সিএসইতে সেরা ব্রোকার লংকাবাংলা ও সেরা ডিলার গ্যালাক্সি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের শীর্ষ ব্রোকার নির্বাচিত হয়েছে এবং ডিলারসমূহ লংকাবাংলা সিকিরিউটিজ লিমিটেড। আর সেরা ডিলার নির্বাচিত হয়েছে গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০২১ সালে সিএসই’র শীর্ষ ২০ ব্রোকারসমূহ:

লংকাবাংলা সিকিরিউটিজ লি., বি রিচ লিমিটেড, মাল্টি সিকিউরিটিজ এন্ড সার্ভিসেস লি:, কবির সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কো. লি., মিনহার সিকিউরিটিজ লি., ইস্টার্ন শেয়ারস এন্ড সিকিউরিটিজ লি., আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লি., সোহেল সিকিউরিটিজ লিমিটেড, মোনা ফাইনান্সিয়াল কনসালটেন্সি এন্ড সিকিউরিটিজ লি., প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড, এবি সিকিউরিটিজ লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড, এস. আর. ক্যাপিটাল লিমিটেড, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লি., রেমনস ইনভেস্টমেন্ট এন্ড সিকিউরিটিজ লি. এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কেম্পানী লি.।

২০২১ সালে সিএসই’রর শীর্ষ ২০ ডিলারসমূহ:

গ্যালাক্সি ক্যাপিটাল লিমিটেড, প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেড, সোহেল সিকিউরিটিজ লিমিটেড, ইসলামি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ইস্টার্ন শেয়ারস এন্ড সিকিউরিটিজ লি., ফার ইস্ট শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ইসপি সিকিউরিটিজ লিমিটেড, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, আরএকে ক্যাপিটাল লিমিটেড, ওয়ান সিকিউরিটিজ লি., প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লি., কবির সিকিউরিটিজ লিমিটেড, কিশওয়ার সিকিউরিটি ইনভেস্টমেন্ট লি., চিটাগাং শেয়ারস এন্ড সিকিউরিটিজ লিমিটেড, বি.কে. ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ০১ লিমিটেড, ব্রাদার্স সিকিউরিটিজ এন্ড সার্ভিসেস লি., আহমেদ সিকিউরিটিজ সার্ভিসেস লি. এবং হাওলাদার সিকিউরিটিজ লিমিটেড ।

স্টকমার্কেটবিডি.কম/

একনেকে ১১ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এ সংক্রান্ত প্রকল্প পাস হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৭১৩ কোটি ২৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৯৮ কোটি ১৯ লাখ টাকা।

অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হলো- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ কোস্টগার্ডের জন্য লজিস্টিক্স ও ফ্লিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা (প্রথম সংশোধিত) প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ককে জাতীয় মহাসড়ক মানে ৪-লেনে উন্নীতকরণ প্রকল্প; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও অটোমেশন (প্রথম পর্যায়) (প্রথম সংশোধিত) প্রকল্প।

এ ছাড়া রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মোবাইল গেম অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন (তৃতীয় সংশোধিত) প্রকল্প; আশ্রয়ণ-২ (চতুর্থ সংশোধিত) প্রকল্প। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই-প্রথম পর্যায় (প্রথম সংশোধিত) প্রকল্প; পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে বরগুনা জেলার অধীন পোল্ডার ৪৩/১ ও ৪৪টি পুনর্বাসন এবং ঝুঁকিপূর্ণ অংশ পায়রা নদীর ভাঙন হতে প্রতিরক্ষা প্রকল্প এবং কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙনরোধ (প্রথম সংশোধিত) প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের পাটবিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা (তৃতীয় সংশোধিত) প্রকল্প।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

স্টকমার্কেটবিডি.কম/

৩ ট্রিলিয়ন বাজারমূল্যের মাইলফলকে অ্যাপল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি মার্কিন ডলার বাজারমূল্যের অনন্য মাইলফলক স্পর্শ করলো অ্যাপল। গত সোমবার (৩ ডিসেম্বর) আইফোন নির্মাতার শেয়ারের দর তিন শতাংশ বেড়ে ১৮২ দশমিক ৮৮ ডলারে পৌঁছানোর পরপরই অভূতপূর্ব এই মাইলফলকে পা রাখে তারা। আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠান এত বিশাল বাজারমূল্যের মালিক হতে পারেনি।

অ্যাপলের সম্পদ কতটা তার কিছুটা ধারণা পাওয়া যাবে এক সহজ হিসাবে। তিন ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর ফলে অ্যাপলের বাজারমূল্য এখন বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশের মধ্যে ছয়টির জিডিপির (মোট দেশজ উৎপাদন) চেয়েও বেশি। দেশগুলোর নাম- যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, ইতালি, কানাডা এবং দক্ষিণ কোরিয়া।

অ্যাপলের এই উত্থান অবশ্য চলছে কয়েক বছর ধরেই। ২০১৮ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের প্রথম কোম্পানি হিসেবে এক ট্রিলিয়ন বাজারমূল্যের মাইলফলকে পৌঁছায় তারা। এর মাত্র দুই বছর পরে, অর্থাৎ ২০২০ সালের আগস্টে তাদের বাজারমূল্য দুই ট্রিলিয়ন ডলার ছাড়ায়। আর করোনাভাইরাস মহামারির মধ্যে প্রযুক্তি বাজারে সুবাতাস লাগায় পরের ১৭ মাসেই তিন ট্রিলিয়নে পৌঁছে যায় প্রতিষ্ঠানটি।

২০০৭ সালের জানুয়ারিতে অ্যাপলের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী স্টিভ জবস প্রথম আইফোন সামনে আনেন। এরপর থেকে সিলিকন ভ্যালি জায়ান্টের শেয়ারের দর বেড়েছে ৫ হাজার ৮০০ শতাংশ।

অ্যাপলের জন্য তিন ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছানোর প্রতীকী মাহাত্ম্য ব্যাপক। গত বছর ব্যবসার সূচকে অন্য টেক জায়ান্টদের চেয়ে কিছুটা পিছিয়ে পড়েছিল অ্যাপল। ২০২১ সালে মাইক্রোসফট ও টেসলার শেয়ারের দর বেড়েছে ৫০ শতাংশ, গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের ৬৫ শতাংশ এবং চিপনির্মাতা এনভিডিয়ার দর বেড়েছে প্রায় ১২৫ শতাংশ। একই সময়ে অ্যাপলের অর্জন মাত্র ৩৪ শতাংশ।

তবে প্রতিষ্ঠানটির বাজারমূল্যই বলে দিচ্ছে, শেয়ারবাজারে প্রভাব বিস্তারের ক্ষেত্রে সব প্রতিযোগীকে পেছনে ফেলেছে অ্যাপল। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্সের প্রায় সাত শতাংশ এখন অ্যাপলের দখলে।

স্টকমার্কেটবিডি.কম/

রূপালী ব্যাংকের ৯ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ফরিদ উদ্দিনসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

আসামিরা হলেন— রূপালী ব্যাংকের সাবেক এমডি এম ফরিদ উদ্দিন, সাবেক ডিএমডি কাজী মো. নেয়ামত উল্লাহ, রূপালী সদন করপোরেট শাখার সাবেক শাখা প্রধান মো. সিরাজ উদ্দিন, একই শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার মো. কামাল উদ্দিন, ব্যাংকের শিল্পঋণ বিভাগের সাবেক ডিজিএম সৈয়দ আবুল মনসুর, একই বিভাগের এজিএম মনোরঞ্জন দাস, শিল্পঋণ বিভাগের সাবেক প্রিন্সিপাল অফিসার (বর্তমানে স্থানীয় কার্যালয়ের এজিএম) আবু নাছের মো. রিয়াজুল হক, এইচআর স্পিনিং মিলের এমডি মো. হাবিবুর রহমান, চেয়ারম্যান শাহিন রহমান ও পরিচালক মো. মাসুদুর রহমান।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।

মামলায় তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম।

জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির এবং অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে রেলওয়ের ১১৭ শতাংশ জমি দলিলের মাধ্যমে রূপালী ব্যাংকে বন্ধক রেখেছেন। এর মাধ্যমে ব্যাংকের মেয়াদি প্রকল্প ঋণের বিপরীতে বন্ধক রেখে মোট ১৬১ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ২৪৫ টাকা আত্মসাতের চেষ্টা করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/

চলতি বছরই চালু হবে মেট্রোরেল-পদ্মা সেতু-কর্ণফুলী টানেল

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারের অগ্রাধিকার ভিত্তিক ১০টি মেগা প্রকল্পের মধ্যে চলতি বছরেই পদ্মা সেতু, মেট্রোরেল (এমআরটি-৬) এবং কর্ণফুলী টানেল চলাচলের জন্য উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসব মেগা প্রকল্প চালু হলে এগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্যাপক অবদান রাখবে এবং এসব প্রকল্প চালুর ফলে দুই থেকে আড়াই শতাংশ প্রবৃদ্ধি বাড়বে বলেও আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।

তিনটি মেগা প্রকল্প চালুর বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, পদ্মা সেতু ২০২২ সালের জুনে, কর্ণফুলী টানেল একই বছরের অক্টোবরে এবং ডিসেম্বরে মেট্রোরেল (এমআরটি-৬) চালু হবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু পদ্মা সেতু চালু হলে ১ দশমিক ২ শতাংশ অতিরিক্ত প্রবৃদ্ধি বাড়বে। মেট্রোরেল নিয়ে এখনো প্রবৃদ্ধির প্রক্ষেপণ করা হয়নি। এটা চালু হলে পণ্য পরিবহন বাড়বে। সব মিলিয়ে প্রবৃদ্ধিও বাড়বে।

শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্টকমার্কেটবিডি.কম/

স্মার্টফোন-ট্যাব মেলা শুরু বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সুদীর্ঘ অপেক্ষার পর আবারও শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব মেলা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) থেকে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হবে। আগামী ৬ থেকে ৮ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। সব সময়ের মতো এবারও দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে এ মেলায়।

এ মেলায় SAMSUNG এর থাকছে মেগা প্যাভিলিয়ন (আয়োজনে এক্সেল টেলিকম) এবং দর্শকরা এতে প্রবেশ করতে পারবেন বিনামূল্যে। মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড় এবং সাধারণ দর্শকদের জন্য রয়েছে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় ও আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও থাকছে S21FE মডেলের Prebooking সুবিধা।

সপরিবারে যেতে পারেন স্মার্টফোন ও ট্যাব মেলায় এবং উপভোগ করুন নির্ধারিত পণ্যে অভাবনীয় ছাড় ও আকর্ষণীয় পুরস্কার। সেই সঙ্গে আপনাদের জন্য বিশেষ আয়োজন হিসেবে থাকছে 5G Experience Zone।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে শীর্ষে বেক্সিমকো; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১০৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬৮ কোটি ৯২ লাখ টাকার।

৪৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এ্যাক্টিভ ফাইনের ৩৬ কোটি ৬৬ লাখ, লাভেলো আইসক্রিমের ২৯ কোটি ৮৫ লাখ, জেনেক্স ইনফোসিসের ২৮ কোটি ৪৬ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানির ২৮ কোটি ১ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ডের ২৫ কোটি ৫১ লাখ, ওরিয়ন ফার্মার ২৩ কোটি ৩৩ লাখ ও জিএসপি ফাইন্যান্স লিমিটেডের ২২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইসলামী ব্যাংক ২০ লাখ মি. ফান্ড বিক্রি করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান সিএপিএম ইসলামী ব্যাংক মি. ফান্ডের একটি করপোরেট পরিচালক ফান্ডটির ২০ লাখ ইউনিট বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ নামে এই পরিচালক ফান্ডটির ২০ লাখ ইউনিট বিক্রয় করবে। ব্যাংকটির হাতে মোট ফান্ডটি ৪ কোটি ৭৫ লাখের বেশি ইউনিট রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় সম্পন্ন করবে।

স্টকমার্কেটবিডি.কম/এ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. ফরচুন সুজ
  4. এ্যাক্টিভ ফাইন
  5. লাভেলো আইসক্রিম
  6. জেনেক্স ইনফোসিস
  7. পাওয়ার গ্রিড কোম্পানি
  8. সোনালী পেপার এন্ড বোর্ড
  9. ওরিয়ন ফার্মা
  10. জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্রাবস্থা লক্ষ্য করা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৮৯২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫৭১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৮২ কোটি ১৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৩১৪ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮০টির, আর দর অপরিবর্তিত আছে ৩১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, এ্যাক্টিভ ফাইন, লাভেলো আইসক্রিম, জেনেক্স ইনফোসিস, পাওয়ার গ্রিড কোম্পানি, সোনালী পেপার এন্ড বোর্ড ও জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ১৫৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১২৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও রংপুর ডেইরি ফুডস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/