বিএসইসি চেয়ারম্যানের সাথে ডিবিএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের প্রধান নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে শেয়ারবাজারে ব্রোকারদের শীর্ষ সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

আজ বুধবার (২৯ ডিসেম্বর ২০২১) সংগঠনটির নবনির্বাচিত প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিওর নেতৃত্বে পরিচালনা বোর্ডের একটি প্রতিনিধি দল বিএসইসি চেয়ারম্যানের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন।

বিএসইসি চেয়ারম্যান ডিবিএর নবনির্বাচিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ নবগঠিত বোর্ডের সকলসদস্যদের অভিনন্দন জানান।

এসময়বিএসইসি চেয়ারম্যান শেয়ারবাজার পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে ডিবিএ প্রতিনিধিদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন এবং শেয়ারবাজারের যে কোন উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও ডিবিএর সহযোগীতা প্রত্যাশা করেন।

রোজারিও শেয়ারয়ারবাজারের উন্নয়নে বিএসইসি চেয়ারম্যান ও তাঁর কমিশনের নানামূখী উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীদিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।

বৈঠকে বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান ও মো.আব্দুল হালিম উপস্থিত থেকে ডিবিএর নতুন পর্ষদ সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ বাজার নিয়ে তাদের নানামূখী উদ্যোগের কথা ব্যক্ত করেন।

বৈঠকে ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.সাজিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিনসহ অন্যান্য পরিচালকবৃন্দ আলোচনায় অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর হলো বাংলাদেশী টেক জায়ান্ট ওয়ালটন। এ বিষয়ে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লি. এবং আইটিডব্লিউ বাংলাদেশের মধ্যে এক চুক্তি হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সে (মিডিয়া অফিস) উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং আইটিডব্লিউ বাংলাদেশের প্রতিনিধি ওমর হক।
এই চুক্তির ফলে দুই টেস্টের বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজের নাম হবে ‘ওয়ালটন টেস্ট সিরিজ’। টাইটেল স্পন্সর হিসেবে গ্রাউন্ড এবং মিডিয়া কভারেজে বাড়তি সুবিধা পাবে ওয়ালটন।

এ প্রসঙ্গে উদয় হাকিম বলেন, বাংলাদেশের জন্য এটি একটি গর্বের বিষয় যে- বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পন্সর হচ্ছে একটি বাংলাদেশী কোম্পানি। বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে প্রাধান্য বিস্তার করছে- এটি তারই প্রমাণ। তিনি আরো বলেন, যেখানেই বাংলাদেশ দল ক্রিকেট খেলছে সেখানেই ওয়ালটন আছে। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ওয়ালটন সব সময় বন্ধুর মতো পাশে থাকার চেষ্টা করবে। যেখানেই ক্রিকেট, সেখানেই ওয়ালটন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং আইটিডব্লিউ বাংলাদেশের প্রতিনিধি ওমর হক।

 

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘরোয়া প্রায় সব বড় ক্রিকেট ইভেন্টগুলোতে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন। একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলোতেও নিয়মিত টাইটেল স্পন্সর হচ্ছে তারা। বর্তমানে ক্রিকেট বিশ্বে ওয়ালটন একটি পরিচিত নাম, ক্রিকেট ফ্রেন্ডলি নেইম।
১ জানুয়ারি নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই এর বে ওভালে শুরু হচ্ছে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি, ক্রাইস্টচার্চের হেগলে ওভালে।
বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে আছে। এরই মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলন করছে বাংলাদেশের ক্রিকেটাররা। সরাসরি খেলা দেখাবে বাংলাদেশের দুটি স্যাটেলাইট টিভি চ্যানেল। সেগুলো হচ্ছে টি-স্পোর্টস ও গাজী টিভি।

স্টকমার্কেটবিডি.কম/

৪টি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়লো সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ ১৭৩ মেগাওয়াট ক্ষমতার চারটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত চারটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পুরোনো চারটি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানোর পাশাপাশি চট্টগ্রামের মিরসরাইয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে অতিরিক্ত সচিব জানান, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস অথবা আরএলএনজি ভিত্তিক কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এতে ব্যয় ধরা হবে ৬৯ হাজার ১৫২ কোটি ১৬ লাখ টাকা। ২২ বছর মেয়াদি এ প্রকল্পটি বাস্তবায়ন করবে কনফিডেন্স পাওয়ার হোল্টিংস লিমিটেড, জিই ক্যাপিটাল ইউএস হোল্ডিং ইঞ্চ, কনফিডেন্স পাওয়ার লিমিটেড এবং ইলেক্ট্রোপ্যাক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।

অতিরিক্ত সচিব জানান, আজকের বৈঠকে চারটি রেন্টালের বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানো হয়েছে। এরমধ্যে বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক সিলেটের কুমারগাঁও ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২০২২ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ বছর বৃদ্ধির জন্য স্পন্সর কোম্পানি এনার্জি প্রিমা লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮৬ কোটি ৫২ লাখ টাকা।

ফেঞ্চুগঞ্জ ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৩ বছর বৃদ্ধির জন্য স্পন্সর কোম্পানি এনার্জি প্রিমা লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৭৮ কোটি ৬৪ লাখ টাকা।

বগুড়া ২০ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৩ বছর বৃদ্ধির জন্য স্পন্সর কোম্পানি এনার্জি প্রিমা লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০৬ কোটি ৯২ লাখ টাকা।

এছাড়া আশুগঞ্জ ৫৩ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৫ বছর বৃদ্ধির জন্য স্পন্সর কোম্পানি ইউনাইটেড এনার্জি লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪৫১ কোটি ২০ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

২০২০-২১ অর্থবছরে আইসিবির ১৪ হাজার কোটি টাকার বিনিয়োগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত জুনে সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে শেয়ারবাজারে প্রায় ২১ হাজার কোটি টাকার লেনদেন করেছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সংস্থাটি তার নিজস্ব ও সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের দুই স্টক এক্সচেঞ্জে এ লেনদেন করেছে। এর মধ্যে শেয়ারবাজারে সংস্থাটির বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ১৪ হাজার কোটি টাকা।

মঙ্গলবার অনুষ্ঠিত সংস্থাটির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানানো হয়। অনলাইন মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় জানানো হয়, সর্বশেষ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি সম্মিলিতভাবে ১১৫ কোটি টাকার বেশি নিট বা প্রকৃত মুনাফা করেছে।

আইসিবির চেয়ারম্যান মো. কিসমাতুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনসহ অন্য পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় সংস্থাটির বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা ও পরে তা অনুমোদন করা হয়।

সভায় জানানো হয়, ২০২০-২০২১ অর্থবছরে করপোরেশন লভ্যাংশ, প্রান্তিক বা মার্জিন ঋণ, প্রকল্প ঋণসহ অন্যান্য ঋণ ও অগ্রিম খাত থেকে ১ হাজার ১৫৬ কোটি টাকা আদায় করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আপাতত আমাদের হাতে নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব আপাতত আমাদের হাতে নেই। এমন কোনো প্রস্তাব এই মুহূর্তে আমাদের কাছে আসেনি। প্রস্তাব আসলে পরে এ ব্যাপারে জানাতে পারব। তখন এ বিষয়ে কথা বলব।’

আজ বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘করোনার কারণে মানুষের ক্রয়ক্ষমতা ও সক্ষমতা কমে গেছে। তবে ক্রয়ক্ষমতা বাড়াতে সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে।। আমার বিশ্বাস, সবাই ভাল অবস্থানে আছে।’

স্টকমার্কেটবিডি.কম/

ইষ্টার্ণ ব্যাংকের জমি পূণ:মূল্যায়ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইস্টার্ণ ব্যাংক লিমিটেড নিজেদের জমির পূন:মূল্যায়ন করেছে। সম্প্রতি ব্যাংকটি নিজেদের জমি ও ভবনের পূন:মূল্যায়নের এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ব্যাংকটি জমির মূল্য আগের চেয়ে ৭,৩৫,৪৮,৫১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে। যা ইতোমধ্যে অডিট কোম্পানির নিকট তুলে ধরেছে।

এই পূন:মূল্যায়নে ব্যাংকটির জমির মূল্য দাঁড়িয়েছে ৪০৬ কোটি ২ লাখ টাকা, যা আগে ছিল ৩৯৮ কোটি ৬৬ লাখ টাকার বেশি।

ব্যাংকটির সমস্ত জায়গাজমির দর বর্তমান বাজারদরে নির্ধারণে পেশাদারি ভ্যালুয়েশন ফার্ম জরিপ ও পরিদর্শন কোম্পানি লিমিটেড দ্বারা জমি পুনর্মূল্যায়ন করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৮৭ লাখ টাকার।

৩১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বীকন ফার্মার ২৫ কোটি ৯২ লাখ, ওয়ান ব্যাংকের ২২ কোটি ২৯ লাখ, সোনালী পেপার মিলসের ১৬ কোটি ৯২ লাখ, এশিয়া ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৬৬ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানির ১৪ কোটি ২২ লাখ, ফরচুন সুজের ১৪ কোটি ৮ লাখ ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ১৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বাংলাদেশ শিপিং করপোরেশন
  2. বেক্সিমকো লিমিটেড
  3. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  4. বীকন ফার্মা
  5. ওয়ান ব্যাংক
  6. সোনালী পেপার মিলস
  7. এশিয়া ইন্স্যুরেন্স
  8. পাওয়ার গ্রিড কোম্পানি
  9. ফরচুন সুজ
  10. প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সব গুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৭৩১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫২১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৫ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৭২ কোটি ৬০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৩ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৬টির, আর দর অপরিবর্তিত আছে ৪৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বীকন ফার্মা, ওয়ান ব্যাংক, সোনালী পেপার মিলস, এশিয়া ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড কোম্পানি, ফরচুন সুজ ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৩৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও এনসিসি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

আমরা নেটওয়ার্কসের ঘোষিত লভ্যাংশ পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারতালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেড সর্বশেষ হিসাববছরের লভ্যাংশ পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত বছরের ঘোষিত শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরিবর্তন করে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস ঘোষণা করেছে।

গত ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৪ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৭.০৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ