ডিএসইতে পিই রেশিও কমেছে ০.৭৫ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৬ থেকে ১০ মার্চ) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৫.৯৬ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৫.৮৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১২ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমেছে।

এর আগের, সপ্তাহের (২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৩৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৫.৯৬ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩৮ পয়েন্ট বা ২.৩৩ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ফরচুন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৬২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৬৪ কোটি ৩৪ লাখ টাকার।

১৩৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিএটিবিসির ৭৯ কোটি ৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ৭৭ কোটি ৩৯ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ৬০ কোটি ৮ লাখ, বিডিকম অনলাইনের ৫৭ কোটি ৫১ লাখ, ড্রাগন সোয়েটার স্পিনিং মিলসের ৫৪ কোটি ৮৯ লাখ, লাফাজ হোলসিম বিডির ৫৪ কোটি ৮ লাখ ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৫৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সপ্তাহের ব্যবধানে মূলধন কমেছে ৩,৩২১ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৩ হাজার ৩২১ কোটি টাকা কমেছে। এসময় সেখানে মোট লেনদেন ও সবগুলো সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৯৩২ কোটি ১৪ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৩ হাজার ৭৪৫ কোটি ৮৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬.০৪ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৭৯৪ কোটি ১২ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৪৯ কোটি ১৬ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৬.০৪ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৭.৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪২৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৬.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৫ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৭টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার ও ইউনিটের দর। আর ৫টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৮ হাজার ৪২৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ১০৬ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩,৩২১ কোটি টাকা বা ০.৬২ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/