রতন টাটাকে নতুন বৈদ্যুতিক ন্যানো উপহার দিল ইলেকট্রা ইভি

স্টকমার্কেটবিডি ডেস্ক:

টাটা মোটরস ভারতের অন্যতম বড় গাড়ি কোম্পানি। ভারতের গাড়ি বাজারের একটা বড় অংশ টাটা মোটরস নিয়ন্ত্রণ করে। তবে, শুধুমাত্র পেট্রোল বা ডিজেল চালিত গাড়িই নয়, টাটা মোটরস উৎপাদন করতে শুরু করেছে বৈদ্যুতিন গাড়িও। নেক্সন এবং টাইগারের পর এবার তারা বাজারে নিয়ে এসেছে বৈদ্যুতিন টাটা ন্যানো।

টাটা মোটরস ও অন্যান্য অটোমেকারদের জন্য ইভি পাওয়াট্রেইন সরবরাহ করে থাকে রতন টাটার নিজের গড়া প্রতিষ্ঠান ইলেকট্রা ইভি।

এবার টাটা মোটরস কোম্পানির পক্ষ থেকে রতন টাটাকে একটি টাটা ন্যানো ইভি (ইলেকট্রিক ভেহিকেল) উপহার হিসেবে দেওয়া হয়েছে। সম্প্রতি ভারতীয় এই শিল্পপতির একটি ছবি প্রকাশ করেছে পুনে ভিত্তিক গাড়ি নির্মাণ সংস্থাটি। ছবিতে দেখা যাচ্ছে, রতন টাটা তার সহকারী শান্তনু নাইডুর সঙ্গে একটি ইলেক্ট্রিক ন্যানোর পাশে দাঁড়িয়ে আছেন।

গাড়িটি বানিয়েছেও ইলেকট্রা ইভি নামের ওই সংস্থা।
কোম্পানির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ছবিটি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, টিম ইলেকট্রা ইভির পক্ষ থেকে যখনই আমরা আমাদের প্রতিষ্ঠাতা শ্রী রতন টাটাকে গাড়িটি উপহার দিই এবং তিনি যখন একটা টেস্ট ড্রাইভ নেন তখন তা আমাদের কাছে অত্যন্ত খুশির মুহূর্ত হয়ে ওঠে। আমরা অত্যন্ত গর্বিত অনুভব করছি এবং তাঁর প্রশংসা পেয়ে আরও ভালো লাগছে।

জানা গেছে, টাটা ন্যানো ইভিতেও একইরকমভাবে চারটি সিট এবং চারটি দরজা থাকছে।

রয়েছে অনেকরকম অত্যাধুনিক ডিজাইনও। সুপার পলিমার লিথিয়াম ইয়ন ব্যাটারি ব্যবহার করে শক্তি উৎপাদন করা হচ্ছে। গাড়িটি প্রায় ১৬০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে চলতে সক্ষম। এবং মাত্র ১০ সেকেন্ডেরও কম সময়ে স্থির থেকে ৬০ কিলোমিটার গতিবেগে পৌঁছতে পারে। সূত্র : এবিপি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

গ্যাসের দাম নির্ধারণে গণশুনানি শুরু ২১ মার্চ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্যাসের দাম নির্ধারণে গণশুনানি শুরু হবে ২১ মার্চ থেকে। চলবে ২৪ মার্চ পর্যন্ত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ রবিবার এসংক্রান্ত বিজ্ঞপ্তি দেবে বিইআরসি।

বিইআরসি হচ্ছে দাম চূড়ান্ত করার আইনগত প্রতিষ্ঠান। তারা আবেদন পাওয়ার পর প্রথমে যাচাই-বাছাই করে দেখে। আবেদন যথাযথ হলে কমিশনের বৈঠক করে গণশুনানি করা হয়। তারপর দর ঘোষণা করা হয়। পাইকারি দাম বেড়ে গেলে বিতরণ কম্পানিগুলো সেটাকে ভিত্তি ধরে খুচরা দাম বাড়ানোর প্রস্তাব জমা দিয়ে থাকে।
গত মাসে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণকারী কম্পানিগুলো গড়ে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয় বিইআরসিতে। আবাসিকের ক্ষেত্রে দুই চুলায় ৯৭৫ থেকে বাড়িয়ে ২১০০ টাকা, মিটার আছে এমন চুলায় প্রতি ঘনমিটার ১২ টাকা ৬০ পয়সা থেকে ২৭ টাকা ৩৭ পয়সা করতে চায় কম্পানিগুলো। শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১০ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২৩ টাকা ২৪ পয়সা এবং ক্যাপটিভে (শিল্প কারখানায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাস) ১৩ টাকা ৮৫ পয়সার স্থলে ৩০ টাকা করার প্রস্তাব করেছে।

অন্যদিকে বিদ্যুতের পাইকারি দাম প্রায় ৬৯ শতাংশ বাড়াতে বিইআরসিতে প্রস্তাব দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কক্সবাজার-ঢাকা বিমান ভাড়া কমানোর সুপারিশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কক্সবাজার থেকে ঢাকার সিট অনুযায়ী বিমান ভাড়ার বৈষম্য কমিয়ে আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।

বৈঠকে বরিশাল বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়নে পানি সম্পদ, ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে সভা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গহণের সুপারিশ করা হয়।

কমিটি কক্সবাজার অঞ্চলকে আধুনিকায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সমন্বিতভাবে সভার আয়োজন করারও সুপারিশ করে।

এ বৈঠকে কক্সবাজার থেকে ঢাকার সিট অনুযায়ী বিমান ভাড়ার বৈষম্য কমিয়ে সমতা নিয়ে আসতে সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে বিমানবন্দরে যাত্রীদের হয়রানি ঠেকানো, কার্গোর ব্যবস্থাপনা ও ভিআইপি লাউঞ্জের ব্যবহার নিয়ে আলোচনা হয়।
Bangladesh Parjatan Corporation (Amendment) বিল, ২০২২ নিয়ে কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

এ বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/এআহমেদ

ওয়ালটনের কারখানা পরিদর্শন করলেন সুদানের দুইজন মন্ত্রী

ওয়ালটন কারখানা পরিদর্শনে দক্ষিণ সুদানের দুই মন্ত্রীসহ ৭ সদস্যের প্রতিনিধিদল।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে সফররত দক্ষিণ সুদানের দুই মন্ত্রীসহ ৭ সদস্যের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি, ২০২২) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র কারখানা পরিদর্শনে এসে দক্ষিণ সুদানের প্রতিনিধিদল এই আগ্রহের কথা জানায়। সাত সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক।

এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন দ. সুদানের প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল চোল থন বালোক, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’র মহাপরিচালক লিও ওকাহি লোলে, জয়েন্ট বর্ডার ভেরিফিকেশন অ্যান্ড মনিটরিং মেকানিজমের মেজর জেনারেল মাউ মানাসে মালেক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মায়োম আলিয়ার, পররাষ্ট্র উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারি ডিং ডেং এবং প্রতিরক্ষা উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মনিলাক মনিজক রিয়াক।

অতিথিদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, আফ্রিকায় নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা-পরিচালক মো. তরিকুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রারেয়া বেগম, বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল আলিম তরফদার ও মো. শামীম কামাল, লে. ক. মো. শাহরিয়ার মোর্শেদ প্রমূখ।
প্রতিনিধিদলের প্রধান দেং দাউ দেং মালেক বলেন, বিশ্ব বাজারে ওয়ালটন খুব সুপরিচিত। তাই ওয়ালটনের সঙ্গে ব্যবসায়িক ও বাণিজ্য সম্ভাবনার ক্ষেত্রগুলো খুঁজে বের করার লক্ষ্যে কারখানা পরিদর্শনের এই উদ্যোগ। পূর্ব-মধ্য আফ্রিকার দেশগুলোতে যেমন- ইথিওপিয়া, উগান্ডা, কঙ্গো, সুদান ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বাজারে প্রবেশদ্বার হিসেবে কাজ করবে দক্ষিণ সুদান। সেজন্য ওয়ালটনের মত বিশ্বের কয়েকটি বড় বড় প্রতিষ্ঠানকে দক্ষিণ সুদানের সঙ্গে ব্যবসায়িক ও বাণিজ্য সম্পর্ক স্থাপনের আহবান জানাচ্ছি। এক্ষেত্রে তাদেরকে প্রয়োজনীয় সব সহযোগিতা প্রদান করা হবে।

ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, দক্ষিণ সুদানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারকরণে কাজ করছে বাংলাদেশ। সেজন্য বাংলাদেশের সম্ভাবনাময় বাণিজ্যিক ক্ষেত্রগুলো খুঁজে বেরা করতে দ. সুদানের প্রতিনিধিদলকে সহযোগিতা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশের ফ্ল্যাগশিপ ইন্ডাস্ট্রি ওয়ালটন কারখানায় এই পরিদর্শন।

ওয়ালটন কম্প্রেসর কারখানা পরিদর্শনের সময় উৎপাদিত কম্প্রেসরে স্বাক্ষর করছেন দক্ষিণ সুদানের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী দেং দাউ দেং মালেক।

বৃহস্পতিবার বিকালে অতিথিরা কারখানা প্রাঙ্গণে পৌঁছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আলমগীর আলম সরকার, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের ডিএমডি লিয়াকত আলী, ওয়ালটন এইচআর বিভাগের প্রধান কর্নেল (অবসরপ্রাপ্ত) এসএম শাহাদাত আলম।
অতিথিরা প্রথমে ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে অতিথিরা ওয়ালটনের অত্যাধুনিক রেফ্রিজারেটর ম্যানুফেকচারিং ও কম্প্রেসর উৎপাদন কারখানা ঘুরে দেখেন।

স্টকমার্কেটবিডি.কম/এস

তসরিফার শেয়ার বিক্রি করলো নর্দার্ণ করপোরেশন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

নর্দার্ণ করপোরেশন লিমিটেড নামে কোম্পানিটির এ করপোরেট পরিচালক ১৭ লাখ ৬৫ হাজার শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করেছে। এদের হাতে মোট ১ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ৫০টি শেয়ার ছিল।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয় বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় সম্পন্ন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

আইডিএলসি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা সভা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সর্বশেষ বাৎসরিক প্রতিবেদনের কনফারেন্স করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় এই কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

কনফারেন্সটিতে ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনটি তুলে ধরা হবে। সকল স্টেক হোল্ডার অনলাইনে অনুষ্ঠিত এই কনফারেন্সে অংশ গ্রহণ করতে পারবেন।

আগ্রহীদের উক্ত সময়ে এই লিংকে কনফারেন্সটিতে অংশ গ্রহণ করতে পারবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে। https://tinyurl.com/IDLC2021Q4. এই লিংকে এই কনফারেন্সে অংশগ্রহণ করতে পারবেন শেয়ারহোল্ডাররা।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে ফরচুন সুজ; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ১৯ লাখ টাকার।

৪৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ৪৩ কোটি ৭৭ লাখ, সাইফ পাওয়ারটেকের ২৯ কোটি ৭০ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ২৭ কোটি ৪৭ লাখ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২৬ কোটি ৬১ লাখ, ইয়াকিন পলিমারের ২০ কোটি ৮৬ লাখ, বে লিজিং এন্ড ইনভেষ্টমেন্টের ১৯ কোটি ৪৪ লাখ ও বিএটিবিসি লিমিটেডের ১৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. ফরচুন সুজ
  2. ওরিয়ন ফার্মা
  3. বেক্সিমকো লিমিটেড
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. সাইফ পাওয়ারটেক
  6. সোনালী পেপার এন্ড বোর্ড মিলস
  7. ইউনিয়ন ইন্স্যুরেন্স
  8. ইয়াকিন পলিমার
  9. বে লিজিং
  10. বিএটিবিসি লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের কিছুটা উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০৮৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২৭৫ কোটি ৬৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২৫৪ কোটি ৩২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৬টির, আর দর অপরিবর্তিত আছে ৪১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, সাইফ পাওয়ারটেক, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, বিএটিবিসি ও বে লিজিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৭৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৫২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৭ কোটি ৫৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৫২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/