করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব সিপিডির

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামে সাধারণ মানুষ দিশাহারা। আয়ের বড় একটি অংশ চলে যাচ্ছে চাল, ডাল ও তেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের পেছনে। এমন বাস্তবতায় মূল্যস্ফীতির জাঁতাকল থেকে মানুষকে মুক্তি দিতে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সিপিডি বলেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ পিষ্ট হচ্ছে। অথচ সরকারি তথ্য বলছে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আছে। মাঠের বাস্তবতা সরকারি তথ্যের বিপরীতমুখী, এ অভিযোগ তুলে সিপিডির প্রস্তাব, আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা বাড়ানো হোক।

উল্লেখ্য, বর্তমানে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা, এই সীমা পর্যন্ত মানুষকে কর দিতে হয় না। এর বেশি আয় হলে কর দিতে হয়।

আজ রবিবার রাজধানীর ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে ‘পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি কোন পথে?’ শিরোনামে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে সিপিডি। তারা বলে, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের পরিসর আরও বাড়ানো উচিত। যে কটি খাতে সরকার ভর্তুকি দিচ্ছে, আগামী কয়েক মাস তা অব্যাহত রাখার আহ্বান জানায় তারা। সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পাশাপাশি আগামী অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির তাগিদ দিয়েছে সিপিডি।

রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম, সিপিডির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সয়াবিন তেলের দাম ১৬০ টাকা লিটার নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগের নির্ধারিত দর থেকে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বোতলজাত ৫ লিটার তেলের দাম ৩৫ টাকা কমিয়ে ৭৬০ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার সচিবালয়ে তেল উৎপাদনকারী কম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

আগামীকাল থেকে মিলগেটে এই মূল্য কার্যকর হবে। তবে ভোক্তা পর্যায়ে কার্যকর হতে আরও পাঁচ-ছয়দিন সময় লাগতে পারে জানিয়েছেন বাণিজ্য সচিব।

এই বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বসে এই দর ঠিক করা হয়েছে। তবে সরকার আমদানি পর্যায়ে কর কমানো প্রভাব বাজারে পড়তে ঈদের পর হতে পারে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দর বাড়ার প্রভাবে অস্থির হয়ে উঠে দেশের বাজার। এই প্রেক্ষাপটে সরকার ভোজ্য তেলের ওপর ভ্যাট ও কর প্রত্যাহার করে নেয়। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে এর প্রভাব পরতে এক মাসের বেশী সময় লাগবে।

স্টকমার্কেটবিডি.কম/

‘কাল থেকেই চালের দাম কমবে’ : খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে পর্যাপ্ত ধান ও চাল উৎপাদন হয়। তার পরও চালের দাম বাড়ছে, যা অত্যন্ত দুঃখজনক। আগামীকাল থেকেই চালের দাম নিম্নমুখী দেখতে চাই।’ এ সময় চালের বাজার নিম্নমুখী রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান তিনি।

রবিবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলনক্ষে অবৈধ মজুদদারি রোধে করণীয় ও বাজার তদারকিসংক্রান্ত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে দেশে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। তার পরও ধাপে ধাপে চালের দাম বাড়ছে, যা কাঙ্ক্ষিত নয়। এর কারণ খতিয়ে দেখতে আমরা মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মাঠ পর্যায়ের সঠিক তথ্য আমাদের পরিকল্পনা গ্রহণে কাজে লাগবে।’

দেশের বাজারে চালের অভাব নেই। কিন্তু দাম কেন বাড়ছে তা খতিয়ে দেখার নির্দেশনা দিয়ে খাদ্য কর্মকর্তাদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, মিলের স্টক ভেরিফিকেশন করতে হবে, কতটুকু ক্র্যাশিং হলো, কতটুকু সরবরাহ হলো তা প্রতিদিন নিয়মিত রিপোর্ট করতে হবে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, ‘রমজান মাসে চালের দাম বাড়ানো যাবে না। কাল থেকে ধাপে ধাপে কমাতে হবে। তা ছাড়া চালের বস্তায় ধানের জাত ও উৎপাদনের তারিখ উল্লেখ করতে হবে। তার গাইডলাইন আমরা দ্রুত পাঠিয়ে দেব। কেউ অবৈধভাবে চাল মজুদ করে দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

খুলনা বিভাগের বিভিন্ন জেলার খাদ্য নিয়ন্ত্রক জানান, নিবিড়ভাবে বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীতেও নিয়মিত বাজার পর্যবেক্ষণ করা হবে। যারা অবৈধ কারসাজি ও মজুদদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি ও মূল্য বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চালকল মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, এখন আর চালের দাম বাড়ার কোনো সুযোগ নেই। আগামী এক মাসের মধ্যে কিছু জায়গায় ধান কাটা শুরু হয়ে যাবে। সেই ধান বাজারে আসার পরপরই চালের দাম অনেকটা কমে আসবে। এ ছাড়া আগামীকাল থেকেই চালের দাম কমানো হবে। তিনি বলেন, ৫০ কেজির সরু চালের বস্তায় দাম ১০০ টাকা কমানো হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, চাল ও ধানের পর্যাপ্ত মজুদ থাকার পরও মজুদদার ও আড়তদাররা কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে। তারা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করে। চালের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। মিল মালিকদের কারসাজি ও মজুদদারির কারণে চালের দাম ঊর্ধ্বমুখী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার (কুষ্টিয়া সদর সার্কেল) মো. আতিকুল ইসলাম, মিলার, আড়তদার, খুলনা বিভাগের সব জেলার খাদ্য খাদ্য নিয়ন্ত্রক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিগণ।

এর আগে মন্ত্রী কুষ্টিয়ার খাজানগরে ফ্রেশ অ্যাগ্রো, রশিদ অ্যাগ্রো ফুড ও দেশ অ্যাগ্রোতে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে উল্লেখিত মিলগুলোতে অবৈধ মজুদ দেখতে পান। অবৈধভাবে মজুদকৃত চাল দ্রুত বাজারজাত করার জন্য মিল মালিকদের নির্দেশনা দেন তিনি। এ ছাড়াও মন্ত্রী অবৈধ মজুদদারি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ব্যয় বৃদ্ধির অযুহাতে স্বাধীন পরিচালক রাখেনি মদিনা ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যয় বৃদ্ধি না করার অযুহাতে কোম্পানিটির পরিচালনা বোর্ডে কোনো স্বাধীন পরিচালক রাখেনি মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা বোর্ডে রয়েছেন তিনজন সদস্য। কোম্পানিটির চেয়ারম্যান হিসাবে রযেছেন মো: বিল্লাল হোসাইন, ব্যবস্থপনা পরিচালক মো: জাকির হোসেন পাটোয়ারি ও পরিচালক হিসাবে রয়েছেন মো: কামরুল আলম।

আজ রবিবার (২০ মার্চ) বিকাল ৪টায় কোম্পানিটি একটি ওয়েব শোর আয়োজন করে কোম্পানিটি। এই শোতে বিনিয়োগকারীদের এক প্রশ্নের উত্তরে এসব তথ্য দেন কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা।

এই ওয়েব শোতে বিভিন্ন প্রশ্ন করেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা বোর্ডে কোনো স্বাধীন পরিচালক কেন রাখা হয়নি এমন একটি প্রশ্ন করেন এক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। এসময় জানানো হয়, কোম্পানিটি ব্যবস্থাপনা খরচ বাড়াতে চায় না বলেই কোনো স্বাধীন পরিচালক নেই মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা বোর্ডে।

এসময় চীপ অপারেটিং অফিসার হাবিবুর রহমান, প্রধান আর্থিক অফিসার আনিচুর রহমান ও কোম্পানি সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বিনিয়োগকারীদের প্রশ্নের উত্কর দেন। ওয়েব শোতে কোম্পানিটির চেয়ারম্যান মো: বিল্লাল হোসাইন, ব্যবস্থপনা পরিচালক মো: জাকির হোসেন পাটোয়ারি ও পরিচালক মো: কামরুল আলমও অংশ নেন।

অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানিটির তালিকাভুক্তির পূর্ব ও পরবর্তী ইপিএস/ন্যাভ, গত দিনের টার্ণওভার, ভবিষ্যৎ বিজনেস পলিসি, বিগত লভ্যাংশ সংশ্লিষ্ট অনেক কিছু জানতে চান। এই অনুষ্ঠানে ইস্যু ম্যানেজাররাও অংশগ্রহণ করেন।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড। মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড যোগ্য বিনিয়োগকারী অফারের (কিউআইও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে।

স্টকমার্কেটবিডি.কম/

রবি আজিয়াটার ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম শিল্প খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। অন্তবর্তীকালীন লভ্যাংশ দেওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ৩১ মার্চ সমাপ্ত ২০২১ অর্থ বছরের তিন মাসে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।

আগামীকাল ২১ মার্চ থেকে উভয় শেয়ারবাজারে কোম্পানিটি এন এর পরিবর্তে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ড্রাগন সোয়েটার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৮ লাখ টাকার।

১৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইএফআইসি ব্যাংকের ১৩ কোটি ৬৫ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ১২ কোটি ৭ লাখ, পিপলস ইন্স্যুরেন্সের ১১ কোটি ৯৯ লাখ, বিডিকম অনলাইনের ১১ কোটি ৪১ লাখ, নাহি এলুমিনাম কম্পোজিটের ১০ কোটি ৫৪ লাখ, আমরা টেকনোলজিসের ১০ কোটি ৫৪ লাখ ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ড্রাগন সোয়েটার
  3. ওরিয়ন ফার্মা
  4. আইএফআইসি ব্যাংক
  5. বাংলাদেশ শিপিং করপোরেশন
  6. পিপলস ইন্স্যুরেন্স
  7. বিডিকম অনলাইন
  8. নাহি এলুমিনাম
  9. আমরা টেকনোলজিস
  10. সাইফ পাওয়ারটেক লিমিটেড।

ডিএসইতে লেনদেন ৬’শ কোটি টাকার ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে ৬০০ কোটি টাকার ঘরে নেমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৬৯৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৪১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৩৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৬ কোটি ১১ লাখ টাকা। গত বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৩৫ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৯টির, আর দর অপরিবর্তিত আছে ১৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, পিপলস ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, নাহি এলুমিনাম, আমরা টেকনোলজিস ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬৫.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬৫৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ২৩৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৬ লাখ টাকা। গত বুধবার সেখানে লেনদেন হয়েছে ২৩ কোটি ২২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আইএফআইসি ব্যাংক ও কেয়া কসমেটিকস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

প্রাইম ব্যাংকের বোর্ড সভা ২৭ মার্চ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি।

স্টকমার্কেটবিডি.কম/বি

নিত্যপণ্যের দাম বেশির পেছনে লুটেরাদের ভূমিকা বেশি : শিল্প প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

লাগামহীন দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘সত্য কথা বললে তো আজকাল পাপ হয়ে যায়। বর্তমানে দেশের নিত্যপণ্যের দাম বেশি হওয়ার পেছনে লুটেরাদের ভূমিকা বেশি। ’

আজ রবিবার সকালে রাজধানীর পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্রেতা-বিক্রেরা সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কামাল মজুমদার বলেন, ‘লুটেরা সমাজ পাঁচ টাকা লাভের জায়গায় ৫০ টাকা লাভ করে।

রমজান এলে তারা দলবদ্ধভাবে অতিমুনাফা লাভের আশায় পণ্য মজুদ করে রাখে। তাই পণ্যের দাম বেড়ে যায়। এসব লুটেরা চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তবেই পণ্যের দাম কমবে।

সম্মিলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য হাসিনা নেওয়াজ, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/