সিজন-১৪ : ওয়ালটন পণ্য কিনে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

‘ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৪’ ডিক্লারেশন প্রোগ্রামে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সারা দেশে শুরু হলো ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৪। এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনের ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। রয়েছে কোটি কোটি টাকার ওয়ালটন পণ্য ফ্রি। ১ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত গ্রাহকরা এসব সুবিধা পাবেন।

উল্লেখ্য, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের আরো দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। ইতোমধ্যে সফলভাবে ক্যাম্পেইনের ১৩টি সিজন সম্পন্ন হয়েছে। প্রতিটি সিজনেই গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। এরই প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন-১৪ শুরু করলো ওয়ালটন। এর আওতায় ঝড়ো অফারে প্রতিষ্ঠানটি ১০ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক ও কোটি কোটি টাকার ফ্রি পণ্যসহ বিভিন্ন ক্রেতাসুবিধার ঘোষণা দিলো।

সোমবার (২৮ ফেব্রুয়ারি, ২০২২) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে এক ডিক্লারেশন প্রোগ্রামে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৪’ চালুর ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা নিলু, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ফিরোজ আলম, এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, আরিফুল আম্বিয়া ও মোঃ সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া, ব্র্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনচার্জ দিদারুল আলম খান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৪ চলাকালে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর ক্রেতার দেয়া মোবাইল নাম্বারে এসএমএস-এর মাধ্যমে ক্যাশব্যাকের পরিমাণ কিংবা ফ্রি পণ্য সম্পর্কে জানিয়ে দেয়া হবে। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা কিংবা শোরুম ক্রেতাদেরকে প্রাপ্ত ক্যাশব্যাক কিংবা ফ্রি পণ্য বুঝিয়ে দেবে।

এক্ষেত্রে ওয়ালটনের সংশ্লিষ্ট প্রতিটি পণ্যের ক্রেতা ১০ লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। আর কোটি কোটি টাকার ফ্রি পণ্যের মধ্যে থাকছে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার, ফ্যান, আয়রন, এলইডি বাল্ব, এক্সটেনশন সকেট ইত্যাদি।

কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতার নাম, মোবাইল নম্বর এবং বিক্রি করা পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে ফেললেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাচ্ছেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহকের ফিডব্যাক জানতে পারছেন। এ কার্যক্রমে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইনের আওতায় নানা সুবিধা দেয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

গুজবে শেয়ারবাজারে বড় দরপতন : বিএসইসি কমিশনার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাশিয়া-ইউক্রেন সংকট বা নেগেটিভ ইক্যুইটির কারণে নয়, গুজবের জন্য টানা দুই কার্যদিবস দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল পূর্বাণীতে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসির কমিশনার বলেন, প্রকৃতপক্ষে নেগেটিভ ইক্যুইটি সমন্বয় নিয়ে বিনিয়োগকারীদের মাঝে ভুল বার্তা দেওয়া হয়েছে। এছাড়া শেয়ারবাজারে যুদ্ধের জন্য সূচক পতন হওয়া যৌক্তিক না।

তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ হলেও তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই কম। তাই আমাদের অর্থনীতিতে কম প্রভাব পড়বে। ফলে গত দুই দিনে যে পরিমাণ সূচক কমেছে, তা ঠিক না।

স্টকমার্কেটবিডি.কম/

ব্যাংকের সুদহার বৃদ্ধি করলো রাশিয়া

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেনে ‌‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ। এর প্রভাব সীমিত রাখতে এবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদহার বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ৯.৫ শতাংশ থেকে বাড়িয়ে সুদহার ২০ শতাংশ করা হচ্ছে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

রুবলের মূল্যহ্রাস ও উচ্চ মুদ্রাস্ফীতি ঠেকাতে সুদহার বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় বলেছে, কোম্পানিগুলোকে তাদের বৈদেশিক মুদ্রার রাজস্বের ৮০ শতাংশ বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, রুশ অর্থনীতির সঙ্গে জড়িত বৈদেশিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন এসেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৪৯ লাখ টাকার।

৩২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজের ২৩ কোটি ৩৯ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১৭ কোটি ৭২ লাখ, বিএটিবিসির ১৬ কোটি ১৬ লাখ, প্যাসিফিক ডেনিমসের ১৫ কোটি ৪৮ লাখ, ড্রাগন সোয়েটার স্পিনিংয়ের ১৪ কোটি ৭৩ লাখ, ওরিয়ন ফার্মার ১৪ কোটি ১৫ লাখ ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের ১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. আনোয়ার গ্যালভানাইজিং
  4. ফরচুন সুজ
  5. সোনালী পেপার এন্ড বোর্ড মিলস
  6. বিএটিবিসি
  7. প্যাসিফিক ডেনিমস
  8. ড্রাগন সোয়েটার স্পিনিং
  9. ওরিয়ন ফার্মা
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ডিএসইতে লেনদেন ৭’শ কোটি টাকার ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে ৭’শ কোটি টাকার ঘরে নেমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৭৩৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৮২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩০ কোটি ১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯১৬ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩১৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬টির, আর দর অপরিবর্তিত আছে ২৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, ফরচুন সুজ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, বিএটিবিসি, প্যাসিফিক ডেনিমস, ড্রাগন সোয়েটার স্পিনিং, ওরিয়ন ফার্মা ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৪০.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬৪১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ৬৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ব্যাংক ও বিএটিবিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যারামিট সিমেন্টের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি এ্যারামিট সিমেন্ট লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৬ মারচ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় চট্টগ্রামে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিদেশে মূলধন পাঠানোর অনুমতি পেল রেনেটা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেড বাংলাদেশ ব্যাংক থেকে রপ্তানিকারকদের পরিশোধিত মূলধন পাঠানোর অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রেনেটা ফার্মাসিটিক্যালস (আয়ারল্যান্ড) হিসাব থেকে কোম্পানিটির ২০ লাখ মার্কিন ডলার এক্সপোর্টার্স রেটেনেশন কোটায় আসবে।

আর ৫০ লাখ মার্কিন ডলার রেনেটা (ইউকে) হিসাবে পরিশোধিত মূলধন হিসাবে যোগ হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বারাকা পাওয়ারের শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের দুই পরিচালক শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মো: আহসানুল কবির নামে এক পরিচালক কোম্পানিটির ৬ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রি করলেন। ঘোষণার সময় তার হাতে কোম্পানিটির ৫৮ লাখ ৭২ হাজার ৯৪৮টি শেয়ার ছিল।

অন্যদিকে ফিউশন হোল্ডিং লিমিটেড নামে আরেক করপোরেট পরিচালক কোম্পানিটির ৬ লাখ ৬০ হাজার শেয়ার ক্রয় করলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এসব পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেটে ক্রয় বিক্রয় করা সম্পন্ন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডাচ্ বাংলা ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৬ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি