পিপলস লিজিংয়ের ঋণখেলাপিদেরকে হাইকোর্টে তলব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) ৭৭ জন ঋণখেলাপিকে তলব করেছেন হাইকোর্ট।

ঋণ নিয়ে তা ফেরত দেওয়ার শর্তে আদালত থেকে সময় নেওয়ার পরও নির্ধারিত সময়ে ঋণের অর্থ ফেরত না দিয়ে শর্ত ভঙ্গ করায় তাদের তলব করেছেন আদালত।

৭৭ ঋণখেলাপিকে তিন ভাগে আগামী ১১, ১২ এবং ১৯ এপ্রিল সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৭ মার্চ) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের (কোম্পানি কোর্ট) হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান।

শুনানি শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/

জাতীয় পাট পুরস্কার পেল ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যবসায়ী, বিজ্ঞানী, চাষি ও প্রতিষ্ঠানকে পাট পুরস্কার দিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল রোববার জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম জাকির হোসেন, কুষ্টিয়ার চাষি সাহানুর আলম, পাবনার চাষি মো. আ. রাজ্জাক প্রাং, নীলফামারীর রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ঢাকার রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ, আকিজ জুট মিলস, করিম জুট স্পিনার্স, জনতা জুট মিলস, ঢাকার ব্যবসায়ী তৌহিদ বিন আব্দুস সালাম, কোহিনুর ইয়াছমিন ও সাভারের মো. আব্দুল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। পাটের সম্ভাবনার সঙ্গে শাকসবজি ও ফলমূল রপ্তানির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারলে বছরে পাট ও কৃষিপণ্যের রপ্তানি আয় শিগগিরই ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘পাটবীজে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই। ইতিমধ্যে পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পাটের উন্নত জাত উদ্ভাবন করেছে। এখন কৃষকদের মধ্যে এটিকে জনপ্রিয় করার কাজ চলছে। আমরা আশা করছি, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। তখন ভারত থেকে পাটবীজ আর আমদানি করতে হবে না।’

বস্ত্র ও পাটসচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. আতাউর রহমান। এ ছাড়া পাট উৎপাদন ও ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যবসায়ী পাটশিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ভোজ্যতেল আমদানিতে ভাট প্রত্যাহারের দাবি এফবিসিসিআইয়ের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এফবিসিসিআই সভাপতি বলেন, “কেউ দাম বাড়িয়ে দিবেন না, স্টক করবেন না। কেউ অসাধু উপায় নিলে আমরা তাদের পক্ষে নেই। আজ প্যাকেটজাত তেলের চেয়ে বাজারে খোলা তেলের দাম বেশি, এটা মানা যায় না।”

আগামী তিন মাসের জন্য ভোজ্যতেল আমদানিতে ভাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, “বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, আগামীতে সরবরাহ ঠিক রাখতে তাই অন্তত তিন মাস তেল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানাই।”

রাজধানীর মতিঝিলে সদ্য সংস্কারকৃত এফবিসিসিআই আইকন ৬০ ভবনে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, “কেউ দাম বাড়িয়ে দিবেন না, স্টক করবেন না। কেউ অসাধু উপায় নিলে আমরা তাদের পক্ষে নেই। আজ প্যাকেটজাত তেলের চেয়ে বাজারে খোলা তেলের দাম বেশি, এটা মানা যায় না।”

“বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এই অজুহাতে আজ সবাই স্টক করছে খোলা তেল। অনেকে বোতলের তেল খোলা হিসেবে বিক্রি করছে। কিন্তু বিশ্ববাজারের আজ যে দাম বাড়ছে সে তেল তো দুই-তিন মাস পরে দেশে আসবে তাহলে কেন আজ বাড়বে! আজকের দাম যেটা হবে সে দামেই আপনারা বিক্রি করবেন।”

ব্যবসায়ী ও মিল মালিকদের তিনি বাজারে তেল সরবরাহ ঠিক রাখতে আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা জানি দেশে যে পরিমাণ তেল আছে সেটা দিয়ে রমজান কাভার করবে। তবে বিশ্ববাজারে তেলের দাম যেহেতু বেড়েছে আগামীতে সরবরাহ রাখতে অন্তত তিন মাস তেল আমদানিতে ভ্যাট প্রত্যাহারের দাবি জানাই। প্রতিবেশী দেশ ভারতে যেটা তিনবার ভ্যাট-ট্যাক্স সমন্বয় করা হয়েছে।”

স্টকমার্কেটবিডি.কম/

ব্র্যাক ব্যাংকের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৫ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৮ লাখ টাকার।

১৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিএটিবিসি লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মার ১৪ কোটি ১২ লাখ, ফরচুন সুজের ১৩ কোটি ৯৮ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১৩ কোটি ৪১ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৪ লাখ, সাইফ পাওয়ারটেকের ১০ কোটি ৯১ লাখ, স্কয়ার ফার্মার ১০ কোটি ৬৬ লাখ ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ১০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. বিএটিবিসি
  4. ওরিয়ন ফার্মা
  5. ফরচুন সুজ
  6. লাফার্জ হোলসিম বিডি
  7. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  8. সাইফ পাওয়ারটেক
  9. স্কয়ার ফার্মা
  10. ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

ডিএসইতে ১৮২ পয়েন্ট প্রধান সূচকের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ৪৫৫ পয়েন্ট বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮২.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৪৫৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩৬.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৭৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪০ কোটি ২৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৫১ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৬৪টির, আর দর অপরিবর্তিত আছে ৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএটিবিসি, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, লাফার্জ হোলসিম বিডি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মা ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৫৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৮৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ২৫৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ১৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১৭ কোটি ৮১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বিএটিবিসি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

২০০৮ সালের পর অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেনে রাশিয়ার অভিযানের পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। বিবিসি জানিয়েছে, বিশ্ব বাজারে তেলের বেঞ্চ মার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ছাড়িয়েছে ১৩৯ ডলার। পরে প্রতি ব্যারেলে তেলের বাড়তি এ দাম গিয়ে স্থির হয়েছে ১৩০ ডলারে।

যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল সরবরাহে অবরোধ আরোপের বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে; এমন খবর প্রকাশ্যে আসতেই আরও এক ধাপ বেড়েছে তেলের দাম।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও গ্যাস রফতানিকারক দেশ রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার ‌ঘোষিত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে অস্থির হয়ে পড়েছে তেলের বাজার।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি চালু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুই দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চলতা।

বেনাপোল কাস্টমস কর্তৃক বেনাপোলের দুটি সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স সাসপেন্ড ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল থেকে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন।

এর ফলে বন্ধ হয়ে যায় ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের পণ্য লোড, আনলোড।

রবিবার দফায় দফায় বেনাপোল সিএডএফ এজেন্ট এসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের সাথে ফলপ্রসু আলোচনার পর তারা রবিবার সন্ধ্যার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সী পারলস রিসোর্টের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি সী পারলস রিসোর্ট এন্ড স্পা লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ-’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/বি