গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিষয়ে আমি জানি না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমাদের সরকার জনগণের সরকার। এ দেশের সব মানুষকে নিয়েই আমাদের চলাচল। আমি মনে করি, কখনো এই চলার পথ বিঘ্নিত হবে না। আমরা ইনশা আল্লাহ সবাইকে নিয়েই এগিয়ে যাব।’

করোনার এই সময়ে গ্যাস, সার, বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ রবিবার সাংবাদিকদের এসব কথা বলেন।

ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘আমার এখান থেকে এগুলোর মূল্যবৃদ্ধির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি জানি না। যখন জানব, তখন ব্যবস্থা নেব এবং আমার যা করণীয় তাই করব।’

এফবিসিসিআইয়ের এক অনুষ্ঠানে ব্যবসায়ীরা প্রণোদনা ঠিকমতো পাননি বলে অভিযোগ করেছেন, এ বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, যেসব প্রণোদনা দেওয়া হয়েছে, এগুলো যাঁদের জন্য, তাঁরা অবশ্যই পাবেন। দেরি হয়ে থাকলেও এগুলো বাতিল হয়ে যাবে না। বাতিলের কোনো ব্যবস্থা নেই।

তবে যে শর্তসাপেক্ষে প্রণোদনা দেওয়া হয়েছে, সেগুলো পূরণ করলেই তাঁরা তা পাবেন বলে জানান অর্থমন্ত্রী। বলেন, ‘আমি মনে করি, এখানে ভুল–বোঝাবুঝি আছে। আমি আবারও বলব, যদি এমন কোনো অভিযোগ থাকে, তাহলে এগুলো আমাকে দিতে পারেন। তখন আপনাদের ভালোভাবে জবাবও দিতে পারব।’

স্টকমার্কেটবিডি.কম/জেড

কিউকমের ২০ গ্রাহক আটকে থাকা অর্থ ফেরত পাবেন আগামীকাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের যেসব ক্রেতা আগাম টাকা পরিশোধ করে পণ্য পাননি, তাদের পাওনা অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া শুরু হচেছ। প্রথম ধাপে আগামীকাল সোমবার ২০ জন গ্রাহক তাদের টাকা ফেরত পাচেছন। আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, আগামীকাল সোমবার ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল কমার্স সেলের টেকনিক্যাল কমিটির দ্বিতীয় সভা শেষে গ্রাহকের আটকে থাকা টাকা আনুষ্ঠানিকভাবে হস্থান্তর করা হবে। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টাকা হস্তান্তর করবেন।

মন্ত্রণালয় সুত্রে জানাযায়, টাকা নিয়ে পণ্য দেয়নি, টাকাও ফেরত দেয়নি, এমন ৬ হাজার ৭২১টি লেনদেনের তালিকা তৈরি করেছে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম লিমিটেড ও তাদের পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান ফস্টার করপোরেশন লিমিটেড। এসব লেনদেনের বিপরীতে ৫৯ কোটি ৫ লাখ টাকা জড়িত। এসব টাকা পর্যায় ক্রমে ফেরত দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সিলভা ফার্মার বোর্ড সভা ২৭ জানুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সিলভা ফার্মাসিটিউক্যালস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

মামুন এগ্রোর কিউআইওতে আবেদন শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে মামুন এগ্রো প্রোডাক্টসের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন আজ রবিবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছ। কিউআইও’র এ আবেদন গ্রহণ চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের ২৮ অক্টোবর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৯৭তম সভায় মামুন এগ্রো প্রোডাক্টসের কিউআইও’র অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ১ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে বিল্ডিং ও সিভিল নির্মাণ, চলতি মূলধন ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানির ৩১ মার্চ ২০২১ সমাপ্ত ৯ মাসের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৮ টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.২৫ টাকায়।

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে বিএমএসএল ইনভেস্টমেন্ট এবং উত্তরা ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ইউনিয়ন ব্যাংকের আইপিও’র শেয়ার বিওতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ইউনিয়ন ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের প্রাপ্ত শেয়ার তাদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৩ জানুয়ারি) সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার কোম্পানির আইপিওতে আবেদনকারীদের বিও হিসাবে ওই শেয়ার প্রেরণ করা হয়েছে। এর আগে ১৬ জানুয়ারি প্রো-রাটার ভিত্তিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

ইউনিয়ন ব্যাংকের আইপিও প্রতি ১০ হাজার টাকার আবেদনের বিপরীতে বাংলাদেশি বিনিয়োগকারীরা ৭৯২টি শেয়ার এবং প্রবাসী বিনিয়োগকারীরা ৫৩৭টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে। আর কোম্পানিতে ৪২৮ কোটি টাকার বিপরীতে ৩.৬২ গুণ বেশি আবেদন জমা পড়েছে। গত ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঋণ পরিশোধের সময় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী জুন মাস পর্যন্ত ঋণ পরিশোধের সময় বাড়ানোর দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ীরা। দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক কার্যক্রম এখনো সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি—এই দাবি করে ব্যবসায়ীরা ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর সুযোগ চেয়েছেন। অর্থাৎ ওই সময়ের মধ্যে (জুন ২০২২) ঋণ পরিশোধ না করলেও যাতে ব্যাংক তাঁদের খেলাপি না করে, সেই সুবিধা চেয়েছেন ব্যবসায়ীরা।

গতকাল শনিবার দেশের সব জেলা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার ও উইমেন চেম্বারের সভাপতিদের সঙ্গে এক মতবিনিময় সভা করে এফবিসিসিআই। সেখানে বিভিন্ন জেলার ব্যবসায়ী নেতাদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছে এফবিসিসিআই। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের উদ্দেশে পাঠানো এক চিঠিতে একই অনুরোধ জানায় এফবিসিসিআই।

এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের উৎপাদন ও সরবরাহব্যবস্থায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এর মধ্যে সরকার নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপসহ অর্ধেক জনবল নিয়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা শুরু করছে। এ ছাড়া ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে নতুন বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম ও পরিবহন খরচ বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের পক্ষে ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা কোনোভাবেই সম্ভব হবে না।

চিঠিতে আরও বলা হয়েছে, ঋণ শ্রেণীকরণ সুবিধার মেয়াদ বৃদ্ধি করা না হলে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান অনিচ্ছাকৃত খেলাপি গ্রাহকে পরিণত হবে। এর ফলে ব্যাংকিং খাতসহ পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে বিনা শর্তে ঋণ বিরূপ মানে শ্রেণীকরণ প্রক্রিয়া আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এফবিসিসিআইও তাঁদের দাবির প্রতি সহমত পোষণ করেছে। বাংলাদেশ ব্যাংক বিদ্যমান পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে সক্রিয় সহযোগিতা নিয়ে এগিয়ে আসবে বলে চিঠিতে আশা প্রকাশ করেন তিনি

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

এসকে ট্রিমসের বোর্ড সভা ২৭ জানুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর উত্তরায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/

জাহিন স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জাহিন স্পিনি মিলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ২৭ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দিনশেষে শীর্ষে বেক্সিমকো ; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৫৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬৪ কোটি ২৯ লাখ টাকার।

৫৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়া ইন্স্যুরেন্সের ৩৭ কোটি ১৭ লাখ, এপেক্স ফুটওয়্যারের ৩৬ কোটি ১৪ লাখ, সোনালী পেপার মিলসের ৩৫ কোটি ১৩ লাখ, সাইফ পাওয়ারটেকের ৩৪ কোটি ১৭ লাখ , ফরচুন সুজের ৩৩ কোটি ৮৪ লাখ, বিএটিবিসিের ৩২ কোটি ৩৩ লাখ ও লিন্ডে বিডি লিমিটেডের ২৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. পাওয়ার গ্রিড কোম্পানি
  4. এশিয়া ইন্স্যুরেন্স
  5. এপেক্স ফুটওয়্যার
  6. সোনালী পেপার মিলস
  7. সাইফ পাওয়ারটেক
  8. ফরচুন সুজ
  9. বিএটিবিসি
  10. লিন্ডে বিডি লিমিটেড।