ঋণের শতাংশ পরিশোধে দুই বছরের সুবিধা জাহাজ নির্মাণ শিল্পে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাহাজ নির্মাণ শিল্পের প্রতিষ্ঠানগুলো ২০২১ সালের বকেয়া ঋণের ৫ শতাংশ অর্থ শোধ করে আরো দুই বছর মোরাটোরিয়াম (ঋণের কিস্তি স্থগিত) সুবিধা নিতে পারবে। আজ রবিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে।

এর আগে জানুয়ারিতেও ব্যাংকগুলোর কাছে একই নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

২০১৮ সালে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শে সহজ শর্তে জাহাজ নির্মাণ শিল্পের বকেয়া ঋণ পরিশোধে ১০ বছর সময় দেওয়া হয়। তাতে প্রথম তিন বছর মোরাটোরিয়াম সুবিধা দেওয়ার কথাও বলা হয়। এখন এ মোরাটোরিয়াম সুবিধা ২০২৩ সাল পর্যন্ত বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ১০ বছরে ত্রৈমাসিক কিস্তিতে ওই ঋণ পরিশোধের লক্ষ্যে পৃথক ব্লক অ্যাকাউন্ট সৃষ্টি করা যাবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আগে যেসব ঋণ দিয়েছে, সেগুলোর সুদবাহী পুনঃতফসিলকৃত দায়গুলোও ওই সুবিধার আওতায় পরিশোধযোগ্য হিসেবে গণ্য হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ডিএসইতে পিই রেশিও কমেছে ১.১২ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৮৯ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৬.৭০ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৯ পয়েন্ট বা ১.১২ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (৬ থেকে ১০ ফেব্রুয়ারি) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৭৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৬.৮৯ পয়েন্টে। ফলে পিই রেশিও ০.১৫ পয়েন্ট বা ০.৯০ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফরচুন সুজ; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫০১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৫৮ লাখ টাকার।

২৪৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) র ২২৫ কোটি ৫৮ লাখ টাকা, সাইফ পাওয়ারটেকের ১১০ কোটি ৪৩ লাখ, রহিমা ফুড করপোরেশনের ৮৯ কোটি ৭২ লাখ, ইয়াকিন পলিমারের ৮৪ কোটি ৩৯ লাখ, সোনালী পেপারের ৮১ কোটি ৮৪ লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৮০ কোটি ৮৫ লাখ ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৮০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ কার্যদিবসে বাজার মূলধন কমেছে ৫,৭৯৬ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৫,৭৯৬ কোটি টাকা কমেছে। এসময় সেখানে লেনদেন ও সবগুলো সূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৯৬৭ কোটি ১২ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৬ হাজার ৬১৭ কোটি ৭৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৯.৮৩ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১১৯৩ কোটি ৪২ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩২৩ কোটি ৫৫ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৯.৮৩ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯৯১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৩.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৭৩ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৯.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০৮ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৭টির, কমেছে ২৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার ও ইউনিটের দর। আর ৬টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৬ হাজার ৭৫২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬০ হাজার ৯২৯ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৫,৭৯৬ কোটি টাকা বা ১.০৩ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/