খোলা পাম তেলের দাম কমল লিটারে ৩ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এবার খোলা পাম তেলের দাম কমল লিটারে তিন টাকা। গত ৬ ফেব্রুয়ারি থেকে প্রতি লিটার খোলা পাম তেলের দাম ছিল ১৩৩ টাকা।

ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে খোলা পাম তেল বিক্রি হবে প্রতি লিটার ১৩০ টাকায়। অ্যাসোসিয়েশন আজ এ বিজ্ঞপ্তি বাণিজ্য মন্ত্রণালয়কেও পাঠিয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘পবিত্র রমজান মাস সামনে রেখে এ দাম কমানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

এর আগে গত রবিবার এক লিটারের বোতলজাত সয়াবিন তেল আট টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম সাত টাকা কমানো হয়েছে। খুচরা পর্যায়ে নতুন দর কার্যকর হয়নি এখনো। ওই দিন অবশ্য বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের জানিয়েছিলেন, নতুন দর কার্যকর হবে পাঁচ-ছয় দিন পর।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে বললেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। দেশে উৎপাদনে যেতে হলে সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে হবে। এ জন্য সয়াবিন ও সূর্যমুখীর চাষ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। নিজের সরকারি বাসভবন গণভবন থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ভোজ্যতেল আমদানি কমিয়ে উৎপাদনে যেতে হবে। সয়াবিন চাষ করতে হবে। আমদানি কমিয়ে দেশে উৎপাদনে যেতে হবে। সয়াবিন ও সূর্যমুখী চাষ করতে বলেছেন প্রধানমন্ত্রী। ‘বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বীজ বর্ধন খামার স্থাপন প্রকল্পটি’ ৪৩৮ কোটি ৯৪ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদনের সময় বাদামসহ তেল বীজ উৎপাদনে যেতে বলেছেন প্রধানমন্ত্রী।

রেলে নিয়োগের কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে এম এ মান্নান বলেন, আবহমান কাল ধরে তারা ইনজয় করে এসেছে। রেলের লোকজন কাজ করে কিছু কোটা পায়। এ সম্মানটা দিলে তারা সম্মানিত হন। রেলে যারা চাকরি করেন তাদের পরিবারের জন্য চাকরিতে ৪০-৫০ শতাংশ কোটা সুবিধা দেওয়া যায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/

ফুডপ্যান্ডায় ‘বিকাশ ফেস্ট’ ক্যাম্পেইন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিকাশ অ্যাকাউন্ট থাকা ফুডপ্যান্ডা গ্রাহকদের জন্য ‘বিকাশ ফেস্ট’ শীর্ষক ক্যাম্পেইন নিয়ে এসেছে ফুডপ্যান্ডা ও বিকাশ। মার্চ মাসজুড়ে চলা এ ক্যাম্পেইনের অধীনে নির্ধারিত রেস্টুরেন্টে বিশেষ ছাড়সহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন ফুডপ্যান্ডা গ্রাহকরা।

পাশাপাশি এ ক্যাম্পেইনের আওতায় ১শ’ জন শীর্ষ ক্রেতা ১ হাজার টাকা ক্যাশব্যাক জেতার সুযোগ পাবেন। ফুডপ্যান্ডা অ্যাপের বিকাশ ফেস্ট ক্যারাউজাল থেকে ন্যূনতম ৫শ’ টাকার অর্ডার করলেই গ্রাহকরা এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।। বিকাশ পেমেন্টের মাধ্যমে ব্যবহারকারীরা আরও লুফে নিতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার।

সবচেয়ে বেশি টাকার ও বেশি বার অর্ডার করা গ্রাহকদের মধ্য থেকে ১শ’ জন পাবেন ১ হাজার টাকার ক্যাশব্যাক। বিজয়ী ঘোষণার সাত কর্মদিবসের মধ্যে ক্যাশব্যাকটি তাদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

স্টকমার্কেটবিডি.কম/

আগামী বাজেটের মূল থিম : ‘সবার জন্য সমান সুযোগ’

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী অর্থবছরের বাজেটের মূল থিম হচ্ছে সবার জন্য সমান সুযোগ। ব্যবসায়ীরাও ঠকবে না আবার সরকারও জিতবে। সরকার সব ক্ষেত্রে বেশি নিল ব্যবসায়ীরা কিছু পেল না- এ অভিযোগ সরকার শুনতে চায় না।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪২তম সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তফা কামাল মস্তফা কামাল বলেন, গত ১৩ বছরে রাজস্ব আট গুণ বেড়েছে। এতে ব্যবসায়ীদের অবদান রয়েছে। তবে ব্যবসায়ীদের এটাও মনে রাখতে হবে আগামীতেও কর পরিশোধ করতে হবে। তা না হলে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প কীভাবে বাস্তবায়ন হবে অথবা মেগা প্রকল্প সরকার কীভাবে শেষ করবে।

তিনি বলেন, সরকার পরোক্ষ কর থেকে সরে এসে প্রত্যক্ষ করের দিকে এগোচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/

এনভয় টেক্সটাইলের ৪১ লাখ শেয়ার কিনলো এনভটেক এভিয়েশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল লিমিটেডের একজন শেয়ারহোল্ডার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, এনভটেক এভিয়েশন লিমিটেড নামে এই শেয়ারহোল্ডার কোম্পানিটির ৪১ লাখ ৪৮ হাজার ৩৩৬টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ব্লক মার্কেট হতে ক্রয় সম্পন্ন করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

স্টক ব্রোকারের অনুমোদন পেল স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকারের অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড ডিএসই সদস্য। এর সদস্য নম্বর-২৯০।

গত ৯ ফেব্রুয়ারি এই কোম্পানিটিকে এই স্টক ব্রোকারের অনুমোদন প্রদান করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের আইডি নম্বর SMT।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আমরা টেকনোলজিস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৩৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আমরা টেকনোলজিস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ১৫ লাখ টাকার।

২৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ভিএফএস থ্রেড লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপার এন্ড বোর্ডের ২৪ কোটি ৭৫ লাখ, ওরিয়ন ফার্মার ২৪ কোটি ১৮ লাখ, বিডিকম অনলাইনের ২০ কোটি ৯২ লাখ, ড্রাগন সোয়েটার স্পিনিংয়ের ২০ কোটি ২৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ১৭ কোটি ৩৭ লাখ, স্কয়ার ফার্মার ১৬ কোটি ৬৮ লাখ ও আমরা নেটওয়ার্কস লিমিটেডের ১৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আমরা টেকনোলজিস
  3. ভিএফএস থ্রেড
  4. সোনালী পেপার এন্ড বোর্ড
  5. ওরিয়ন ফার্মা
  6. বিডিকম অনলাইন
  7. ড্রাগন সোয়েটার স্পিনিং
  8. বাংলাদেশ শিপিং করপোরেশন
  9. স্কয়ার ফার্মা
  10. আমরা নেটওয়ার্কস লিমিটেড।

দিনশেষে লেনদেন ও সূচকের বড় উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৯.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৭৭১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৯.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৪.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৭১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫৭ কোটি ৬০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৫৭ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৩টির, আর দর অপরিবর্তিত আছে ৪৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আমরা টেকনোলজিস, ভিএফএস থ্রেড, সোনালী পেপার এন্ড বোর্ড, ওরিয়ন ফার্মা, বিডিকম অনলাইন, ড্রাগন সোয়েটার স্পিনিং, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মা ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৯৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৮১৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৭৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৭ কোটি ১৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

উৎসে ও আগাম কর বিলোপের সুপারিশ এফবিসিসিআইয়ের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রপ্তানি খাতসহ সব শিল্প খাতে উৎসে কর ও আগাম কর ফেরত দেওয়ার পরিবর্তে পুরো বিলোপের সুপারিশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ব্যবসায়ে অহেতুক খরচ ও সময় কমানোর জন্য এ সুপারিশ করেছে সংগঠনটি। এ ছাড়া জমি ক্রয়, নির্মাণ, পরিষেবার বিলসহ যাবতীয় সব সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) প্রত্যাহার চায় এফবিসিসিআই।

২০২২-২৩ অর্থবছরের জন্য মৌলিক বাজেট প্রস্তাবে এসব সুপারিশ করেছে এফবিসিসিআই। আজ মঙ্গলবার বাজেট–সংক্রান্ত পরামর্শক সভায় এসব প্রস্তাব করা হবে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ সভার যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয় ও এফবিসিসিআই। সভায় প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এফবিসিসিআই অতিক্ষুদ্র ও কুটির, ক্ষুদ্র, মাঝারি (সিএমএসএমই) ও বৃহৎ শিল্পের জন্য বেশ কিছু সুপারিশ করেছে। সংগঠনটি অতিক্ষুদ্র ও কুটিরশিল্পকে আট বছর পর্যন্ত কর অবকাশ–সুবিধা দিতে সরকারকে প্রস্তাব দিয়েছে। এ ছাড়া যেসব ক্ষুদ্র প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার তথা লেনদেন ৫০ কোটি টাকার নিচে, সেগুলোর মূসক হার ৩ থেকে ৫ শতাংশের মধ্যে রাখা এবং এসব প্রতিষ্ঠানের কাঁচামাল, উপকরণ ও যন্ত্রপাতি আমদানিতে শুল্কহার ১ থেকে ৩ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়েছে।

বার্ষিক লেনদেন ৩০০ কোটি টাকার নিচে, এমন মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের মূসক হার ৪ থেকে ৬ শতাংশ এবং এসব প্রতিষ্ঠানের কাঁচামাল, উপকরণ ও যন্ত্রপাতির শুল্কহার ১ থেকে ৩ শতাংশের মধ্যে রাখতে বলেছে এফবিসিসিআই। আর ৩০০ কোটি টাকার বেশি লেনদেন হয়, এমন ধরনের বড় প্রতিষ্ঠানের সব কাঁচামাল, উপকরণ ও যন্ত্রপাতিতে শুল্কহার ১ থেকে ৩ শতাংশ নির্ধারণের সুপারিশ করেছে তারা। সেই সঙ্গে অনুন্নত এলাকায় শিল্পকারখানা করলে উদ্যোক্তাদের প্রথম আট বছর কর–সুবিধা দেওয়ার সুপারিশ করেছে তারা।

স্টকমার্কেটবিডি.কম/জেড