ভোজ্যতেলে খুচরা পর্যায়ে ভ্যাট মওকুফ করলেন সরকার

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোজ্য তেলের রিটেইলার (ভোক্তা) পর্যায়ে ভ্যাট মওকুফ করা হয়েছে। আইনমন্ত্রী এসআরওতে সই করেছেন বলে জানিয়েছেন। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিসভা সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘আজ মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ভোজ্যতেলের উপর খুচরা পর্যায়ের ভ্যাট তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে ভ্যাট কতটুকু কমানো যায় তা নিশ্চিত করতে এনবিআরকে নির্দেশ দেওয়া হয়েছে।’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে বলেও জানান মন্ত্রিসভা সচিব।

আজকে নতুন একটা বিষয় সভায় আলোচনা হলো জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মিটিংয়ে একটা অবজারভেশন দেওয়া হলো এবং এনবিআরকে ডিরেক্টিভ দেওয়া হয়েছে যে, ইমপোর্ট পর্যায়ে যে ১৫ শতাংশ ভ্যাট আছে সেটা কতটুকু কিভাবে কমানো যায় দেখতে হবে এবং যথা সম্ভব একটু কম পর্যায়ে নিয়ে আসার জন্য, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আছে। আমদানি পর্যায়ে যে ভ্যাট আছে সেটা যথা সম্ভব কমিয়ে নিয়ে আসার জন্য এনবিআরকে বিবেচনা করার জন্য শিগগিরিই ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আমদানি পর্যায়ে কমালে আমাদের ধারণা যে এটার একটা ডিরেক্ট পজেটিভ ইমপ্যাক্ট পড়বে বাজারে।

তিনি জানান, শুধু ভোজ্য তেল নয়, চিনি বা যেগুলো বেশি প্রয়োজনীয় সেগুলোর ক্ষেত্রে ভ্যাট কমাতে বলা হয়েছে। যেটাই খুবই ক্রাইসিসে থাকবে সেটার ক্ষেত্রে একদম কম পর্যায়ে নিয়ে আসা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

তেল আমদানিতে দিনে লোকসান হচ্ছে ৮০ কোটি টাকা: প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতিতে দেশে তেল আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এখন দিনে ৮০ কোটি টাকা লোকসান গুনছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ববাজারে গ্যাসের দামও কয়েক গুণ বেড়েছে। ভর্তুকি বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার।

সকালে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স অব বাংলাদেশ (এফইআরবি) ও নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি যৌথ উদ্যোগে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এখনো ৬৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস থেকে। আবার গরম বাড়তে থাকায় প্রতিদিন ২০০ মেগাওয়াট করে বিদ্যুতের চাহিদা বাড়ছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যেই আছে। গ্রাহকপর্যায়ে দাম তেমন না বাড়িয়ে ভর্তুকি দিয়ে ঘাটতি সামলানোর চেষ্টা করছে সরকার।

নসরুল হামিদ বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা পাঁচ গুণ বেড়েছে। ক্যাপটিভ (শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ) ও নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎসহ এখন ক্ষমতা ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। আরও ১৩ হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। সারা দেশের ৯৯ দশমিক ৮৫ ভাগ এলাকা বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে, এটিকে শতভাগ বলা যায়। ২১ মার্চ শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ভোজ্যতেল আমদানিতে ভ্যাট ১০ শতাংশ কমছে: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভোজ্যতেল আমদানির ওপর ভ্যাট ১০ শতাংশ কমানো হবে। একই সঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে।

সোমবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘আজ প্রধানমন্ত্রী ভোজ্যতেলের ওপর থেকে আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট কমাতে আমাদের নির্দেশ দিয়েছেন। বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে তেল আমদানি করা হয়। সেখান থেকে ১০ শতাংশ কমানো হলে ভ্যাট ৫ শতাংশ হচ্ছে। উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। ভোক্তা পর্যায়েও ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। দাম কমবে কি না, ব্রাজিল বলতে পারবে। কারণ, ৯০ শতাংশ তেল আমরা সেখান থেকে আমদানি করি।’

টিপু মুনশি বলেন, ‘যার ৫ লিটার তেল দরকার, সে ১০ লিটার কিনলে ঠেকাতে পারব না। রমজান উপলক্ষে সবাই কিনতে শুরু করলে তো বাজারে ঘাটতি দেখা দেবেই। যতটুকু কেনা দরকার, আমরা ততটুকুই যেন কিনি। সবার রান্নাঘরে তো আমরা ঢুকতে পারব না। রমজান মাসে প্রয়োজনের অতিরিক্ত ভোজ্যতেল না কেনার জন্য অনুরোধ করছি।’

স্টকমার্কেটবিডি.কম/

এনভয় টেক্সটাইলের ২ কোটি শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের তিনজন পরিচালক ২ কোটির বেশি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

কোম্পানির পরিচালক কুতুবউদ্দিন আহমেদ ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬৪ টি শেয়ার কিনবে। কোম্পানির আরেক উদ্যোক্তা পরিচালক তানভীর আহমেদ ১ কোটি ১৯ লাখ ৫১ হাজার ১০৪টি শেয়ার কিনবে।

এছাড়া কোম্পানির পরিচালক সুমাইয়া আহমেদ ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬২টি শেয়ার কিনবে।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

কোম্পানিটির এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেট হতে ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/মো

ভিএসএস থ্রেডসের শেয়ার দর বৃদ্ধি কোনো তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ভিএসএস থ্রেড ডায়িং লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ভিএসএস থ্রেড ডায়িং লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

আইসিবি ইসলামিক ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৪ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর কারওয়ানবাজারে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ভিএফএস থ্রেডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ভিএফএস থ্রেডস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ২০ লাখ টাকার।

৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বিডিকম অনলাইন লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অগ্নি সিস্টেমসের ১৮ কোটি ৪১ লাখ, ওরিয়ন ফার্মার ১৮ কোটি ২২ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ১৪ কোটি ৭২ লাখ, কেয়া কসমেটিকসের ১৪ কোটি ৫৬ লাখ, কুইন সাউথ টেক্সটাইলের ১৪ কোটি ৩৮ লাখ, জিপিএইচ ইস্পাতের ১৪ কোটি ৬ লাখ, ও ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেডের ১৪ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

রাশিয়া থেকে ‘ডিসকাউন্টে’ তেল পাবে ভারত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাশিয়া থেকে ‘ডিসকাউন্টে’ তেল কিনবে ভারত ছবি: সংগৃহীত
রাশিয়ার কাছ থেকে বিশেষ ছাড় পাওয়া মূল্যে তেল কেনার বিষয়টি বিবেচনা করছে ভারত। রাশিয়ার সঙ্গে ডলারে লেনদেনে পশ্চিমাদের নিষেধাজ্ঞা থাকায় তেলের মূল্য পরিশোধ হতে পারে রুপি-রুবল ট্রানজেকশনের মাধ্যমে। দুই ভারতীয় কর্মকর্তার বরাতে সোমবার (১৪ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভারত সাধারণত তার চাহিদার ৮০ শতাংশ তেলই বিদেশ থেকে আমদানি করে, যার মধ্যে দুই থেকে তিন শতাংশ নেয় রাশিয়া থেকে। কিন্তু চলতি বছর জ্বালানি তেলের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় দেশটি এখন রাশিয়া থেকে আমদানির পরিমাণ বাড়াতে চাচ্ছে।

ভারত সরকারের এক কর্মকর্তা বলেন, রাশিয়া তেলসহ বিভিন্ন পণ্যে বড় ছাড়ের অফার দিচ্ছে। আমরা এটি খুশিমনেই গ্রহণ করবো। আমাদের ট্যাংকার, বিমা কাভারেজ, তেলের মিশ্রণের মতো কিছু সমস্যার সমাধান করতে হবে। সেটি হয়ে গেলেই আমরা ডিসকাউন্ট অফারটি গ্রহণ করবো।

পশ্চিমা নিষেধাজ্ঞার বিপদ এড়াতে আন্তর্জাতিক অনেক ক্রেতাই রাশিয়ার তেল-গ্যাস এড়িয়ে চলছে। কিন্তু নামপ্রকাশে অনিচ্ছুক ওই ভারতীয় কর্মকর্তা বলেছেন, এই নিষেধাজ্ঞা তাদের রুশ জ্বালানি আমদানি থেকে আটকাতে পারবে না।

তিনি জানান, রাশিয়ার তেলসহ বিভিন্ন পণ্য আমদানিতে মূল্য পরিশোধের জন্য রুপি-রুবল ট্রানজেকশনের একটি ব্যবস্থা করা হচ্ছে।

তবে ভারত ঠিক কী পরিমাণ তেল আমদানি করবে এবং রাশিয়া কী ধরনের ডিসকাউন্ট অফার দিয়েছে তা জানাননি ওই দুই কর্মকর্তা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ভিএফএস থ্রেডস
  3. বিডিকম অনলাইন
  4. অগ্নি সিস্টেমস
  5. ওরিয়ন ফার্মা
  6. বাংলাদেশ শিপিং করপোরেশন
  7. কেয়া কসমেটিকস
  8. কুইন সাউথ টেক্সটাইল
  9. জিপিএইচ ইস্পাত
  10. ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেড।

দিনশেষে সামান্য কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচক সামান্য কমেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৭৬৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৬০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৮টির, আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ভিএফএস থ্রেডস, বিডিকম অনলাইন, অগ্নি সিস্টেমস, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, কেয়া কসমেটিকস, কুইন সাউথ টেক্সটাইল, জিপিএইচ ইস্পাত ও ড্রাগন সোয়েটার স্পিনিং ও ফরচুন সুজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৫.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৭৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৬০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সামিট পাওয়ার ও কেয়া কসমেটিকস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/