শেয়ার ছেড়ে ৩১০ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৩১০ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির প্রেফারেন্স শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৮১১তম কমিশন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, আলোচিত শেয়ার হবে সম্পূর্ণ অবসায়নযোগ্য। এটি সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য নয়।

আলোচিত প্রেফারেন্স শেয়ারের মধ্যে ২৩৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। যার মেয়াদ হবে ৫ বছর। বাকি ৭৫ কোটি টাকার শেয়ার কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের নিকট ইস্যু করা হবে, যার মেয়াদ ১২ বছর।

এই প্রেফারেন্স শেয়ারের প্রতিটির অভিহিত মূল্য ২৫ লাখ টাকা। এর ডিভিডেন্ড হার ৬.২৫-৭.৭৫ শতাংশ।

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে প্রিমিয়ার সিমেন্ট ব্যালান্সশিট পুনর্গঠন, আর্থিক ব্যয় কমানো, মুনাফা বৃদ্ধি এবং আর্থিক সূচকগুলোর উন্নতি করবে বলে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জে

দেশের জিডিপির আকার ছাড়াল ৪১৬ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত বছরের নভেম্বরে দেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার তথ্য জানিয়েছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সাময়িক হিসাবে সংস্থাটি বলেছিল, মাথাপিছু আয় হয়েছে ২ হাজার ৫৫৪ ডলার। তবে বিবিএসের চূড়ান্ত হিসাব বলছে, ২০২০-২১ অর্থবছরে জিডিপির আকার হয়েছে ৪১৬ বিলিয়ন ডলার। জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৯৪ শতাংশ। মাথাপিছু আয় হয়েছে ২ হাজার ৫৯১ ডলার।

গতকাল পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

২০১৯-২০ অর্থবছরে বিনিয়োগ-জিডিপির অনুপাত ছিল ৩১ দশমিক ৩১ শতাংশ, যা ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে কমে দাঁড়িয়েছে ৩১ দশমিক শূন্য ২ শতাংশে। যদিও গত অর্থবছরের সমায়িক হিসাবে বিনিয়োগ-জিডিপির অনুপাত ধরা হয়েছিল ৩০ দশমিক ৭৬ শতাংশ। বিবিএস কর্মকর্তারা জানিয়েছেন, দেশে মোট বিনিয়োগ বেড়েছে। তবে জিডিপি যে হারে বেড়েছে, সেই হারে বিনিয়োগ বাড়েনি। এজন্য বিনিয়োগ-জিডিপির অনুপাত কিছুটা কমেছে।

জানা গেছে, কভিড-১৯ মহামারীর শুরুর ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে গিয়েছিল ৩ দশমিক ৫১ শতাংশে, যা তিন দশকের মধ্যে সবচেয়ে কম। ২০২০-২১ অর্থবছরের বাজেটে সরকার ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরলেও মহামারী পরিস্থিতির অবনতি হলে তা সংশোধন করে ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়। বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস ২০২২’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রবৃদ্ধির হার ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ হলেও ২০১৯-২০ অর্থবছরে তা ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসে। ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৫ শতাংশে উন্নীত হয়। তবে চলতি ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। কিন্তু বিবিএস বলছে, গত অর্থবছরে প্রবৃদ্ধি ৭ শতাংশ ছুঁই ছুঁই।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমাদের এ হিসাব কার্যক্রমে পূর্ণাঙ্গ আস্থা ও বিশ্বাস আছে। এ তথ্য আমরা ধারণ করি এবং এর পক্ষেই থাকব। বিশ্বব্যাংকের জেলা কিংবা উপজেলা পর্যায়ে কার্যক্রম নেই। তারা তাদের একটি পদ্ধতি অনুসারে দেশের জিডিপি হিসাব করে। কিন্তু আমাদের অর্থনীতির এ হিসাব দেখার জন্য একটি বিশেষজ্ঞ কারিগরি কমিটি রয়েছে। সেখানে দেশের প্রথিতযশা অর্থনীতিবিদরা থাকেন। পরিসংখ্যানবিদরা থাকেন। ফলে আমার বিশ্বাস, আমাদের হিসাব পদ্ধতি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। তবে কেউ যদি যৌক্তিকভাবে হিসাব কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলতে পারে, তাহলে সেটিকে আমরা স্বাগত জানাব।

গত বছরের নভেম্বরে দেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার তথ্য জানিয়েছিল বিবিএস। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৫৫৪ ডলার, ২০১৯-২০ অর্থবছরে যা ছিল ২ হাজার ৩২৬ ডলার। তবে ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ ডলার, টাকায় যা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। ফলে অর্থবছরের ব্যবধানে টাকার অংকে মাথাপিছু আয় বেড়েছে ২২ হাজার ৫৩৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

সিএসই’র নতুন সিআরও হলেন মাহাদী হাসান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) হিসেবে মোহাম্মদ মাহাদী হাসানকে নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মাহাদী হাসান ২০০৮ সালে ঢাকা ব্যাংক লিমিটেডের একজন প্রিন্সিপাল অফিসার এবং রিলেশনশিপ ম্যানেজার হিসাবে তার কর্মজীবন শুরু করেন।

তিনি সিএসইতে যোগদানের আগে অ্যাথেনা ভেঞ্চার অ্যান্ড ইক্যুইটিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তিনি বিডি ভেঞ্চার লিমিটেডের ম্যানেজার এবং ইনভেস্টমেন্ট হিসেবেও কাজ করেছেন।

মোহাম্মদ মাহাদী হাসান একজন সিএফএ চার্টার হোল্ডার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে স্নাতক এবং ঢাকার ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে এমবিএ সম্পন্ন করেন।

স্টকমার্কেটবিডি.কম/

ভালো লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে তাওফিকা ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ১০ শতাংশের বেশি লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত ২০২১ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আগামীকাল ৯ ফেব্রুয়ারি থেকে উভয় শেয়ারবাজারে কোম্পানিটি এন এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

ত ১৫ অক্টোবর কমিশনের ৭৪৪তম নিয়মিত সভায় কোম্পানিটিকে আইপিও অনুমোদন দেওয়া হয়।

সূত্রে জানা যায়, তাওফিকা ফুডস এন্ড এগ্রো লিমিটেড শেয়ারবাজারে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা উত্তোলন করে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি মেশিন-পাতি ক্রয়, ফ্রিজ ক্রয়, যানবহন ক্রয়, ডিপোতে বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করার প্রস্তাব দেয়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিল বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও সন্ধানী লাইফ ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

কৃষিবিদ ফিডের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৪ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর মিরপুরে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। তালিকাভুক্তির পরে এবারই প্রথম শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বিএসসি; ২য় ইসলামী ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৭০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ৮০ লাখ টাকার।

৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজের ৪৭ কোটি ৪৭ লাখ, বে লিজিং এন্ড ইনভেষ্টমেন্টের ৪৩ কোটি ১৩ লাখ, বিএটিবিসির ৪৩ কোটি ১ লাখ, কুইন সাউথ টেক্সটাইলের ৩৬ কোটি ২৫ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩২ কোটি ৭১ লাখ, ওরিয়ন ফার্মার ২৮ কোটি ৬০ লাখ ও একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ২৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে ১৪৪৯ ও সিএসইতে ৬৩ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০৭২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫১১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬১০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৪৯ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪২৭ কোটি ৭৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৯টির, আর দর অপরিবর্তিত আছে ৫৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, বে লিজিং, বিএটিবিসি, কুইন সাউথ টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা ও একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭১৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১২৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৭৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইষ্টার্ণ ব্যাংক ও লিন্ডে বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বাংলাদেশ শিপিং করপোরেশন
  2. ইসলামী ব্যাংক
  3. বেক্সিমকো লিমিটেড
  4. ফরচুন সুজ
  5. বে লিজিং
  6. বিএটিবিসি
  7. কুইন সাউথ টেক্সটাইল
  8. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  9. ওরিয়ন ফার্মা
  10. একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

একনেকে ৩৭,৫০৭ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৩৭ হাজার ৫০৭ কোটি ২২ লাখ টাকা।

এর মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৩৬ হাজার ২৩ কোটি ৯১ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১ হাজার ৪৪৯ কোটি ৯৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৩৩ কোটি ৩৩ লাখ টাকা।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

অনুমোদিত প্রকল্পসমূহ হলো- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট (কমফ্লোট ওয়েস্ট)-এর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প এবং চট্টগ্রাম, কুমিল্লা এবং ময়মনসিংহ (ত্রিশাল) মিলিটারি ফার্ম আধুনিকায়ন’ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৪টি প্রকল্প যথাক্রমে ‘বাংলাদেশের ১০টি অগ্রাধিকারভিত্তিক শহরে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন (সমন্বিত কঠিন ও মানব বর্জ্য ব্যবস্থাপনা)’ প্রকল্প; ‘ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্প; ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামত ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ’ প্রকল্প এবং ‘গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ প্রকল্প; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘ঢাকার আজিমপুরস্থ মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান’ প্রকল্প এবং ‘৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (৪র্থ এইচপিএনএসপি) (১ম সংশোধিত)’; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি-এর প্রাথমকি অবকাঠামো নির্মাণ’ প্রকল্প এবং কৃষি মন্ত্রণালয়ের ‘স্মার্ট কৃষি কার্ড ও ডিজিটাল কৃষি (পাইলট)’ প্রকল্প।

সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সিলকো ফার্মার বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সিলকো ফার্মাসিটিউক্যালস লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ ফ্রেবুয়ারি আহবান করা হয়েছে।  ডিএসই সূত্রে  এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে এই সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি