সোনার ভরির দাম বেড়ে ৭৮ হাজার টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে বিশ্ববাজারে সোনার দাম আবার পাগলা ঘোড়ার মতো ছুটতে শুরু করেছে। সে জন্য দেশের বাজারেও সোনার দাম বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার একলাফেই সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা বাড়িয়েছে বাজুস।

দাম বাড়ানোর কারণে আজ থেকে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৭৮ হাজার ২৬৫ টাকায়। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে সর্বোচ্চ দাম হয়েছিল ২০২০ সালের ৫ আগস্ট। তখন প্রতি ভরি সোনার দাম ছিল ৭৭ হাজার ২১৬ টাকা।

জুয়েলার্স সমিতি আজ বৃহস্পতিবার সোনার দাম বৃদ্ধির বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সমিতির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১ মার্চ) কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি সোনার দাম ভরিতে ১ হাজার ৮৬৭ টাকা বাড়ানো হয়েছিল। তাতে প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছিল ৭৫ হাজার টাকা।

নতুন করে দাম বাড়ানোর কারণে আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৮ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৪২১ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ন্যূনতম সংখ্যক পরিচালক দিয়ে চলছে জেএমআই হসপিটাল রিকুইজিটি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে আইপিও’র প্রক্রিয়াধীন থাকা কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিং লিমিটেড একটি বড় মূলধনী কোম্পানি হিসাবে অনুমোদন পেলেও এই কোম্পানিটি পরিচালনা হচ্ছে একটি ছোট পরিচালনা বোর্ড দিয়ে। ণুন্যতম সংখ্যক পরিচালক দিয়ে চলছে কোম্পানিটি।

কোম্পানিটির পরিচালনা বোর্ডে চেয়ারম্যান হিসাবে রযেছেন মো: আবদুর রাজ্জাক। আর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে রয়েছেন মিসেস সুরিয়া আকতার রিনা। এছাড়া পরিচালনা বোর্ডে রয়েছেন কোরিয়ান  পরিচালক হো কিয়াং কিম। কোম্পানির দুই পরিচালক মো: আবদুর রাজ্জাক ও মিসেস সুরিয়া আকতার রিনা সম্পর্কে স্বামী-স্ত্রী।

ব্যবসার শুরুতে কোম্পানিটির আরেক জন উদ্দ্যোক্তা পরিচালক থাকলেও সেই দক্ষিন কোরিয়ার নাগরিক মিসেস জা সো শিমকে বর্তমান বোর্ডে রাখা হয়নি।

কোম্পানি আইন-২০১৩ এর ১৪৯(১) ধারা অনুযায়ী পাবলিক কোম্পানিতে কমপক্ষে ৩ জন পরিচালক থাকবে। আর পাইভেট কোম্পানি কমপক্ষে ২ জন পরিচালক থাকতে হবে।  একটি কোম্পানিতে পরিচালনা বোর্ডে সবোচ্চ ১৫ জন পরিচালক থাকতে পারবে।
এই কোম্পািনিটিতে একজন স্বাধীন পরিচালক রাখা হয়েছে। তিনি হলেন মো: হেমায়েত হোসেন। আর মো: মহীউদ্দিন আহমেদ নামে একজন মনোনীত পরিচালক রয়েছেন। তিনি জেএমআই গ্রুপের আরেকটি কোম্পানি জেএমআই ভ্যাকসিন লিমিটেডের মনোনীত পরিচালক।
তিনজন পরিচালক, একজন করে স্বাধীন ও মনোনীত পরিচালক মিলিয়ে মোট ৫ পরিচালকের হাতে কোম্পানিটির মোট ৩২.৩২ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে পরিচালক মো: আবদুর রাজ্জাকের হাতে ২২.৮৭ শতাংশ, মিসেস সুরিয়া আকতার রিনার হাতে ২.০৮ শতাংশ ও হো কিয়াং কিমের হাতে রয়েছে ৩.৬৯ শতাংশ শেয়ার।
কোম্পানিটির ৩৯.২৩ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিযোগকারীদের হাতে দেখানো হয়েছে। এর মধ্যে আইসিবির হাতে ১৭.৯৬ শতাংশ শেয়ার রয়েছে।
জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো: আবদুর রাজ্জাক আর ব্যবস্থাপনা পরিচালক মিসেস সুরিয়া আকতার রিনা জেএমআই গ্রুপের  সবমিলিয়ে গোটা বিশেক কোম্পানির ব্যবসা দেখা শোনা করেন।
স্টকমার্কেটবিডি.কম/

স্টক ব্রোকার সনদ পেল ২ প্রতিষ্ঠান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্টক ব্রোকার এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ পেয়েছে দুই প্রতিষ্ঠান। এর মধ্যে একটিকে স্টক ব্রোকার এবং অপরটিকে স্টক ব্রোকার ও স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান দুইটি হলো : স্নিগ্ধা ইক্যুইটি লিমিটেড এবং বি রিচ লিমিটেড।

প্রতিষ্ঠান দুইটির মধ্যে বি রিচ লিমিটেডকে স্টক ব্রোকার রেজিষ্ট্রেশন সনদ এবং স্নিগ্ধা ইক্যুইটি লিমিটেডকে স্টক ব্রোকার ও স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ১৫১ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ১৫১ টাকা
দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বাড়ল। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৯১ টাকা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে এটি কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। উৎপাদনপর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে।

বেসরকারি খাতে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১১৫ টাকা ৮৮ পয়সা, এটি সর্বোচ্চ খুচরা মূল্য। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

আগের মাসের চেয়ে কেজিতে দাম বেড়েছে ১২ শতাংশ। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৪ টাকা ৭৮ পয়সা, যা আগে ছিল ৫৭ টাকা ৮১ পয়সা।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এই সংস্থা। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান সৌদি আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

সংবাদ সম্মেলনে দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সুইফট থেকে ৭ রুশ ব্যাংককে বিচ্ছিন্ন করলো ইইউ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়ন বুধবার জানিয়েছে, সুইফট মেসেজিং সিস্টেম থেকে ৭ রুশ ব্যাংককে বাদ দেওয়া হয়েছে। খবর রয়টার্সের। তবে সংবাদমাধ্যমটি দাবি করেছে, যারা জ্বালানি খানের লেনদেনের সঙ্গে যুক্ত তাদের এ নিষেধাজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানিয়েছে, সুইফ ইন্টারব্যাংক পেম্যান্ট সিস্টেম থেকে রাশিয়ার সাতটি ব্যাংককে বাদ দেওয়া হয়েছে।

এর মধ্যে আছে VTB, Rossiya, Otkritie, Novikombank, Promsvyazbank, Sovcombank and VEB.RF।
ইউরোপীয়ান কমিশন জানিয়েছে, প্রয়োজন দেখা দিলে অন্য ব্যাংককেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১০ মার্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি।

স্টকমার্কেটবিডি.কম/

রেকিট বেনকাইজারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রেকিট বেনকাইজার লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীতে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/

সূচকের পতন, লেনদেনও কমেছে 

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও তলানিতে নেমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৬৪৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১ কোটি ৫০ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৬৫৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬২ পয়েন্টে।

আজ ডিএসইতে ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৮৩ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জে

লিন্ডে বিডির বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি লিন্ডে বিডি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁয়ে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গতবছর কোম্পনিটি শেয়ারহোল্ডারদের জন্য ৪০০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/

ইরাকে ওয়ালটন ব্র্যান্ডের যাত্রা শুরু

ফিতা কেটে ইরাকে ওয়ালটন ব্র্যান্ডের টিভি ও ওয়াশিং মেশিন রপ্তানি কার্যক্রম উদ্বোধন করছেন বাংলাদেশে নিযুক্ত ইরাকের হেড অব মিশন আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভিশন ‘গো গ্লোবাল- ২০৩০’ অর্জনের লক্ষ্যে বৈশ্বিক বাজারে নিজস্ব ব্র্যান্ড লোগোতে পণ্য রপ্তানির প্রতি অধিক গুরুত্ব দিয়েছে ওয়ালটন। যার প্রেক্ষিতে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে ওয়ালটন ব্র্যান্ড নামেই পণ্য রপ্তানি করছে। এরই ধারাবাহিকতায় এবার ইরাকে নিজস্ব ব্র্যান্ড নামে টেলিভিশন ও ওয়াশিং মেশিন রপ্তানি শুরু করলো ওয়ালটন। এর মধ্য দিয়ে ওয়ালটন ব্র্যান্ডের বৈশ্বিক বাজার সম্প্রসারণ হলো মধ্যপ্রাচ্যের এই আরব দেশটিতে।

গত সোমবার (২৮ ফেব্রুয়ারি, ২০২২) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ইরাকে ওয়ালটন ব্র্যান্ডের টিভি ও ওয়াশিং মেশিন রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইরাকের হেড অব মিশন আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইরাকের ডেপুটি হেড অব মিশন মোহানাদ আল দারাজি।

ওয়ালটন আইবিইউ শাখা জানায়, ইরাকের ওয়ালটনের বিজনেস পার্টনার হিসেবে কাজ করবে দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান ‘নূর ইশতার’। তারা ইরাকের বাজারে ওয়ালটন ব্র্যান্ডের টিভি ও ওয়াশিং মেশিন বাজারজাত কার্যক্রম পরিচালনা করবেন।

সোমবার সকালে অতিথিরা ওয়ালটন কারখানা প্রাঙ্গণে পৌঁছলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট (আইবিইউ) এর প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কর্নেল (অব.) এসএম শাহাদাত হোসেন, ইউসুফ আলী, ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, আইবিইউ শাখার ভাইস-প্রেসিডেন্ট সাঈদ আল ইমরান, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমূখ।

ইরাকে ওয়ালটন ব্র্যান্ডের টিভি ও ওয়াশিং মেশিন রপ্তানি কার্যক্রম উপলক্ষ্যে কেক কাটছেন বাংলাদেশে নিযুক্ত ইরাকেরহেড অব মিশন আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন ও ওয়ালটনের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

এরপর অতিথিরা ওয়ালটন হাই-টেক সদর দপ্তরের কনফারেন্স রুমে একটি করপোরেট ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। পরে ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখার পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ সমৃদ্ধ রেফ্রিজারেটর, টেলিভিশন ও ওয়াশিং মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শন করেন।

কারখানা পরিদর্শন শেষে ইরাকের হেড অব মিশন আবদুলসালাম সাদ্দাম মোহাইসেন বলেন, ‘ওয়ালটন কারখানা পরিদর্শনে এসে আমরা অত্যন্ত অভিভূত। ইরাকে টিভি, ওয়াশিং মেশিন রপ্তানি শুরুর মাধ্যমে ওয়ালটন দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো উৎসাহিত করেছে। আশা করি- ভবিষ্যতে ইরাকের বাজারে ওয়ালটন পণ্য রপ্তানির পরিমাণ ব্যাপক বৃদ্ধি পাবে।’

তিনি আরো জানায়, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও সহায়তায় বিজনেস কনসোল গড়ে তুলতে ইরাক ও বাংলাদেশ দূতাবাস যৌথভাবে কাজ করছে।
ইরাকের ডেপুটি হেড অব মিশন মোহানাদ আল দারাজি তার প্রতিক্রিয়ায় বলেন, ওয়ালটন খুব ভালো ও বড় একটি প্রতিষ্ঠান। তারা পণ্য উৎপাদনে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ স্থাপন করেছেন। ওয়ালটন ব্র্যান্ডের পণ্য রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। ইরাকের বাজারে ওয়ালটন পণ্যের রপ্তানি পরিমাণ বৃদ্ধিতে দূতাবাস কর্তৃক সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে তিনি আশ্বস্ত করেন।

ওয়ালটন আইবিইউ শাখার প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম জানায়, বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। এই লক্ষ্য পূরণে আমরা বিশ্বব্যাপী ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস ছড়িয়ে দিতে কাজ করছি। এরই ধারাবাহিকতায় এবার ইরাকে ওয়ালটন ব্র্যান্ড লোগেতে টিভি ও ওয়াশিং মেশিন রপ্তানি শুরু হলো। ভবিষ্যতে ইরাকে ব্যবসায়ীক অংশীদারের সঙ্গে সমন্বিতভাবে ওয়ালটনের একটি নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপণের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, দেশের শীর্ষ ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিনসহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান এখন ওয়ালটন। বিশ্বের ৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্য। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের এই সুপারব্র্যান্ড ও ইলেকট্রনিক্স জায়ান্ট।

স্টকমার্কেটবিডি.কম/