আবেদন প্রতি বিডি থাইয়ের ২৬টি আইপিও শেয়ার বরাদ্দ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আইপিও ফলাফল প্রকাশিত হয়েছে।

আইপিও’র বিস্তারিত ফলাফল দেখতে নিম্নে ক্লিক করুন:

বিডি থাই ফুডের আইপিও ফলাফলের বিস্তারিত:

প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারীরা ২৬টি থেকে ২৭টি শেয়ার বরাদ্দ পেয়েছেন। অন্যদিকে প্রবাসী বিনিয়োগকারীরা পেয়েছেন ২১ থেকে ২২টি শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এস

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ‘এন’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। আগামীকাল ১৩ জানুয়ারিচ থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি কোম্পানিটি নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/

বিবিএস ক্যাবলসের শেয়ার বিক্রি করবে বিবিএস

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড নামে কোম্পানিটির এ করপোরেট পরিচালক ১১ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। এদের হাতে মোট ২ কোটি ৮৪ লাখ ৪ হাজার ৫০০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

লেনদেনের শীর্ষে ফরচুন সুজ; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১০১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৯৮ কোটি ১৯ লাখ টাকার।

৯৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- পাওয়ার গ্রিড কোম্পানির ৭৭ কোটি ৮৬ লাখ, আরএকে সিরামিকসের ৬৮ কোটি ২৭ লাখ, তিতাস গ্যাসের ৫৬ কোটি ৪৬ লাখ, রবি আজিয়াটার ৫৩ কোটি ৩১ লাখ, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্সের ৪১ কোটি ৪১ লাখ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৩৯ কোটি ৯৬ লাখ ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৩১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইরান থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে চীন : ব্লুমবার্গ

স্টকমার্কেটবিডি ডেস্ক:

ইরান থেকে চীন ২০২১ সালে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে। ২০১৮ সালের পর এটি ছিল ইরান থেকে চীনের সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করার রেকর্ড। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এই খবর দিয়েছে।

২০২১ সালে ইরান ও ভেনিজুয়েলা থেকে চীন ৩২ কোটি ৪০ লাখ ব্যারেল তেল কিনেছে। ২০১৮ সালে এ পরিমাণ ছিল ৩৫ কোটি ২০ লাখ ব্যারেল।

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন এবং ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। সে সময়ে তিনি বলেছিলেন, ইরানের তেল বিক্রির পরিমাণ শূন্যতে নামিয়ে আনার জন্য তিনি সমস্ত রকমের ব্যবস্থা নেবেন। কিন্তু তার সে প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ধীরে ধীরে ইরান আন্তর্জাতিক বাজারে আবার তেল বিক্রি বাড়াতে সক্ষম হয়। শুধু তাই নয় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান ভেনিজুয়েলায় এবং লেবাননে জাহাজ ভর্তি তেল পাঠায়।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ইস্যু নিয়ে সংলাপ চলছে। আশা করা হচ্ছে- দুই পক্ষের মধ্যে সেখানে চুক্তি হবে এবং এরপর ইরান আন্তর্জাতিক বাজারে আগের মত তেল রপ্তানি করতে পারবে। এদিকে, গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভেনিজুয়েলার সঙ্গে ইরানের আরো নতুন তেল চুক্তির সম্ভাবনা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

আমাদের অর্থনীতির সামগ্রিক অবস্থা ভাল: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‌‌‘পৃথিবীর অন্য দেশের মতো মধ্য আয়ের ফাঁদে পড়বে না বাংলাদেশ। আমাদের সে সুযোগ নেই। আমাদের অর্থনীতির সামগ্রিক অবস্থা ভাল। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৪১ অনুযায়ী আমরা সব কাজ করে যাচ্ছি।’

অর্থমন্ত্রী আজ বুধবার ক্রয় সংক্রান্ত কমিটির ভার্চুয়াল সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

ডলারের দাম ৮৬ টাকায় উঠেছে। কার্ব মার্কেটে প্রতি ডলার ৯০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ডলারের দাম আর বাড়ার সম্ভাবনা নেই। রপ্তানি ও আমদানি বেড়ে যাওয়ায় সম্প্রতি ডলারের দাম বেড়েছে। আমাদের ফিসকাল পলিসি ও মুদ্রানীতিতে এজন্য কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে ডলারের দাম আর বাড়ার সম্ভাবনা নেই।’

প্রতি লিটার ডিজেলে সরকার প্রায় ১৫ টাকা লাভ করছে। বিশ্ববাজারে দাম আরও কমতির দিকে। সরকার তেলের দাম কমাবে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রয়োজন হলে জ্বালানি তেলের দাম কমাতে সরকার উদ্যোগ নেবে। আমি আশা করবো, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়ে উদ্যোগ নেবে।’

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

মোজাফফর হোসেন স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ১৮ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ফরচুন সুজ
  2. বেক্সিমকো লিমিটেড
  3. বাংলাদেশ শিপিং করপোরেশন
  4. পাওয়ার গ্রিড কোম্পানি
  5. আরএকে সিরামিকস
  6. তিতাস গ্যাস
  7. রবি আজিয়াটা
  8. ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স
  9. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  10. বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৯৯৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৯৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬০৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৬৪ কোটি ১৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৯৭৬ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৩টির, আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, পাওয়ার গ্রিড কোম্পানি, আরএকে সিরামিকস, তিতাস গ্যাস, রবি আজিয়াটা, ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬৯.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪৯৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৯৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭২ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৬২ কোটি ৭০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

বসুন্ধরা পেপার মিলসের দর বৃদ্ধির তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২ জানুয়ারি এই শেয়ারের দর ছিল ৪৩.৭০ টাকা এবং গতকাল ১১ জানুয়ারি এ শেয়ারের দর সর্বশেষ বেড়ে দাঁড়ায় ৬৮ টাকার উপরে।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি