ইনফর্মেশন সার্ভিসেস, খান ব্রাদার্স এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস।

কোম্পানিগুলোর মধ্যে ১৮ ডিসেম্বর বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, প্যারামাউন্ট টেক্সটাইল, রেনেটা, সাফকো স্পিনিংয়ের এজিএম অনুষ্ঠিত হবে।

১৯ ডিসেম্বর বাংলাদেশ ল্যাম্পস, কেঅ্যান্ডকিউ, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মার এজিএম অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর আমান কটন, আমান ফিড, আনলিমা ইয়ার্ন, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বিবিএস কেবলস, দুলামিয়া কটন, জিপিএইচ ইস্পাত, ওয়াইম্যাক্সের এজিএম অনুষ্ঠিত হবে।

২১ ডিসেম্বর কনফিডেন্স সিমেন্ট, ফার কেমিক্যাল, আরএন স্পিনিং, স্টাইলক্রাফটের এজিএম অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট, আরামিট, এসোসিয়েটেড অক্সিজেন, দেশ গার্মেন্টস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইফাদ অটোস, ইন্ট্রাকো, ন্যাশনাল পলিমার, সোনালী আঁশের এজিএম অনুষ্ঠিত হবে।

২৩ ডিসেম্বর একটিভ ফাইন, এএফসি এগ্রো, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো সিনথেটিকস, বিএসআরএম স্টিল, ড্যাফোডিল কম্পিউটার্স, ফারইস্ট নিটিং, জিবিবি পাওয়ার, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্দোবাংলা ফার্মা, ইনফর্মেশন সার্ভিসেস, খান ব্রাদার্স, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মীর আখতার হোসাইন, মোজাফফর হোসাইন স্পিনিং, অলিম্পিক এক্সেসরিজ, রানার অটোমোবাইল, শাশা ডেনিমস, শেফার্ড, শাইনপুকুর সিরামিক, সিমটেক্স, এসকে ট্রিমস, তমিজউদ্দিন টেক্সটাইল, তশরিফা ইন্ডাস্ট্রিজ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এজিএম অনুষ্ঠিত হবে।

 

আলিফ ইন্ডাস্ট্রিজের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই,২১-সেপ্টেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৩ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২ টাকা ০৪ পয়সা।

ডিএসই’র পিই রেশিও কমেছে ৩.২৯ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৫ ডিসেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে।

ডিএসই’র সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসই’র পিই রেশিও ছিলো ১৮.৫৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৭.৯৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৬১ পয়েন্ট বা ৩.২৯ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে টানা শীর্ষ অবস্থান ধরে রেখেছে ব্যাংক খাত। গত সপ্তাহে এক্সচেঞ্জটির মোট লেনদেনের ১৬ দশমিক ৭ শতাংশই ছিল খাতটির দখলে। এমনকি লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির দুটিও ব্যাংক খাতের। এ তালিকায় সবার ওপরে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। মোট লেনদেনের ৭ দশমিক ৮১ শতাংশ নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ব্যাংকটি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ওয়ান ব্যাংকের ১৯ কোটি ৬ লাখ ২০ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯১ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকা। তবে আগের সপ্তাহের তুলনায় ব্যাংকটির লেনদেন কমেছে ২১ দশমিক ৩১ শতাংশ।

লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। মোট লেনদেনের ৭ দশমিক ৬১ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। গত সপ্তাহে কোম্পানিটির ২৮৩ কোটি ৯৮ লাখ ৪ হাজার টাকার ১ কোটি ৮৫ লাখ ২৪ হাজার ৩২১টি শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ৫ দশমিক ৬৩ শতাংশ।

গত সপ্তাহের লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ১৬ দশমিক শূন্য ৭ শতাংশ। গত সপ্তাহের চার কার্যদিবসে কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ ২৯ হাজার ৯২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬৯ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার টাকা। এ সময়ের মোট লেনদেনের ৪ দশমিক ৫৫ শতাংশই ছিল প্রতিষ্ঠানটির দখলে।

তালিকায় পরের অবস্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ১০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহের চার কার্যদিবসে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৫৬ লাখ ৬ হাজার ৪০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২৫ কোটি ৫৯ লাখ ৫ হাজার টাকা। এ সময়ের মোট লেনদেনের ৩ দশমিক ৩৬ শতাংশই ছিল প্রতিষ্ঠানটির দখলে।

মোট লেনদেনের ২ দশমিক ৮৭ শতাংশ নিয়ে তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১০৭ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকার ৬১ লাখ ৩৭ হাজার ৬২৮টি শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে প্রতিষ্ঠানটির লেনদেন বেড়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ।

মোট লেনদেনের ২ দশমিক ৬৪ শতাংশ নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৯৮ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার টাকার ১৩ লাখ ৬৫ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে প্রতিষ্ঠানটির লেনদেন বেড়েছে ১৯ দশমিক ৬৯ শতাংশ।

তালিকায় পরের অবস্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৬৩ শতাংই ছিল কোম্পানিটির দখলে।

পরের অবস্থানে থাকা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন ছিল ২ দশমিক ১০ শতাংশ। এছাড়া মোট লেনদেনের ১ দশমিক ৬৮ শতাংশ নিয়ে তালিকায় নবম অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। তালিকায় সর্বশেষ অবস্থান করা সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির লেনদেন ছিল ১ দশমিক ৫৩ শতাংশ।

গত সপ্তাহে শীর্ষ এ ১০ কোম্পানির দখলে ছিল মোট লেনদেনের ৩৬ দশমিক ৭৮ শতাংশ। আলোচ্য সময়ে এসব কোম্পানির ১ হাজার ৩৭২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওয়ান ব্যাংক; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৯১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা
বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৮৩ কোটি ৯৮ লাখ টাকার।

১৬৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জিএসপি ফাইন্যান্সের ১২৫ কোটি ৫৯ লাখ, জেনেক্স ইনফোসিসের ১০৭ কোটি ৫ লাখ, সোনালি পেপারের ৯৮ কোটি ৫৮ লাখ, সাইফ পাওয়ারটেকের ৯৮ কোটি ১৬ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৭৮ কোটি ২০ লাখ, আইএফআইসি ব্যাংকের ৬২ কোটি ৯০ লাখ ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে ৪ দিনে মূলধন কমেছে ৫,৭০০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৫ হাজার ৭০০ কোটি টাকা কমেছে। এসময় সেখানে সূচকগুলোও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৭৩৩ কোটি ৮ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৫ হাজার ৩০৯ কোটি ১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৯.৬৮ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৯৩৩ কোটি ২৭ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৬১ কোটি ৮০ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ১২.১০ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৫.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৮৬ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৩.১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৭ হাজার ১৯০ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৫১ হাজার ৫৯০ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৫,৭০০ কোটি টাকা বা ১ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস