ভারতে ইতিহাসের বড় ব্যাংক প্রতারণার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

২২ হাজার ৮৪২ কোটি রুপি—ঠিক এই পরিমাণ অঙ্কের অর্থ-প্রতারণার শিকার হয়েছে ভারতের প্রধান ব্যাংকগুলো। ভারতের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সব থেকে বড় ব্যাংক প্রতারণার ঘটনা। অভিযোগের তির গুজরাটের কোম্পানি এবিজি শিপইয়ার্ড লিমিটেডের দিকে।

ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু করেছে। ভারতের প্রধান ব্যাংকগুলোর পাশাপাশি এই প্রতারণায় বিধ্বস্ত হয়েছে দেশটির বেশ কয়েকটি মাঝারি ও ছোট ব্যাংক। ভারতের অর্থনীতিবিষয়ক গোয়েন্দা প্রতিষ্ঠান ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট ইতিমধ্যে এই কোম্পানি ও তার প্রধানদের বিরুদ্ধে অর্থ তছরুপ মামলার তদন্ত শুরু করার পরিকল্পনা করছে।

তবে এই কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ঋষি আগরওয়ালসহ আরও অনেক কর্মকর্তা এখনো পলাতক। তাঁরা যেন দেশ

ছেড়ে পালাতে না পারেন, তা নিশ্চিত করতে ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে হুলিয়া জারি করেছে সিবিআই।

এবিজি গ্রুপের মালিকানাধীন আরও ৯৮টি কোম্পানি এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলেও সিবিআই সূত্রে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

ভারতের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে মোট ২৮টি ব্যাংক পাঁচ বছরে ২২ হাজার ৮৪২ কোটি রুপি ঋণ দিয়েছে এই কোম্পানিকে, যার মধ্যে আছে এসবিআই ও আইসিআইসিআইয়ের মতো ব্যাংকও।

এবিজি গ্রুপকে ঋণ দেওয়া ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্ষতির মুখে বেসরকারি ব্যাংক আইসিআইসিআই। পাঁচ বছরে এই ব্যাংকের মোট ঋণ দেওয়া অর্থের পরিমাণ ৭ হাজার ৮৯ কোটি রুপি। তালিকায় এরপরই আছে আইডিবিআই ব্যাংকের নাম। তাদের ঋণ দেওয়া মোট অঙ্ক ৩ হাজার ৬৩৯ কোটি।

জালিয়াতির অঙ্ক অনেক বড় হলেও তারা যেভাবে ২৮টি ব্যাংকের জোটকে ঘোল খাওয়াল, তা দেখেই কপালে চোখ উঠেছে সিবিআইয়ের।

স্টকমার্কেটবিডি.কম/জেড

উৎস কর ০.৫০% বহাল রাখার প্রস্তাব বিজিএমইএয়ের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাক শিল্পের জন্য রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎস কর ০.৫০ শতাংশ আগামী পাঁচ বছর পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সঙ্গে সংগঠনটি করপোরেট করহার সাধারণ কারাখানার জন্য ১২ শতাংশ এবং গ্রিন কারখানার জন্য ১০ শতাংশ আগামী পাঁচ বছরের জন্য বহাল রাখার প্রস্তাব করেছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিজিএমইএ সভাপতি মো. ফারুক হাসান এ প্রস্তাব দেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আলোচনায় বিজিএমইএর নেতাসহ এনবিআর সদস্য (শুল্কনীতি) মু. মাসুদ সাদিক, সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা এবং সদস্য (আয়কর নীতি) সামসুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আলোচনায় বিজিএমইএ সভাপতি বলেন, ‘কভিড-১৯-এর চ্যালেঞ্জ আমরা অনেক দেশের তুলনায় অনেক বেশি ভালোমতো মোকাবেলা করে এখন তার ফল পাচ্ছি। রপ্তানি আয় বাড়ানোর জন্য পণ্যমূল্য কমানোসহ ক্রেতাদের পণ্য ধরনের অনুরোধসহ আরো বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তাই উদ্যোক্তারা চাপে আছেন।’ তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে উৎস কর বিদ্যমান ০.৫০ শতাংশ, করপোরেট কর সাধারণ কারখানার জন্য ১২ শতাংশ এবং সবুজ কারখানার ক্ষেত্রে ১০ শতাংশ আরো পাঁচ বছর পর্যন্ত বহাল রাখার অনুরোধ করছি।’

স্টকমার্কেটবিডি.কম/জেড

শেয়ারবাজারে ২০ লাখ টাকা থাকলেই এসএমই প্ল্যাটফর্মে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই যে কোনো বিনিয়োগকারী এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করতে পারবেন। শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এমন নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার জারি করা এ নির্দেশনায় সই করেছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এর আগে শেয়ারবাজারে কমপক্ষে ৫০ লাখ টাকা বিনিয়োগ থাকলে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করার সুযোগ পেতেন বিনিয়োগকারীরা।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, যেকোনো বিনিয়োগকারীর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলে তিনি কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে নিবন্ধিত হতে পারবেন। আর নিবন্ধিত বিনিয়োগকারী এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত সিকিউরিটিজের লেনদেন করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

রমজানে টিসিবির পণ্য পাবে এক কোটি পরিবার: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন রমজানে এক কোটি পরিবার টিসিবির পণ্য পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এয়ার লাউঞ্জ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চেষ্টা করছি, যাতে কম মূল্যে মানুষ নিত্যপণ্য কিনতে পারে। রমজানে টিসিবি এবং ওএমএস’র মাধ্যমে এক কোটি পরিবারকে সহযোগিতা দেওয়া হবে। আমাদের প্ল্যান ছিল ৫০ লাখ মানুষকে (টিসিবির মাধ্যমে) সুবিধা দেওয়া। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে এক কোটি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হেদায়তুল্লাহ রণ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

সালভো কেমিক্যালসের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে। এর আগে এই বোর্ড সভার দিন ৩০ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরে তা বাতিল করা হয়।

এদিন বেলা ৩ টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১০৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬৪ কোটি ৯০ লাখ টাকার।

৫৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজের ২১ কোটি ২৬ লাখ, ইয়াকিন পলিমারের ১৯ কোটি ৪৬ লাখ, সােনালী পেপারের ১৭ কোটি ২০ লাখ, রহিমা ফুড করপোরেশনের ১৬ কোটি ২ লাখ, বিএটিবিসির ১২ কোটি ৭১ লাখ, জেএমআই সিরিঞ্জের ১২ কোটি ৭০ লাখ ও স্কয়ার ফার্মা লিমিটেডের ১২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. বাংলাদেশ শিপিং করপোরেশন
  4. ফরচুন সুজ
  5. ইয়াকিন পলিমার
  6. সােনালী পেপার
  7. রহিমা ফুড করপোরেশন
  8. বিএটিবিসি
  9. জেএমআই সিরিঞ্জ
  10. স্কয়ার ফার্মা লিমিটেড।

এবার আলেশা মার্টের ২,৫০০ গ্রাহক অর্থ ফেরত পাচ্ছেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কিউকমের পর এবার আরেক ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের প্রায় আড়াই হাজার গ্রাহককে মোট ৪২ কোটি টাকা ফেরত দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ১০ জন গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে টাকা হস্তান্তরের মধ্য দিয়ে প্রক্রিয়াটি শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। আলেশা মার্টের গ্রাহকদের এই টাকা এসএসএল কমার্স নামক পেমেন্ট গেটওয়ের (পরিশোধ সেবাদাতা প্রতিষ্ঠান) কাছে এত দিন আটকে ছিল। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

নগদ ও বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে আলেশা থেকে পণ্য কেনার আদেশ দিয়েছিলেন গ্রাহকেরা। টাকাগুলো জমা হয় এসএসএল কমার্সের হিসাবে। ২০২১ সালের ৩০ জুনের পরের ঘটনা এগুলো। ই-কমার্স পরিচালনা নির্দেশিকায় যেহেতু বলা হয়েছিল ওই দিনের পর থেকে পণ্য সরবরাহ করার আগপর্যন্ত আলেশা মার্ট কোনো টাকা পাবে না, সে কারণেই আটকে ছিল টাকা।

আলেশা মার্ট, পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল কমার্স ও বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় দেখেছে, গ্রাহকেরা ৪২ কোটি টাকা পরিশোধ করলেও তা আলেশা মার্টের ব্যাংক হিসাবে ঢোকেনি। যদিও বিভিন্ন ব্যাংকে আলেশা মার্টের ৫৬টি হিসাব রয়েছে। জানা গেছে, গত বছরের অক্টোবর পর্যন্ত আলেশা মার্টের ওই হিসাবগুলোতে গ্রাহকেরা প্রায় ২ হাজার ১ কোটি ২৮ লাখ টাকা জমা করেছেন। এর মধ্যে আলেশা মার্ট ১ হাজার ৯৯৯ কোটি টাকা তুলে নিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী আলেশা মার্টের কাছে গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা আটকে ছিল। এর মধ্যে ১২ কোটি টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। ৪২ কোটি টাকা দেওয়ার পর যে টাকা বাকি থাকবে তা-ও ফেরত দেবে আলেশা মার্ট। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার বাণিজ্য মন্ত্রণালয়কে এমন প্রতিশ্রুতি দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ে আজ অনুষ্ঠেয় বৈঠকে শিকদারেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

গত ২ ডিসেম্বর সরকারের কাছ থেকে ৩০০ কোটি টাকার চলতি মূলধন সহায়তা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে আলেশা মার্ট। তিন হাজার শতাংশ জমি বন্ধক রাখাসহ প্রয়োজনীয় জামানত প্রদানের আশ্বাস দিয়ে আবেদনপত্রে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা ৫০ হাজার এবং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ লাখ। এ ছাড়া প্রতিষ্ঠানটি প্রতি মাসে আট লাখ ক্রয়াদেশ পেয়ে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বাংলাদেশের প্রযুক্তিপণ্যের ব্যবসা বাড়াতে আগ্রহী আমিরাত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিপণ্যের ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে দেশটির ফুজাইরা প্রদেশের শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকি এ আগ্রহের কথা জানান।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার ফুজাইরা প্রদেশে শেখ হামাদের কার্যালয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের দ্রুত উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করেন ফুজাইরার শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল সারকী। তিনি বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর কথা জানিয়ে প্রযুক্তিপণ্যের ব্যবসা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়টিও আলোচনায় ওঠে এসেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাকে বাংলাদেশ ভ্রমণে আমন্ত্রণ জানালে শেখ হামাদ তাতে সম্মতি প্রকাশ করেন এবং দু’দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ ভ্রমণ করবেন বলেও জানান।

পরবর্তীতে ফুজাইরার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল সারকি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।।

স্টকমার্কেটবিডি.কম/