ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি কবির আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বা বাফার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কবির আহমেদ। নবনির্বাচিত পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। আগামী দুই বছর তিনি এ সংগঠনে নেতৃত্ব দেবেন।

নির্বাচনে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন আমিরুল ইসলাম চৌধুরী। দুজন সহসভাপতি হলেন নুরুল আমিন ও খায়রুল আলম সুজন। পরিচালক হিসেবে রয়েছেন ১৫ জন। গতকাল শুক্রবার নির্বাচন পরিচালনা বোর্ড এ ফলাফল প্রকাশ করে।

আমদানি–রপ্তানি পণ্য গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সংগঠন হলো বাফা। বিশেষ করে রপ্তানিকারকদের হাত থেকে ডিপোতে রপ্তানি পণ্য বুঝে নিয়ে বিদেশি ক্রেতাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

এর আগে গত ৩০ ডিসেম্বর সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পরিচালক পদে সম্মিলিত ফোরাম পুরো প্যানেলে জয়লাভ করে। এই প্যানেলের নেতৃত্বে ছিলেন নবনির্বাচিত সভাপতি কবির আহমেদ। অন্যদিকে নির্বাচনে সম্মিলিত পরিষদের ভরাডুবি হয়। পরিষদ একটি পদেও জয়লাভ করতে পারেনি। সম্মিলিত পরিষদে নেতৃত্বে ছিলেন এ বি এম রফিকুজ্জামান। নির্বাচনে হেরে যাওয়ার পর পরাজিত প্যানেল নির্বাচন বোর্ডে আবার গণনা করার দাবি জানায়। নির্বাচন বোর্ড তা নাকচ করে শুক্রবার ফলাফল ঘোষণা করে।

নির্বাচিত ১৫ পরিচালক হলেন নাসির আহমেদ খান, আকতার কামাল চৌধুরী, জাহিদ হোসেন, মো. খোরশেদ আলম, মো. কামরুজ্জামান ইবনে আমিন, মো. আলমগীর হোসেন, এস এম মাহবুবুর রহমান, জান্নাতুল ফেরদাউস আকবর, মাজাহার হোসেন, এ কে এম ফজলুল হক, দোলন বড়ুয়া, কাজী মো. মাহফুজুর রহমান, মোহাম্মদ জহির আহমেদ সরকার, মোহাম্মদ শাহ আলম ও সুমন হাওলাদার।

স্টকমার্কেটবিডি.কম/আহ

চট্টগ্রামে মাসব্যাপী এসএমই বাণিজ্য মেলা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি নারী উদ্যোক্তাদের দ্বারা উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে মাসব্যাপী দ্বিতীয় বাংলাদেশ সিএসএমই বাণিজ্য মেলা ২০২২ শুরু হয়েছে।

বন্দরনগরীর শহীদ শাহজাহান মাঠে শুক্রবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এ মেলার আয়োজন করেছে। মেলায় ছোট-বড় মিলিয়ে মোট ২০০টি স্টল এবং ৬টি প্যাভিলিয়ন থাকবে।

এতে ইরান, ভারত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, মালয়েশিয়া, বাহরাইন, কাতারসহ অন্যান্য দেশের উদ্যোক্তারা পরিদর্শনে আসবেন বলে জানা গেছে।

আজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সিডব্লিউসিসিআই পরিচালক সেলিনা তাহের, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য সাবিহা নাহার বেগম, নারী উদ্যোক্তা লতিফা হক লুচি এবং ক্রীড়া সংগঠক শ্রাবণ নিসা বেগমকে প্রীতিলতা ওয়াদ্দেদার পুরস্কার দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহ

আবারো বেড়েছে চাল-ডালের দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগে থেকেই বাড়তি দরে বিক্রি হওয়া চাল ও মসুর ডালের দাম আরেক দফা বেড়েছে। এই দুঃসংবাদের মধ্যে চোখ রাঙাচ্ছে ভোজ্যতেল। সদ্য বিদায়ী বছরে এই নিত্যপণ্যটির দাম কয়েকবার বাড়ার পর আরেক দফা বাড়ানোর আলোচনা চলছে। ব্রয়লার মুরগি, আটাসহ আরও কয়েকটি পণ্যের দামও বাড়তি দরে বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত টিকে থাকার লড়াই করতে হচ্ছে তাদের।

গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ও তেজগাঁওয়ের কলোনিবাজারসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহের ব্যবধানে চালের কেজিতে তিন থেকে পাঁচ টাকা দাম বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা প্রতি কেজি নাজিরশাইল চাল বিক্রি করছেন ৬৫ থেকে ৭৫ টাকায়। আট-দশ দিন আগেও এটা বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকায়। মিনিকেট চালের কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা। এটা এত দিন পাওয়া যেত ৫৬ থেকে ৬০ টাকায়। এ ছাড়া স্বর্ণা ও বিআর-২৮ জাতীয় চালের (মোট চাল) দামও বেড়েছে তিন থেকে চার টাকা পর্যন্ত। এই মানের চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা কেজি দরে। যদিও চাহিদার শীর্ষে থাকা এই চাল এত দিন কেনা যেত ৪৫ থেকে ৪৮ টাকায়।

কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী জালাল আহমেদ জানান, বৈশাখ মাসের দিকে ইরি ধান উঠেছিল। তখন চালের দাম কমার কথা থাকলেও তা আশানুরূপ হয়নি। এখন আমন ধানের মৌসুম চলেছে। তবু দাম বাড়ছে। আমদানি বন্ধ থাকাও চালের দাম বাড়ার একটা কারণ হতে পারে বলে মনে করেন তিনি।

দুই-তিন মাস আগে ২০ টাকা বেড়েছিল মসুর ডালের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে আরও ১০ টাকা বেড়েছে এই পণ্যটির দাম। আমদানি করা মসুর ডালের কেজি এত দিন ৮৫ থেকে ৯০ টাকায় পাওয়া গেলেও এখন বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। আর দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকা। এটা এত দিন বিক্রি হয়েছে ১০০ থেকে ১০৫ টাকায়। বড় ব্যবসায়ীরা আমদানি করা ডালের দাম বাড়ানোর কারণে দেশি ডালের দাম বেড়েছে বলে জানিয়েছেন কয়েকজন খুচরা বিক্রেতা।

স্টকমার্কেটবিডি.কম/আহ

মালিকেরা চালের মূল্যবৃদ্ধির জন্য দায়ী নন দাবি মিলমালিকদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চালের দাম বাড়ার সঙ্গে মিলমালিকেরা আদৌ দায়ী নন বলে দাবি করেছেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলমালিক সমিতির সভাপতি আবদুর রশিদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এমন দাবি করেন।

বিকেল সাড়ে চারটায় জেলার চালকলমালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সভাপতিত্ব করেন।

সভার শুরুতে জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম তাহসিনুল হক জানান, গত এক মাসের ব্যবধানে কুষ্টিয়ার অন্যতম চালের মোকাম খাজানগরের মিলগেটে সব ধরনের চালের দাম কেজিপ্রতি গড়ে দুই টাকা করে বেড়েছে। সামনে দাম আরও বাড়লে চাল সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যেতে পারে।

খাজানগর এলাকার দেশ অ্যাগ্রো গ্রুপের মালিক আবদুল খালেক বলেন, ঘটনা সত্য, দাম বেড়েছে। কারা ইচ্ছে করলে বাজার বাড়াতে পারে আর কারা পারে না, সেটা খুঁজে বের করতে হবে।

চালের দাম বাড়ার কারণ হিসেবে চালকলমালিকেরা তিনটি কারণ উল্লেখ করেন—এক. দেশের যেসব বড় গ্রুপ অব কোম্পানি চাল উৎপাদন করছে, তারা দ্রুত সময়ে ধান কিনে মজুত করে ফেলে। দুই. তেলের দাম বেড়েছে। তিন. ধানের দাম বাড়তি ও ভারতে চালের দামও বেড়েছে।

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলমালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কুষ্টিয়া খাজানগর এলাকার সবচেয়ে বড় রাইচমিলের মালিক আবদুর রশিদ বলেন, ‘আমরা ধান কিনে চাল উৎপাদন করি। অতিরিক্ত মুনাফা করলে আমরা দায়ী। আমরা কখনোই অধিক হারে চালের দাম বাড়াই না। চালের দাম বাড়ানোর সঙ্গে আদৌ মিলাররা (চালকলমালিক) জড়িত নন। এমন অভিযোগের ভিত্তি নেই।

স্টকমার্কেটবিডি.কম/আহ

এ কে এম হাবিবুর রহমান বিএসসিসিএলের নতুন এমডি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি)

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অতিরিক্ত সচিব এ কে এম হাবিবুর রহমানকে গত ৫ জানুয়ারি বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। যোগদানের পুর্বে তিনি বিটিসিএল-এ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (পিএন্ডডি) হিসেবে কর্মরত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৮৮ সালে ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণি পেয়ে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ২২তম ব্যাচে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে এমবিএ ডিগ্রী অর্জন করেন।

১৯৯১ সালে বিসিএস ৯ম ব্যাচে টেলিযোগাযোগ ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে বিটিটিবিতে যোগদান করেন। পিএটিসি-তে অনুষ্ঠিত বিসিএস ক্যাডারের ৯ম বুনিয়াদি প্রশিক্ষণে ১০টি ক্যাডারের মধ্যে প্রথম স্থান অধিকার করে ‘রেকটর মেডেল’ প্রাপ্ত হন।

২০১৩ সালে সরকারি চাকুরি থেকে লিয়েন নিয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পে কন্সালটেন্ট হিসাবে ২০১৮ সাল পর্যন্ত কাজ করে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।

তিনি ইনষ্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, আইবিএ এলামনাই এসোসিয়েশন, বুয়েট ৮৮ ক্লাব, অফিসার্স ক্লাব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য।

কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, ইতালি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে প্রশিক্ষণ গ্রহণ ও সেমিনার/ কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।

তিনি এক কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী বাংলাদেশ সরকারের একজন অতিরিক্ত সচিব, বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কর্মরত আছেন।

স্টকমার্কেটবিডি.কম/এস

পিই রেশিও চার শতাংশের বেশি কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) চার শতাংশের বেশি কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৭.৫৮ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৬.৮১ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৭৭ পয়েন্ট বা ৪.৩৮ শতাংশ কমেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১১.৫২ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২৭.৬৫ পয়েন্টে, বস্ত্র খাতের ৩৫.৫৩ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৭.৭৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৫.১০ পয়েন্টে, বীমা খাতের ২৩.৫৬ পয়েন্টে, বিবিধ খাতের ১২.৪২ পয়েন্টে, খাদ্য খাতের ৬৭.৪১ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.৮২ শতাংশ, চামড়া খাতের ৪৬.১২ পয়েন্টে, সিমেন্ট খাতের ৫৯.৫৭ পয়েন্টে, আর্থিক খাতের ১৪৬.৪৭ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩২১.২৪ পয়েন্টে, পেপার খাতের ৫২.৮৯ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১২.৭৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৩.১৮ পয়েন্টে, সিরামিক খাতের ১০৮.৩৮ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৩৫.০৭ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/

বিদেশি মুদ্রায় কেনা ডিজিটাল পণ্য বিক্রি করা যাবে না ই-কর্মাসে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদেশি মুদ্রায় কেনা ইলেকট্রনিক্স পণ্য এখন থেকে দেশীয় ই-কর্মাসে বিক্রি করা যাবে না। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

সাম্প্রতিককালে বিদেশ থেকে ডিজিটাল আইটেম দেশে বিক্রি করছে দেশীয় ই-কর্মাস সাইটগুলো। এতে বিদেশে অর্থ চলে যাওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এবিষয়ে একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার ব্যাংক ও প্রিন্সিপাল অফিসে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, বিদেশি মুদ্রায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের নামে কেনা ডিজিটাল ডিভাইস দেশীয় ই-কর্মাসে বাংলাদেশি টাকায় বিক্রি করা যাবে না। দেশের ই-কর্মাস ব্যবসায়ীদের এসব পণ্য বিক্রির জন্য প্রদর্শন করার আগে তাদের অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন যথাযথ ভাবে পর্যবেক্ষণ করার জন্য এসিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশানাটি সর্তকতার সঙ্গে মেনে চলার পরামর্শ দেওয়া হলো।

সার্কুলারে আরও বলা হয়েছে, সাম্প্রতিকালে দেখা যাচ্ছে দেশীয় মূদ্রায় বিক্রির জন্য এসব পণ্য ই-কর্মাস সাইটে প্রদর্শন করা হচ্ছে। যা বৈদেশিক বিনিময়নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিদেশ থেকে লেনদেনের মাধ্যমে রেমিটেন্স সংগ্রহের পরিবর্তে অর্থ বিদেশে পাঠানো হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৯৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৪২ কোটি ৮৭ লাখ টাকার।

২৭৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পাওয়ার গ্রিডের ২০৭ কোটি ৮১ লাখ, ওয়ান ব্যাংকের ৮৭ কোটি ৮ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৯৫ কোটি ৬৮ লাখ, জিএসপি ফাইন্যান্সের ১১৩ কোটি ৮৪ লাখ, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের ১১২ কোটি ৬১ লাখ, তাওফিকা ফুডসের ১০৬ কোটি ৫৯ লাখ ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ১০৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ দিনে ডিএসইতে মূলধন বেড়েছে ১৬ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ১৬ হাজার কোটি টাকা বেড়েছে। এসময় সেখানে লেনদেন ও সবগুলো সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৪ হাজার ১৬০ কোটি ৫০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫৫.৯৫ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১২৯৭ কোটি ৬৩ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৩২ কোটি ১০ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৫৫.৯৫ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭০.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৬০৩ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৪৩.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৭২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮৬টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ার ও ইউনিটের দর। আর ৫টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪২ হাজার ১৯৬ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৫৮ হাজার ৩১ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ১৫,৮৩৫ কোটি টাকা বা ২.৯২ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস