লটারির ফলাফল পাওয়া যাবে ওয়েবসাইটে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রাইজবন্ডের লটারির ফলাফল জানার সহজ পদ্ধতি চালু করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এজন্য চালু করা হয়েছে ‘প্রাইজবন্ড রেজাল্ট ইনকোয়ারি সফটওয়্যার বা পিবিআরইএস’ নামের বিশেষ সফটওয়্যার।

এখন থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে গিয়ে অভ্যন্তরীণ ই-সেবা অংশে প্রাইজবন্ডের ‘ড্র’-এর ফলাফল অনুসন্ধানে এই ওয়েবভিত্তিক সফটওয়্যারে প্রবেশকরে গ্রাহকরা ফলাফল জানতে পারবেন।

শনিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে এই সফটওয়্যারের উদ্বোধন করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এসময় এনবিআর, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই ওয়েবসাইটে দুই পদ্ধতিতে প্রাইজবন্ডের ফলাফল জানা যাবে। একটি হচ্ছে সার্চ বক্সে বাংলা বা ইংরেজিতে সরাসরি প্রাইজবন্ডের নম্বর লিখে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

রাশিয়ায় পণ্য ও সেবা বিক্রি বন্ধ করে দিল মাইক্রোসফট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

কোম্পানিটি জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে তার দেশের (যুক্তরাষ্ট্র) সরকারের আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এর আগে অ্যাপল ও ডেলসহ আরও কয়েকটি শীর্ষ পর্যায়ের প্রযুক্তি কোম্পানিও একই রকম সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির

মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাঁর প্রতিষ্ঠান রাশিয়ার অবস্থানের বিরুদ্ধে কাজ করেছে। স্মিথ বলেন, ‘আমরা ইউক্রেনকে সাইবার নিরাপত্তা সহায়তা দিচ্ছি। এখন পর্যন্ত ইউক্রেনের ২০টির বেশি সরকারি, প্রযুক্তি ও আর্থিক খাতের প্রতিষ্ঠানে রাশিয়ার করা সাইবার আক্রমণ প্রতিহত করতে কাজ করেছি।’

রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম রাশিয়া টুডে (আরটি) ও স্পুতনিকের কার্যক্রম সীমিত করার জন্য বেশ কিছু প্রযুক্তি কোম্পানি ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে সর্বশেষ উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে আরটির মোবাইল অ্যাপসগুলো সরিয়ে দিয়েছে মাইক্রোসফট।

এর আগে ফেসবুক, গুগল ও ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াগুলোর বিজ্ঞাপন বাবদ আয়ের পথ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি সিসকো, ওরাকল, নেটফ্লিক্স ও স্পটিফাইও রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। অন্যদিকে পর্যটকদের আবাসন সুবিধা প্রদানকারী অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান এয়ারবিএনবি রাশিয়া ও বেলারুশে তাদের সব বুকিং বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ইউক্রেন থেকে পালিয়ে আসা প্রায় ১ লাখ শরণার্থীকে বিনা মূল্যে তাদের নিয়ন্ত্রণে থাকা বাসায় থাকার প্রস্তাব দিয়েছে।

ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে নামীদামি বেশ কিছু ফ্যাশন ব্র্যান্ডও। ফ্যাশনের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যাসোস রাশিয়ায় গ্রাহকদের আর পরিষেবা দেবে না বলে জানিয়েছে। গত বুধবার রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে সুইডেনভিত্তিক পোশাকের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। আরেক বৈশ্বিক ব্র্যান্ড নাইকির রাশিয়ার গ্রাহকেরাও আর অনলাইনে পণ্য কিনতে পারছেন না।

স্টকমার্কেটবিডি.কম/জেড

হিলিতে কেজিতে ১০ টাকা বাড়ল পেঁয়াজের দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে বেড়েই চলেছে ভারত থেকে আমদানীকৃত ও দেশি পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে কেজিপ্রতি প্রকারভেদে ১০ টাকা।

বর্তমানে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। যা গত দুই দিন আগেই বিক্রি হয়েছিল ৩০ টাকা দরে।

আজ শনিবার হিলি কাঁচাবাজার ঘুরে জানা যায়, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও দাম বৃদ্ধির কারণ জানে না কেউ।

ক্রেতাদের দাবি, হিলি কাঁচাবাজার প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটর করা হয় না। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা নিজের ইচ্ছামতো সব পণ্যের দাম বাড়াচ্ছে।

বিক্রেতারা বলেন, বৃহস্পতিবার ভারতীয় পেঁয়াজ বিক্রি করেছি ৩০ টাকা দরে। আজ শনিবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমরা সাধারণ বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের তথ্য মতে, বৃহস্পতিবার (৩ মার্চ) ভারত থেকে ২১ ট্রাকে ৫৭১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

এশিয়ার শেয়ার বাজারে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুনের প্রভাব

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার খবরে এশিয়ার শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

টোকিও এবং হংকং শেয়ার বাজারে সবচেয়ে বেশি পতন হয়েছে।

জাপানের নিককেই শেয়ার বাজারে সূচক পড়ে গেছে ২.৫ শতাংশ এবং হংকং শেয়ার বাজারে সূচক পড়ে গেছে ২.৬ শতাংশ।

এশিয়ার অপরিশোধিত জ্বালানী তেলের মূল্যও ব্যারেল প্রতি ১১২ ডলারের বেশি হয়েছে।

রাশিয়ার সেনাদের বোমাবর্ষণের কারণে ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদুৎ কেন্দ্রে আগুন লেগে যায়।

এটি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। ইউক্রেনের জরুরী বিভাগের কর্মকর্তা বলেন, শুরুতে তাদের সেখানে ঢুকতে দেয়া হচ্ছিল না।

পরবর্তীতে তারা সেখানে ঢুকতে পারে এবং আগুন নেভাতে সক্ষম হয়।

আগুন নেভানোর খবরে এশিয়ার শেয়ার বাজারগুলোতে অনেক বিনিয়োগকারীর মনে আবারো আস্থা ফিরে আসে। : বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/জেড

ডিএসইতে পিই রেশিও কমেছে ২.৩৩ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৩৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৫.৯৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩৮ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (২০ থেকে ২৪ ফেব্রুয়ারি) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল১৬.৭০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসই’র পিই রেশিও অবস্থান করে ১৬.৩৪ পয়েন্টে। ফলে পিই রেশিও ০.৩৬ পয়েন্ট বা ২.১৫ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৭৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৮১ কোটি ২১ লাখ টাকার।

১১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজের ৯৯ কোটি ৯০ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ৯১ কোটি ৬৭ লাখ, বিএটিবিসির ৬৯ কোটি ২২ লাখ, সাইফ পাওয়ারটেকের ৫৫ কোটি ৪০ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫৪ কোটি ৬৭ লাখ, ইউনিয়ন ব্যাংকের ৫৪ কোটি ৫৯ লাখ ও ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেডের ৫৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সপ্তাহের ব্যবধানে মূলধন কমেছে ১২ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ১২ হাজার কোটি টাকা কমেছে। এসময় সেখানে মোট লেনদেন ও সবগুলো সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ৩ হাজার ৯৮৭ কোটি ৮৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬.০৭ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৭৪৯ কোটি ১৬ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৯৬ কোটি ৯৭ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২৪.৮৬ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪২.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৯৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫৫২.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪৬২ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৩৩.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪১ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৫টির, কমেছে ৩১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার ও ইউনিটের দর। আর ৫টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫০ হাজার ৩৫৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৪২৭ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১১,৯২৮ কোটি টাকা বা ২.১৭ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/