২১ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল সাজগোজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রসাধন ও সৌন্দর্যচর্চাভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম সাজগোজ ডটকম ২১ কোটি টাকার বিদেশি বিনিয়োগ পেয়েছে। এর মধ্যে ভারতের সেকোয়া ক্যাপিটাল ১৭ কোটির বেশি (২ মিলিয়ন মার্কিন ডলার) টাকা বিনিয়োগ করেছে। আর বাকি অর্থ দিয়েছে বাংলাদেশি প্রযুক্তিভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি এসবিকে টেক ভেঞ্চার।

বিনিয়োগের এ টাকা ভোক্তা, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে সাজগোজ। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল শেখ প্রথম আলোকে বলেন, বিনিয়োগের এ অর্থ গ্রাহক সংগ্রহ, নতুন বিক্রয়কেন্দ্র খোলা ও ই-কমার্স প্ল্যাটফর্মে আরও আন্তর্জাতিক ব্র্যান্ডকে নিয়ে আসার কাজে ব্যয় করা হবে।

কনটেন্ট সাইট হিসেবে ২০১৩ সালে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম সৌন্দর্যবিষয়ক নিবন্ধ ও পরামর্শ টিপস নিয়ে লেখা দিয়ে থাকে। এ ছাড়া এ-সংক্রান্ত ভিডিওর একটি বড় তথ্যভান্ডারও হয়ে উঠেছে সাজগোজ। শুরুর সময়ে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুরভিত্তিক অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক, ব্র্যাক-ওসিরিস ইমপ্যাক্ট ভেঞ্চার ও আহান ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড থেকে বিনিয়োগ পেয়েছিল। এখন নতুন বিনিয়োগের অর্থ কনটেন্টসমৃদ্ধ করার কাজেও ব্যয় করা হবে বলে জানিয়েছেন নাজমুল শেখ।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সাজগোজ এখন ধারাবাহিক প্রবৃদ্ধির পথে রয়েছে। ২০১৮ সালে ই-কমার্স ব্যবসা চালু করে সাজগোজ। দেশের শীর্ষ পাঁচটি ই-কমার্স প্ল্যাটফর্মে থাকা এ প্রতিষ্ঠান বর্তমানে প্রতি মাসে ১ লাখ ৮০ হাজার ক্রয়াদেশ সরবরাহ করছে। পাশাপাশি সারা দেশে একই সরবরাহ মাশুলে ৪০০টি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য বিক্রি করছে সাজগোজ। গত বছরের শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রিমিয়ার সিমেন্টের আয় ১/১৫ ভাগে নেমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৭০ টাকা। এই সময় কোম্পানিটির আয় কমে ১/১৫ ভাগে নেমেছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.২৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৫১ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৮.০৫ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৭৯.৮৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

জেএমআই সিরিঞ্জেসের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৮৮ টাকা। এই সময় কোম্পানিটির আয় কমেছে।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২২.৭০ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১২২.৬০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

বড় ধরণের লোকসানের কবলে খুলনা প্রিন্টিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত কাগজ ও প্রকাশনা শিল্প খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটি বড় ধরণের লোকসানে পড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটির লোকসান হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ১৭২ টাকা। যা গত বছর এ সময় কোম্পানিটির মুনাফা ছিল ২ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৮৫২ টাকা।

তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.৯৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.০২ টাকা। এই সময় কোম্পানিটির আয় কমেছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০২.৯৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি এই লোকসান ছিল ০.১০ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১.৭৬ টাকা। যা গত বছরের ৩০ জুন এনএভি ছিল ১.২৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

দুর্নীতি বাংলাদেশে ব্যবসায়ের বড় প্রতিবন্ধকতা : সিপিডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ের পরিবেশ পুণরুদ্ধার হচ্ছে। তবে এই পুণরুদ্ধার অসম গতিতে হচ্ছে। এছাড়া ব্যবসায়ের ক্ষেত্রে দুর্নীতি বড় প্রতিবন্ধকতা বলে মনে করেন ৬৮ শতাংশ ব্যবসায়ী। তারা বলছেন, এই দুর্নীতির পাশাপাশি ব্যবসায়ের আরও দুটি বড় প্রতিবন্ধকতা হলো অদক্ষ আমলাতন্ত্র ও ব্যবসায় অর্থায়নে সীমাবদ্ধতা।

আজ বুধবার রাজধানীর ধানমণ্ডিতে নিজস্ব অফিসে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি আয়োজিত ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ ২০২১: উদ্যোক্তা জরিপের ফলাফল শীর্ষক প্রতিবেদন’ অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করা হয়।

যেহেতু এ বছর ‘প্রতিযোগিতা সক্ষমতা রিপোর্ট ২০২১-২২’ প্রকাশিত হচ্ছে না। তার প্রেক্ষিতেই সিপিডির এই জরিপের ফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম। এসময় উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

মূলত সিপিডি গত বছরের এপ্রিল, জুন, জুলাই এই তিন মাসব্যাপী ঢাকা, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, গাজীপুর, ফরিদপুরের ৭৩টি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের উপর এই জরিপ পরিচালনা করে। জরিপে অংশগ্রহণ করা ৬৭ শতাংশ ব্যবসায়ীরা মনে করেন, অদক্ষ আমলাতন্ত ব্যবসায়ের জন্য আরেকটি প্রতিবন্ধকতা। এছাড়া ৫৫ শতাংশ মনে করেন, অর্থায়নে সীমাবদ্ধতাও আরেকটি বড় সমস্যা ব্যবসায়ের জন্য।

অনুষ্ঠানে গোলাম মোয়াজ্জেম বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক এ বছর “বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা রিপোর্ট ২০২১-২২” প্রকাশিত হচ্ছে না। তাই আমরা ‘বাংলাদেশ ব্যবসায় পরিবেশ ২০২১: উদ্যোক্তা জরিপের ফলাফল শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করছি। আমরা মূলত সব সেক্টরকে এই জরিপের আওতায় এনেছি। জরিপে অধিকাংশ ব্যবসায়ীরা বলেছেন, দুর্নীতি বড় প্রতিবন্ধকতা। আমরা তাদের মতামত বিশ্লেষণ করে দেখলাম এই দুর্নীতির কারণে সবথেকে বেশি ক্ষতির শিকার হয়েছেন ছোট ব্যবসায়ীরা। বড়রা কম ক্ষতিগ্রস্থ।

তিনি আরও বলেন, আমরা দেখছি অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। তবে তা অসম গতিতে। অনেক ছোট ও মাঝারী ব্যবসায়ীরা এখনও তাদের আগের অবস্থানে ফিরে যেতে পারেননি। জরিপে অংশগ্রহণ করা ব্যবসায়ীদের ৪৫ শতাংশ মনে করেন, তাদের ক্ষতিপূরণ হতে লাগতে পারে তিনি বছরেরও বেশি সময়। তবে তাদের মধ্যে ৮ শতাংশ মনে করেন, অবস্থা যদি অস্বাভাবিক না হয় তারা একবছরের মধ্যে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

সিপিডির এই জরিপে উঠে এসেছে ব্যবসায়ী তথা প্রতিষ্ঠানগুলো ব্যয় কমানোর চিত্র। এদের মধ্যে ২৮ শতাংশ প্রতিষ্ঠান তাদের কর্মী ছাটাই করেছে। ২২ শতাংশ ব্যয় কমানেরা ক্ষেত্রে নতুন বায়ারের সঙ্গে কাজ করেছে। ১৯ শতাংশ ব্যবসা সম্প্রসারণ করেছে এবং ১৬ শতাংশ নতুন বাজারে যোগ হয়েছে, ১৫ শতাংশ নতুন পণ্য উৎপাদনে গিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে বেক্সিমকো ; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৮৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬০ কোটি ৭২ লাখ টাকার।

৩১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আরএকে সিরামিকসের ২৮ কোটি ৭৯ লাখ, ওরিয়ন ফার্মার ২৭ কোটি ৪০ লাখ, এশিয়া ইন্স্যুরেন্সের ২৭ কোটি ২২ লাখ, জিপিএইচ ইস্পাতের ২৬ কোটি ৬১ লাখ , অগ্নি সিস্টেমসের ২৪ কোটি ৮৬ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানির ২৩ কোটি ১৫ লাখ ও সোনালী পেপার মিলস লিমিটেডের ২০ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. মতিন স্পিনিং মিলস
  4. আরএকে সিরামিকস
  5. ওরিয়ন ফার্মা
  6. এশিয়া ইন্স্যুরেন্স
  7. জিপিএইচ ইস্পাত
  8. অগ্নি সিস্টেমস
  9. পাওয়ার গ্রিড কোম্পানি
  10. সোনালী পেপার মিলস লিমিটেড।

দিনশেষে লেনদেন ও সূচকের সামান্য পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের সামান্য পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে ২ কোটি টাকা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৭০৩২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১১৫ কোটি ৭৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১১৭ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৭টির, আর দর অপরিবর্তিত আছে ৬৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, মতিন স্পিনিং মিলস, আরএকে সিরামিকস, ওরিয়ন ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, জিপিএইচ ইস্পাত, অগ্নি সিস্টেমস, পাওয়ার গ্রিড কোম্পানি ও সোনালী পেপার মিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৮.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৫৯৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আরএকে সিরামিকস ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

তসরিফার শেয়ার বিক্রি করবে নর্দার্ণ করপোরেশন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নর্দার্ণ করপোরেশন লিমিটেড নামে কোম্পানিটির এ করপোরেট পরিচালক ১৭ লাখ ৬৫ হাজার শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। এদের হাতে মোট ১ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ৫০টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম