একযোগে কাজ করবে ঢাকা চেম্বার এবং বাংলাদেশ দূতাবাস মেক্সিকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করবার লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং মেক্সিকো সিটিস্থ বাংলাদেশ দূতাবাস এক যোগে কাজ করবে। এই মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর প্রেসিডেন্ট রিজওয়ান রহমান এবং মেক্সিকোতে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

২৭ জানুয়ারি অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তারা এই মতামত প্রকাশ করেন।

ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃক অয়োজিত উক্ত সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরমান হক, সাধারণ সচিব আফসারুল আরিফিন, নির্বাহী সচিব মোঃ জয়নাল আবেদিন এবং দূতাবাসের কাউন্সেলর শাহানাজ রানু উপস্থিত ছিলেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ দূতাবাসের মধ্যে অনুষ্ঠিত এই সভায় বাণিজ্যিক সহযোগিতার সম্ভাব্য নতুন খাত চিহ্নিতকরণসহ দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে পিই রেশিও কমেছে ০.৭৭ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ জানুয়ারি) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৯৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৬.৮০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৩ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিলো ১৬.৯৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ১৬.৯৩ পয়েন্টে। ফলে গত সপ্তাহে পিই রেশিও ০.০১ পয়েন্ট বা ০.০৬ শতাংশ কমেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৫.৪০ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২৩৩৩ কোটি টাকা বেড়েছে। এসময় সেখানে লেনদেন ও সবগুলো সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬ হাজার ১৪৯ কোটি ২৮ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৫.৪০ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১২২৯ কোটি ৮৫ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৬৪৮ কোটি ৬৩ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২৫.৪০ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ২৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৩.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬০২ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৮.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯৯ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬২ হাজার ৯০২ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ২৩৩৩ কোটি টাকা বা ০.৪১ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৮৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৪৭ কোটি ১৯ লাখ টাকার।

১৭১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে পাওয়ার গ্রিড লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়া ইন্স্যুরেন্সের ১৩০ কোটি ৫৫ লাখ, আরএকে সিরামিকসের ১২৫ কোটি ২৮ লাখ, বিএটিবিসির ১২৩ কোটি ৩৪ লাখ, ফরচুন সুজের ১২৩ কোটি ৩১ লাখ, এপেক্স ফুটওয়্যারের ১১১ কোটি ৭৮ লাখ, ফুয়াং ফুডের ১১০ কোটি ১৩ লাখ ও ওরিয়ন ফার্মা লিমিটেডের ১০৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস