মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

মঙ্গলবার আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৮১৩তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো: রেজাউল করিম স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

কমিশন সূত্রে জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা।

এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা অংশ অর্থাৎ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কর্তৃক ৫ কোটি টাকা। আর ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

এই বন্ডটির ইস্যু ম্যানেজার হিসাবে রয়েছে এমবিএল এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর হেফাজতকারী হিসাবে ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ট্রাস্টি হিসেবে কাজ করবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

ন্যাশনাল পলিমারের জিরো কূপন বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার প্রকৌশল খাতের কোম্পানি তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার লিমিটেডকে ৩০০ কোটি টাকার বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৮১৩তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো: রেজাউল করিম স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

এটি একটি ফুলি রেডিমেবল নন কনভার্টেবল জিরো কুপন বন্ড। এই বন্ডের অভিহিত মূল্য ধরা হয়েছে ৪০৮.৯৫ কোটি টাকা। বন্ডের নন্যুতম সাবস্ক্রিপশ হবে ৩০০০ টাকা করে।

বন্ডটির ট্রাস্টি হিসাবে বাংলাদেশ ফাইন্যান্স এবং এরেন্জার ও এডভাইজার হিসেবে কাজ করছে রিভার স্টোন ক্যাপিটাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংক এশিয়ার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংক এশিয়া লিমিটেডের ৫০০ কোটি টাকার কূপন বেয়ারিং কনভারটেবল পার্পেচুয়াল বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৮১৩তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো: রেজাউল করিম স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।

জানা যায়, বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আর ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে উত্তোলন করা হবে।

শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, কর্পোরেট বডি ও বৈধ বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ক্রয় করতে পারবে।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে টাকা সংগ্রহ করে ব্যাংকটি মূলধন বৃদ্ধি কাজে ব্যয় করবে।

ব্যাংক এশিয়ার সাব-অর্ডিনেটেড এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্যে হবে ১ কোটি টাকা।

এই বন্ডটির ইস্যু ম্যানেজার হিসাবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড। আর এ্যারেন্জার হিসাবে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ট্রাস্টি হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

মেঘনা ইন্স্যুরেন্সের ১৬ কোটি টাকার আইপিও অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৮১৩তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যে শেয়ার ইস্যু করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারী শেয়ার, ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

৩১ মার্চ ২০২১ সময়ের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৪১ টাকায়।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ইউক্রেনে অনুদান যাচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে এখন পর্যন্ত অন্তত এক কোটি ৩৭ লাখ ডলার বেনামি বিটকয়েন অনুদান পাঠিয়েছে বেনামি বিটকয়েন দাতা। এমনটাই জানিয়েছেন ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষকরা।

ব্লকচেইন অ্যানালাইসিস কোম্পানি ইলিপটিকের গবেষকরা জানিয়েছেন ইউক্রেন সরকার, বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী দলগুলো অনলাইনে তাদের বিটকয়েন ঠিকানায় বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে এ অর্থ সংগ্রহ করেছে। এখন পর্যন্ত কমপক্ষে চার হাজার অ্যাকাউন্ট থেকে দান এসেছে। এর মধ্যে এক বেনামি দাতা একটি এনজিওতে তিন মিলিয়ন ডলার সমমূল্যের বিটকয়েন দান করেছেন।

ইউক্রেন সরকারের টুইটার অ্যাকাউন্টে শনিবার দুপুর নাগাদ পোস্ট করা এক বার্তায় বলা হয়েছে, ‘ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ান। দান হিসাবে ক্রিপ্টোকারেন্সিও গ্রহণ করা হচ্ছে। বিটকয়েন, ইথেরিয়াম এবং ইউএসটিডি।’ এ ছাড়া দুটি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে ভাষণ পোস্ট করার আট ঘণ্টার মধ্যে ৫ দশমিক ৪ মিলিয়ন ডলার সংগৃহীত হয়। ইউক্রেনের ডিজিটাল মন্ত্রী বলেছেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে’ সহায়তার জন্য সম্প্রতি আহ্বান জানানো হয়েছে। কিন্তু এ অর্থ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়ে তিনি ব্যাখ্যা করেননি।

স্টকমার্কেটবিডি.কম/

ছয়টা থেকে ১১টা পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি স্টেশন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সারা দেশে সিএনজি স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে।

মঙ্গলবার (১ মার্চ) থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে বলা হয়।

এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, ১ মার্চ থেকে সরকার সারা দেশে সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে উল্লেখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করেছে পেট্রোবাংলা।

গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম এ সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

স্টকমার্কেটবিডি.কম/

রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ে মন্ত্রণালয়ের বৈঠক বুধবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাল, ডাল, ভোজ্যতেলসহ প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে বুধবার (২ মার্চ) বৈঠকে বসছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে বুধবার (২ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সভায় স্টেকহোল্ডারদের সঙ্গে পণ্যের মজুদ, সরবরাহ ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ইমাম বাটনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১১৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৩ লাখ টাকার।

২৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজের ১৯ কোটি ৬৫ লাখ, সাইফ পাওয়ারটেকের ১৭ কোটি ৩৮ লাখ, কেয়া কসমেটিকসের ১৬ কোটি ৮৬ লাখ, ইউনিয়ন ব্যাংকের ১২ কোটি ৮১ লাখ, ড্রাগন সোয়েটার স্পিনিংয়ের ১০ কোটি ৬৮ লাখ, বিএটিবিসির ১০ কোটি ৩০ লাখ ও সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ১০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. ওরিয়ন ফার্মা
  4. ফরচুন সুজ
  5. সাইফ পাওয়ারটেক
  6. কেয়া কসমেটিকস
  7. ইউনিয়ন ব্যাংক
  8. ড্রাগন সোয়েটার স্পিনিং
  9. বিএটিবিসি
  10. সোনালী পেপার এন্ড বোর্ড লিমিটেড।