‘পাকা রশিদ’ ছাড়া ভোজ্যতেল বেচাকেনা বন্ধ : ভোক্তা অধিকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘পাকা রশিদ’ ছাড়া আগামী শুক্রবার (১১ মার্চ) থেকে ভোজ্যতেল বেচা‌কেনায় কোনো ব্যবসা করা যাবে না বলে সাফ জা‌নি‌য়ে দি‌য়ে‌ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মঙ্গলবার (৮ মার্চ) খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সভায় তিনি এ কথা জানান।

এসময় মহাপ‌রিচালক বলেন, ‘রমজান পর্যন্ত চাহিদা মেটানোর জন্য দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত র‌য়েছে। কৃ‌ত্রিম সংকটের বাহানা করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর চেষ্টা করছে।’

মহাপ‌রিচালক সফিকুজ্জামান বলেন, ‘বিপণন ব্যবস্থায় কোম্পা‌নি, প‌রিবেশক, পাইকা‌রি বা খুচরা বি‌ক্রেতা- কারও অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুত থাকার পরও যারা কৃত্রিম সংকট তৈ‌রি ক‌রে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ক‌ঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় ডি‌জি আরও বলেন, ‘বাজা‌রে ভোজ্যতেলের দাম নি‌য়ে যে অস্থিরতা ও অরাজকতা চল‌ছে, তা নিয়ন্ত্রণে কাজ করছে সরকারের বিভিন্ন দপ্তর। এসময় সভায় উপ‌স্থিত পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সরকার‌কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।’

স্টকমার্কেটবিডি.কম/

‘বুধবার থেকে নতুন সার্কিট ব্রেকারে লেনদেন হবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর কমার সর্বোচ্চ সীমা ২ শতাংশ বেধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।

তিনি বলেন, আগামী বুধবার (৯ মার্চ) থেকে শেয়ার দর কমার সর্বনিম্ন সীমা ২ শতাংশ কার্যকর হবে। তবে শেয়ার দর বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে।

কমিশনার বলেন, বর্তমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের মতো দীর্ঘমেয়াদি হবে না। পরিস্থিতির উন্নতি হলে ২ শতাংশ সীমা তুলে নেওয়া হবে।

শেখ শামসুদ্দিন বলেন, সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিতকল্পে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) থেকে আরও ১০০ কোটি টাকা দ্রুত বিনিয়োগের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা আজ থেকেই শুরু হয়েছে।

সংবাদ সম্মেলন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ৫৯ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামী ৯ মার্চ থেকে ৫৯ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এবং গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, চতুর্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, পঞ্চম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, সপ্তম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর অষ্টম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, নবম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, দশম দফায় ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ১১ দফায় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ১২ দফায় ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ১৩ দফায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ১৪ দফায় ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ১৫ দফায় ১৩ মার্চ থেকে ২৫ মার্চ, ১৬ দফায় ৩১ মে থেকে ১৪ জুন, ১৭ দফায় ১৫ জুন থেকে ২৯ জুন ১৮ দফায় ৩০ জুন থেকে ১৪ জুলাই, ১৯ দফায় ১৫ জুলাই থেকে ২৯ জুলাই, ২০ দফায় ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট, ২১ দফায় ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট এবং ২২ দফায় ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর, ২৩ দফায় ১৩ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর আর ২৪ দফায় ২৮ সেপ্টেম্বর হতে ১২ অক্টোবর আর ২৫ দফার ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২৬ দফায় ২৮ অক্টোবর হতে ১২ নভেম্বর, ২৭ দফায় ১৪ নভেম্বর হতে ২৬ নভেম্বর, ২৮ দফায় ২৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর, ২৯ দফায় ১১ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর, ৩০ দফায় ২৭ ডিসেম্বর হতে ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি, ৩২ দফায় ২৮ জানুয়ারি হতে ১০ ফেব্রুয়ারি, ৩৩ দফায় ১১ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি ও ৩৪ দফায় ২৬ ফেব্রুয়ারি ১২ মার্চ, ৩৫ দফায় ১৩ মার্চ হতে ২৫ মার্চ, ৩৬ দফায় ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল ও ৩৭ দফায় ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল, ৩৮ দফায় ২৮ এপ্রিল থেকে ১১ মে, ৩৯ দফায় ১২ মে থেকে ২৭ মে, ৪০ দফায় ২৮ মে থেকে ১০ জুন, ৪১ দফায় ১১ জুন থেকে ২৫ জুন, ৪২ দফায় ২৭ জুন ১১ জুলাই, ৪৩ দফায় ১২ জুলাই থেকে ২৬ জুলাই, ৪৪ দফায় ২৭ জুলাই থেকে ১০ আগষ্ট, ৪৫ দফায় ১১ আগষ্ট থেকে ২৫ আগষ্ট, ৪৬ দফায় আগামী ২৬ আগষ্ট থেকে ৯ সেপ্টেম্বর, ৪৭ দফায় আগামী ১০ সেপ্টেম্বর ২৫ সেপ্টেম্বর, ৪৮ দফায় ২৬ সেপ্টমে্বর হতে ৯ অক্টোবর, ৪৯ দফায় ১০ অক্টোবর হতে ২২ অক্টোবর, ৫০ দফায় ২৩ অক্টোবর হতে ৭ নভেম্বর, ৫১ দফায় ৮ নভেম্বর হতে ২৩ নভেম্বর, ৫২ দফায় ২৪ নভেম্বর হতে ৮ ডিসেম্বর, ৫৩ দফায় ৯ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর, ৫৪ দফায় ২৪ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি, ৫৫ দফায় ৮ জানুয়ারি হতে ২২ জানুয়ারি, ৫৬ দফায় ২৩ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি, ৫৭ দফায় ৭ ফেব্রুয়ারি হতে ২০ ফেব্রুয়ারি, ৫৮ দফায় ২২ ফেব্রুয়ারি ৮ মার্চ ও ৫৯ দফায় ৯ মার্চ থেকে থেকে আরো ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ২৭ লাখ টাকার।

২১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বীকন ফার্মা লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- স্কয়ার ফার্মার ২০ কোটি ৬৯ লাখ, বিএটিবিসির ১৮ কোটি ৬০ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১২ কোটি ৭২ লাখ, অগ্নি সিস্টেমসের ১১ কোটি ৭৯ লাখ, ওরিয়ন ফার্মার ১১ কোটি ৫৭ লাখ, ফরচুন সুজের ১১ কোটি ১৯ লাখ ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের ১০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. বীকন ফার্মা
  4. স্কয়ার ফার্মা
  5. বিএটিবিসি
  6. লাফার্জ হোলসিম বিডি
  7. অগ্নি সিস্টেমস
  8. ওরিয়ন ফার্মা
  9. ফরচুন সুজ
  10. ব্র্যাক ব্যাংক লিমিটেড।

দিনশেষে বেড়েছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক কিছুটা বেড়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৪৭৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৭৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৪০ কোটি ২৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১৭ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৬টির, আর দর অপরিবর্তিত আছে ৪৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, বীকন ফার্মা, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, লাফার্জ হোলসিম বিডি, অগ্নি সিস্টেমস, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৮.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১১৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২০ কোটি ১৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিএটিবিসি ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

৪ কোম্পানির লেনদেন বন্ধ বুধবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি চারটি হচ্ছে- বিডি ফাইন্যান্স, আইডিএলসি, গ্রীণ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড।

এর আগে কোম্পানি ৪টির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানি ৪টির শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বিশ্ববাজারে গমের দাম ১৪ বছরে সর্বোচ্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে- এমন আশঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্ববাজারে। ফলে সরবরাহ ঘাটতির আশঙ্কায় খাদ্যপণ্য, জ্বালানি তেল-গ্যাস থেকে শুরু করে প্রায় সব পণ্যের দামই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। খাদ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেড়েছে গমের দাম।

গতকাল সোমবার রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশ্ববাজারে গমের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বেঞ্চমার্ক শিকাগোর বাজারে সোমবার গমের মূল্য এক সপ্তাহের হিসাবে বেড়েছে অন্তত ৪০ শতাংশ। আর বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের হিসাবে দেখা যায়, এক সপ্তাহে গমের দাম বেড়েছে ৩৭ শতাংশ, আর এক মাসে বেড়েছে প্রায় ৬২ শতাংশ। বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। ভুট্টা রপ্তানিতেও তাদের অংশ প্রায় ১৯ শতাংশ।

একই সঙ্গে বেড়েছে চিনি-চাল, সয়াবিন, পাম তেলসহ আরো কিছু খাদ্যপণ্যের দাম। চালের দাম এক সপ্তাহে বেড়েছে ৭.৩৫ শতাংশ। জ্বালানি তেল, গ্যাস, সোনার দামও ব্যাপক ঊর্ধ্বমুখী। বাজারের অস্থিরতায় গতকালও বিশ্ব শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে।

ট্রেডিং ইকোনমিকসের হিসাবে দেখা যায়, গতকাল শিকাগোর অগ্রিম বাজারে গমের দাম ৭.২৩ শতাংশ বেড়ে প্রতি বুশেল হয় ১২ ডলার, যা ২০০৮ সালের মার্চের পর সর্বোচ্চ দাম।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের সব বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ, অন্যদিকে রাশিয়ার পণ্য নিচ্ছে না জাহাজ কম্পানিগুলো। ফলে বিশ্ববাজারে এ দুই দেশের গম না আসায় দাম বাড়ছে অস্থিরভাবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

কে এন্ড কিউয়ের ঋণমান ‘বিবিবি’ ও ‘এসটি-৩’

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে এন্ড কিউ লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্রামীণফােনের শেয়ার অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফােন লিমিটেডের শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার অফিস বসুন্ধরায় জিপি হাউজে নেওয়া হয়েছে।

এখন থেকে সকল শেয়ারহোল্ডারদের নতুন অফিসে যোগাযোগের করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ