রাজধানীতে পর্যটনমেলা মেলা শুরু ৩ ফেব্রুয়ারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বৃহত্তম পর্যটনমেলা ‘১০ম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২২’ আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানীর বঙ্গবন্ধু আন্তৰ্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলা অনুষ্ঠিত হবে বলে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) জানিয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে টোয়াব এ কথা জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তিনদিনের বাৎসরিক এই মেলার উদ্দেশ্য পর্যটন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এর টেকসই উন্নয়ন। ২০০৭ সাল থেকে টোয়াব এই মেলা আয়োজন করে আসছে। মেলায় সার্বিক সহযোগিতা করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এফবিসিসিআই এবং ট্যুরিস্ট পুলিশ।

মেলার সার্বিক প্রস্তুতি সম্পর্কে টোয়াবের পরিচালক (বাণিজ্য মেলা) মো. আনোয়ার হোসেন বলেন, এবারের মেলা আগের বছরের তুলনায় অনেক আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর মূল মেলার সঙ্গে সাইড লাইন ইভেন্ট হিসেবে থাকবে বিটুবি সেশন, সেমিনার, রাউন্ড টেবিল ডিসকাসন, কান্ট্রি প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ইত্যাদি। মেলায় ৩টি হলে ১২টি প্যাভিলিয়ন, ১৬টি সেমি-প্যাভিলিয়নসহ মোট ১০০টি স্টল থাকবে। এবারের মেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা লাউঞ্জের ব্যবস্থা থাকবে।

টোয়াবের সভাপতি ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডির সদস্য মো. রাফেউজ্জামান বলেন, গত দুই বছর করোনা মহামারির কারণে আমরা বিটিটিএফ আয়োজন করতে পারিনি। আমরা আশা করছি, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া পর্যটন মেলায় ব্যবসায়ী, দেশি-বিদেশি পর্যটক এবং পর্যটনশিল্প সংশ্লিষ্ট সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে। এই মেলার মাধ্যমে দেশের পর্যটনশিল্প আবার ঘুরে দাঁড়াবে এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনদিনের এই মেলায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যটন সংস্থা, দেশি-বিদেশি ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্টস, ট্যুরিজম অথরিটি, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্টস, অ্যামিউজমেন্ট পার্ক, ট্রান্সপোর্ট কোম্পানিসহ আরও অনেকে অংশগ্রহণ করবে। করোনার কারণে এ বছর বিদেশিদের অংশগ্রহণ সীমিত পর্যায়ে থাকবে। তবে নেপাল অ্যাসোসিয়েশন অব ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্ট (এনএটিটিএ), ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (ইটোয়া), অ্যাসোসিয়েশন অব বুদ্ধিস্ট ট্যুর অপারেটরস (এবিটিও) এবং ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টসগুলো তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে বলে জানান তারা।

স্টকমার্কেটবিডি.কম/এস

জিএসপি ইস্যুতে জার্মানি রাষ্ট্রদূতের সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ট্রেড রিলেটেড ক্যাপাসিটি বৃদ্ধি এবং জিএসপি ইস্যুতে জার্মানির সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার (০৩ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশস্থ জার্মানির রাষ্ট্রদূত একিম ট্রোস্টার মন্ত্রীর সঙ্গ সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান।

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে জার্মানিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ থেকে আরও অধিক পণ্য জার্মানির বাজারে সহজে প্রবেশের অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।

বাংলাদেশে পরিবেশবান্ধব গ্রিন ফ্যাক্টরি স্থাপন, শ্রমিক কল্যাণসহ অন্যান্য কমপ্লায়েন্স অনুসরণ করায় উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে ন্যায্যমূল্য দিতে জার্মানির সহযোগিতা প্রত্যাশা করেন টিপু মুনশি। তিনি জার্মানির বিনিয়োগকারীদের বাংলাদেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে এবং ৩৩টি হাইটেক পার্কে বিনিয়োগের অনুরোধ জানান।

জার্মান রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশ্বে বাংলাদেশের অগ্রযাত্রার পজিটিভ ইমেজ স্থাপনে জার্মানির সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে জার্মানির উন্নয়ন সহযোগিতা ও দ্বিপাক্ষিক বাণিজ্য আরও শক্তিশালী হবে বলে রাস্ট্রদূত আশ্বস্ত করেন।

স্টকমার্কেটবিডি.কম/

লভ্যাংশ কম দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে দুই কোম্পানি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২টি কোম্পানি লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

কোম্পানিগুলো হলো : আলিফ মেনুফেকচারিং কোম্পানি ও ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

আগামীকাল ৪ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, আলিফ মেনুফেকচারিং কোম্পানি লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। আর ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিগুলো লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে শীর্ষে বেক্সিমকো; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৮১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭২ কোটি ৯৮ লাখ টাকার।

৬৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পাওয়ার গ্রিড কোম্পানির ৪৪ কোটি ৭৪ লাখ, পেনিনসুলা চিটাগংয়ের ২৮ কোটি ৫ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২৫ কোটি ৬৯ লাখ, বীকন ফার্মার ২৩ কোটি ৩৫ লাখ, আইএফআইসি ব্যাংকের ২২ কোটি ১৬ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৯ কোটি ৫ লাখ ও ওয়ান ব্যাংক লিমিটেডের ১৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. ফরচুন সুজ
  4. পাওয়ার গ্রিড কোম্পানি
  5. পেনিনসুলা চিটাগং
  6. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  7. বীকন ফার্মা
  8. আইএফআইসি ব্যাংক
  9. জেনেক্স ইনফোসিস
  10. ওয়ান ব্যাংক লিমিটেড।

সূচক সামান্য বাড়লেও লেনদেন অনেকটা বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সব গুলো সূচকই বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটাই বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৮৮২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫৭৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৩১৪ কোটি ১৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৯৪ কোটি ১৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩২টির, আর দর অপরিবর্তিত আছে ২৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, পাওয়ার গ্রিড কোম্পানি, পেনিনসুলা চিটাগং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বীকন ফার্মা, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস ও ওয়ান ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০২.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ১৫৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ৯২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

শরিয়াহ সূচক সমন্বয় করেছে সিএসই

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনা করে শরিয়াহ সূচক সমন্বয় করেছে। এতে সিএসই শরিয়াহ সূচকে যুক্ত হয়েছে নতুন একটি কোম্পানি। আর ওই সূচক থেকে বাদ পড়েছে আগের চার কেম্পানি।

সোমবার (৩ জানুয়ারি) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমন্বয়ের পর সিএসইর শরিয়াহ সূচকে মোট কোম্পানি সংখ্যা দাঁড়িয়েছে ১৩১টি। আগামী ১৩ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সিএসই শরিয়াহ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানি হলো- ইনডক্সে এগ্রো ইন্ডাস্ট্রজি। আর সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো- আমান কটন ফাইবরাস, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, লিবরা ইনফিউশনস ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং।

বরখাস্ত হলেন আইসিবির রাজশাহী শাখার সেই কর্মকর্তা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্জিত ছুটি নিয়ে কারাগারে যাওয়ার ঘটনা প্রকাশের কিছুদিনের মধ্যেই বরখাস্ত হয়েছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) রাজশাহীর শাখাপ্রধান আব্দুল মোত্তালিব। গত রবিবার আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে,২৭ লাখ টাকা আত্মসাৎ মামলায় গত বছরের ১৬ সেপ্টেম্বর আব্দুল মোত্তালিবকে কারাগারে পাঠান জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক। সেদিন থেকেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। ২৮ সেপ্টেম্বর উচ্চ আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিলে ৩০ সেপ্টেম্বর কারাগার থেকে তিনি মুক্তি পান। এরপর আবার নিয়মিত অফিস করতে শুরু করেন। বিষয়টি জানতেই পারেনি আইসিবি কর্তৃপক্ষ।

সেসময় আইসিবির রাজশাহী শাখায় গিয়ে নিয়মিত অফিস করতে দেখা যায় আব্দুল মোত্তালিবকে। কারাবরণের বিষয়ে জানতে চাইলে তিনি বণিক বার্তাকে বলেন, এটি তার ব্যক্তিগত বিষয়। কোনো ব্যবস্থা নিতে হলে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ নেবে। তবে কারাবরণের বিষয়টি পর্ষদ জানে কিনা তা জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি এ কর্মকর্তা।

স্টকমার্কেটবিডি.কম/এস

চট্টগ্রাম-সিলেট রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অভ্যন্তরীণ গন্তব্যগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি ও যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আগামী ৮ জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে।

আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে প্রতি শনিবার ও বুধবার বিজি-৫১১ ফ্লাইটটি সকাল সোয়া ১১টায় উড্ডয়ন করে দুপুর ১২টা ৩৫ মিনিটে সিলেটে পৌঁছাবে।

একইভাবে শনি ও বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৫১২ ফ্লাইটটি দুপুর ১টায় উড্ডয়ন করে ২টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

স্টকমার্কেটবিডি.কম/

১২ কেজি এলপিজির দাম এখন ১১৭৮টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আবারও দাম কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমেছে। এতে ১২ কেজি এলপিজির দাম দাঁড়ালো এক হাজার ১৭৮ টাকায়।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতোই ৫৯১ টাকায় রয়েছে। গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির মূল্য কমে হয়েছে ৫৪ টাকা ৯৪ পয়সা। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

সোমবার বেলা ১২টার দিকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এই আদেশ দেয় বিইআরসি। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২২৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেড