ডিসেম্বর মাসে রেকর্ড মূল্যস্ফীতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে মূল্যস্ফীতি ছয় শতাংশ ছাড়িয়ে গেছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ২০২১ সালের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ২৯ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বৃহস্পতিবার হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে, তাতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। অর্থাৎ ২০২০ সালের ডিসেম্বর মাসে দেশের মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিল গত মাসে সেই সেবা বা পণ্য কিনতে ১০৬ টাকা ০৫ পয়সা দিতে হয়েছে।

চলতি ২০২১-২২ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৩০ শতাংশের মধ্যে বেধেঁ রাখার লক্ষ্য নিয়েছে সরকার। আগের অর্থবছরে ৫ শতাংশে বেঁধে রাখার লক্ষ্য ছিল সেটাও অর্জিত হয়নি। বিবিএসের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯৮ শতাংশ; অক্টোবরে ছিল ৫ দশমিক ৭০ শতাংশ।

২০২১ সালের ১২ মাসের মূল্যস্ফীতির গড় দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৪ শতাংশ, যার আগের বছর ছিল ৫ দশমিক ৬৯ শতাংশ। গড় মূল্যস্ফীতির আগের বছরের চেয়ে কম থাকলেও সরকারের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না নিয়ে সংশয় প্রকাশ করার সুযোগ আছে।

গত বছর অগাস্ট থেকে মূল্যস্ফীতির পারদ চড়ছে। সে মাসের মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৩৬ শতাংশ। ক্রমেই তা বেড়ে ৬ শতাংশ ছাড়াল। ডিসেম্বর মাসে খাদ্য উপখাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ। আগের বছরের ডিসেম্বর মাসে এই হার ছিল ৫ দশমিক ৩৪ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেশি বেড়ে ৭ শতাংশে ওঠেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৫ দশমিক ২১ শতাংশ।

বিবিএসসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে গ্রামেও সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ২৭ শতাংশ হয়েছে, যা আগের বছরের এই মাসে ছিল ৫ দশমিক ২৮ শতাংশ। এ মাসে গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ, যা আগের বছরের ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৬০ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ব্যাপক বেড়েছে। আগের বছরের ডিসেম্বরের ৪ দশমিক ৬৭ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ৯৪ শতাংশে ওঠেছে।

অপরদিকে শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৬৬ শতাংশ হয়েছে। আগের বছর একই সময়ে ছিল ৫ দশমিক ৩১ শতাংশ। পয়েন্ট টু পয়েন্ট হিসাবে গেল ডিসেম্বরে শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ৪ দশমিক ৪১ শতাংশ হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ দশমিক ৭৭ শতাংশ। আর শহরে এ সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৭ দশমিক ০৭ শতাংশে উন্নীত হয়েছে। আগের বছর একই সময়ে যা ছিল ৫ দশমিক ৯৩ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ভোজ্যতেলের দাম আপাতত না বাড়ানো সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোজ্যতেলের দাম আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুরে ভোজ্যতেল ব্যবসায়ী, মূল্য নির্ধারণ সংক্রান্ত বিশেষজ্ঞ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে এ সভা হয়।

বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের বলেন, আগামী মঙ্গলবার দুটি পরিশোধন কারখানা পরিদর্শন করা হবে। এরপর দাম নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৬০ টাকা। দাম বাড়িয়ে তা ১৬৮ টাকা করতে চান ব্যবসায়ীরা। কিন্তু ব্যবসায়ীদের এই দাবির সপক্ষে বৈঠক থেকে সমর্থন দেওয়া হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/আহ

বেক্সিমকো সিনথেটিকস তালিকাচ্যুতির অনুমোদন পেল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের শেয়ারবাজার থেকে এক্সিট বা বেরিয়ে যাওয়ার জন্য করা বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের আবেদনে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, শেয়ারবাজার থেকে বেরিয়ে যাওয়ার জন্য গত বছরের শেষের দিকে বিএসইসির কাছে আবেদন করে বেক্সিমকো সিনথেটিকস। এজন্য কোম্পানিটি সাধারণ শেয়ারধারীদের হাতে থাকা সব শেয়ার কিনে নেয়ার ঘোষণা দেয়। কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারীদের বর্তমানে ৫ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৬২৩টি শেয়ার রয়েছে। এসব শেয়ার কিনে নেয়ার মাধ্যমে বাজার থেকে কোম্পানিটি বেরিয়ে যাবে।

শেয়ারবাজার থেকে স্বেচ্ছায় তালিকাভুক্তি প্রত্যাহারের জন্য ২০২০ সালেও বিএসইসির কাছে আবেদন করেছিল ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি। কিন্তু তালিকাচ্যুতির সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় এত দিন প্রক্রিয়াটি আটকে ছিল।

স্টকমার্কেটবিডি.কম/

‘টিকার সনদ ছাড়া শপিংমলে প্রবেশ করা যাবে না’

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা ভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলে প্রবেশ করা যাবে না। একই সঙ্গে ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওমিক্রন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। গত ৩ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে (মূলত ছিলেন প্রধান অতিথি) একটি সভা হয়েছে। সেখানে যেই বিষয়টি পয়েন্ট আউট করা হয়েছে, সেটা হলো ভ্যাকসিনটা আরও জোরদার করতে হবে। বুস্টারটা আরও কীভাবে কমফোর্ট্যাবল ও বিস্তৃত করা যায় সেটা দেখতে হবে।’

তিনি বলেন, ‘ওমিক্রমের বিষয়ে বলা হয়েছে, আমরা এখন থেকে রেস্টুরেন্ট, শপিংমল, প্লেন, ট্রেন ও লঞ্চে যারা উঠবে তাদের একটা টাইম দিয়ে, ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া কেউ যাতে না ওঠে। সেরকম একটা চিন্তা-ভাবনার দিকে যেতে হবে।’

‘(রেস্টুরেন্ট, শপিংমলে প্রবেশ এবং প্লেন, ট্রেন ও লঞ্চে ওঠা) ওঠার ক্ষেত্রে ডাবল ভ্যাকসিনেশনের একটা ইমপোজিশন (টিকার দুই ডোজ নেওয়ার বাধ্যবাধকতা আরোপ) আসতেছে।’

স্টকমার্কেটবিডি.কম/

শান্তা আমানাহ শরীয়াহ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শান্তা আমানাহ শরীয়াহ ফান্ড লিমিটেড ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড ব্যবস্থাপক সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে ফান্ডটির ট্রাষ্টি বোর্ড।

এ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১.৩৩ টাকা। আর ফান্ডের সম্পদ মূল্য গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়ে ৪৭ কোটি টাকা দাঁড়িয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “গত অর্থবছরে শেয়ারবাজার খুব একটা ভালো না থাকার কারণে ফান্ড পরিচালনায় অনেক প্রতিকুলতার সম্মুখীন হয়েছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি বিনিয়োগকারীদের অন্যান্য বিনিয়োগ মাধ্যম থেকে ভালো রিটার্ন দেয়ার। আমি মনে করি উল্লেখিত সময়ে শেয়ারবাজারের পারফর্মেন্স পর্যালোচনা করলে রিটার্ন বিনিয়োগকারীদের আশা পূরন করবে।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১১৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১১২ কোটি ১২ লাখ টাকার।

৭৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পাওয়ার গ্রিড কোম্পানির ৬৯ কোটি ৯২ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৪৪ কোটি ৪১ লাখ, ফরচুন সুজের ৪০ কোটি ৭১ লাখ, ওয়ান ব্যাংকের ৩৭ কোটি ৬৩ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৩৫ কোটি ৭১ লাখ, লাভেলো আইসক্রিমের ৩১ কোটি ৬৩ লাখ ও এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের ২৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  2. বেক্সিমকো লিমিটেড
  3. বাংলাদেশ শিপিং করপোরেশন
  4. পাওয়ার গ্রিড কোম্পানি
  5. লাফার্জ হোলসিম বিডি
  6. ফরচুন সুজ
  7. ওয়ান ব্যাংক
  8. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  9. লাভেলো আইসক্রিম
  10. এ্যাক্টিভ ফাইন লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৯৮৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬০৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৮৩ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪১৪ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৯টির, আর দর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, পাওয়ার গ্রিড কোম্পানি, লাফার্জ হোলসিম বিডি, ফরচুন সুজ, ওয়ান ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, লাভেলো আইসক্রিম ও এ্যাক্টিভ ফাইন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬৮.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৯৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ২৯ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও ওয়ান ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ইভ্যালির লেনদেনের তথ্য দিতে বিকাশ-নগদকে নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের ব্যাংক হিসাবে ২৮ লাখ টাকার উৎস সংক্রান্ত তথ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) সরবরাহ করতে বিকাশ ও নগদের ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সেশন জজ কেএম ইমরুল কায়েশের আদালতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার দাস আর্থিক লেনদেনের তথ্য সরবরাহে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলেন।

তদন্তকারী কর্মকর্তা আবেদনপত্রে উল্লেখ করেন, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটির বাদী এবং ইভ্যালির গ্রাহক মোহাম্মদ আলমগীর হোসেন ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য ২০২০ সালের ১ জানুয়ারি থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিকাশ ও নগদের মাধ্যমে ২৮ লাখ টাকা পরিশোধ করেছেন। কিন্তু আসামিরা পণ্য সরবরাহ করেনি। যে কারণে বিকাশ ও নগদের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য তদন্তের স্বার্থে প্রয়োজন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর রাসেল, তার স্ত্রী ও ইভ্যালির চেয়ারম্যান শামীমা এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বাড্ডা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ১৬ সেপ্টেম্বর র‌্যাব রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাসেল-শামীমা দম্পতির বাড়িতে অভিযান চালায় এবং আটক করে। পরবর্তীতের তাদের গ্রেপ্তার দেখানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তার সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমদানি-রপ্তানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা ৬ মাস বাড়িয়ে চলতি ২০২২ সালের জুন ৩০ পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট সময় বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন দিয়েছে।

এর আগে বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তার সময়সীমা সদ্য বিদায়ী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ ছিল। কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপনের কারণে ৬ মাস সময় বৃদ্ধি হলো।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নীতি সহায়তার অংশ হিসেবে সাপ্লায়ার্স/বায়ার্স ক্রেডিটের আওতায় শিল্পের কাঁচামাল, রপ্তানিখাতের ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে পরিশোধ সময় ১৮০ দিনের পরিবর্তে ২৭০ দিন করা যাবে।

চলতি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালে বিজিএমইএ ও বিটিএমএ এর সদস্যের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণ সীমা ৩০ মিলিয়ন মার্কিন ডলার থাকছে। বর্ধিত সুবিধার ক্ষেত্রে যৌক্তিকতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/