রমজানে সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পাবে এক কোটি পরিবার : বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে রমজান মাসে এক কোটি হতদরিদ্র পরিবারকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পিয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা দেওয়া হবে। ’

আজ রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, এক কোটি পরিবারকে সেই ব্যবস্থায় আনতে। আমরা সরকারিভাবে চেষ্টা করছি রমজানকে সামনে রেখে এক কোটি পরিবারকে পেঁয়াজ, তেল, ডাল, চিনি এ ধরনের পণ্য সাশ্রয়ী দামে দেব।

আগে যেভাবে টাকাটা দেওয়া হয়েছে সেই লিস্ট তো আছে। প্রতিটি ইউনিয়নে টিসিবির মাধ্যমে ওপেনিং করা হবে সেখান থেকে তারা কালেক্ট করে দেবে। যে চারটা পণ্য আমরা দেই সেটার সঙ্গে রমজান মাসে খেজুর ও ছোলা যোগ হবে। ’
টিপু মুনশি বলেন, ‘এটা সত্যি কথা যে, মানুষের কষ্ট হচ্ছে।

আমরা চেষ্টা করছি, সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে সেটা সাধারণ মানুষকে দেওয়া। ’

সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোজ্যতেলের দাম আমরা বাড়িয়েছি। কারণ, ৯০ শতাংশ তেল আমরা ইমপোর্ট করি। আন্তর্জাতিক বাজারে সেই ভোজ্য তেলের দাম বেড়েছে।

কন্টেইনার ভাড়া বেড়েছে এর সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা ঠিক না করে দিই তাহলে তো ব্যবসায়ীরা তেল আনবেই না। ’
পিয়াজের দাম বাড়ার বিষয়ে জানতে চাওয়া হলে টিপু মুনশি বলেন, ‌‘এর উল্টোটা যদি বলি, পিয়াজের দাম ২৫ টাকা হয়ে গেল কেন? সেখানেও কিন্তু কৃষকরা বলছেন, পিয়াজ কিন্তু আমরা রাস্তায় ফেলে দেব। এটা কাঁচামাল তো দুই দিন যদি ট্রান্সপোর্ট বন্ধ থাকে এটার দাম কিন্তু বেড়ে যাবে। ’

স্টকমার্কেটবিডি.কম/জেড

কর আদায়ে চোর-পুলিশ সংস্কৃতি চলছে দেশে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কর আদায়ে চোর-পুলিশ সম্পর্কের সংস্কৃতি চলছে দেশে। নিবর্তনমূলক আদায় পদ্বতি এবং অন্যায্য কর কাঠামোর কারণে করদাতাদের মধ্যে এক ধরনের ভীতি আছে। এ থেকেই ফাঁকির প্রবণতা তৈরি হয়েছে। করের অর্থের সঠিক ব্যবহারের বিষয়ে সন্দেহের কারণেও করদাতাদের মধ্যে হতাশা আছে। এসব কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী কর আদায় সম্ভব হচ্ছে না।

খসড়া আয়কর আইনের মূল্যায়ন সংক্রান্ত এক ওয়েবিনারে শনিবার এই পর্যবেক্ষণ দিয়েছেন বিশেষজ্ঞরা। করদাতাদের অহেতুক সন্দেহ না করা, কর্মকর্তাদের আরও ইতিবাচক হওয়ার কথা বলেছেন তারা। কর প্রশাসনের আরও উদারতা এবং দক্ষতা বাড়ানো খুব প্রয়োজন। খসড়া কর আইন চূড়ান্ত করার ক্ষেত্রে এ বিষয়গুলোতে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। আইনটিকে আরও আধুনিক, সহজ, যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) অনলাইন প্ল্যাটফর্মে এ আয়োজন করেছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এম সামসুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ফিড দ্য ফিউচার বাংলাদেশের প্রধান মার্ক শিমান। বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সভাপতি ড. মোহাম্মদ আবদুল মজিদ, সংস্থার সাবেক সদস্য মোঃ আলমগীর হোসেন প্রমুখ। আইবিএফবির সভাপতি হুমায়ুন রশিদ সভাপতিত্ব এবং সভা সঞ্চালনা করেন।

স্টকমার্কেটবিডি.কম/

পোশাকের সফলতা অন্য শিল্পেও ছড়িয়ে দিতে আগ্রহী দ. কোরিয়া

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘বাংলাদেশে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হয় দক্ষিণ কোরিয়ার হাত ধরে। কোরিয়ান কোম্পানি দাইয়ুর সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দেশ গার্মেন্টস। ১৩০ জন কর্মকর্তা-কর্মীকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে দেওয়া হয় ছয় মাসের প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ পাওয়াদের অনেকেই এখন পোশাক কারখানার মালিক। বাংলাদেশে এ খাতে বিনিয়োগ করেছেন অনেক কোরিয়ান উদ্যোক্তাও। তৈরি পোশাক খাতে বাংলাদেশ-কোরিয়ার সাফল্যকে এবার অন্য খাতেও বিকশিত করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া।’

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে রবিবার এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জ্যাং কিউন।

সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত জানান, ২০২২ সালে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিতে চায় সিউল। এজন্য তৈরি পোশাকের বাইরে অন্যান্য খাতেও কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণে দক্ষিণ কোরিয়া ৫ম শীর্ষ দেশ।

এ সময় কোরিয়াকে বাংলাদেশের অবকাঠামো খাত ও ম্যান মেড ফাইবার খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিশাল বাজার, ক্রমবর্ধমান রপ্তানি, বিদ্যুৎ, অবকাঠামোর সহজপ্রাপ্যতা সরকারিনীতি সহায়তা ও বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠীর কারণে বিদেশি বিনিয়োগের সুবর্ণ সময় পার করছে। যে দেশ এই সুযোগ কাজে লাগাবে তারাই লাভবান হবে।

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরতে কোরিয়ায় রোড শো কিংবা বিনিয়োগ সম্মেলন আয়োজনের ব্যাপারে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।

এছাড়াও চলতি বছরে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) ও এফবিসিসিআই’র যৌথ উদ্যোগে একটি বাণিজ্য সংলাপ আয়োজনের সিদ্ধান্ত হয়।

সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এমএ মোমেন, আমিন হেলালী, হাবীব উল্লাহ ডন, পরিচালক মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম রেজনু, কেবিসিসিসিআই’র সভাপতি ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মোস্তফা কামাল, উপদেষ্টা সাহাব উদ্দীন খান, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশনাল এজেন্সির মহাপরিচালক কিম ডং হিউন, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লি জুংইউল প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

সোমবার শেয়ারবাজার বন্ধ থাকবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল ২১ ফেব্রুয়ারি (সোমবার) দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরের দিন মঙ্গলবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

আজিজ পাইপসের দর বাড়ার কারণ জানতে সিএসই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এ কথা জানানো হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি এই শেয়ার দর ছিল ১০৩.৩০ টাকা। আর আজ ২০ ফেব্রুয়ারি সর্বশেষ শেয়ারটি ১১৯.৩০ টাকায় লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে সিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় সিএসই।

এ সময় আজিজ পাইপস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে ফরচুন সুজ; ২য় বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৯০ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৯৮ লাখ টাকার।

৩৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মার ৩৩ কোটি ৫৫ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ১৯ কোটি ৮৪ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৬ কোটি ১০ লাখ, সাইফ পাওয়ারটেকের ১৫ কোটি ২৭ লাখ, রহিমা ফুড করপোরেশনের ১৪ কোটি ৮৯ লাখ, বিএটিবিসির ১৪ কোটি ৬৩ লাখ ও ইয়াকিন পলিমার লিমিটেডের ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ৫৮ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৫৮ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, চতুর্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, পঞ্চম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, সপ্তম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর অষ্টম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, নবম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, দশম দফায় ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ১১ দফায় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ১২ দফায় ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ১৩ দফায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ১৪ দফায় ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ১৫ দফায় ১৩ মার্চ থেকে ২৫ মার্চ, ১৬ দফায় ৩১ মে থেকে ১৪ জুন, ১৭ দফায় ১৫ জুন থেকে ২৯ জুন ১৮ দফায় ৩০ জুন থেকে ১৪ জুলাই, ১৯ দফায় ১৫ জুলাই থেকে ২৯ জুলাই, ২০ দফায় ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট, ২১ দফায় ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট এবং ২২ দফায় ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর, ২৩ দফায় ১৩ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর আর ২৪ দফায় ২৮ সেপ্টেম্বর হতে ১২ অক্টোবর আর ২৫ দফার ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২৬ দফায় ২৮ অক্টোবর হতে ১২ নভেম্বর, ২৭ দফায় ১৪ নভেম্বর হতে ২৬ নভেম্বর, ২৮ দফায় ২৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর, ২৯ দফায় ১১ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর, ৩০ দফায় ২৭ ডিসেম্বর হতে ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি, ৩২ দফায় ২৮ জানুয়ারি হতে ১০ ফেব্রুয়ারি, ৩৩ দফায় ১১ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি ও ৩৪ দফায় ২৬ ফেব্রুয়ারি ১২ মার্চ, ৩৫ দফায় ১৩ মার্চ হতে ২৫ মার্চ, ৩৬ দফায় ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল ও ৩৭ দফায় ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল, ৩৮ দফায় ২৮ এপ্রিল থেকে ১১ মে, ৩৯ দফায় ১২ মে থেকে ২৭ মে, ৪০ দফায় ২৮ মে থেকে ১০ জুন, ৪১ দফায় ১১ জুন থেকে ২৫ জুন, ৪২ দফায় ২৭ জুন ১১ জুলাই, ৪৩ দফায় ১২ জুলাই থেকে ২৬ জুলাই, ৪৪ দফায় ২৭ জুলাই থেকে ১০ আগষ্ট, ৪৫ দফায় ১১ আগষ্ট থেকে ২৫ আগষ্ট, ৪৬ দফায় আগামী ২৬ আগষ্ট থেকে ৯ সেপ্টেম্বর, ৪৭ দফায় আগামী ১০ সেপ্টেম্বর ২৫ সেপ্টেম্বর, ৪৮ দফায় ২৬ সেপ্টমে্বর হতে ৯ অক্টোবর, ৪৯ দফায় ১০ অক্টোবর হতে ২২ অক্টোবর, ৫০ দফায় ২৩ অক্টোবর হতে ৭ নভেম্বর, ৫১ দফায় ৮ নভেম্বর হতে ২৩ নভেম্বর, ৫২ দফায় ২৪ নভেম্বর হতে ৮ ডিসেম্বর, ৫৩ দফায় ৯ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর, ৫৪ দফায় ২৪ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি, ৫৫ দফায় ৮ জানুয়ারি হতে ২২ জানুয়ারি, ৫৬ দফায় ২৩ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি, ৫৭ দফায় ৭ ফেব্রুয়ারি হতে ২০ ফেব্রুয়ারি আর ৫৮ দফায় ২২ ফেব্রুয়ারি থেকে আরো ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. ফরচুন সুজ
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  4. ওরিয়ন ফার্মা
  5. বাংলাদেশ শিপিং করপোরেশন
  6. জেনেক্স ইনফোসিস
  7. সাইফ পাওয়ারটেক
  8. রহিমা ফুড করপোরেশন
  9. বিএটিবিসি
  10. ইয়াকিন পলিমার লিমিটেড।

দিনশেষে লেনদেন বাড়লেও সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৯২৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৯৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫৪৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৪০ কোটি ৯৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০০৪ কোটি ৯৯ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭০টির, আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেনেক্স ইনফোসিস, সাইফ পাওয়ারটেক, রহিমা ফুড করপোরেশন, বিএটিবিসি ও ইয়াকিন পলিমার লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২২৯.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ২৩০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২১১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৫৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি লিমিটেড ও এনসিসি ব্যাংক ফার্ষ্ট মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/