ক্রেডিট কার্ড চালু করার আগে কোনো চার্জ আরোপ করা যাবে না

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহক ক্রেডিট কার্ড চালু করার আগে কোনো ধরনের চার্জ আরোপ করা যাবে না। গ্রাহকের স্বার্থ রক্ষায় ক্রেডিট কার্ডে নন-ট্রানজেকশনাল ফি বা চার্জ আরোপ এবং আদায় না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ক্রেডিট কার্ড ইস্যুর পরে গ্রাহক ওই কার্ড সক্রিয় করার আগেই ব্যাংক কর্তৃক এর বিপরীতে বিভিন্ন ধরনের নন-ট্রানজেকশনাল ফি বা চার্জ (বার্ষিক ফি, সিআইবি ফি, এসএমএস ফি ইত্যাদি) আরোপ করা হচ্ছে এবং তা অনাদায়ে গ্রাহককে বিরূপমানে শ্রেণিকরণ করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

স্টার এডহেসিভ লিমিটেডের কিউআইও অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসএমই প্ল্যাটফর্মের জন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পেয়েছে স্টার এডহেসিভ লিমিটেড। শেয়ারবাজার থেকে কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকা উত্তোলন করবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১২তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোম্পানির পুঁজি উত্তোলন করে কারখানা মেরামত, চলতি মূলধন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.০৫ টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৬ টাকা। এ

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখার দাবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিনা প্রশ্নে শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখার প্রস্তাব করেছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন। এসব সংস্থার কর্মকর্তারা বলেছেন, এই সুযোগ অব্যাহত রাখলে শেয়ারবাজার যেমন শক্তিশালী হবে, তেমনি সরকারের রাজস্ব আয় বাড়বে। পাশাপাশি অর্থপাচারও কমবে। এজন্য আগামী অর্থবছরে ৫ শতাংশ কর দিয়ে শেয়ারবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চান তারা।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এ প্রস্তাব করেন।

একই সঙ্গে শেয়ারবাজার সম্প্রসারণের লক্ষ্যে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হারের পার্থক্য কমপক্ষে ১০ শতাংশ পয়েন্ট করা এবং এসএমই কোম্পানিকে শেয়ারবাজারে আসা উৎসাহিত করতে কর ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন এসব সংস্থার কর্মকর্তারা।

বর্তমানে ১০ শতাংশ কর পরিশোধ করে অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করা যায়। আগামী ৩০ জুন এ সুবিধার মেয়াদ শেষ হবে। পুঁজিবাজার সংশ্লিষ্টরা এ সুবিধা কমপক্ষে ২০২৩ সালের জুন পর্যন্ত দেওয়ার প্রস্তাব করেছেন।

এনবিআরের প্রধান কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির সদস্য (কাস্টম নীতি) মো. মাসুদ সাদিক। তিনি বলেন, অপ্রদর্শিত অর্থ প্রদর্শন বা বিনিয়োগের সুযোগ দেওয়ার ফলে একদিকে নিয়মিত করদাতারা অসেন্তাষ প্রকাশ করেন। নাগরিক সমাজও এর বিরোধিতা করে। অন্যদিকে শেয়ারবাজার বা ব্যবসায়ীদের কোনো কোনো পক্ষ এ সুবিধা চান। কিন্তু এনবিআর এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পরে যারা সুবিধা চান তারা পাশে দাঁড়ান না।

স্টকমার্কেটবিডি.কম/

প্রবাসী বাংলাদেশিদের পর্যটক হিসেবে আকৃষ্ট করার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দীর্ঘদিন ধরে বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পর্যটক হিসেবে বাংলাদেশে আসার জন্য আকৃষ্ট করার পরামর্শ দিয়েছেন। দেশের অনেক পর্যটন কেন্দ্র এখনও বৈশ্বিক ভ্রমনকারীদের জন্য অপরিচিত রয়ে গেছে।

পর্যটন খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এই খাতে একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের সক্ষমতা অর্জনে শুধু বৈচিত্র্যই আনবে না- অধিকন্তু বাংলাদেশের অর্থনীতির সক্ষমতাও বাড়াবে।’
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

পররাষ্ট্রমন্ত্রী শনিবার দুবাইয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন অব এক্সপো ২০২০ তে অনুষ্ঠিত ‘এক্সপ্লোর মুজিব’স বাংলাদেশ: এ হিডেন জেম অব ট্যুরিজম ইন সাউথ এশিয়া’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন।

ড. মোমেন এ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মনোমুগ্ধকর প্রকৃতিক সৌন্দর্যকে একটি ব্যান্ড হিসেবে তুলে ধরার অপার সম্ভাবনা ও গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ)-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত বিশ্বের পর্যটকদের কাছে এসব স্থান অজানা ও অপরিচিতই রয়ে গেছে। যেখানে দেশের পর্যটকদের সংখ্যা মাত্র ৩ শতাংশ।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি), দেশের জাতীয় ট্যুরিজম অর্গানাইজেশন (এনটিও) আয়োজিত এই সেমিনারে ড. মোমেন আরো বলেন, ব্যাপক জীববৈচিত্র ও ইকোসিস্টেম, সাংস্কৃতিক, ধর্মীয় ও জাতিগত বৈচিত্রসহ আকর্ষণীয় ইতিহাস এবং রাজনৈতিক স্থিতিশীলতা পর্যটন ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বের দরবারে শক্তিশালী অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী পরিবেশ-বান্ধব পর্যটন শিল্পে পণ্য হিসেবে বাংলাদেশি চায়ের ব্যান্ডের প্রচারণা চালান।
বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, চলমান মেগা প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হলে, দেশের পর্যটন খাতে নতুন দ্বার উন্মোচিত হবে।

তিনি বাংলাদেশে বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে এক্সক্লুসিভ ট্যুরিজম জোন, ওশান ট্যুরিজম ও থিম পার্ক নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন। এসময় সেমিনারে স্থানীয় ও বিদেশী ব্যবসায়ীদের সাথে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, ইউএই-তে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

পররাষ্ট্রমন্ত্রী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২২ ইউএই-তে এক দ্বিপাক্ষিক সফরে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

স্টকমার্কেটবিডি.কম/

সালভো কেমিক্যালসের ৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৫ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোঃ সালাম ওবায়দুল করিম নামে কোম্পানিটির এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পরে ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/

সাইফ পাওয়ারটেকের আয় দ্বিগুণ বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২৯ টাকা। এ সময় কোম্পানিটির আয় বেড়েছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৬ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.১৬ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৭.১১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

আন্তর্জাতিক বাজারে হঠাৎ বেড়েছে তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ অনেক বেড়ে গেছে।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯৫.৫০ ডলারে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম ৯৬.৫৪ ডলারে পৌঁছেছে।

২০১৪ সালের পর এটিই আন্তর্জাতিক বাজারে তেলের সর্বোচ্চ মূল্য। খবর বিবিসি ও ব্লুমবার্গের।

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের দাম ১০ শতাংশ বেড়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান গত এক সপ্তাহ ধরে বলে আসছেন, যে কোনো সময় ইউক্রেনে রাশিয়া সামরিক হামলা শুরু করতে পারে।

মার্কিন র্কমকর্তাদের এ ধরনের বক্তব্যে প্রভাবিত হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজার। রাশিয়া অবশ্য মার্কিন এ অভিযোগ নাকচ করে বলছে, যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের এক-পঞ্চাংশ ফরচুন সুজের দখলে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের এক-পঞ্চাংশ দখলে ছিল ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ১২৩১ কোটি ৭ লাখ টাকা। এর মধ্যে ফরচুন সুজের ২৫৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনের ৫ ভাগের এক ভাগই ছিল এই কোম্পানির শেয়ার।

এদিন এই শেয়ারের দর ০.১০ শতাংশ কমে সর্বশেষ লেনদেনটি হয়েছে ১৩৬.৫০ টাকা। তবে দিনের শুরুতে এই শেয়ার দর বেড়ে ১৪০ টাকার উপরে লেনদেন হতে দেখা গেছে।

টানা কযেকদিন লেনদেনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। সর্বশেষ গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফরচুন সুজের ৭৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন রবিবার কোম্পানিটির ৯৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো লিমিটেডের ৫৫ কোটি ৩৩ লাখ, রহিমা ফুড করপোরেশনের ৩৫ কোটি ৩৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ৩২ কোটি ৬০ লাখ, ওরিয়ন ফার্মার ২৭ কোটি ৬৩ লাখ, বেক্স ফার্মার ২১ কোটি ৮৭ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ডের ২০ কোটি ৮২ লাখ, সালভো কেমিক্যালসের ১৮ কোটি ৫৮ লাখ, ইয়াকিন পলিমারের ১৭ কোটি ১৬ লাখ ও ইউনিক হোটেল লিমিটেডের ১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে ফরচুন সুজ; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৫৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৩৩ লাখ টাকার।

৩৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে রহিমা ফুড লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ৩২ কোটি ৬০ লাখ, ওরিয়ন ফার্মার ২৭ কোটি ৬৩ লাখ, বেক্স ফার্মার ২১ কোটি ৮৭ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ডের ২০ কোটি ৮২ লাখ, সালভো কেমিক্যালসের ১৮ কোটি ৫৮ লাখ, ইয়াকিন পলিমারের ১৭ কোটি ১৬ লাখ ও ইউনিক হোটেল লিমিটেডের ১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস